অনলাইনে শুধু কন্টেন্ট লিখেই কি আয় করা যায়? সহজ কথায় জেনে নিন
ইন্টারনেটে বিচরণ করলেই শুধু বারবার যে শব্দগুলো চোঁখে ভাসে তা হলো Freelancing, Outsourcing, Online Income, Content Writing ইত্যাদি সহ আরও অনেক গুলো। এখন আমার কথা হলো এই যে ইন্টারনেটে এত অনলাইন আয়ের নজরকাড়া বিজ্ঞাপন আর আয়ের প্রলোভন, বাস্তবে তার প্রতিফলন কতটুকু? মোবাইল ইন্টারনেট কিংবা কম্পিউটার অনলাইন জগতে বিচরনের একটা সিংহভাগ সময় জুড়েই অনলাইন ইনকামের নজরকাড়া বিজ্ঞাপনের কোনঠাসা আক্রমণ যেন ঠেকানোর উপায়ই নেই। তাই কেও বাধ্য কিংবা অবাধ্য হোক এসব দেখতে, তাতে যায় আসে না, তবে তাকে যে দেখতেই হয়। কি আছে এই অনলাইন ইনকামের বিজ্ঞাপনে? বুঝে, না বুঝে এই অনলাইন ইনকামের কোন কন্টেন্ট দেখেই কিন্তু এর পাঠক সংখ্যা বেড়েই চলেছে। শুধু অনলাইন আয়ের নজরকাড়া বিজ্ঞাপনই নয়, আছে Freelancing, Outsourcing, Blogging, Content Writing. আরও কত কি? আছে Blogger, Blog ইত্যাদি। আসলে প্রকৃত পক্ষে ইন্টারনেটে বা অনলাইনে কন্টেন্ট লিখে কি অর্থ উপার্জন করা যায়? এটা কি সবার জন্য উম্মুক্ত? এর কি আলাদা কোন নিয়ম কানুন আছে? এর নিয়ম কানুন আসলে কি কি? যদিও এসব বিষয় নিয়ে আমার আরও কিছু আর্টিকেল রয়েছে, তবুও অনেকের অনুরোধে আজ একটু অনলাইন আয় নিয়ে ভিন্ন ভাবে লেখার অবতারণা আর কি! চলুন সহজে অনলাইন ইনকামের খুঁটিনাটি জেনে নিই। হয়তো লেগে যেতেও পারে কাজে! আর যদি এ থেকে কিছু ইনকাম হয়েই যায়, তবে মন্দ কিছু তো আর নয়।

বলছিলাম Online Advertising আর Online Income এর কথা। ফেসবুকে আমরা কমবেশী সবাই বিচরন করে থাকি। এতে আমাদের অনেক মুল্যবান সময়ও জীবন থেকে হারিয়ে যাচ্ছে অবিরত। ফেসবুকেও সেই একই প্রসংগ।
Freelancing, Bloggers, Blog, Business Advertising, Content Writing, Fiverr, Gig, Affiliates, Copywriters, Editing আরও অনেক কিছু।
আমার কথা হলো, এই যে অনলাইনে এতো এতো ইনকামের খবরা-খবর, এর মধ্যে কোনটি ভালো, কোনটি বিজ্ঞাপন সর্বস্ব তা চেনা অনেকটাই দুরহ ব্যাপার। অনলাইনে অর্থ উপার্জনের যে কোন বিজ্ঞাপন কিংবা টপিকের উপর একটা দুর্বলতা অনেকের মধ্যেই কাজ করে। তাই এধরণের এড বা টপিকের দর্শক বা পাঠক সংখ্যাও অনেক বেশী।
আসলেই কি অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করা যায়?
আমার জবাব হলো হ্যাঁ, যায়। তবে সবক্ষেত্রে নয়, ক্ষেত্র ভেদে। তাহলে কোন কোন ক্ষেত্রে অনলাইনে টপিক বা কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করা যায়? চলুন সহজে তা জেনে নেয়া যাক।
আপনি Freelancing এর কথা প্রায়ই শুনে থাকতে পারেন। আরও শুনে থাকতে পারেন Outsourcing এর কথা। এই Freelancing আর Outsourcing কি?
প্রথমেই আসি Outsourcing এর কথায়। ধরুন আপনার একটি গার্মেন্টস আছে। সেখানে প্রায় ২০০ জন পোশাক শ্রমিক রয়েছে। তারা সবাই পোশাকের কাজে দক্ষ। অন্য কোন কাজে কিন্তু তারা দক্ষ নয়। গার্মেন্টসে কাজের প্রয়োজনে দিনের বেলায়ও অনেক বৈদ্যুতিক বাতি জ্বালানোর প্রয়োজন হতে পারে। কিন্তু যদি হঠাৎ করেই আপনার গার্মেন্টসে বিদ্যুৎ চলে যায়, লিফট বন্ধ হয়ে যায়, তখন আপনি একেবারে দিশেহারা হয়ে বাহির থেকে ইলেকট্রিক মিস্ত্রী খোঁজ করে নিয়ে আসবেন। আর তাদের দিতে হবে একটি বড় রকমের বিল। তাদের ডাকার কাজটা আপনি অনলাইনেও সেরে নিতে পারেন। এই যে বাহির থেকে যারা এসে আপনার থেকে অর্থ নিয়ে গেল, তাদের কিছু ইনকাম হলো। তারা আপনার গার্মেন্টসের কেও নয়, তারাই Outsourcing. এই Outsourcing আর Freelancing এক কথা নয়।
অথচ অনেকে Outsourcing আর Freelancing একই অর্থে ব্যবহার করে থাকেন। কিন্তু তা মোটেও সঠিক নয়। এখন মুল প্রসঙ্গে আসা যাক।
হ্যাঁ, আপনি চাইলে ব্লগে অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে পারবেন। তবে এর রয়েছে কিছু নীতিমালা। অনলাইনে আপনাকে কন্টেন্ট লিখতে হলে,আপনার থাকতে হবে ব্যপক পারদর্শীতা আর থাকতে হবে ইংরেজিতে দক্ষতা। ইংরেজিতে ভালো দক্ষতা ছাড়া আপনি অনলাইনে কন্টেন্ট লিখে খুব একটা সুবিধা করতে পারবেন না।
কারণ ইংরেজি পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশী ব্যবহার হয়ে থাকে। ব্লগে আর্টিকেল লিখে সারা বিশ্বে আপনি ছড়িয়ে দিতে পারবেন মুহূর্তেই। কিন্তু যদি ভাষাগত সমস্যার কারণে আপনার কন্টেন্ট কেও না বোঝে, তবে তারা কিভাবে পড়তে আগ্রহী হবে আপনার কন্টেন্ট? আপনার পরিশ্রমই হতে পারে পণ্ডশ্রম। তাই আপনি যদি অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে চান, তবে ইংরেজিতে দক্ষতা অর্জন করুন আগে। তবে অনেক হতাশার মাঝেও থাকে একটু আশার আলো!
আপনি বাংলা ভাষা কি ভালো জানেন? মানে বাংলায় আপনি কি যে কোন কিছু সাজিয়ে গুছিয়ে লিখতে সমর্থ আপনি? কোন গল্প, কবিতা, বই কিংবা গান? আপনি কি যথেষ্ট কারিগরি জ্ঞানের অধিকারী? আর তা না হোক আপনি কি নির্ভুল ভাবে বাংলায় টপিক লিখতে সমর্থ? উত্তর হ্যাঁ হলে আপনিও পারবেন। আপনিও অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জনে সমর্থবান।
তবে একই নদীতে দুটো নৌকার মতো। মনে করুন খুব বিশাল চওড়া একটি নদীতে ইজ্ঞীনচালিত একটি নৌকা আর একটি বৈঠা বাওয়া নৌকার নদী পাড় হওয়ার মতো। দুটো নৌকাই নদী পাড় হতে পারবে। সবার আগে পাড় হবে ইজ্ঞীনচালিত নৌকা আর পরে বৈঠা বাওয়া নৌকা। আপনার নৌকাটি নদী পাড় হবে ঠিকই, কিন্তু অত্যন্ত ধীর গতিতে।
তবে কোন কারণে যদি আপনি বৈঠা বাওয়া বন্ধ করে দেন, তবে আপনার নদী পাড় হওয়া হবে অনিশ্চিত।
হ্যাঁ, আপনি বাংলায় অনলাইনে ব্লগে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে চান। এবার আসুন কিভাবে তা করবেন জেনে নেই।
আপনি যদি আপনার কম্পিউটারে কিংবা স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে কন্টেন্ট লিখতে চান, তবে দুটোর যে কোন ডিভাইস দিয়েই তা করতে সক্ষম হবেন। মনে করি আপনি আপনার স্মার্ট ফোনের মাধ্যমেই অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে চান। তাহলে প্রথমেই আপনাকে অনলাইনে যে কোন একটা ব্লগ খুলতে হবে আগে।
অনলাইনে ব্লগে খোলার অনেক সাইটই আছে। আপনি যেহেতু নতুন, তাই প্রথমেই টাকা দিয়ে ব্লগ খোলা কিংবা ডোমেইন কেনার কোন দরকার নেই।
আপনি বিনামূল্যে ব্লগ খোলার জন্য ব্রতি হোন। আপনি Google এর Blog সাইট Blogger.com/ Blogspot.com এ অনায়াসেই একটি ব্লগ বিনামূল্যে খুলে নিতে পারবেন। নিয়ম মেনে আপনি আপনার মোবাইলের Google ব্রাউজার দিয়েই তা তৈরি করে নিতে পারেন। ব্লগ খোলা হয়ে গেলে আপনি আপনার কন্টেন্ট সেখানে লিখে আবার তা পাবলিশ করতে পারবেন।
মনে রাখতে হবে যে আপনার নৌকায় কিন্তু ইজ্ঞীন নেই, তাই নদী পাড় হতে আপনার অনেক সময় লেগে যেতে পারে। ততক্ষণ লিখতে থাকুন। শুধুই লিখুন আর পোস্ট করুন। প্রথমেই আপনার কন্টেন্ট হয়তো অনেক পাঠক পড়তে সক্ষম হবেন না, কিন্তু কখনও আপনার হাল ছেড়ে দেয়া চলবে না।
আপনার লেখার সুন্দর হেডলাইন দিন। বিবরণ লিখুন পয়েন্ট আকারে। সবশেষে উপসংহার টেনে দিন। আপনার লেখা যত আকর্ষনীয় হবে, আপনি তত বেশী পাঠক আকৃষ্ট করতে সক্ষম হবেন।
যত পাঠক তত বেশী আয়। আপনার ভিউ বাড়লে আয়ও বাড়বে। এখন প্রশ্ন হলো কন্টেন্ট লিখে কিভাবে আয় হবে? লিখবেন আপনি, টাকা দেবে কে? আর কেনই বা দেবে? উত্তর খুব সহজ। আপনি ব্লগ খোলার পর পরই Google adsense এর জন্য আবেদন করে রাখবেন। আপনার মনোনিত কন্টেন্ট এর উপর Google adsense বিভিন্ন Advertising প্রচার করে বিজ্ঞাপন দাতার নিকট থেকে অর্থ আহরন করত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হলে, সোজা PayPal এর মাধ্যমে আপনার ব্যাংক হিসাবে পাঠিয়ে দেবে। আর এভাবেই চলতে থাকবে, অনলাইনে লেখা আপনার কন্টেন্ট এর উপর অর্থ উপার্জন।
ফেসবুকে লিখে কিংবা ব্রাউজ করে অযথা সময় নষ্ট না করে, আমার মনে হয় অনলাইনে Freelance করা অনেক বেশী ভালো।
ভালো লাগলে লাইক, কমেন্ট করার অনুরোধ রইলো।