অফ-পেজ এসইও: এটি কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ
অফ পেজ এসইও কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ এই নিয়ে আজকের আমাদের আয়োজন। এখানে আমি অফ পেজ এসইও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেইসাথে অফ পেজ এসইও কিভাবে করতে হয় এবং এর গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব।

একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের শীর্ষে নিয়ে আসার জন্য যে এসইও প্রক্রিয়াটি সবথেকে বেশি জনপ্রিয়তা হচ্ছে অফপেজ এসইও। কিছুটা সহজ হওয়ায় অনেক নতুন ওয়েবসাইট পরিচালনাকারী অফপেজ এসইও কে অধিক গুরুত্ব দিয়ে থাকে। আজকের আয়োজনে আমরা জানবো অফ পেজ এসইও মূলত কি এবং কেন এটি একটি ওয়েবসাইটের জন্য এত গুরুত্বপূর্ণ।
অফ পেজ এসইও কি?
এর আগে আমি বিভিন্ন নিবন্ধে এসইও এবং অনপেজ এসইও সম্পর্কে আলোচনা করেছি। তবে আজকের লেখাটি সম্পূর্ণরূপে অফ পেজ এসইও এর উপর ভিত্তি করে লেখা। বস্তুতঃ যারা এসইওর ক্ষেত্রে নতুন তাদের জন্য অফ পেজ এসইও একটি সহজ সাধারণ মাধ্যমে নিজের ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধির জন্য। অফপেজ এসইও হচ্ছে এমন এক ধরনের এসইও যা একটি ওয়েবসাইটের বাহিরে করা হয়ে থাকে।
অর্থাৎ এটি সম্পূর্ণভাবে অনপেজ এসইও এর বিপরীত। অফ পেজ এসইও করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি ওয়েবসাইটের ব্র্যান্ডিং করা। আমরা এসইও সম্পর্কে সবাই হয়তো জানি যে এসইও এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করা হয় এবং তাকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসার চেষ্টা করা হয়। অফ পেজ এসইও মূলত এই কাজটি করে তবে এর ক্ষেত্রে অফ পেজ এসইও একটি ওয়েব সাইটের ব্যাকলিংক তৈরী করতে চায়। তাই অফ পেজ এসইও সম্পর্কে বোঝার পূর্বে আপনার জানা থাকা প্রয়োজন যে ব্যাকলিংক মূলত কি।
আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক টি অন্য কোথাও শেয়ার করবেন তার অর্থ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিংক তৈরী করেছেন। এই ব্যাক লিংকের মাধ্যমে আপনার ওয়েব সাইটের do follow ও no follow লিংক তৈরী হয়। অর্থাৎ অফ পেজ এসইও মূলত একটি সাইটের লিংক তৈরি করার মাধ্যমে ওয়েবসাইটটির ট্রাফিক বৃদ্ধিতে কাজ করে। অফ পেজ এসইও ধারণাটি বোঝার স্বার্থে অফ পেজএসইও কিভাবে করা হয় সে সম্পর্কে আমি নিচে বিস্তারিতভাবে আলোচনা করছি।
কিভাবে কাজ করে অফ পেজ এসইও?
পূর্বেই বলেছি যে অফ পেজ এসইও এর মূল কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে নিজের ওয়েবসাইটের লিংক শেয়ার করা। আর এই কাজের জন্য অফ পেজ এসইও যে ধরনের সাইট ব্যবহার করে থাকে তার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিডিও প্লাটফর্ম ফটো শেয়ারিং প্লাটফর্ম ইত্যাদি অন্যতম।
সোশ্যাল মিডিয়া শেয়ারিং
অফ পেজ এসইওর সবথেকে জনপ্রিয় অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে ওয়েবসাইটের লিংক শেয়ার করা হয়। যেমন মনে করেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম। এরপর যখন কেউ ওই লিঙ্ক থেকে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে তখন আপনি আপনার ওয়েবসাইটের জন্যে পেয়ে যান ব্যাকলিংক।
ফটো শেয়ারিং
অফ পেজ এসইও তে নিজের ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধিতে ফটো শেয়ারিং একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে আপনি আপনার ওয়েব সাইটের ফটোগুলো বিভিন্ন ফটো শেয়ারিং সাইটগুলোতে শেয়ার করতে পারেন এবং যখন কোন দর্শকের আপনার ফটো ভালো লাগবে তখন সে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। কিছু জনপ্রিয় ফটো শেয়ারিং সাইটের মধ্যে রয়েছে Flixkr ও Photobucket।
ডকুমেন্ট শেয়ার
যদিও অনেকের মতে ডকুমেন্ট এশিয়ার বেশ কার্যকরী নয় তারপরও যদি আপনি আপনার ওয়েবসাইটে কোন উপযুক্ত ডকুমেন্ট তৈরি করতে পারেন এবং সেটি বিভিন্ন রকমের শেয়ারিং সাইটে শেয়ার করেন তবে অবশ্যই সেখান থেকে ট্রাফিক পাবেন এবং আপনার ওয়েব সাইটের ব্যাকলিংক তৈরী করতে পারবেন।
ফোরামে অংশগ্রহণ
অনলাইন ফোরামে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে কাজ করা হয়। আপনি এমন ফোরামে অংশ নিয়ে আপনার পছন্দের কোন বিষয়ের উপর উত্তর প্রদান করার পাশাপাশি সেখানে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে জুড়ে দিতে পারেন এতে করে অনেক বেশি dofollow লিংক পাওয়ার সম্ভাবনা থাকে।
আর্টিকেল সাবমিশন
ব্যাকলিংক পাওয়ার জন্য আপনি বিভিন্ন আর্টিকেল সাবমিশন সাইটগুলোতে চমৎকার আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক সংগ্রহ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার আর্টিকেলটির যেন অন্যান্যদের থেকে ভিন্ন রকম এবং চমৎকার হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
এই কয়েকটি মাধ্যম ছাড়াও একটি ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক সংগ্রহ করে অফ পেজ এসইও করার আরও অনেক মাধ্যম বা পদ্ধতি রয়েছে। যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই আপনার ওয়েব সাইট এর ট্রাফিক বৃদ্ধি করে আপনার ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। এই পর্যায়ে আমরা জানব কেন একটি ওয়েবসাইটের জন্য অফ পেজ এসইও এত গুরুত্বপূর্ণ।
কেন গুরুত্বপূর্ণ অফ পেজ এসইও?
অফ পেজ এসইও মূলত একটি ওয়েবসাইটের বহির্ভূত কাজ। অর্থাৎ ট্রাফিক আনয়নের জন্য একটি অফ পেজ এসইও ক্ষেত্রে ওয়েবসাইটের অভ্যন্তরীণ বিষয় গুলোকে তেমন প্রভাবিত করে না। এজন্য যারা নতুন এসইও করছেন তাদের জন্য অফ পেজ এসইও খুব চমৎকার একটি মাধ্যম। অফ পেজ এসইও করার জন্য অতিমাত্রায় প্রযুক্তিগত জ্ঞান থাকার প্রয়োজন পড়ে না। গুগল তার রেংকিং ফ্যাক্টরির মধ্যেই যে বিষয়গুলো রেখেছে তার মধ্যে বিভিন্ন মিডিয়াতে শেয়ারিংয়ের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ। আর অফ পেজ এসইও মূলত এখানে কাজ করে।
এটি মূলত সোশ্যাল সাইট সহ অন্যান্য সাইটগুলোতে লিংক শেয়ারের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করে। যাতে করে একদিকে যেমন একটি ওয়েবসাইটের জন্য ট্রাফিক বৃদ্ধি পায় অন্যদিকে সার্চ ইঞ্জিনের শীর্ষে আসার সম্ভাবনা বৃদ্ধি পায়। গুগল সবসময় একটি ওয়েবসাইটকে তার প্রথম পাতায় দেখানোর জন্য কনটেন্টের ওপর গুরুত্ব আরোপ করে। কিন্তু বস্তুত গুগল ঐ সকল ওয়েবসাইট কেউ তার সার্চ ইঞ্জিনের প্রথমদিকের দেখায় যে সকল ওয়েবসাইট একসাথে অনেক বেশি এবং ট্রাফিক অনেক সময় ধরে ওয়েবসাইটটিকে দেখছে। যদি আপনার ওয়েব সাইটের কনটেন্ট একটু মোটামুটি ধরনের হয়ে থাকে কিন্তু আপনি এতে অফ পেজ এসইও করার মাধ্যমে পর্যাপ্ত ট্রাফিক এনে আপনার ওয়েবসাইটে স্থায়ী করতে পারেন তবে গুগল আপনার ওয়েবসাইটের জন্য ভালো রিভিউ দিবে।
আজকের নিবন্ধে আমরা অফ পেজ এসইও সম্পর্কে বিস্তারিত জেনেছি। আপনি যদি ওয়েবসাইট পরিচালনায় নতুন হয়ে থাকেন তবে এটি আপনার জন্য সবথেকে কার্যকরী এবং উপযুক্ত মাধ্যম। যার সাহায্যে সহজেই আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন এবং ওয়েবসাইটকে নিয়ে আসতে পারবেন সার্চ ইঞ্জিনের শীর্ষে।