অর্থ উপার্জনে ব্লগিং এর এই পাঁচটি ধাপ অতিক্রম করুন

চাইলেই সবকিছু সাথে সাথে পাওয়া কি যায় সবসময়? আপনার পাওয়ার ইচ্ছেটা যত বেশী, অপ্রাপ্তির হারও ঠিক ততই বেশী। এভাবেই চলছে জীবন। এই প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্যে যার সমন্বয় যত বেশী, তার মনের মাঝে সুখানুভূতিও ততই বেশী। তবে আজ কাব্য লিখতে বসিনি। তাই ভিন্ন প্রসঙ্গের অবতারণা নয়। বলছিলাম অনলাইন ব্লগ নিয়ে। সেদিকেই দৃষ্টি ফেরানো যাক। মোবাইল কিংবা কম্পিউটারে অনলাইন খুললেই শুধু বারবার চোঁখে পড়ে freelance আর blogging. অনেকে জেনে-না জেনে এই অনলাইন ব্লগিং নিয়ে নানারকম মন্তব্যও করে থাকেন। আছে অনলাইন ব্লগিং নিয়ে নানারকম ইনকামের খবরাখবর।

অর্থ উপার্জনে ব্লগিং এর এই পাঁচটি ধাপ অতিক্রম করুন
অর্থ উপার্জনে ব্লগিং এর এই পাঁচটি ধাপ অতিক্রম করুন

আজকাল অনলাইনে অর্থ উপার্জনের নানা উপায় রয়েছে। তবে সবগুলো উপায় সবার জন্য সমভাবে প্রযোজ্য নয়। আপনি আগে নিজেকে ভালো করে চিনুন। কোন বিষয়ের উপর আপনার যথেষ্ট দক্ষতা রয়েছে তা খুঁজে বের করুন।


আপনার মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে। কিন্তু হতে পারে আপনি তা হয়তো জানেনই না। তাই আগে দেখুন যে কোন বিষয়ের উপর আপনার যথেষ্ট দক্ষতা রয়েছে। তারপর সেই পথে হাঁটুন।


অনলাইনে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জনের পথ অনেক আছে। আপনি যদি লেখালেখিতে ভালো এক্সপার্ট হয়ে থাকেন, তবে অবশ্যই আপনি কন্টেন্ট রাইটিং এর উপর আপনার দক্ষতা দেখাতে পারেন।


কন্টেন্ট লিখতে পারেন আপনি কিছু অর্থ উপার্জন করতেও। কিন্তু কি লিখবেন, কেমন করে লিখবেন সেই চিন্তায় অবশ্যই আপনি বুঁদ হয়ে আছেন।


তাহলে আসুন, জেনে নেই অনলাইনে আপনি কি লিখবেন আর কিভাবে লিখবেন, তার কিছু দিক-নির্দেশনা। আপনাকে অনলাইনে কন্টেন্ট লিখতে গিয়ে ৫ টি ধাপের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।


১. সার্বজনিনতা

আপনি অনলাইনে যাই লিখুন না কেন, অবশ্যই তা হতে হবে সার্বজনীন। মানে যেনতেন কন্টেন্ট লিখে আপনি পাঠক আকৃষ্ট করতে ব্যর্থ হবেন।


তাই এমন কিছু আইটেম নিয়ে কন্টেন্ট লিখুন, যা অনেকের কাছেই গ্রহনযোগ্য বিবেচিত হয়। যদি আপনার কন্টেন্ট ভালো বিষয়ের উপর লেখা হয়ে থাকে, তবে তা অবশ্যই গ্রহনযোগ্যতা পাবে।


আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাবলি, ইন্টারনেট কিংবা মোবাইল নিয়ে লেখা কিছু ব্লগ, কিংবা কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার নিয়েও লিখতে পারেন।


তবে আজকাল সবার হাতে হাতে মোবাইল ফোন দেখা যায়, তাই মোবাইল ফোন নিয়ে কন্টেন্ট লিখলে আপনি ভালো পরিমাণ পাঠক আকৃষ্ট করতে সক্ষম হবেন।


২. নির্ভরযোগ্যতা

আপনি যাই লিখুন, তা যেন নির্ভরযোগ্য আর বিশ্বাসযোগ্য হয়। অর্থাৎ ভুল কিংবা কাল্পনিক তথ্য উপাত্ত দিয়ে যেন কিছু লেখা না হয়।


আপনার কন্টেন্ট থেকে পাঠকগন যেন কিছু শিখতে সমর্থ হন। যদি আপনি পাঠক আকৃষ্ট করতে একবার সমর্থ হন, তবে বারবার পাঠকগন আপনার কন্টেন্ট এর দিকেই ধাবিত হবেন।


যেমন আপনি যদি কম্পিউটার নিয়ে কিছু লিখতে বসেন, তবে অবশ্যই কম্পিউটারের সূচনা সাল, আবিষ্কারকের নাম ও এর বিবর্তন ইতিহাস নিয়ে তথ্য সমৃদ্ধ কিছু লিখবেন।


এক্ষেত্রে ভুল সাল কিংবা এর আবিষ্কারকের নাম বিভ্রাট অবশ্যই পরিহার্য। যদি আপনার কম্পিউটার বিষয়ে কোন জ্ঞান না থাকে, তবে তা লিখতে যাবেন না।


৩. অতিরঞ্জিত কিছু পরিহার

আপনার লিখা কন্টেন্ট এ কোন কিছু অতিরঞ্জিত লিখতে যাবেন না। অনুরূপ কন্টেন্ট পাঠক আকৃষ্ট করতে ব্যর্থ হবে।


লিখুন আপনার জানা বিষয়ে। অতিরঞ্জিত কিছু না লিখে আপনি উপমা ব্যবহার করতে পারেন। অতিরঞ্জিত কিছু দক্ষ পাঠকের কাছে কখনও গ্রহনযোগ্য বিবেচিত হবে না। তাই বিষয়টি মাথায় রাখুন।


৪. অবিশ্বাস্যতা

নিজেই যা বিশ্বাস করেন না, সেইরূপ কিছু অন্যকে বিশ্বাস করানোর মানসিকতা নিয়ে কোন কন্টেন্ট লিখতে যাবেন না।


যদি একবার আপনার কন্টেন্ট থেকে পাঠক মুখ ফিরিয়ে নেয়, তবে ভবিষ্যতে আর আপনি পাঠক আকৃষ্ট করতে সক্ষম হবেন না।


তাই এমন তথ্য উপাত্ত দিয়ে আপনার কন্টেন্ট সাজান, যাতে বিন্দুমাত্র অবিশ্বাসের ছোঁয়াও না থাকে। অর্থাৎ আপনার কন্টেন্ট যেন হয় আস্থার প্রতিক।


৫. নিরপেক্ষতা

আপনার কন্টেন্ট যেন অবশ্যই পক্ষপাত মুক্ত হয়। অর্থাৎ আপনি যে ধর্মেরই হোন না কেন, আপনার লেখাটি যেন অন্য ধর্মাবলম্বীদের জন্য উস্কানিমূলক না হয়।


কোন উস্কানিমূলক লেখা সীমিত সময়ের জন্য যদিও বা আকর্ষণীয় হয়, কিন্তু সার্বিকভাবে তা দীর্ঘমেয়াদে জনপ্রিয়তা হারায়। আপনার কন্টেন্ট এর পাঠক হতে পারে যে কোন ভিন্ন  ধর্মের লোক।


সেই কথা মনে করে, আপনার কন্টেন্ট সাজান। বরং আপনি কন্টেন্ট লিখুন সবধর্মের পাঠকের জন্য।


উপসংহার

উপরের আলোচনা থেকে আশা করি কন্টেন্ট এর পাঁচটি বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। একটা কন্টেন্ট পাঠক আকৃষ্ট করে তুলতে এই ধারণাগুলো আপনার পরবর্তী লেখায় প্রতিফলিত হলে আপনি সহজেই কন্টেন্ট লিখে অর্থ উপার্জনে সমর্থ হবেন।


আজ এটুকুই। ভালো লাগলে মন্তব্য সহ লাইক শেয়ারের অনুরোধ করছি।


আরও পড়ুনঃ কথা বলুন সাবধানে ৩টি বিষয়ে কখনো কথা বলবেন না