অ্যান্ড্রয়েডের জন্য ৮ টি সেরা কার্টুন ও স্কেচ মেকিং অ্যাপস!

কার্টুন ছবি এবং ইমোজি মেসেজিং এর মাধ্যমে তথ্য আদান-প্রদান এবং মিমস তৈরিতে খুবই জনপ্রিয়। এর আরও অনেক ব্যবহার রয়েছে। কিন্তু আমরা অনেকেই শুধুমাত্র মেসেঞ্জার বা বিভিন্ন অ্যাপ থেকে ডাউনলোড করে ইমোজি, স্টিকার ব্যবহার করে মনের ভাব প্রকাশ করি। কিন্তু নিজেদের ছবি দিয়ে বা অন্য ছবি দিয়ে নিজেরাই যে অ্যাপের মাধ্যমে ছবি, ইমোজি তৈরি করা যায় সে অ্যাপগুলোর সাথে পরিচিত করানোর জন্যই আমাদের আজকের আয়োজন। চলুন দেরী না করে জেনে নেওয়া যাক।

অ্যান্ড্রয়েডের জন্য ৮ টি সেরা কার্টুন ও স্কেচ মেকিং অ্যাপস!
অ্যান্ড্রয়েডের জন্য ৮ টি সেরা কার্টুন ও স্কেচ মেকিং অ্যাপস!


এখনকার সময়ে আমরা প্রত্যেকেই আমাদের বেশিরভাগ সময় স্মার্টফোনের সাথে ব্যয় করে থাকি। অনেক তরুণ ফটোগ্রাফি করার জন্য খুবই আগ্রহী,কিন্তু তাদের কাছে এরজন্য দামী ক্যামেরা এবং লেন্স নেই। এখন শুধুমাত্র বিভিন্নভাবে ছবি এডিট করার জন্য আপনার একজন পেশাদার ফটোগ্রাফার হওয়ার দরকার নেই কারণ সবকিছু কেবল আপনার স্মার্টফোনের মাধ্যমেই দ্রুত করতে পারবেন।


স্মার্টফোনে বিভিন্ন ধরণের কার্টুন এবং স্কেচ মেকিং অ্যাপ ইন্সটল করা যায়।  কার্টুন অ্যাপ আপনাকে আপনার ছবিগুলিকে কার্টুনে রূপান্তর করে ফেলতে পারে নিমেষেই। সুতরাং, আপনি যদি আপনার ছবিটিকে কার্টুন আকারে রূপান্তর করতে চান, তাহলে আপনি এই অ্যাপগুলি ব্যবহার করে দেখতে পারেন।


আজ আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েডের জন্য সেরা কার্টুন বা স্কেচ মেকিং ৮টি অ্যাপস সম্পর্কে। চলুন দেরী না করে জেনে নেওয়া যাক। 

অ্যান্ড্রয়েডের জন্য ৮ টি সেরা কার্টুন ও স্কেচ মেকিং অ্যাপস:-


১. Cartoon yourself

Cartoon yourself অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য একটি চমৎকার ফটো এডিটর অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে, আপনি সহজেই আপনার ছবিটিকে একটি কার্টুন ফেসে রূপান্তর করতে পারেন। আপনি আপনার ছবিটি একটি কার্টুন স্কেচ, কার্টুন অঙ্কন এবং কালো এবং সাদা কার্টুনে পরিণত করতে পারেন।

Cartoon yourself Android App


যারা এই ধরনের অ্যাপের নতুন ব্যবহারকারী তাদের জন্য Cartoom yourself এর ইউজার ইন্টারফেস খুবই সহজ এবং সুসজ্জিত। এজন্য যে কেউ অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন।


শুধু অ্যাপটি ওপেন করুন এবং গ্যালারি থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান তা নির্বাচন অর্থ্যাৎ সিলেক্ট করুন, অন্যথায় আপনি ক্যামেরায় ক্লিক করে একটি ছবিও তুলতে পারেন। তারপর অ্যাপের সাহায্যে ছবিটি কার্টুনে রুপান্তর করতে পারেন।


২. Agingbooth

সময়ের সাথে সাথে ইন্টারনেটে নতুন নতুন ট্রেন্ড চালু হয়, সেই ট্রেন্ড অনুসরণ করা হয় বিভিন্ন অ্যাপের অ্যামেজিং সব ফিচারের সাহায্যে। Agingbooth অ্যাপটি গতবছর ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এজিং বুথ এমন একটি অ্যাপ যা আপনাকে দেখাবে যে আপনি যখন বুড়ো হন তখন কেমন দেখতে লাগবে আপনাকে।

Agingbooth Android App


অনেক ব্যবহারকারী তাদের ছবি এডিট করে ইন্টারনেটে পোস্ট করেছেন। এমনকি সেলিব্রিটিরাও এই অ্যাপটি ব্যবহার করেছেন এবং ছবিগুলি শেয়ার করেছেন। যদি আপনি দেখতে চান যে বার্ধক্যের সময় আপনি দেখতে কেমন হবেন, তাহলে নিঃসন্দেহে অ্যাপটি ডাউনলোড করুন এবং এটি ওপেন করুন।


আপনি গ্যালারি থেকে যেকোনো ছবি সিলেক্ট করে নিতে পারেন বা অ্যাপের মাধ্যমে ছবি তুলতে পারেন। এছাড়াও, বিভিন্ন ধরণের ফিচার রয়েছে  যার দ্বারা আপনি ছবি এডিট করে কার্টুন, ইমোজি হিসেবে ব্যবহার করতে পারেন।


৩. ফটো স্কেচ (Photo Sketch)

ফটো স্কেচ অ্যাপ আপনাকে পেন্সিল স্কেচ এবং কালার স্কেচ দিয়ে আপনার ছবি এডিট করে, ফলে আপনার কাছে ছবিগুলোকে আর্ট করা বলে মনে হবে এবং এডিটের সময় নিজেকে আর্টিস্ট মনে হবে। আপনি আপনার যেকোনো ছবি সিলেক্ট করতে পারেন এবং সেগুলিকে একটি শৈল্পিক পেন্সিল স্কেচ এবং কালার স্কেচ হিসাবে তৈরি করতে পারেন।

Photo Sketch Android App


একটি কালো এবং সাদা ছবির স্কেচ বা রঙিন ছবির স্কেচ বেছে নেওয়ার অপশন রয়েছে। আপনি ছবি এডিট করার সময় এটা খুবই উপভোগ করবেন কারণ আপনি যেকোন ছবি গ্যালারী থেকে নিয়ে অথবা অ্যাপের সাহায্যে তুলে সেটা একটি পেন্সিল বা কালার স্কেচে রূপান্তর করতে পারেন।


এটা বেশ শৈল্পিক একটি অ্যাপ। চাইলে ছবিটি প্রিন্ট করে কাউকে উপহার দিতে পারেন অথবা ওয়ালম্যাট করতে পারেন। 


৪. Avatoon

Avatoon একটি শক্তিশালী এবং জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপের দারুন সব টুল রয়েছে যার সাহায্যে নিজের অবয়বের কার্টুন ইমোজি তৈরি করতে পারবেন। রঙিন কার্টুন আকৃতি দিয়ে আপনার ছবি সম্পাদনা করা একটি চমৎকার ধারণা।

Avatoon Android App


Avatoon অ্যাপের সাহায্যে, আপনি নিজের একটি চেহারার সাদৃশ্যে স্টিকার এবং ইমোজিও তৈরি করতে পারবেন। আপনার ফোনে আপনার নিজের কার্টুন মুখ আঁকা এই অ্যাপের সাহায্যে খুবই সহজ। কিছুদিন পূর্বে Avatoon অ্যাপটি ভাইরাল হয় এবং ব্যবহারকারীরা নিজেদের ছবি দিয়ে ইমোজি, ছবি, স্টিকার তৈরি করে একে অন্যকে শেয়ার করতেন।


আপনি যদি ছবি এডিট করার ব্যাপারে উৎসাহী হয়ে থাকেন এবং নিজের চেহারার কার্টুন ইমোজি বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে আপনার অবশ্যই একবার এই অ্যাপটি ব্যবহার করে দেখা উচিত।


৫. Moments cartoon Caricature

আপনি যদি আপনার ছবির স্কেচ বা পেইন্টিং করতে চান, তাহলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার সাধারণ ছবিটিকে একটি সুন্দর কার্টুন ছবিতে রূপান্তর করতে পারবেন।

Moments cartoon Caricature Android App


এই অ্যাপের সাহায্যে আপনি ছবির সাইজ পরিবর্তন করতে পারবেন এবং ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারবেন।  আপনার ছবি আশ্চর্যজনক দেখানোর জন্য স্টিকার, ফিল্টার এবং সাধারণ ছবিকে অ্যামেজিং লুক দিতে দারুন সব ফিচার রয়েছে। যারা ছবিকে এনিমেশন বা কার্টুনের মত দেখতে ভালবাসেন তারা অবশ্যই অ্যাপটি ট্রাই করে দেখতে পারেন।


৬. Painnt

অতি সাধারণ ছবিকে শৈল্পিক লুক দিতে Painnt অতুলনীয়। এই অ্যাপটি আপনার ছবিগুলোকে মাস্টারপিসে পরিণত করতে পারে। এর জন্য অ্যাপটিতে অনেকগুলি কাস্টমাইজযোগ্য এইচডি ফিল্টার দিয়ে আপনার ছবি এডিট করুন এবং সবচেয়ে উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করতে পারেন।

Painnt Android App


আপনি এখানে অনেকগুলো সুন্দর কালার এবং শার্প ব্রাশ দিয়ে হুবহু  পেইন্টিং এর মত ছবি এডিট করতে পারবেন। ক্লাসিক্যাল, কমিক বুক, মডার্ণ, অ্যাবস্ট্রাক্ট এবং আরও অনেক ইফেক্ট যুক্ত করতে পারবেন। আর আপনার ছবিগুলোকে অ্যামেজিং করতে এই অ্যাপে ১০০০ টিরও বেশি ফিল্টার রয়েছে।


৮. MojiPop

আপনার ছবিগুলোকে কার্টুনে পরিণত করার জন্য Mojipop আরেকটি জনপ্রিয় অ্যাপ। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা সহজ, এবং এটি আপনার ফটোতে অনেক ধরনের ইফেক্ট এপ্লাইয়ের সুবিধা দেয় যা সাধারণ একটি ছবিকে অসাধারণ করে তোলে নিমেষেই।

MojiPop Android App


আপনার যে কোন ছবি সিলেক্ট করুন এবং একটি কার্টুন ছবির মত দেখতে এডিট করুন সহজেই। কার্টুন ইমেজকে বিভিন্ন রকম দেখাতে বিভিন্ন ফিল্টার রয়েছে অ্যাপটিতে, যেমন আর্ট ফিল্টার, অ্যানিমেটেড ফিল্ম ফিল্টার, ক্রিসমাস আর্ট ফিল্টার এবং আরও অনেক কিছু। ব্যবহারে সহজ কিন্তু অনেক ধরনের ফিল্টার এবং ইফেক্ট ব্যবহারের জন্য Mojipop একটি দারুণ অ্যাপ। 


শেষ কথা

বিভিন্ন ট্রেন্ড অনুসরণ করে যারা নিজেদের ছবি নিয়ে কার্টুন, স্কেচ, ইমোজি তৈরি করে শেয়ার করতে চান তাদের জন্য উপরিউক্ত ৮ টি অ্যাপ দারুন কার্যকর। বন্ধুদের সাথে চ্যাটিং এবং পোস্ট আপলোডে আরও নতুন নতুন বিষয় যুক্ত করে জমজমাট আড্ডা দিতে পারেন এই কার্টুন অ্যাপ দিয়ে তৈরি ইমোজি, ছবি, স্টিকারের সাহায্যে।


যারা মিম তৈরি করেন তাদের জন্যও এগুলো দারুন উপকারী। এনিমেশন নিয়ে কাজ করতে চাইলে বেসিক পার্ট হিসেবে এই অ্যাপের মাধ্যমে কার্টুন এবং ইমোজি তৈরি করা শিখতে পারেন। আশা করি কার্টুন এবং স্কেচ তৈরিতে আমাদের আজকের পোস্টটি আপনার উপকারে আসবে।


আর্টিকেলটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি এই নিবন্ধটি পছন্দ করেন তবে আপনার বন্ধুদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি। 

ধন্যবাদ সবাইকে।