অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করুন প্রতিদিন 100$
যারা অনলাইনের মাধ্যমে আয় করছেন বা করতে চাচ্ছেন তারা কখনও না কখনও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা শুনে থাকবেন।অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে আপনি খুব সহজেই এবং চিরস্থায়ী ভাবে আয় করতে পারেন। এটি খুব সহজ একটি উপায় যেখানে আপনি প্রতিদিন প্রায় 100$ পর্যন্ত আয় করতে পারবেন। এছাড়া একটি দীর্ঘস্থায়ী সফল ক্যারিয়ার গড়ার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দ্বারা আপনি স্বাবলম্বী হতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা কমবেশি সবাই কিছু জানি। সহজ কথায় অনলাইনের মাধ্যমে কোন একটি প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে প্রাপ্ত কমিশন দাঁড়া আই করাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। চলুন ধারণাটি কে একটু বিস্তারিতভাবে জানা যাক। আমরা কখনও না কখনও বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ সাইটে কিছু কনটেন্ট দেখেছি অথবা ইউটিউব ফেসবুক পেইজে ভিডিও দেখেছি একটি পণ্য সম্পর্কে আমাদের কাছে উপস্থাপন করে থাকে। যেখানে ওই পণ্যটি সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দিয়ে থাকে এবং সবশেষে পণ্যটি ক্রয় করার জন্য একটি লিংক প্রদান করে থাকে। এই লিংকগুলো হয়ে থাকে ওই পণ্য বিক্রয় কারী প্রতিষ্ঠানের।
যেখানে গিয়ে আমরা পণ্যটি ক্রয় করতে পারি। যখন আমরা ওই লিঙ্ক থেকে কোন পণ্য ক্রয় করব তখন স্বয়ংক্রিয়ভাবে ওই ব্লগের অথবা ভিডিওর ওনার একটি কমিশন পেয়ে থাকে। যাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। একটি পণ্যের জন্য মার্কেটিং সবথেকে বেশি জরুরী কাজেই একদিকে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে এটি হয়ে দাঁড়িয়েছে একটি স্থায়ী আয়ের মাধ্যম। একজন অ্যাফিলিয়েট মার্কেটার এর কাজ হচ্ছে পণ্যকে সুন্দরভাবে ক্রেতাদের কাছে উপস্থাপন করার মাধ্যমে তার বিক্রয় বৃদ্ধি করা।
অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আয় করবেন?
পূর্বেই বলেছি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এর কাজ হচ্ছে একটি পণ্যকে সুন্দরভাবে উপস্থাপন করা যার ফলে ক্রেতারা ওই পণ্যটি কিনতে আগ্রহী হয়ে ওঠে। বর্তমান সময়ে অনলাইন ইন্টারনেট মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মানুষের ক্রয়-বিক্রয়ের অন্যতম বড় প্ল্যাটফর্ম। এখানে একদিকে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বা সেবা নিয়ে হাজির হচ্ছে অপরদিকে মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য গুলো ঘরে বসেই ক্রয় করতে পারছে।
তাই আজকাল এসব ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্যাকেট মার্কেটারদের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এসবই কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অ্যাফিলিয়েট মার্কেটারদের প্রদান করছে নির্দিষ্ট পরিমাণ কমিশন। সত্যি কথা বলতে কী এই কমিশন থেকে আপনি আয় করতে পারবেন অর্থ। এমনকি এই অর্থের পরিমাণ প্রতিদিন হতে পারে ১০০$ পর্যন্ত। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, কিছু সাধারন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনি অনায়াসেই আয় করতে পারেন।
ই-কমার্স প্রতিষ্ঠান নির্বাচনঃ
প্রতিদিন একটি ভাল অঙ্কের অর্থ উপার্জনের জন্য আপনাকে অবশ্যই একটি ভালো ইকোমার্স প্রতিস্টান বেছে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিবেন। অর্থাৎ মানুষ যে ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে নিজেদের জন্য প্রায়ই ক্রয় করে থাকে সেগুলোকে অগ্রধিকার দিবেন। কারণ যতক্ষণ পর্যন্ত না আপনার প্রদত্ত লিঙ্ক থেকে কোনো ক্রেতা পণ্য ক্রয় করছে ততক্ষণ পর্যন্ত আপনার আয় হয় না। তাই লক্ষ্য রাখবেন এমন সব প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট মার্কেটার হতে যেগুলো থেকে ক্রেতারা সহজেই পণ্য ক্রয় করে থাকে।
বর্তমান সময়ে প্রায় সকল ই-কমার্স প্রতিষ্ঠানগুলোই অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য সুযোগ করে দিচ্ছে। এক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অ্যামাজনের মতো বিশ্ব বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। এছাড়া দেশীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এ ধরনের সুযোগ দিয়ে থাকে। এক্ষেত্রে যেকোনো প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট মার্কেটার হওয়ার ক্ষেত্রে প্রথমত তাদের কমিশনের শতকরা হার দেখে নেবেন। দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আপনি মাল্টিন্যাশনাল ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবেন। অনেক সময় এইগুলো প্রতিষ্ঠানের কমিশন এত বেশি থাকে যে আপনি খুব সহজেই প্রতিদিন ১০০$ অধিক আয় করতে পারবেন।
নিশ নির্বাচনঃ
নতুন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন বা যারা দীর্ঘ সময় ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন অনেকেই নিশ নির্বাচনের বিষয়টিকে গুরুত্ব দেয় না। যা মোটেই ঠিক নয়। প্রথমেই বলে রাখি নিশ বলতে বোঝায় ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমরা প্রত্যাহিক জীবনে বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম শুনে থাকি যেমন ফুড ইন্ডাস্ট্রিজ হার্ডওয়ার ইন্ডাস্ট্রি ক্লথ ইন্ডাস্ট্রি ইত্যাদি। একইভাবে অনলাইনের দুনিয়ায় বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে। এবং তাদের ক্ষেত্র ভাগ করা। এগুলোকে অনলাইনের ভাষায় নিশ বলে। এখন বলি আমি কেন নিশ সিলেকশনের ওপরে এত গুরুত্ব আরোপ করছি।
প্রথমেই বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ততক্ষণ পর্যন্ত আয় করা যায় না যতক্ষণ পর্যন্ত না কোন ক্রেতা প্রদত্ত লিঙ্ক থেকে কোনো পণ্য ক্রয় করে। একজন ক্রেতা তখনই ওই পণ্যের ওপরে আগ্রহী হয়ে ওঠে যখন আমাদের কনটেন্ট আকর্ষণীয় হয়। অর্থাৎ এর অনেক অংশই নির্ভর করে একজন অ্যাফিলিয়েট মার্কেটার কিভাবে পণ্যটিকে উপস্থাপন করছে তার ওপর। তাই আপনি কোন ধরনের পণ্যের ওপর এ কনটেন্ট তৈরি করবেন তা নির্ভর করবে আপনার কি ধরনের পণ্যের সম্পর্কে জ্ঞান রয়েছে এবং আগ্রহ রয়েছে। ধরা যাক আপনি কোন প্রসাধনী সম্পর্কে ভালো জ্ঞান রাখেন।
এক্ষেত্রে আপনি প্রসাধনী সামগ্রীর ওপরে ভাল কনটেন্ট তৈরি করতে পারবেন। কিন্তু আপনাকে যদি অন্য কোন সেক্টরে কনটেন্ট তৈরি করতে বলা হয় তখন আপনি অবশ্যই বিষয়টিকে পূর্বের মতো ভালো ভাবে উপস্থাপন করতে পারবেন না। অনেক অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছেন যারা নিজেদের পছন্দের পরিবর্তে জনপ্রিয় সাইটের ভিত্তিতে নিশ নির্বাচন করে এর ফলে প্রাথমিকভাবে আয় ভালো হলো দেখা যায় যে পরবর্তীতে আই এর পরিমাণ কমতে থাকে। এর কারণ হিসেবে কাজ করে ওই পণ্যটি সম্পর্কে আপনার জ্ঞানের অভাব এবং অনিচ্ছা।
পণ্য নির্বাচনঃ
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি যদি আয় বাড়ানোর কথা চিন্তা করছেন তবে অবশ্যই আপনাকে পণ্য নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চলতি সময়ে কোন ধরনের পণ্য মানুষ অধিক ক্রয় করছে সেদিকে লক্ষ্য রাখুন।
আকর্ষণীয় কনটেন্টঃ
একজন ক্রেতা তখনই আপনার প্রদত্ত লিঙ্ক থেকে পণ্য অর্ডার করবেন যখন আপনার দেওয়া কনটেন্টটি আকর্ষণীয় হবে। অর্থাৎ আপনি যে ব্লগে লিখুন না কেন যেকোনো ভিডিও তৈরি করুন না কেন তার কনটেন্টকে হতে হবে আকর্ষণীয়। কারণ একজন ক্রেতা আপনার উপস্থাপনা উপর ভিত্তি করে একটি পণ্য ক্রয় করে থাকে। এক্ষেত্রে আপনি আপনার লেখনি দ্বারা যত বেশি ক্রেতাদেরকে আকৃষ্ট করতে পারবেন আপনারা এর পরিমাণ তত বৃদ্ধি পাবে।
ট্রাফিক বৃদ্ধি করাঃ
অ্যাফিলিয়েট মার্কেটিং এর সব থেকে জটিল অংশ হচ্ছে ট্রাফিক বৃদ্ধি করা। অর্থাৎ আপনার ব্লগিং সাইট অথবা ভিডিওতে views তৈরি করা। এক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে অথবা ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক আয়াত ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং সবথেকে জনপ্রিয় ক্ষেত্রে পরিণত হয়েছে। উপরোক্ত টিপসগুলোকে মাথায় রেখে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনি অনায়াসেই প্রতিদিন ১০০$ আয় করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে এই অংক আরো বেশি হতে পারে।