অ্যাফিলিয়েট সাইটের জন্য কীওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন?

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিজের অবস্থান বজায় রাখতে প্রতিনিয়ত প্রয়োজন হয় কিওয়ার্ড রিসার্চের। যার উপর ভিত্তি করে আপনি আপনার নিস সাইটটি তৈরী করে থাকেন। একটি যথার্থ কিওয়ার্ড নির্বাচনের উপর নির্ভর করে আপনার আয়। তাই চলুন আজকে জেনে আসি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে?

অ্যাফিলিয়েট সাইটের জন্য কীওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন?
অ্যাফিলিয়েট সাইটের জন্য কীওয়ার্ড রিসার্চ

ঘরে বসে আয় করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে একটি সেরা মাধ্যম। কিন্তু যারা নতুনভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন অথবা যারা তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কে আরো বেশি আপডেট করতে চাচ্ছেন তারা প্রতিনিয়ত Keyword Research এর  উপর নির্ভরশীল। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যথার্থ কিওয়ার্ড খুঁজে পাওয়া অনেকের জন্যই একটি চ্যালেঞ্জিং বিষয়ে। তাই আজকের আয়োজনে আমি আলোচনা করব এমন কিছু টুলস নিয়ে যেগুলোর সাহায্যে আপনি সহজেই আপনার এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। বিশেষ করে এই নিবন্ধটি অনভিজ্ঞ অথবা যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন তাদের অনেক উপকারে আসবে। 



এফিলিয়েট মার্কেটিং কি? 

যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এই ধারণাটির সাথে নতুন পরিচিত হয়েছেন তাদের জন্য প্রথমে দুটো কথা বলে নেই। খুব সহজ ভাষায় যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কে সংজ্ঞায়িত করতে হয় তবে বলব যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে আপনি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেমন অ্যামাজনের তাদের পণ্য বিক্রয় সাহায্য করবেন। এক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট পার্টনারশিপ নিয়ে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেখানে পণ্যের বিস্তারিত বর্ণনা করবেন এবং সবশেষে পণ্যটি ক্রয় এর জন্য একটি লিংক প্রদান করবেন।


এখন যদি কোন পাঠক আপনার বর্ণনা বা উপস্থাপনার মাধ্যমে সন্তুষ্ট হয়ে ওই লিংকে ক্লিক করে পণ্যটি ক্রয় করে তবে তার কমিশন হিসেবে আপনি অর্থ পেয়ে যাবেন। কাজেই এ ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনাকে সবসময় গ্রাহকের চাহিদা এবং পণ্যের অবস্থানের ওপর ভিত্তি করে আপনার মার্কেটিং দক্ষতাকে কাজে লাগাতে হয়। আর তখনই প্রয়োজন পড়ে কিওয়ার্ড রিসার্চের। আপনি যদি ক্রেতার ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী পণ্যের অ্যাফিলিয়েট করতে না পারেন তবে আপনার ওয়েবসাইটটি থেকে ক্রেতারা পণ্য কিনবে না। 



নিস সাইট কি? 

অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কিওয়ার্ড রিসার্চ করা হয়ে থাকে তা সাধারণত নিস সাইটের জন্য করা হয়ে থাকে। এই নিস সাইট এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি পুরনো এবং জনপ্রিয় ধারা। নিস সাইট বলতে বোঝায় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটি নির্দিষ্ট পণ্যের ওয়েবসাইট তৈরি করা। মনে করুন আপনি আপনার ওয়েবসাইটটিতে মোবাইল ফোন বিক্রয় করতে চান। এজন্য আপনি যদি শুধুমাত্র মোবাইল ফোনের জন্য আপনার ওয়েবসাইটটি তৈরি করে থাকেন তবে এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি হবে একটি নিস সাইট।


এক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে একটি উপযুক্ত নিস সাইট কতটা প্রয়োজনীয়। কারণ আপনার নিস সাইটটি যদি ক্রেতার চাহিদা অনুযায়ী না হয়ে থাকে তবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তেমন সুবিধা করতে পারবেন না। তাই নিস তৈরিতে প্রথমেই যে প্রসঙ্গটি প্রাসঙ্গিক হয়ে ওঠে তা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা জানবো কিভাবে আপনি এই কী-ওয়ার্ড রিসার্চ করতে পারবেন। 



কিভাবে করবেন কিওয়ার্ড রিসার্চ? 

নিস সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বেশ কিছু জনপ্রিয় টুলস রয়েছে। আপনি যদি একজন অনভিজ্ঞ অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন তবে খুব সহজেই এ ধরনের টুলস ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জন্যে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এ ধরনের টুলসগুলো তেমন কোনো জটিলতা নেই বিধায় আজকে আমি আপনাদের জন্য এধরনের টুলস গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন জেনে আসি এসব টুলস সম্পর্কে এবং কিভাবে সেই গুলো দিয়ে করবেন কিওয়ার্ড রিসার্চ। 

Alltop.com

আজকের আয়োজনে প্রথমেই যে মাধ্যমকে নিয়ে কথা বলবো তা একটি জনপ্রিয় এবং সেরা মাধ্যমে। এই মাধ্যমটি মূলত তৈরি হয়েছে বেশ কিছু জনপ্রিয় সাইটের রিভিউ যাচাই-বাছাই করে। আপনি যখন এই সাইটে প্রবেশ করবেন তখন দেখবেন A to Z পর্যন্ত নেভিগেশন বার রয়েছে। সেখানে ক্লিক করলে আপনি ড্রপ  ডাউন অপশনে ওই শব্দগুলোর দ্বারা বিভিন্ন নিস কিওয়ার্ড খুঁজে পাবেন। এরপর আপনি একটি নিস কিওয়ার্ড সিলেক্ট করে সেটিকে আমাজনে খুঁজে নিন। অর্থাৎ ওই সম্পর্কিত পণ্য আমাজনের রয়েছে কিনা তা দেখে নিন। এভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি উপযুক্ত কিওয়ার্ড পেয়ে যাবেন। 



Amazon.com

চলুন এখন একটু আমাজন নিয়ে কথা বলি। আপনি আমাজনের হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আর আমাজন থেকে কোনরকম সাহায্য নিবেন না তা কি হয়? আপনি আমাজনের ডাইরেক্টরি থেকে সাহায্য নিতে পারেন আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য। এদের রয়েছে লক্ষ্য লক্ষ্য পণ্যের ভান্ডার। তাই আপনি খুব সহজেই এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এ ছাড়া এদের একটি টপিক এর ভেতরে অনেকগুলো সাব টপিক রয়েছে। যেখান থেকে আপনি পেতে পারেন আপনার নিস আইডিয়া। 



About.com

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নিস খোঁজার জন্য এবাউট.কম আরেকটি জনপ্রিয় মাধ্যম। এর feature topic অপশন থেকেও আপনি প্রয়োজনীয় কিওয়ার্ড পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনি যেকোন কীবোর্ড সিলেক্ট করুন না কেন সেটি সিলেক্ট করার পরে আমাজনে গিয়ে একবার যাচাই করে নিন। অর্থাৎ আমাজনে ওই পণ্যটি রয়েছে কিনা এছাড়া পণ্যটির চাহিদা কেমন তা জেনে নিন। 



Asseenontv.com

এই সাইটে গিয়ে আপনি কোন একটি লেটার টাইপ করলে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন। এছাড়া এই সাইটে নিস খোঁজার জন্য নিউ অ্যারাইভাল বা বেস্ট সেলার অপশনে খুঁজতে পারেন। 



কিওয়ার্ড রিসার্চের কিছু গুরুত্বপূর্ণ কথা 

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন তবে তার অর্থ এই যে আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে এমন কিছু পণ্য খুঁজছেন যার চাহিদা রয়েছে। অর্থাৎ যে সকল পণ্য মানুষ ইন্টারনেটে সার্চ করে দেখে থাকে বা কিনে থাকে। এক্ষেত্রে আপনি যেমন উপরের সাইট গুলো ব্যবহার করে আপনার জন্য একটি নিস খুঁজে পেতে পারবেন একইভাবে খুজে নিতে পারবেন কিওয়ার্ডগুলো। এছাড়া আপনার এফিলিয়েট মার্কেটিং এর জন্য কীওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান গুলোর দিকে লক্ষ্য রাখতে পারেন।


আপনি যদি অফলাইনে মানুষের ব্যক্তিগত ফ্যাশনের উপর কিছুটা নজর রাখেন তাহলে আপনার কীওয়ার্ড সম্পর্কে ধারণা পেতে পারেন। এছাড়া আপনি যখন একটি কিওয়ার্ড সিলেক্ট করবেন তখন অবশ্যই সেটি অ্যামাজন থেকে যাচাই করে নিন। কারন আমার জনি আমাজনই বিশ্বের সবচেয়ে বৃহত্তম একটি ই-কমার্স প্রতিষ্ঠান। কাজেই এর পণ্যের বিক্রয় রেট দেখে আপনার নিসটি নির্বাচন করুন। 



এখানে আমি খুব সহজে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। তাই আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নতুন হয়ে থাকেন তবে উপরোক্ত পদ্ধতি গুলো ব্যবহার করে আপনার মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ  করতে পারেন।