আপনার কয়টি ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত?
আপনারা কি এত কিছু জানার পরে এখন ভাবছেন যে, আপনার আসলে কয়টি ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত? কয়টি কার্ড আপনার জন্য পারফেক্ট হবে? যদি সঠিক পরিমাণ জানতে চান, আমাদের আজকের পোস্ট শেষ অবধি পড়ে ফেলুন এখনি।

ক্রেডিট কার্ড বিষয়ে আমাদের জানার শেষ নেই। আমরা এত সব বিষয় জানার পরও, আরও জানতে মন চায় বা জানার থেকে যায়।
আমরা ইতোমধ্যে জেনে ফেলেছি ক্রেডিট কার্ডের সম্বন্ধীয় অনেক তথ্যাবলী। কীভাবে কার্ডের জন্য আবেদন করতে হবে? কীভাবে ব্যবহার করতে হবে? কোন কার্ডগুলো ভালো? বিশেষ ধরনের ক্রেডিট কার্ডের বিবরণসহ আরও অনেক কিছু।
কিন্তু এখানেই কি জানা শেষ? মোটেই না, কারণ ক্রেডিট কার্ড এতোটা সংকীর্ণ টপিক নয়, অনেক বিস্তৃত যা সম্বন্ধে জানতে আমাদের আরও অনেক পোস্ট পড়ার বাকি রয়েছে।
আর আপনারা অবশ্যই এগুলো জানলে উপকার পাবেন আর আপনাদের দৈনন্দিন লেনদনের জন্য তা সহায়ক হবে।
আর তাই আজ আমি আপনাদের জানাবো, আপনাদের গ্রাহকদের, কয়টি ক্রেডিট কার্ড থাকা বাঞ্ছনীয় বা আসলে গ্রাহকভেদে কয়টি ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত।
বিভিন্ন লেভেলের গ্রাহকরা অনেক সময় এটা নিয়ে চিন্তায় পড়ে যান যে আসলে তাদের কয়টি কার্ড ব্যবহার করা উচিত বা আসলে কয়টি কার্ড ব্যবহার করা ঠিক।
সেসব গ্রাহকদের জন্যই আজ আমি নিয়ে এসেছি আমার এক্সক্লুসিভ পোস্ট। আসুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক:
কয়টি ক্রেডিট কার্ড থাকা গ্রাহকের জন্য সঠিক?
আপনার কি একের অধিক ক্রেডিট কার্ড থাকা উচিত? যদি আপনি কখনো বা প্রায়শই ক্রেডিট কার্ডের দেনা নিয়ে ঝামেলায় ভুগে থাকেন, তাহলে উত্তর অবশ্যই না হবে।
তবে মনে রাখবেন, অন্য সবার জন্য উত্তরটা এতো সহজে দেয়া যাবেনা। এর জন্য কিছু গবেষণার প্রয়োজন আছে, কিছু দিক যাচাই বাছাইয়ের দরকার আছে।
বিভিন্ন ধরনের গ্রাহকভেদে হয়তো একাধিক ক্রেডিট কার্ড থাকার সুযোগ সুবিধা আছে, তাই হতেও পারে তাদের জন্য একাধিক ক্রেডিট কার্ড থাকা ভালো হবে।
আমেরিকান ব্যাংকার এসোসিয়েশন বলেছে, তাদের দেশে ৩৭.৭ কোটি ক্রেডিট কার্ড চালু ছিলো ২০২০ সাল অব্দি।
আর আরেকটি রিপোর্টে জানা গেছে যে, তাদের ৩ জনের মধ্যে ২ জন ব্যক্তিই একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন।
একাধিক ক্রেডিট কার্ড থাকার সুবিধা এবং অসুবিধা রয়েছে, এগুলো আপনার ক্রেডিট স্কোর কমাতে বা বাড়িতে প্রভাব ফেলে, নির্ভর করে যে আপনি কীভাবে কার্ডগুলো নিয়ন্ত্রণ করছেন।
Paypal বেশি নিরাপদ নাকি Credit Card? কোনটি ব্যবহার করা উচিত?
একাধিক ক্রেডিট কার্ড থাকা কি ভালো?
উদহারণস্বরূপ: যদি আপনার একটি ২০০০$ লিমিটযুক্ত কার্ড থাকে, আর আপনি এক মাসে এটার ১৮০০$ লিমিট খরচ করে ফেলেন, তাহলে আপনার ডেবিট রেশিও হবে ৯০%।
আর এখানে, অনুপাত অনেক বেশি হওয়ার কারণে, আপনার ক্রেডিট স্কোরে নেগেটিভ প্রভাব পড়বে। কারণ উচ্চ ডেবিট অনুপাত আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দেয়।
আপনি যদি প্রতিমাসে আপনার ক্রেডিট লিমিট এভাবেই ব্যবহার করতে থাকেন আর প্রতিমাসে পরিশোধও করে দেন, তবুও আপনার ক্রেডিট স্কোরে এমন নেগেটিভ প্রভাব পড়তেই থাকবে, কারণ ক্রেডিট স্কোরিং সিস্টেম এভাবেই কাজ করে থাকে।
তাহলে এখানে যদি আপনার দুইটি বা তার বেশি কার্ড থাকতো, তাহলে হয়তো আপনাকে এই অসুবিধায় পড়তে হতো না।
কারণ একাধিক কার্ড থাকলে আপনি সবগুলো থেকে অল্প অল্প খরচ করার মাধ্যমে আপনার ডেবিট অনুপাত কম রাখতে পারতেন যার ফলে আপনার ক্রেডিট স্কোর নেমে যেতো না।
সুতরাং মনে রাখবেন, এক্ষেত্রে একাধিক কার্ড বহন করা খারাপ নয়, যদি আপনি বুদ্ধিমানের মতো কার্ড ইউটিলাইজ করেন আর ক্রেডিট লাইন অনুপাত ৩০% এর নিচে রাখেন।
আর পাশাপাশি আপনার পেমেন্টের ডিউ তারিখগুলোও অবশ্যই মাথায় রাখবেন আর সময়মতো সেগুলো পরিশোধ করে দেবেন।
আপনার ক্রেডিট স্কোর তখনি বাড়বে, যখন আপনি আপনার কার্ডের লিমিটের ৩০% বা তার কম অর্থ খরচ করবেন।
আপনি যদি আপনার আগের উদহারণের ১৮০০$ খরচ একাধিক কার্ড দ্বারা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন অনুপাত কম থাকবে আর আপনার ক্রেডিট স্কোরে খারাপ প্রভাব পড়বে না।
ক্রেডিট কার্ডের এই অনুপাতের উপর আপনার ক্রেডিট স্কোরের ৩০% নির্ভর করে তাই এখানে গুরুত্ব দেয়া অবশ্যই আপনার জন্য খুব দরকারী হবে।
তবে মনে রাখবেন, FICO বলেছে, যদি আপনি ক্রেডিট একাউন্ট শুধুমাত্র নিজের ক্রেডিট লিমিট বাড়ানোর উদ্দেশ্যে খুলে থাকেন, তাহলে এটা আপনার ঘাড়ে উলটো পড়তে পারে এবং আপনার স্কোর কমে যেতে পারে।
কারণ একাধিক কার্ডের সুদ বহন করলে আপনাত অপসারণযোগ্য আয় এবং বিনিয়োগ এর উপর ফেরতের ক্ষেত্রে প্রভাব ফেলবে যা আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দিতে পারে।
আপনার কয়টি ক্রেডিট কার্ড থাকা উচিত?
এমন কোনো ম্যাজিক নাম্বার নেই যেটা এই প্রশ্নের উত্তর দিতে পারে, কারণ সবার পরিস্থিতি ভিন্ন। তবে একটি ক্রেডিট কার্ড বহন করে সেটা থেকে সম্পূর্ণ সুবিধা, নিরাপত্তা এবং অন্যান্য সেবা নেয়ার ক্ষেত্রে শক্তিশালী যুক্তি রয়েছে।
আর একাধিক কার্ড বহনের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে, আপনার আসলেই অতিরিক্ত ক্রেডিট কার্ড লিমিটের প্রয়োজন হয় কিনা, আপনি প্রতিমাসে একাধিক কার্ডের খরচ পরিশোধ করতে পারবেন কিনা, আপনার কোনো ধরনের বিশেষ রিওয়ার্ড ক্রেডিট কার্ড থেকে আসছে কিনা এসব বিষয়ের উপর।
আপনি যদি মোটামুটি উচ্চ লেভেলের আয়কারী মানুষ হয়ে থাকেন, আর আপনার অতিরিক্ত মাত্রায় ক্রেডিট লিমিটের প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি একাধিক কার্ড বহন করতে পারেন কারণ আপনার আয় থেকে আপনি এগুলোর খরচ বহন করতে পারবেন।
আর আপনি যদি আপনার ক্রেডিট অনুপাত ঠিক রাখতে চান বা বিশেষ কার্ড রিওয়ার্ড পেতে চান, তাহলেও অবশ্যই একাধিক কার্ড ব্যবহার করতে পারেন।
তবে অন্যদিকে মাথায় রাখবেন, আপনি যদি মধ্যবিত্ত হোন, আপনার আয় যদি মাসিক খুব বেশি না হয়, সেক্ষেত্রে আপনার একটি কার্ড বহন করাটাই লাভজনক হবে।
কারণ যদি আপনি একাধিক কার্ড বহন করেন, সেক্ষেত্রে হয়তো ক্রেডিট স্কোর সামলাতে গিয়ে আপনার মাসিক খরচ বেশি বেড়ে যেতে পারে যা আপনার উপর চাপ আনতে পারে।
আর মাথায় রাখবেন, আপনার আয় যেমন, আপনার ক্রেডিট স্কোরও তেমনি হবে। মধ্যবিত্ত হয়ে যদি আপনি ক্রেডিট স্কোর "Excellent" রাখতে চান, সেক্ষেত্রে হয়তো এটা আপনার জন্য বাড়াবাড়ি হতে পারে বা ক্ষতিকরও হতে পারে।
তাই আমি বলবো, সবসময় আপনার আয় এবং দরকার বুঝে ক্রেডিট কার্ড ব্যবহার করুন।
সংক্ষেপে বলতে গেলে,
১. যদি আপনি উচ্চ আয়ের একজন গ্রাহক হোন, তাহলে আপনি আপনার ক্রেডিট স্কোর বজায় রাখা অথবা রিওয়ার্ডগুলোর জন্য একাধিক কার্ড ব্যবহার করতে পারেন।
তবে নিজের খরচ এবং ক্রেডিট লিমিটের উপর অবশ্যই কড়া নজর রাখবেন আর সময়মতো দেনা পরিশোধ করবেন।
২.যদি আপনি মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ হোন, তাহলে একটি কার্ড ব্যবহার করাই আপনার জন্য ভালো হবে। কারণ একাধিক কার্ড আপনার আর্থিক খরচ বাড়িয়ে তুলতে পারে এবং আপনার মানসিক চাপও বাড়িয়ে তুলবে যা আপনার জন্য ঠিক হবেনা।
আর মধ্যবিত্ত হলে আপনার ক্রেডিট স্কোর "Fair" থাকাই যথেষ্ট তাই এর বেশি বানানোর চেষ্টাও করবেন না, হীতে বিপরীত হতে পারে।
আশা করি আমাদের সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে, কয়টি ক্রেডিট কার্ড থাকা গ্রাহকদের জন্য মঙ্গলজনক।
শেষ কথা
সুপ্রিয় পাঠকগণ, এই ছিল ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণ, অর্থাৎ গ্রাহকদের কয়টি কার্ড ব্যবহার করা উচিত, এই আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের সবার ভাল লাগবে এবং কাজে আসবে। আপনাদের আজকের পোস্ট সম্বন্ধীয় যেকোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে।
আমি যত দ্রুত সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি!
আরও পড়ুনঃ অ্যামেরিকায় আন্তর্জাতিক স্টুডেন্টরা কীভাবে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন? জানুন