আপনি কি জানেন বাংলাদেশের সেরা ৫টি টেক ইউটিউব চ্যানেল সম্পর্কে?
আপনার মনে হতে পারে আমি এই অনুচ্ছেদে এই ৫টি ইউটিউব চ্যানেল কে প্রোমোট করছি। কিন্তু বাস্তবতা হলো, হাজারো চ্যানেলের মধ্যে ইউটিউবে প্রয়োজনীয় বাংলা চ্যানেল খুঁজে পাওয়া প্রায় দুষ্কর হয়ে গেছে। তাই একরকম বাধ্য হয়েই এই আর্টিকেল লেখলাম। পড়ুন, শেষ পর্যন্ত।

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই আর্টিকেলে আপনাদের জানাবো বাংলাদেশের সেরা ৫টি টেক ইউটিউব চ্যানেল।
প্রযুক্তির জ্ঞান অর্জনের বড় প্ল্যাটফর্ম ইউটিউব। আর এই ইউটিউব এ রয়েছে হাজার হাজার ইউটিউব চ্যানেল। তার মধ্যে সেরা ৫টি চ্যানেল তুলে ধরেছি আমার এই তালিকায়।
১। Sohag360 (সোহাগ৩৬০)
সোহাগ৩৬০ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি টেক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মালিক সোহাগ মিয়া। তিনি ''দ্যা টেক ডক্টর'' নামেও পরিচিত।
অনেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে যারা প্রযুক্তি নিয়ে শিক্ষামূলক ভিডিও আপলোড করে। সেগুলোর মধ্যে অন্যতম চ্যানেলের নাম সোহাগ৩৬০-প্রযুক্তির ডাক্তার।
চ্যানেলটি খোলা হয় ৫জুন ২০১৪ সালে এবং চ্যানেলের প্রথম ভিডিও সেই দিনেই আপলোড করা হয়। বর্তমানে তার চ্যানেলে ১.৩ মিলিয়ন মানে ১৩ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে এবং চ্যানেলের মোট ভিউস ৭ কোটির বেশি।
সোহাগ মিয়া তার চ্যানেল বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ, স্মার্টফোন রিভিউ, টিউটোরিয়াল ভিডিও এবং বিভিন্ন ধরণের প্রযুক্তিমুলক তথ্য শেয়ার করেন।
২। ATC - Android To To Company (এটিসি এন্ড্রয়েড টো টো কোম্পানি)
আমাদের লিস্টের দ্বিতীয় যে ইউটিউব চ্যানেল আছে সেটার নাম হচ্ছে ''ATC - Android To To Company (এটিসি এন্ড্রয়েড টো টো কোম্পানি)''।
এই চ্যানেল টি পরিচালনা করে দুইজন বাক্তি। আশিকুর রাহমান তুষার এবং আরিফুল ইসলাম ইমন। এই চ্যানেল টিও বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল।
মূলত চ্যানেলটি স্মার্টফোন রিভিউ'র জন্য বেশি বিখ্যাত। তবে স্মার্টফোনের পাশাপাশি তারা অন্যান্য গ্যাজেট রিভিউ এবং তথ্যমুলক ভিডিও আপলোড করে।
চ্যানেলটির মোট সাবস্ক্রাইবার ১৪লকের বেশি। তাদের চ্যানেলটি খোলা হয় অক্টোবরের ১২ তারিখ ২০১৫ সালে এবং সেইদিন ই প্রথম ভিডিও আপলোড করা হয়।
ভিডিও টি ছিল একটি ৯সেকেন্ডের ভিডিও ক্লিপ যেটা ছিল তাদের চ্যানেলের ইন্ট্রো।
৩। SamZone (স্যামজোন)
স্যামজোন বাংলাদেশের জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটির মালিকের নাম স্যাম। এই চ্যানেলটি খোলা হয় ১৫জুলাই ২০১৫সাল।
চ্যানেলটি ২০১৫সালে খোলা হলেও প্রথম ভিডিও আপলোড করা হয় ২৮শে মে ২০১৬সাল। চ্যানেলটিতে ১.৩ মানে ১৩ লক্ষ সাবস্ক্রাইবার আছে এবং চ্যানেলটির মোট ভিউস ১০কোটির বেশি।
চ্যানেলটিতে বিভিন্ন ধরণের গ্যাজেট এবং স্মার্টফোন রিভিউ, টিউটোরিয়াল ভিডিও এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করা হয়।
৪। ST Unique Tech (এসটি ইউনিক টেক)
ST Unique Tech বাংলাদেশের আরো একটি জনপ্রিয় টেক ইউটিউব চ্যানেল। চ্যানেলটর মালিকের নাম সায়েদ সজিব। এই চ্যানেলটিতে তিনি বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকেন।
বিভিন্ন ধরণের গ্যাজেট রিভিউ, প্রযুক্তিবিষয়ক ভিডিও এবং টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন তিনি। চ্যানেলটি খোলা হয় জুলাই ১৪ ২০১৭ সালে এবং প্রথম ভিডিও আপলোড করা হয় ১আগস্ট ২০১৭সালে।
বর্তমানে চ্যানেলটির মোট সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে ৬লক্ষেরও অধিক।
৫। AF Production
আমাদের লিস্টের শেষ যে চ্যানেলটিকে রেখেছি তার নাম হচ্ছে AF Production। এই চ্যানেলের মালিক আবরার ফারদিন নামের একটি ১৮বছর বয়সী ছেলে।
চ্যানেলের মালিক বয়স কম হলেও খুবই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন। এই চ্যানেলটিতে মূলত এডিটিং বিষয়ক ভিডিও আপলোড করা হয়।
যেমন: ভিডিও এডিটিং, ছবি এডিটিং, পোস্টার এবং থাম্বনেইল মেকিং ভিডিও এবং মাঝে মধ্যে বিভিন্ন গ্যাজেট রিভিউ ভিডিও বানিয়ে থাকে।
চ্যানেলটি খোলা হয় ২৪ আগস্ট ২০১৬সালে এবং প্রথম ভিডিও আপলোড করা হয় ১৭নভেম্বার ২০১৭ সাল। চ্যানেলটির মোট সাবস্ক্রাইবার সংখ্যা ২লক্ষ ৩০হাজারের বেশি।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা ৫টি ল্যাপটপ ব্র্যান্ড সম্পর্কে আকর্ষণীয় তথ্য