ইউনিক ও কার্যকরী কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্বন্ধে জেনে নিন
ইউনিক ও কার্যকর কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানতে চান ? আপনি কি এক্সাইটেড? তাহলে আর দেরি না করে, এখনি জেনে নিন এই অ্যাপ্লিকেশনগুলো সম্বন্ধে।

প্রতিনিয়ত আমরা আমাদের স্মার্টফোনে হাজারো রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করি। ব্রাউজিং এর জন্য, ছবি এডিট করার জন্য, গেম খেলার জন্য, কাজের জন্য বা বিনোদনের জন্য।
এসব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে প্রায় সকল অ্যাপ্লিকেশনগুলোই হয়তো কমন। যেমন, আমরা হয়তো ব্রাউজিং এর জন্য সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করি। আবার ফাইল ম্যানেজার হিসাবে ES ফাইল এক্সপ্লোরার ব্যবহার করি।
কিন্তু এমন কতজন আছেন যারা ভিন্ন? ইউনিক বা স্পেশাল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন কয়জন? হয়তো অনেকেই বলবেন, ইউনিক বা স্পেশাল অ্যাপ্লিকেশনগুলো মোটেই কাজের নয়, তাই ব্যবহার করি না।
আসলেও তাই, এতো লাখো অ্যাপ্লিকেশন এর ভীড়ে, ভালো ও কার্যকর অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া আসলেও অনেক কঠিন।
আর তাই আমি আজ আপনাদের কিছু ইউনিক ও কার্যকর অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানাতে চলেছি, যেগুলো দৈনন্দিন জীবনে আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।
আরোও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ডিভাইসে কার্টুন ভিডিও বানিয়ে আয় করার জন্য সেরা অ্যাপ্লিকেশন
ইউনিক ও কার্যকর কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা :
১. LockIt অ্যাপ্লিকেশন
আপনারা সবাই হয়তো, নামটি শুনেই বুঝে গেছেন, যে এটি আসলে কি কাজে ব্যবহার হয়। ঠিকই বুঝেছেন, বিভিন্ন ছবি, ভিডিও এবং অ্যাপ্লিকেশন হাইড করে রাখার কাজে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়।
এই অ্যাপ্লিকেশন অন্যদের থেকে আলাদা কারণ, এখানে অ্যাপ্লিকেশন অবধি লক করা যায় এবং এমনভাবে রাখা যায়, যে সেটা আর অ্যাপ্লিকেশন লিস্টে দেখাই যাবেনা, বরং Lockit এ ঢুকেই আপনি কেবল দেখতে পাবেন।
আর ছবি ও ভিডিওগুলোও ঠিক একইরকম পদ্ধতিতে হাইড করা হয়। আপনারা এখানে লকিং সুবিধার পাশাপাশি পাবেন সুন্দর Lockit নোটিফিকেশন বার, যেটা আপনার দৈনন্দিন কাজকে অনেকটাই সহজ করে দেবে।
এই অ্যাপ্লিকেশন সম্পূর্ন বিজ্ঞাপনমুক্ত, ইউজার ইন্টারফেস ও খুব সুন্দর। এখানে আপনি অনেক ধরণের রেডিও ম্যানুয়ালি বানানো থিম ব্যবহার করার সুযোগ পাবেন।
লকিং এর ক্ষেত্রে আপনি কখনো লক ভুলে গেলে, একটি সিকিউরিটি কোয়েশ্চেনের উত্তর দিলেই আপনি আবার লক সেট করার সুযোগ পাবেন। এই সিকিউরিটি কোশ্চেনও আপনাকে লক সেট করার সময়ই উত্তর দিয়ে রাখতে হবে।
এখানে যদি কেউ আপনার লক অ্যাপ্লিকেশনে লুকিয়ে প্রবেশের চেষ্টা করে, আর ৩ বার ভুল পাসওয়ার্ড বা প্যাটার্ন প্রবেশ করে, তাহলে তার ছবি আপনার ফোনের সামনের ক্যামেরায় উঠে যাবে।
আপনি সেটিংস থেকে এর জন্য "Intruder Selfie" অপশন চালু করে দিতে পারেন। আশা করি, Lockit অ্যাপ্লিকেশন আপনাদের ভালো লাগবে এবং আপনারা ব্যবহার করে দেখবেন।
২. Glasswire অ্যাপ্লিকেশন
Glasswire হচ্ছে একটি ইন্টারনেট মনিটরিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন এর কাজ হলো, আপনার ফোনের সম্পূর্ন ইন্টারনেট এর ইনকামিং ও আউটগোয়িং তত্ত্বাবধান করা।
আপনি সার্বিক সময়ে দেখতে পাবেন যে, আপনার ফোন থেকে কোন অ্যাপ্লিকেশনে কতটুকু ডাটা ব্যবহার করছে।
এটা আপনি লাইভ নোটিফিকেশন হিসাবে দেখতে পাবেন, তাই যদি কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনে অস্বাভাবিক আকারে ইন্টারনেট কনজিউম করতে থাকে, তাহলে আপনি সহজেই সেটা ধরে ফেলতে পারবেন এবং সাথে সাথে ব্যবস্থা নিতে পারবেন।
এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ডাটা ইউজেস লিমিট সেট করে দিতে পারেন, যাতে প্রয়োজনের অতিরিক্ত ডাটা ব্যবহার হলে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায়।
যারা খুব হিসাব করে, এবং কম ইন্টারনেট ব্যবহার করেন, তাদের কাছে ডাটা মনিটরিংয়ের জন্য এই অ্যাপ্লিকেশনটি খুব দরকারী হবে।
আরোও পড়ুনঃ আধুনিক বাংলা গান ডাউনলোড করার সেরা ৫টি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন
৩. Firefox focus অ্যাপ্লিকেশন
Firefox নাক শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন, যে এই অ্যাপ্লিকেশনটি কোন কাজের। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই অ্যাপ্লিকেশনটি ব্রাউজিং এর কাজেই ব্যবহার্য।
এই Focus ভার্সনও ফায়ারফক্স কোম্পানীর তৈরি তবে তা বিশেষত মোবাইল এর জন্য প্রস্তুত করা। এই অ্যাপ্লিকেশনের সাইজ মাত্র ৫ মেগাবাইট, যা খুবই কম এবং সকল কোয়ালিটির ফোনেই রান করার মতো।
যেখানে ক্রোম বা ফায়ারফক্স অ্যাপ্লিকেশন ফোনে ২০০/৩০০ মেগাবাইট জায়গা দখল করে, সেখানে এই অ্যাপ্লিকেশন হয়তো সব মিলিয়ে ৪০ মেগাবাইট জায়গা দখল করবে।
এই অ্যাপ্লিকেশন মূলত "ছোট ঝালের আগুন বেশি" সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ সাইজ ছোট হলেও, এই অ্যাপ্লিকেশন এর গতি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মতই ফাস্ট।
অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর থেকে পেজ লোডিং স্পীড বেশি বলেই দাবী করেছেন প্রস্তুতকারীরা। অ্যাপ্লিকেশন সাইজ কম হওয়ার কারণে এটি বেশ সুন্দরভাবে রান করে এবং ফোনে প্রেসারও কম দেয়।
এই অ্যাপ্লিকেশনে আপনি অন্য সব অ্যাপ্লিকেশনের মতই, বিজ্ঞপ্তি ব্লকার, অন্যান্য সাইট ট্র্যাকার ব্লক করতে পারবেন।
এছাড়া এখানে বিশেষত্ব হলো, আপনার কোনো ব্রাউজিং হিস্টোরি এখানে সেভ করে রাখা হয়না, বরং অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে গেলেই তা মুছে যায়।
ব্রাউজ ডাটা, ক্যাচ, এবং হিস্টোরিগুলো অ্যাপ্লিকেশন থেকে লিভ করলেই স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয়া হয় যা একটি খুবই ভালো দিক। চাইলে এখনি এই ছোট ঝাল, মানে ব্রাউজারটি ব্যবহার করে দেখতে পারেন।
৪. Parallel Space বা Dual Space
Parallel space বা Dual space এর কথা হয়তো আপনারা আগে শুনে থাকতে পারেন। এই দুইটি অ্যাপ্লিকেশনই সম্পূর্ন একটি কাজের জন্য প্রস্তুত করা হয়েছে।
এখানে, এই দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা আপনার ফোনে থাকা যেকোনো অ্যাপ্লিকেশনের একটি কপি বানিয়ে ফেলতে পারবেন।
ধরে নিন আপনি আপনার ফোনে ফেসবুক ব্রাউজ করছেন, কিন্তু আপনার এখন দুইটি একাউন্ট একইসাথে ব্রাউজ করার প্রয়োজন।
এক্ষেত্রে আপনি আপনার প্যারালাল স্পেস অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটির একটি কপি বানিয়ে সেখানেও একটি একাউন্ট ব্রাউজ করতে পারবেন।
এভাবে আপনি যেকোনো সোশ্যাল মিডিয়া, গেমস বা ব্রাউজারের কপিও বানিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।
এই অ্যাপ্লিকেশন এর সাইজও খুব ছোট এবং আপনার ফোনে বিশেষ কোনো জায়গাও দখল করবে না। কিন্তু আপনাকে সেবা দেবে সেরা, এবং কোনো ফি বা বিজ্ঞপ্তির ঝামেলা ছাড়াই।
চাইলে এখনি অ্যাপ্লিকেশন দুটির যেকোনো একটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আশা করি খুবই কাজে দেবে এই অ্যাপ্লিকেশন।
আপনাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করলেই সব বুঝে যাবেন, আর কিছুই করতে হবে না।
আরোও পড়ুনঃ শুভ প্রভাত পোর্টালে কিভাবে স্মার্টফোন দিয়ে কাজ করবেন
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো ইউনিক ও ভীষণ কার্যকর কিছু অ্যাপ্লিকেশনের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন।
এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অবধি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!