ইমেজ সার্চ দিয়ে সহজে পছন্দের মুভি বা গেম ও প্রয়োজনীয় তথ্য 100% খুঁজে বের করুন

কিভাবে ইমেজ সার্চ দিয়ে খুব সহজে 100% নিশ্চিত ভাবে আপনার পছন্দের মুভি বা গেমসের টাইটেল অথবা প্রয়োজনীয় তথ্য খুজে বের করবেন পদ্ধতি জেনে নিন।

ইমেজ সার্চ দিয়ে সহজে পছন্দের মুভি বা গেম ও প্রয়োজনীয় তথ্য 100% খুঁজে বের করুন
ইমেজ সার্চ দিয়ে সহজে পছন্দের মুভি বা গেম ও প্রয়োজনীয় তথ্য 100% খুঁজে বের করুন


প্রথমে গুগল ইমেজ সার্চ দিয়ে শুরু করা যাক...

গুগল ইমেজ সার্চ ব্যবহার করা খুবই সহজ এর জন্য আপনাকে প্রথমে গুগল এ যেতে হবে ওখানে অটোমেটিক্যালি ইমেজ সার্চ অপশন থাকে যদিও অ্যান্ড্রয়েড বা যেকোনো স্মার্টফোনের সাধারণত ইমেজ সার্চ অপশনটি থাকে না এর বদলে একটি অপশন থাকে যেটি কে বলা হয়েছে গুগোল লেন্স এবং এটি শুধুমাত্র ইমেজেস সাইজ ভেরিয়েশন খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷


এছাড়াও গুগলের একটি রিভার্স ইমেজ সার্চ করার পদ্ধতি রয়েছে ৷ এবার আসা যাক একদম প্রথম থেকে কিভাবে একটি ইমেজ সার্চ থেকে কোন ইনফরমেশন অথবা আপনার পছন্দের মুভির টাইটেল খুঁজে বের করে ৷ এক্ষেত্রে তারা এটি রিকার্সিভ অ্যালগরিদম ব্যবহার করেন ৷ যে অ্যালগোরিদমের কাজের ধরন হচ্ছে বারবার একই ইমেজকে বিভিন্ন রোটেটিং অপশন এবং ফিল্টার ব্যবহার করে সার্চ করা ৷


আর হ্যাঁ এক্ষেত্রে ফিল্টার অর্থাৎ যে ফিল্টার কথা বলা হচ্ছে সেটি কিন্তু কোন ইমেজ এডিটিং নয় এটা হল বিভিন্ন ধরনের প্যারামিটার যেমন হাইট , উইথ অথবা কালার ইত্যাদি ৷ এখন আসা যাক গুগল ইমেজেস কেন ব্যবহার করা হয় ৷


ইমেজ সার্চ ব্যবহার করার পিছনে যে কারণ সেটা এটা হল কোন মুভির কাট সিন থেকে সেই মুভির টাইটেল খুঁজে বের করা থেকে কোন মুভির টাইটেল খুঁজে বের করা ৷ এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে একটা ইমেজ ব্যবহার করে ব্যবহার করে ওই ইমেজ সংক্রান্ত সম্পর্কিত কোন তথ্য খুজে বের করবেন ৷ এবং এটি এবং এটি করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো গুগল ইমেজ সার্চ ব্যবহার করা ৷

গুগল ইমেজ সার্চ


এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো গুগলের ওয়েবপেজে পেজ ভিজিট করা একবার সার্চ বার থেকে ফটোর মত যে আইকনটি দেখা যায় সেটি সিলেক্ট করা এবং সেটি সিলেক্ট করলে একটি একটি মডাল বা ফ্লোটিং বক্স সামনে আসবে এবং সেটিতে ফটো সিলেক্ট করার জন্য একটি বাটন থাকবে এবং সেখান থেকে ফটো নির্বাচন করতে হবে ৷ফটো নির্বাচন করার পর সেটি আপলোড হবে এবং কয়েক সেকেন্ড পর সার্চ রেজাল্ট দেখানো হবে রেজাল্ট দেখানো হবে ৷


অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে সাধারণত এই সার্চ অপশনটি দেখা যায় না তবে মডার্ন ব্রাউজার গুলো ব্যবহার করে আপনি চাইলেই অ্যান্ড্রয়েডের ডেক্সটপ মোড ব্যবহার করে গুগল ইমেজ সার্চ অপশনটি ব্যবহার করতে পারবেন কারণ 'গুগোল লেন্স' নাইন্টি পার্সেন্ট টাইম আপনি একুরেট রেজাল্ট পাবেন না ৷


'গুগোল লেন্স' ব্যবহার করে বিভিন্ন ধরনের ইমেজেস সাইজ এবং ফরমেট খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করতে পারেন এবং সাইজ ও ফরমেট খুঁজে বের করার ক্ষেত্রে এর সফলতা অনস্বীকার্য এবং বলতে হবে ওয়ান অফ দা বেস্ট টুল ৷


এখন সাইজ বা ফরমেট ভেরিয়েশন বলতো আমি কি বুঝাচ্ছি? একটা ইমেজ বিভিন্ন ফরম্যাটে হয়ে থাকে যেটাকে আমরা বলি ইমেজ টাইপ ৷ এ ধরনের টাইপের মধ্যে রয়েছে পিএনজি (png), জেপিজি (jpg), জেপিইজি(jpeg) হেইক(heic) অথবা জি আই পি (gif) । এখানে উদাহরণস্বরূপ বলা যায় গুগল ইমেজ সার্চ ব্যবহার করে আপনি খুব সহজেই একটি jpg ফরমেটে ইমেজের png ভার্শন খুঁজে বের করতে পারবেন ৷


এবং ইমেজের একটি নির্দিষ্ট হাইট প্রপার্টি এবং উইডথ প্রপার্টি থাকে ৷ যেমন 640×360, 1080×720 অথবা 1260×1060। এ সকল ক্ষেত্রে আপনার কোন ব্লগ রাইটিং অথবা রিচার্জ ফিচারস রাইটিং অথবা কোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য একটা ইমেজের নির্দিষ্ট কিছু সাইজ আপনি চাইলেই ইমেজ সার্চ ব্যবহার করে খুজে নিতে পারেন ।


যেমন আপনি চাইলে ফেসবুকের একটা পোষ্টের 640×360 ইমেজ ডাউনলোড করে নিতে পারেন যাতে করে আপনার পোস্টে কনটেন্টগুলো সুন্দর দেখায় ইমেজ পিক্সেল পারফেক্ট হয় ।


অ্যান্ড্রয়েডে ডেক্সটপ মোড চালু করা

এন্ড্রয়েডে ডেক্সটপ মোড ব্যবহার করার জন্য এর জন্য আপনার প্রয়োজন হবে যেকোনো একটি মডার্ন ব্রাউজার এবং ব্রাউজার মেনু অপশনে সব সময় ডেক্সটপ মোড/ ডেক্সটপ ভার্শন নামে একটি অপশন থাকে সেটি অন করে দিতে হবে সেখানে ক্লিক বক্স অথবা বাটন থাকে এটাতে ক্লিক করলে ডেক্সটপ মোড অন হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে ডেক্সটপ মোড


উদাহরণস্বরূপ গুগল ক্রোমের কথা বলা যায় । যেটির ডানপাশে তিনটি ডট মেনু থেকে ডেক্সটপ মোড নামে একটি সরাসরি অপশন থাকে এবং সেটিকে ওপেন করে দিলে যেকোনো ওয়েবসাইটের ডেক্সটপ ভার্শন দেখা যায়।


Yandex.com ওয়ান অফ দা বেস্ট ইমেজ সার্চ ইঞ্জিন!

এখন কথা বলব প্রায় সকল ইমেজ সার্চ এর ক্ষেত্রে যে সার্চ ইঞ্জিন ব্যবহার করলে আপনি 99 শতাংশ সঠিক তথ্য পেতে পারেন এবং সেটি হল yandex.com


বর্তমানে আমরা অনেক সময় কোন সময় দেখা যায় একটি ইউটিউব ভিডিও অথবা সোশ্যাল মিডিয়ায় কারো ছবি অথবা কোন বস্তুর বা অবজেক্ট ছবি দেখে তা খুঁজে বের করতে চাই এবং এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল সার্চ কিন্তু গুগল সার্চ থেকে কমার্শিয়াল রেজাল্ট বেশি পাওয়া যায় এবং একুরেট রেজাল্ট পাওয়া যায় না। সে ক্ষেত্রে সার্চ করার কোন মানেই থাকেনা।


সেই কারণে আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম এমন এক কোন ওয়েবসাইট যেটাতে খুব সহজে আমরা যেকোন কন্টেন্ট খুঁজে বের করতে পারি ইমেজ সার্চে সহায়তায় । এখন গুগল সার্চ ইমেজ রিভার্স সার্চিং অ্যালগরিদম ব্যবহার করে এবং আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করার কথা বলছি সেটাও ইমেজ সার্চ করে এবং সেটিও সাধারণত আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে তাদের ইমেজ সার্চিং এর ক্ষেত্রে ।


এক্ষেত্রে আপনি আপনার ব্রাউজার থেকে সরাসরি yandex.com প্রবেশ করতে হবে এবং সার্চ বারে সেখানেই একটি ইমেজ আইকন দেখতে পাবেন সার্চ বার প্রসিডিউর অনেকটা গুগলের মধ্যে এই সার্চ বারে ক্লিক করবেন এবং আপনার কাঙ্খিত ইমেজ ফাইলটি সিলেক্ট করবেন আপনার ফাইল সিস্টেম থেকে এবং সেটি সাথে সাথে আপনাকে ফলাফল দেখাবে এক্ষেত্রে আপনাকে ফাইল আপলোডের জন্য ওয়েট করতে হবে না কারণ সেটি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে খুব দ্রুত আপলোড হয়ে আপনাকে ফলাফল দেখায় ।


এক্ষেত্রে মজার ব্যাপার হল ফলাফলের তথ্যের মধ্যে ইমেজটি কোন কোন ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে বা কল্পনা ওয়েবসাইটে এখন আছে সেই তথ্য এবং সে তথ্য সাইট গুলো পাশাপাশি এ ধরনের আর কতগুলো ইমেজ রয়েছে এবং এই ইমেজটি ডুপলিকেট ইমেজ ফিল্টার ব্যবহার করা কতগুলো সাইটে ব্যবহার করা হয়েছে ইত্যাদি আরো প্রচুর ইনফরমেশন জানা যাবে এবং প্রত্যেকটি রেজাল্ট এর মধ্যে আরও রিলেটেড কিছু ইনফরমেশন থাকে যেকোনো একজন ইউজার হিসেবে আপনার সঠিক তথ্য পেতে খুবই সুবিধা হয় । আমি ব্যক্তিগতভাবে এটি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং আমার খুবই পছন্দের এবং অতিরিক্ত সময় বাঁচাতে আপনিও ব্যবহার করতে পারেন ।

শেষ করবো মাইক্রোসফট দিয়ে bing.com এর কথা বলে এটা অনেকটা গুগলের ক্লোন (কপি) বলা যেতে পারে, গুগলের ধাপগুলি অনুসরন করতে পারেন।