এই মাসের আমেরিকার সবচেয়ে সেরা ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে জেনে নিন
আপনারা যারা আন্তর্জাতিক গ্রাহক আছেন , তারা যদি আমেরিকান বর্তমান সবচেয়ে জনপ্রিয় ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে না জেনে থাকেন, তাহলে এখনি আমাদের সম্পূর্ণ পোস্ট পড়ে ফেলুন আর জেনে নিন বিস্তারিত।

ক্রেডিট কার্ড সম্বন্ধে আমাদের জানার শেষ নেই। ক্রেডিট কার্ড এর জন্য আবেদন, ব্যবহারের নিয়ম, বিভিন্ন কার্ড সম্বন্ধীয় ইস্যু সম্বন্ধে জানার পরও আমাদের জানার শেষ হয় না।
আর যেহেতু ক্রেডিট কার্ড পুরো বিশ্বের মানুষ ব্যবহার করেন, তাই বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের প্রচলন রয়েছে এবং ব্যবহারের নিয়মও রয়েছে।
আমরা আজ জানতে চলেছি একটি বিশেষ দেশের ক্রেডিট কার্ড সম্বন্ধে, আর সেই দেশটি হচ্ছে আমেরিকা বা USA। আমরা আমাদের আগের পোস্টে জেনেছি কীভাবে আমেরিকায় ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হয়।
আজ আমরা জানবো, আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ক্রেডিট কার্ডগুলোর সম্বন্ধে। যেহেতু অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকার অবস্থান বিশ্বের মধ্যে অন্যতম সেরা অবস্থানে, তাই আমার মনে হয় তাদের কার্ডগুলো সম্বন্ধে জানা আগে দরকার।
তাই আমি প্রথমে আমেরিকার সবচেয়ে প্রচলিত কার্ডগুলো সম্বন্ধে আপনাদের আজ জানাতে চলেছি। তো চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক।
আমেরিকার সবচেয়ে সেরা ক্রেডিট কার্ড
ক্রেডিট কার্ড এর র্যাংক মূলত বানানো হয় একটি কার্ডের বিভিন্ন রিওয়ার্ড, APR হারের পরিমাণ-সময়, ব্যালান্স ট্রান্সফার বা কেনাকাটার উপর সুদের পরিমাণ এবং আরো অন্যান্য বিষয়াবলীর উপর।
এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় স্বাগতম অফার, প্রতিষ্ঠানের সহজ নিয়ম-নীতিও অনেকটাই নির্ভর করে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে।
আমরা আজ আমাদের সেরা ক্রেডিট কার্ডগুলোর তালিকা প্রস্তুত করেছি কম সুদের হার, সেরা রিওয়ার্ড এবং কম বার্ষিক চার্জ কাটে এমন কার্ডগুলো নিয়ে।
তুলনামূলক পর্যালোচনা করে এসব কার্ডগুলোর তালিকা বানানো হয়েছে যাতে আপনারা আপনাদের দরকারমতো কার্ড বাছাই করে সেগুলো ব্যবহার করতে পারেন।
এই মাসের সেরা আমেরিকান ক্রেডিট কার্ড
১. Blue Cash Preferred ® Card from American Express
কার্ডের ফিচারসমূহ : এই কার্ডটির ওভারঅল রেটিং হচ্ছে ৪.০। রিওয়ার্ড এর ক্ষেত্রে এই কার্ড সেরা, কারণ সকল নিয়মিত খরচে এই কার্ড ব্যবহার করলে গ্রাহকরা পাবেন ক্যাশব্যাক।
যেমন- আমেরিকান সুপারমার্কেটে কেনা কাটা করলে ক্যাশব্যাক ৬%, স্ট্রিমিং সার্ভিসে ৬%, যানবাহন খরচে ৩%, গ্যাস স্টেশনে ৩%, এবং অন্যান্য কেনাকাটায় ১% ক্যাশব্যাক রয়েছে।
এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন ক্যাশব্যাক অফার ও কম বার্ষিক চার্জের সুবিধা যে কারণে এই কার্ডটি এখন সবচেয়ে বেশি চলছে আমেরিকায়।
২. Capital One Quicksilver Cash Rewards Credit Card
এই কার্ডটির ওভারঅল রেটিং হচ্ছে ৩.২★। এই কার্ডের অন্যতম বিশেষত্ব হচ্ছে প্রতিনিয়ত প্রতি কেনাকাটায় গ্রাহকরা পাবেন ১.৫% ক্যাশব্যাক।
এছাড়াও প্রথম ১ বছর আপনাকে কোনো বার্ষিক চার্জ বহন করতে হবেনা কার্ড ব্যবহারের জন্য। এছাড়াও কার্ড ওপেনের প্রথম ৩ মাসের ভিতর ৫০০$ ব্যয় করলে গ্রাহক পাবেন ওয়ান টাইম ২০০$ ডলারের ক্যাশ বোনাস।
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে যেটা আপনারা জানতে পারবেন ওয়েবসাইট সার্চ করলে।
৩. Blue Cash Everyday ® Card From American Express
আমেরিকার এই ক্রেডিট কার্ডটির রেটিং হচ্ছে ৩.৯★/৫.০★। কার্ডটির রয়েছে আমেরিকান সুপারমার্কেট, গ্যাস স্টেশন এবং অন্যান্য কেনাকাটার জন্য আকর্ষণীয় ৩%,২% এবং ১% ক্যাশ ব্যাক সুবিধা।
এছাড়াও প্রাথমিকভাবে গ্রাহকদের ২৫০$ অব্দি বোনাস দেওয়া হয়ে থাকে। বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটার ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক এবং ডিস্কাউন্ট সুবিধা।
এছাড়াও এখানে বার্ষিক চার্জ অনেক কম থাকার পাশাপাশি APR চার্জও অনেক কম। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
৪. Discover it ® Cash Back
Discover এর এই কার্ডটির রেটিং মার্কেটে খুবই ভালো, ৪.৫★/৫.০★। বিভিন্ন জায়গায় কেনাকাটার জন্য এই কার্ডে রয়েছে ৫% ক্যাশব্যাক সুবিধা যেটা ত্রৈমাসিক ভিত্তিতে পাওয়া যাবে।
এছাড়াও দৈনন্দিন সকল কেনাকাটায় ১% ক্যাশব্যাক সুবিধা তো থাকছেই। এছাড়াও এই কার্ডটির নিয়মিত APR রেটও বাজারের অন্যতম সর্বনিম্ন যা এটার জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছে।
বাজারের ইনভেস্টর বিজনেস ডেইলি জরিপ অনুযায়ী নাম্বার ১ ক্রেডিট কার্ড হচ্ছে এটি। এছাড়াও Discover এর ক্রেডিট কার্ড মার্কেটের ৯৯% জায়গায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
এছাড়াও এখানে গ্রাহকরা একাউন্ট খোলার প্রথম ১৪ মাস কোনো ফি ছাড়াই ব্যালান্স ট্রান্সফার সুবিধা ব্যবহার করতে পারবেন।
৫. Bank of America ® Customized Cash Rewards Credit Card
এই কার্ডটিও বাজারে বেশ ভালো জনপ্রিয় ও প্রচলিত। বাজারে এই কার্ডের রেটিং ৪.২★/৫.০★। ক্যাশব্যাকের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে এই ক্রেডিট কার্ড।
ক্যাটাগরি অফ চয়েস পয়েন্টে ৩% ক্যাশব্যাক এর পাশাপাশি, গ্রোসারি স্টোর এবং হোলসেল ক্লাবে থাকছে ২% ক্যাশব্যাকের সুবিধা।
আর সকল কেনাকাটায় ১% ক্যাশব্যাক তো থাকছেই। অন্যান্য সুযোগ সুবিধা সম্বন্ধে জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
৬. Chase Freedom Unlimited ®
Chase এর এই ক্রেডিট কার্ডটির রেটিং বাজারে খুবই ভালো ও জনপ্রিয়, ৪.৫★/৫★। যেকোনো ভ্রমব বিষয়ক কেনাকাটার জন্য এখানে থাকছে ৫% ক্যাশব্যাক সুবিধা, ড্রাগ স্টোর এবং রেস্টুরেন্টে থাকছে ৩% ক্যাশব্যাক সুবিধা আর সকল অন্যান্য কেনাকাটায় থাকছে ১.৫% ক্যাশব্যাক সুবিধা।
প্রথম ৩ মাসের ভিতর ৫০০$ খরচ করলে থাকছে ২০০$ এর বোনাস সুবিধা। এছাড়াও প্রথম ১৫ মাস কার্ড ব্যবহারে থাকছে ০% APR সুবিধা আর আপনার ক্যাশব্যাক রিওয়ার্ড এখানে কখনো এক্সপায়ার হয় না।
৭. Citi Double Cash Card
এই কার্ডটির বিশেষ কোনো ক্যাশব্যাক সুবিধা না থাকলেও, সকল কেনাকাটায় রয়েছে গড় ২% ক্যাশব্যাকের সুবিধা যা অন্য সব কার্ডের চেয়ে তুলনামূলকভাবে ভালো।
ওভারঅল রেটিংয়ের দিকেও মোটামুটি অবস্থানে রয়েছে এই ক্রেডিট কার্ড, ৩.৬★/৫.০★। প্রথম ১৮ মাস ব্যালান্স ট্রান্সফার সুবিধা ব্যবহারে এই কার্ডে কোনো প্রকার APR চার্জ বহন করতে হবেনা।
ক্যাশব্যাক পাওয়ার জন্য অবশ্য গ্রাহকদের মিনিমাম ডিউ অবশ্যই সঠিক সময়ে পরিশোধ করতে হবে।
কার্ডটির রিওয়ার্ড ভ্যালু হচ্ছে ৪.০★, রিওয়ার্ড ফ্লেক্সিবিলিটি ৩.০★ রবং ফিচার ৪.০★। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে।
এই ছিলো আমেরিকার বর্তমান কিছু জনপ্রিয় ও প্রচলিত ক্রেডিট কার্ডের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আমাদের আজকের পোস্ট।
বিস্তারিত জানানো আমাদের উদ্দেশ্য ছিলোনা, আমরা শুধু আপনাদের আইডিয়া দিতে চেয়েছি যেনো আপনারা এখান থেকে তথ্য নিয়ে দরকারমতো আবেদন করতে পারেন।
আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে।
শেষ কথা
সুপ্রিয় পাঠকগণ, এই ছিল আমেরিকার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান কিছু সেরা ক্রেডিট কার্ড এর বিবরণ নিয়ে আমাদের আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের সবার ভাল লাগবে এবং কাজে আসবে। আপনাদের আজকের পোস্ট সম্বন্ধীয় যেকোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে।
আমি যত দ্রুত সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি!
আরও পড়ুনঃ ভিসা কার্ড নাকি মাস্টারকার্ড ব্যবহার বেশি উপযোগী জেনে নিন