কথা দিয়ে যে কারো মন জয় করার ৫টি টিপস

আপনি কি জানতে চান কিভাবে কথার মাধ্যমে সবার মন জয় করতে? তাহলে এখনি পড়ে নিন আমাদের সম্পূর্ণ পোস্টা আর পেয়ে যান সমাধান।

কথা দিয়ে যে কারো মন জয় করার ৫টি টিপস
কথা দিয়ে যে কারো মন জয় করার ৫ টি টিপস


আমরা যে কারো সাথেই যোগাযোগ করি মূলত কথা বলার মাধ্যমে। কথা বলা ছাড়া অন্যান্য কোন মাধ্যমে কাউকে ইমপ্রেস বা কনভিন্স করা সহজ নয়। আমরা নিজেদের প্রয়োজনে অনেকের সাথেই কথা বলে থাকি। সারাদিনে নিজেদের কাজের ধরন এবং গুরুত্ব অনুসারে অন্যদের সাথে যোগাযোগ করে থাকি আমরা।


যদিও সবাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যেকোন আলোচনা এবং সংলাপ ফলপ্রসু করার জন্য এবং কারো মন জয় করার জন্য আমাদের কথা বলার সময় বিশেষ কিছু টিপস অনুসরন করা উচিত। সবার কথা শুনতেই সকলের ভাল লাগেনা।


মনে করুন, আপনি একটি দোকানে গিয়েছেন জিনিস কিনতে, সেখানে অনেকেই একইসাথে জিনিস চাইছেন। দোকানি কিন্তু সকলের জিনিস একইসাথে দিবেনা। এখানে আপনি যদি ভদ্রভাবে নিজের প্রয়োজন ব্যাখ্যা করেন সেক্ষেত্রে সবাই আপনাকে আগে জিনিস নেওয়ার সু্যোগ করে দেবে।


কিন্তু আপনি সেখানে গিয়ে রুক্ষ ভাষায় জিনিস আগে নেওয়ার কথা বলেন তাহলে কেউই আপনার কথায় কণর্পাত করবে না, বরং নিজেদের ব্যস্ততা দেখাবে। তাই আপনাকে বুঝতে হবে কোথায় কিভাবে কথা বললে মানুষের মন সহজে জয় করা যাবে।


আজ আমরা এরকম ৫ টি টিপস নিয়ে আলোচনা করব, যা দ্বারা সহজেই যেকারো মন জয় করতে পারবেন। চলুন প্রিয় পাঠক দেরী না করে আলোচনা শুরু করা যাক।


কথা দিয়ে মন জয় করার ৫ টি কার্যকরী টিপস


১. ইতিবাচকভাবে কথা বলুন

আপনি যখন কারো সাথে কথা বলবেন তখন ইতিবাচক ভাবে কথা বলুন। মানুষ কখনোই নেতিবাচক কথা শুনতে চায়না। তাই কথার মধ্যে ইতিবাচকতা রাখুন। এমন কোন কথা বলবেন না, যাতে সামনের মানুষটি কষ্ট না পায়।


কেউ যদি আপনার সাথে মনের দুঃখ শেয়ার করেন বা কোন পরামর্শ চায়, তাহলে তাকে নিরুৎসাহিত না করে উৎসাহিত করুন। মানুষের দ্বারা কিছুই অসম্ভব নয়। দরকার শুধু মোটিভেশন আর পরিশ্রম করা। তাই যে কারো সাথে ইতিবাচকভাবে কথা বলুন। সহজেই সবার মন জয় করতে পারবেন।


আরও পড়ুন: জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে আপনার হাতেই! দেখুন কিভাবে


২. গলার স্বরের উঠানামা

গানের ক্ষেত্রে যেমন সুরের উঠানামা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তেমনি কথা বলার সময় গলার স্বরের উঠানামা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবার সাথে সব পরিস্থিতিতে একই স্বরে কথা বলা যায়না। কখনো গলার স্বর নিচু কখনো উচু গলায় কথা বলা উচিত।


অনেকেই এই বিষয়টি গুরুত্ব সহকারে নেন না। ফলে অন্যের বিরাগভাজন হয়ে থাকেন। যখন কেউ আপনার কাছাকাছি আছেন, তারা আপনার সুহৃদ তখন অনর্থক নিজের ব্যক্তিত্ব দেখানোর জন্য গলা চড়িয়ে কথা বলা থেকে বিরত থাকুন।


তখনই গলা চড়ান যখন কেউ দূরে আছে, কারো উপর রাগ করেছেন বা শাসন করছেন। কন্ঠস্বরের সঠিক উঠানামা প্রয়োগ করলে আপনি সবার মন সহজেই জয় করতে পারবেন।


৩. সঠিক শব্দ প্রয়োগ

সবাই গুছিয়ে কথা বলতে পারেনা। অনেকেই ইচ্ছাকৃতভাবে গুছিয়ে সঠিক শব্দ প্রয়োগ করে কথা বলায় নন। কিন্তু সঠিক শব্দ ব্যতীত আপনার মনের ভাব প্রকাশে আপনি ব্যর্থ হবেন।


যে কথা একবার বললেই চলত, সেটা আপনাকে বারবার বলতে হবে, অনেক সময় এক বিষয় বোঝাতে গিয়ে আরেক বিষয় বুঝিয়ে ফেলতে পারেন, যা অশান্তির কারন হতে পারে। তাই খেয়াল রাখুন, যখন কথা বলছেন তখন সঠিক, উপযুক্ত শব্দ ব্যবহার করে কথা বলুন।


এতে কথা বলার উদ্দেশ্য পরিস্কার হবে এবং যে কেউ আপনার কথা শুনতে পছন্দ করবে। এভাবে যে কারো মন জয় করা সহজ হবে।


আরও পড়ুন: অন্যের মনকে নিয়ন্ত্রন করার সেরা ৫ টি কৌশল জেনে নিন


৪. মনোযোগী শ্রোতা হন

যখন কারো সাথে কথা বলবেন তখন তার কথাগুলো আগে ভালভাবে শুনুন। না শুনলে আপনি সঠিকভাবে কথার জবাব দিতে পারবেন না। অনেকেই কথা শোনার চেয়ে বলায় বেশী আগ্রহী থাকেন, এর ফলে দু পক্ষের মধ্যে সম্পর্ক খারাপ হয়, যার সাথে কথা বলছেন সে আপনার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে।


এটা কখনোই করবেন না। আগে বক্তা কি বলছেন ভালভাবে শুনুন, বুঝুন উনি কি বলছেন, তারপর নিজে বলা শুরু করুন। মনোযোগী শ্রোতাদের সাথে কথা বলতে সবাই খুব পছন্দ করেন। কথার মাঝে বাধা দেবেন না। এভাবে কথা বললে যে কেউই ইমপ্রেস হবেন আপনার প্রতি।


৫. আবেগ প্রকাশ করুন

আমরা সৃষ্টির সেরা মানুষ, একমাত্র আমরাই নিজেদের আবেগ যথাযথভাবে প্রকাশ করতে পারি। কথা বলার সময় ভাবলেশহীন রোবটের মত কথা বলবেন না।


এতে করে অপর ব্যক্তি কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবেন। যদি দুঃখের কথা শোনেন তাহলে দুঃখীভাব কথা বার্তায় এবং অভিব্যক্তি দিয়ে প্রকাশ করুন। খুশি হলে সেটাও লুকাবেন না।


নিজের অঙ্গভঙ্গি দিয়ে নিজের মনের ভাব যথাযথভাবে প্রকাশ করুন,যিনি আপনার সাথে কথা বলবেন তিনি যেন বুঝতে পারেন যে, আপনি তার আবেগ-অনুভূতি বুঝতে পারছেন এবং আপনি তার সুখে দুঃখে সমব্যথী।


আরো পড়ুন: ফোন সম্বন্ধীয় এমন ৫ টি আশ্চর্য ট্রিক্স যা আপনাকে অবাক করে দেবে


উপসংহার

প্রতিনিয়ত মানুষের সাথে আমাদের কথা বলার প্রয়োজন হয়, আর যেকোন কাজ করার পূর্বে মানুষের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে। আমরা যতবেশী কথাবার্তায় দক্ষ হব, তত বেশী নিজেদের কাজে সফল হব।


কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ি, বন্ধুদের আড্ডা, বা অপরিচিত মানুষের সাথে কথোপকথন যেকোন সময় আপনি যোগাযোগে যত ভাল হবেন, ততই নিজের উদ্দেশ্য পূরন সম্ভব হবে। ব্যক্তিগত সম্পর্ক ভাল থাকবে। এভাবেই সর্বক্ষেত্রে আপনি ভাল থাকবেন, এবং সকলের প্রিয় হতে পারবেন। যে কারো মন জয় করতে উপরিউক্ত ৫ টি টিপস অনুসরন করুন, আপনি অবশ্যই ভাল ফলাফল পাবেন।


আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। এ বিষয়ে বিস্তারিত জানার অথবা কোন মতামত দেওয়ার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে নিয়ে অবশ্যই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। 

ধন্যবাদ সবাইকে।