কন্টেন্ট লিখেই উপার্জন করুন লক্ষ টাকা, শুধু পাঁচটি বিষয় মাথায় রাখুন

চাইলেই সবকিছু সাথে সাথে পাওয়া কি যায় সবসময়? আপনার পাওয়ার ইচ্ছেটা যত বেশী, অপ্রাপ্তির হারও ঠিক ততই বেশী! এভাবেই চলছে জীবন। এই প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্যে যার সমন্বয় যত বেশী, তার মনের মাঝে সুখানুভূতিও ততই বেশী। তবে আজ কাব্য লিখতে বসিনি। তাই ভিন্ন প্রসংগের অবতারনা নয়। বলছিলাম অনলাইন ব্লগ নিয়ে। সেদিকেই দৃষ্টি ফেরানো যাক। মোবাইল কিংবা কম্পিউটারে অনলাইন খুললেই শুধু বারবার চোঁখে পড়ে freelance আর blogging. অনেকে জেনে-না জেনে এই অনলাইন ব্লগিং নিয়ে নানারকম মন্তব্যও করে থাকেন। আছে অনলাইন ব্লগিং নিয়ে নানারকম ইনকামের খবরাখবর।

কন্টেন্ট লিখেই উপার্জন করুন লক্ষ টাকা, শুধু পাঁচটি বিষয় মাথায় রাখুন
কন্টেন্ট লিখেই উপার্জন করুন লক্ষ টাকা, শুধু পাঁচটি বিষয় মাথায় রাখুন


Freelancing আজকাল অনেকেরই একটি আয়ের উৎসে পরিনত হয়েছে। আবার আছে এই ইনকাম নিয়ে নানা মতভেদ। কেও কেও রীতিমত অনলাইনের আয় নিয়ে নিয়ত শংকায় ভোগেন। 


কেও এই আয়কে নিজের মতো করে বিশ্বাসই করতে পারেন না। যা হোক ভিন্ন প্রসঙ্গে নাতিদীর্ঘ কিছু লেখার অভিপ্রায় নিয়ে আজ বসিনি। আজ লিখতে বসেছি কিভাবে বাংলা কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করা যায় সেই বিষয় নিয়ে কিছু লিখতে। 


মনে করুন আপনি আপনার মোবাইল দিয়ে অনলাইন ব্লগে বাংলায় কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে চান। তাহলে আপনার ৫ টি বিষয়ে বেশ গুরুত্ব দিতে হবে। যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে এই ৫ টি বিষয়ে কন্টেন্ট লিখতে সমর্থ হন, তবে আশা করি আপনি একটা ভালো ফলাফল পাবেন। 


যদি আপনি অনলাইনের ব্লগে নুতন হয়ে থাকেন, তবে আপনি bloggers. com বা blogspot.com এ ব্লগ খুলে লিখতে পারেন। কেননা এটা Google এর একটি সাইট আর সম্পুর্ন বিনামূল্যে আপনি আপনার ব্লগিং কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এখন আসুন জেনে নেই, কোন ৫টি বিষয়ের উপর গুরুত্ব দিলে আপনার অনলাইন ব্লগিং কন্টেন্ট বিশেষ প্রাধান্য লাভ করবে? 


(এক)
  কন্টেন্ট নির্বাচন

আপনি কি নিয়ে কন্টেন্ট লিখতে চান, আগে সেটা ঠিক করুন। মানে কন্টেন্টে আপনি কি বিষয়ের অবতারনা করবেন? যে বিষয়ের উপর আপনি আপনার কন্টেন্ট লিখতে চান, সেই বিষয়ে আপনার পর্যাপ্ত দক্ষতা আছে কি না। আপনার কন্টেন্ট যুগোপযোগী কতটুকু? সমসাময়িক কালের কন্টেন্টই আপনাকে লিখতে হবে। কন্টেন্ট নির্বাচনে যদি ভুল হয়ে যায়, তবে আপনার কন্টেন্ট আপনার কাছে যতই গ্রহনযোগ্য মনে হোক না কেন, আপনি কোন পাঠক পাবেন না। 


আরও পড়ুনঃ ইউটিউব ভিডিও থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায়?


(দুই)
 কন্টেন্ট এর বিষয়বস্তু তথা মুল নিবন্ধ

আপনার কন্টেন্ট এর বিষয়বস্তু অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দর ভাবে লিখুন। যে বিষয়ে আপনার পুংখানুপুংখ ধারণা আছে, কেবলমাত্র সেই বিষয়েই লিখে যান। ঝাপসা ধারণা নিয়ে কোন কন্টেন্ট লিখতে যাবেন না। আপনার কন্টেন্ট এর বিষয়বস্তু পয়েন্ট বা প্যারা আকারে লিখুন। কেননা রচনার মত লেখা কোন কন্টেন্ট আজকাল কেও পড়তে আগ্রহী হয় না।


নাতিদীর্ঘ মুল নিবন্ধ ব্লগে লিখুন। আপনার ব্লগের নীতিমালা মেনে চলুন। ব্লগে আপনার লেখা কন্টেন্টটি যেন কমপক্ষে ১২০০ থেকে ১৫০০ শব্দের অবশ্যই হয়। এর কম শব্দের কোন কন্টেন্ট সহজে পাঠকপ্রিয়তা পায় না। 


(তিন)
 আপনার কন্টেন্টে অবশ্যই সমজাতীয় বিষয়ের উপর আলোকপাত করুন

আপনি যে বিষয়ের উপর কন্টেন্ট লিখতে যাচ্ছেন, তা যেন সমজাতীয় হয়ে থাকে। মানে আপনি যদি মোবাইল ফোন নিয়ে কন্টেন্ট লিখা শুরু করেন, তবে আপনার সবগুলো কন্টেন্টই মোবাইল ফোন নিয়েই লিখতে হবে। যদি আপনি ফ্যাশন কিংবা বিউটি টিপস নিয়ে লিখেন, তবে সবসময়ই আপনার অনুরুপ বিষয় নিয়েই লিখতে হবে।


আপনি যদি রান্নাবান্না নিয়ে প্রাথমিকভাবে ব্লগে কোন কন্টেন্ট লিখে থাকেন, তবে বারবারই আপনাকে রান্নাবান্না নিয়েই লিখতে হবে। অনলাইন ব্লগে আপনি কি নিয়ে ইতিপূর্বে লিখেছেন, পাঠকের দৃষ্টি থাকবে সেইদিকে। ঘন ঘন যদি আপনি আপনার কন্টেন্ট এর বিষয়বস্তু পরিবর্তন করতে থাকেন, তবে একসময় পাঠকগন আপনার কন্টেন্ট থেকে মুখ ফিরিয়ে নেবে। 


আরও পড়ুনঃ ঘরে বসে স্মার্টফোন দিয়েই উপার্জন করুন মাসিক ১৫০০০-২০০০০ টাকা: দেখুন কিভাবে


(চার)
 নির্ভুল তথ্য-উপাত্ত আর ভাষাগত শুদ্ধতা বজায় রাখুন 

আপনার কন্টেন্ট ব্যাপক তথ্যসমৃদ্ধ করে তুলুন। অর্থাৎ আপনার কন্টেন্ট পড়ে যেন সবাই প্রত্যেক বারই নতুন কিছু না কিছু পায়। কন্টেন্ট এ আপনার তুলে ধরা তথ্য উপাত্ত যেন শতভাগ নির্ভুল আর গ্রহনযোগ্য হয়, সেদিকে খেয়াল রাখুন। যেমন কম্পিউটার ও মোবাইল ফোনের ক্রমবিবর্তন এর সময় বা সাল যথাযথ উল্লেখ করুন।


২জি থেকে ৫জি এর ইতিহাস সহ সঠিক সময় উল্লেখ করুন। আপনার কন্টেন্ট এর ভাষাগত শুদ্ধতা বজায় রাখুন। বাংলা ব্যাকরণ বিধি মেনে চলুন। সাধুভাষা আর চলিত ভাষার মিশ্রণ পরিহার করুন। যথাযথ বিরাম চিহ্নের ব্যবহার করুন। 


(পাঁচ)
 হেডলাইন ও উপসংহার

শুরুতেই আপনার কন্টেন্ট এর একটি ভালো হেডলাইন দিন। হেডলাইন বেশী বড় করে লিখার প্রয়োজন নেই। হেডলাইন ছোট হলেও তা যেন সমর্থক হয়, সেদিকে খেয়াল রাখুন। অর্থাৎ আপনার দেয়া হেডলাইন পড়েই যেন পাঠকগন আপনার কন্টেন্ট সম্বন্ধে পরিস্কার একটা ধারণা পেয়ে যায় সেদিকে দৃষ্টি রাখুন।


কন্টেন্ট এর বিষয়বস্তুর সাথে যেন হেডলাইনের হুবহু মিল থাকে। হেডলাইনের মাঝখানে বিরামচিহ্ন ব্যবহার পরিহার করুন। তবে হেডলাইনের শেষে দাড়ি চিহ্ন ব্যবহার করা যেতে পারে। আপনার কন্টেন্ট লেখা শেষ হলে, এযাবৎ উল্লেখিত বিষয়গুলো সংক্ষেপ করে কন্টেন্ট এর একটি উপসংহার দিন।


উপসংহারও অতিরিক্ত বড় আকারে না লিখে সুন্দর ভাবে সাজিয়ে অল্প কথায় লিপিবদ্ধ করুন। উপসংহারে বাহুল্যতা পরিহার করে চলুন। একই প্রসংগ উপসংহারে বারবার উল্লেখ করা থেকে বিরত থাকুন। দ্বিরুক্তি শব্দ ব্যবহার না করাই ভালো। বিষয়বস্তু মাথায় রেখে আপনার কন্টেন্ট এর সুন্দর একটি হেডলাইন আর উপসংহার আপনার কন্টেন্ট এর আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেবে। 


আরও পড়ুনঃ শুরুতেই অনলাইনে অর্থ উপার্জনের ইচ্ছে আপনার স্বপ্নকে ম্লান করে দিতে পারে


উপসংহার

কন্টেন্ট লিখে সাথে সাথে অর্থ উপার্জনের কোন ইচ্ছে আপনার প্রতিভাকে ম্লান করে দিতে পারে। তাই প্রথমে কন্টেন্ট লিখে যান শুধুমাত্র শেখার জন্যই। আপনার যদি ধৈর্য আর একাগ্রতা থেকে থাকে, তবে একদিন না একদিন আপনি অনলাইন কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে অবশ্যই সক্ষম হবেন।