কম্পিউটার বা ল্যাপটপে স্লো ইন্টারনেট সমস্যার সমাধান করার ৫ টি সেরা উপায়
আপনি কি আপনার পিসির ইন্টারনেট কানেকশন স্পীড নিয়ে চিন্তিত? বুঝতে পারছেন না কিভাবে স্লো ইন্টারনেট স্পীড সমস্যার সমাধান করবেন? চিন্তা নেই, আমরা আছি আপনার পাশে। আমরা আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজে স্লো ইন্টারনেট সমস্যার সমাধান করবেন।

আমরা যারা মূলত পিসিতে ইন্টারনেট ভিত্তিক কোনো কাজ করে থাকি বা ব্রাউজিং করি, তারা সবসময় ফাস্ট ইন্টারনেট ব্যবহার করি। আমরা কেউই চাইনা যে আমাদের ইন্টারনেট স্পীড যেনো কম হোক।
যদি কখনো আমাদের কাজের গতি কমে যায়, তার প্রধান কারণ হলো স্লো ইন্টারনেট। আমরা পিসিতে সাধারণত রাউটার ব্যবহার করে থাকি ইন্টারনেট ব্রাউজ করার জন্য। কিন্তু তবুও অনেক সময় আমাদের ইন্টারনেটের গতি স্লো হয়।
অনেক সময় এই দায়ভার হয় আপনার সার্ভিস প্রোভাইডারের, আবার কখনো এমনও হয় যে, কিছু টেকনিক্যাল প্রবলেম আপনার ইন্টারনেটের গতিকে স্লো করে দেয়।
অনেক সময়, নিজের রাউটার বা কোনো সেটিংস বা সফটওয়্যার এর কারণেও আপনার ইন্টারনেট এর গতি কমে যেতে পারে। এসব সমস্যা হলে কিভাবে বুঝবেন বা সমাধান করবেন, সেগুলো হয়তো সবাই নাও জানতে পারেন।
কিন্তু চিন্তা নেই, আমি আছি আপনাদের পাশে। আমি আজ আপনাদের দেখাবো, কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজে স্লো ইন্টারনেটের গতির সমস্যা দূর করতে পারবেন।
তবে যদি আপনার সার্ভিস প্রোভাইডারের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই উপায়গুলো অনুসরণ করেও ফলাফল পাবেন না। তখন বুঝে নেবেন যে আপনার প্রোভাইডারেরই কোনো সমস্যা রয়েছে।
তো চলুন আর দেরি না করে, এবার মূল আলোচনা শুরু করা যাক।
কম্পিউটার বা ল্যাপটপে ধীর গতির ইন্টারনেট সমস্যা সমাধানের উপায়:
১. আপনার পিসি Restart করে ফেলুন
স্লো ইন্টারনেট সমস্যার সমাধানে, এই প্রক্রিয়াটি খুবই কার্যকর। আমি নিজেই অনেকবার আমার ধীর গতির ইন্টারনেট ফাস্ট করার জন্য পিসি রিস্টার্ট দিয়েছি।
এবং আমি খেয়াল করেছি, প্রায় ৮০% সময়ে, এই পদ্ধতিটি কাজে দিয়েছে। আপনারা হয়তো রানিং কাজের ভেতর কেউ পিসি রিস্টার্ট দিতে চান না, কিন্তু আমি বলবো, একবার একটু কষ্ট করে রিস্টার্ট করেই দেখুন, হয়তো আপনার সমস্যার সমাধান হয়েও যেতে পারে।
আসলে অনেক সময়, পিসির কোনো ইন্টারনেট সার্ভিস সফটওয়্যার ডিসকানেক্ট বা স্লো হওয়ার কারণেও আপনার ব্রাউজারে ইন্টারনেট গতি কমে যেতে পারে।
এখন আপনি যদি পিসি রিস্টার্ট করেন, সেক্ষেত্রে আপনার সফটওয়্যার পুনরায় কার্যক্রম শুরু করবে এবং ইন্টারনেট গতি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
২. নিজের ইন্টারনেট কানেক্টর বা রাউটার রিস্টার্ট করুন এবং চেক করুন
উইন্ডোজে ইন্টারনেট স্লো হওয়ার সমস্যার সমাধানের জন্য, এই উপায়টি অনেক কার্যকর।
অনেক সময় এমন হয় যে, আমাদের ইন্টারনেট কানেক্টর, (সেটা হতে পারে ফোন থেকে হটস্পট নিয়ে বা রাউটার), ঠিকমতো ইন্টারনেট পুশ করতে পারেনা, সেক্ষেত্রে রাউটার রিস্টার্ট দিলে উক্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
এছাড়া এমনও হতে পারে যে, অনেকগুলো ডিভাইস আপনার রাউটারে যুক্ত রয়েছে বলে আপনার ইন্টারনেট স্লো হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই অবৈধ সংযোগগুলোকে ব্লক করে দিন আর যদি নিজেদের কেউ হয়, তাহলে তাকে বলুন নিজের ইন্টারনেট ব্যবহার করতে।
কেননা অতিরিক্ত ডিভাইস কানেক্ট থাকলে ইন্টারনেট ভাগ হয়ে যাবে, ফলে আপনার স্পীড স্লো হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার।
৩. নেটওয়ার্ক পিং স্পীড চেক করে নিন
Ping চেক করা আপনার ইন্টারনেট স্পীড যাচাইয়ের একটি সঠিক উপায়। পিং চেক করলে, আপনি আপনার ইন্টারনেট এর ব্যান্ডউইডথ মূলত কিছু সঠিক মাত্রার ইন্টারনেট সেবার সাথে তুলনা করার সুযোগ পাবেন।
আপনার ডিভাইস, সঠিক মাত্রায় কানেকশন পাচ্ছে কিনা, আপনার কতটা ডাটা স্পীড প্যাকেট লস হচ্ছে, এগুলো পিং চেক করলেই আপনি বুঝতে পারবেন।
এটা কিন্তু কোনো সমাধান মোটেই নয়, এটা শুধুমাত্র একটা উপায় নেটওয়ার্ক স্পীড চেক করার। এখান থেকে প্রাপ্ত ফলাফল আপনার প্রোভাইডারকে জানাবেন, যদি সার্ভিস প্রোভাইডারের সমস্যা হয়, তাহলে তারা বিষয়টির সমাধান করে দেবে।
পিং চেক করার জন্য, আপনার এডিবি কমান্ড বক্সে নিম্নোক্ত কমান্ড লিখে রান করুন।
ping 8.8.8.8 -t
এই কমান্ড রান করার পর যে ফলাফল আসবে, সেটা নোট করে রাখুন। এরপর Ctrl+ Pause break চেপে আপনার ইন্টারনেট এর প্যাকেট লস চেক করুন।
এখানকার তথ্যগুলোও নোট করে প্রোভাইডারকে জানালে, যদি তাদের সমস্যা হয়ে থাকে, তাহলে তারা সমাধান করে দেবে বলে আশা করা যায়।
৪. Windows এর আপডেট বন্ধ করে দিন
আমরা সবাই জানি যে, উইন্ডোজ ১০ এর নতুন ভার্সনে, অটো আপডেট নেয়ার একটি বাজে অপশন চালু রয়েছে।
এমন হতেই পারে যে, খুব দরকারী কাজ, যখন আপনার ভালো ইন্টারনেট স্পীডের প্রয়োজন, তখন উইন্ডোজ এর অটো আপডেট শুরু হয়ে আপনার ইন্টারনেট স্পীড কমিয়ে দিতে পারে।
এজন্য ইন্টারনেট কানেকশন স্লো হলে, একবার সেটিংসে গিয়ে অটো আপডেট অপশন চেক করে নিন। আর যদি সত্যিই অটো আপডেট শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে সাথে সাথে পজ করুন এবং "Pause Updates For 7 Days" অপশন চেপে ৭ দিনের জন্য আপডেট বন্ধ করুন।
এতে আপনি ৭ দিনের জন্য মুক্তি পাবেন ঠিকই, কিন্তু তারপর আবারও এই সমস্যা হতে পারে। তবে সাময়িক সমাধানের জন্য আশা করি উপায়টি কাজে দেবে।
৫. Internet Source বদল করে ফেলুন
যখন আমরা পিসিতে রাউটার ব্যবহার করি, তখন আমরা মূলত অ্যাডাপ্টার ব্যবহার করে আমাদের পিসিকে রাউটারের সাথে কানেক্ট করি।
যদি কখনো এই ড্রাইভার বা অ্যাডাপ্টারের কোনো সমস্যা হয় বা এখানে নড়াচড়া লাগে, তাহলে আপনার ইন্টারনেটের গতিতে প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে যদি আপনি বুঝতে পারেন যে অ্যাডাপ্টারের সমস্যা হয়েছে, তাহলে অবশ্যই আপনার অ্যাডাপ্টার পরিবর্তন করে, CAT-6 ডিরেক্ট ইন্টারনেট ক্যাবল ব্যবহার করুন।
এতে আপনি সরাসরি ক্যাবল দ্বারা আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন পেতে পারবেন। আপনার আগের কানেকশন ছিলো ওয়্যারলেস, এখন হবে ক্যাবলযুক্ত, আর এই পরিবর্তন আশা করা যায়, ইন্টারনেট এর গতির সমস্যাকে দূর করে দেবে।
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ, এই ছিলো উইন্ডোজ পিসির ইন্টারনেট স্লো হওয়ার সমস্যার ৫ টি সঠিক সমাধান নিয়ে আমাদের আজকের পোস্ট এর যাবতীয় আলোচনা।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে ও আপনারা ব্যবহার করে দেখবেন। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন। এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!