কীভাবে আপনার ওয়েবসাইটগুলিকে সার্চ ইঞ্জিনগুলিতে জমা দিবেন

একটি ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হয় তাকে সার্চ ইন্জিনে সাবমিট করার। তাই আজকের আয়োজনে থাকছে কিভাবে ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইন্জিনে সাবমিট করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা।

কীভাবে আপনার ওয়েবসাইটগুলিকে সার্চ ইঞ্জিনগুলিতে জমা দিবেন
কীভাবে আপনার ওয়েবসাইটগুলিকে সার্চ ইঞ্জিনগুলিতে জমা দিবেন


একবার ভাবুন তো আপনার একটি ওয়েবসাইট রয়েছে কিন্তু তা দেখার  জন্য কেউ নেই। তাহলে কি আপনার ভালো লাগবে? অবশ্যই না, তাইতো? আসলে যখন অনেক কষ্টে তৈরি করা আমাদের ওয়েবসাইট দেখার জন্য কেউ থাকেনা তখন আমাদের কারোরই ভালো লাগেনা। আর এই জন্যই প্রয়োজন হয়ে পড়ে একটি ওয়েবসাইট কে সার্চ ইন্জিনে সাবমিট করার। আজকের আয়োজনে আমরা শিখব কিভাবে একটি ওয়েবসাইট কে সার্চ ইন্জিনে সাবমিট করতে হয়। 



যখনই কোন ওয়েবসাইট কে সার্চ ইন্জিনে সাবমিট করার প্রসঙ্গটি আসে তখনই গুগলের প্রসঙ্গটি সবার প্রথমে আসে। কারন গুগল  বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন। তবে এ ছাড়াও আরও কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে যা আপনার ওয়েবসাইটটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। যার মধ্যে অন্যতম ইয়াহু বিং সহ ডাকডাকগো ইত্যাদি।  যদিও সবাই নিজের ওয়েবসাইটে প্রমোশনের জন্য গুগলকে অগ্রাধিকার দিয়ে থাকে কিন্তু এর সাথে ইয়াহু এবং বি দুটি অনন্য মাধ্যম। অধিক মাত্রায় ট্রাফিক পাওয়ার জন্য এই সকল মাধ্যমগুলোতে ওয়েব সাইট সাবমিট করা প্রয়োজন হয়ে পড়ে। তাই আজকের আয়োজনে আমরা কয়েকটি সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিশন করার পদ্ধতি সম্পর্কে জানব। তবে তার পূর্বে চলুন জেনে আসি কেন একটি ওয়েবসাইট কে সার্চ ইন্জিনে সাবমিট করার প্রয়োজন হয়ে পড়ে। 



কেন একটি ওয়েবসাইট সার্চইঞ্জিনে সাবমিশান করব? 

আমরা যেখানে আমাদের প্রয়োজনীয় তথ্য লিখে সার্চ করে থাকি তাই সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মূলত একটি মাধ্যম যা একজন ওয়েবসাইট পরিচালনাকারী এবং একজন ওয়েবসাইট ব্যবহারকারীর মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্ক গড়ে তোলে। একবার ভেবে দেখুন যদি সার্চ ইঞ্জিন না থাকতো তবে আপনি আপনার ওয়েবসাইটে কোথায় প্রদর্শন করতেন। তবে সার্চ ইঞ্জিনে কোন ওয়েব সাইট সাবমিট করার পূর্বে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। এর জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটের পর্যাপ্ত ব্যাকলিংক তৈরী করতে হবে।


চমৎকার কনটেন্ট এর পাশাপাশি ওই সার্চ ইঞ্জিনের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী আপনার ওয়েবসাইটটি তৈরি করে নিতে হবে। এছাড়া আপনি যদি একটি ওয়েবসাইট সার্চইঞ্জিনে সাবমিশান করে থাকেন তবে তার রেজাল্ট 7/8 দিনে না আসলে পরবর্তীতে আবার চেষ্টা করবেন। তড়িঘড়ি করে দুই সপ্তাহের আগে কখনোই বারবার একই সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট করার চেষ্টা করবেন না। একটি সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিশন পড়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। কাজেই এর জন্য আপনার কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা প্রয়োজন। ঠিক কোন কোন প্রক্রিয়া অনুসরণ করে আপনি সার্চ ইন্জিনে সাবমিট করতে পারবেন সে সম্পর্কে এখানে আমি আলোচনা করব। 



গুগল সার্চ ইঞ্জিনের সাবমিশন 

প্রথমেই যে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিশন সম্পর্কে জানব তা হচ্ছে গুগল। যেহেতু এটি সবথেকে বড় এবং এখান থেকে ট্রাফিক আসার সম্ভাবনা সবথেকে বেশি কাজেই প্রথমে গুগল সম্পর্কে জানা প্রয়োজন। কিছুকাল পূর্বেও গুগলে ওয়েবসাইট সাবমিশনের জন্য গুগল সাইট সাবমিশন নামে একটি সেবা পরিচালিত ছিল। কিন্তু বর্তমানে গুগলের কোন ওয়েবসাইট সাবমিশনের কাজটি করে থাকে গুগল সার্চ কনসোল। এটি গুগলের একটি ফ্রি সার্ভিস। এই গুগল সার্চ কনসোল আপনার ওয়েব সাইটের বিভিন্ন তথ্য সংগ্রহ যেমন আপনার সাইটে গুগলে কতবার দেখানো হয়েছে এ ট্রাফিক সংখ্যা কেমন সাইটটির কিওয়ার্ড সম্পর্কিত তথ্য এছাড়া ইনডেক্সিং জাতীয় সকল বিষয় সম্পর্কে আপনাকে অবগত করেন। 

গুগল সার্চ কোনসোলের সাহায্যে একটি ওয়েব সাইটকে গুগলে সাবমিট করার জন্য প্রথমে গুগোল সার্চ কনসলে ল গ ইন করতে হবে। এজন্য গুগল সার্চ কনসোলের অফিশিয়াল পেজ এ লগিন করে ইমেইল এড্রেস দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল নাম ইত্যাদি দিয়ে সাবমিট করতে হবে। তবে এর সব থেকে জটিল অংশ হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশনের জন্য গুগল সার্চ কনসোল বিভিন্ন মেথড অবলম্বন করে।


তবে যেহেতু আপনি এই ক্ষেত্রে নতুন সেহেতু দুটি সহজ উপায়ে যথা এইচটিএমএল ফাইল এবং এইচটিএমএল ট্যাগ অপশন দুটি ব্যবহার করতে পারেন। এই দুটি ভেরিফিকেশন মেথড এর যেকোনো একটি সাহায্যে আপনি আপনার ভেরিফিকেশন করে নিতে পারেন। এই দুটি পদ্ধতি বাকিদের থেকে অপেক্ষাকৃত সহজ। আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার ওয়েবসাইটটি সক্ষম ভাবেন গুগলে সাবমিট করা হয়ে যাবে। 



বিং এ সাবমিশন 

গুগোল এর পরে আরেকটি যে সার্চ ইঞ্জিন সম্পর্কে কথা বলব সেটি হচ্ছে bing.com। সার্চ ইঞ্জিনের দুনিয়ায় এটিও বেশ পরিচিত নাম যেখান থেকে আপনি পেতে পারেন অনেক ট্রাফিক। বিং এ ওয়েবসাইট সাবমিশন করার প্রক্রিয়াটি অনেক সহজ। এজন্য আপনাকে bing.com এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিং ওয়েবমাস্টার টুলস এ প্রবেশ করতে হবে। এরপর স্ক্রোল করে যখন নিচের দিকে আসবেন সেখানে আপনার ওয়েবসাইট সাবমিশন করার একটি অপশন থাকবে। সেখানে আপনার সকল তথ্য দিয়ে পূরণ করে ভেরিফিকেশন করে নিতে হবে। এবং আপনার ব্যবহৃত ওয়ার্ডপ্রেস বা ব্লগারের থিম এবং প্লাগিংস গুলোর মেটা কোড প্রদান করতে হবে। 



ইয়াহুতে সাবমিশন 

একসময় সারাবিশ্বব্যাপী ইয়াহু বেশ জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন ছিল। তবে বর্তমানে গুগলের ফলে ইয়াহু জনপ্রিয়তা কিছু কমে গেছে। কিন্তু তারপরও এটি আপনার ট্রাফিক পাওয়ার একটি অন্যতম বড় প্লাটফর্ম হতে পারে। ইয়াহুতে যদি ওয়েবসাইট সাবমিশনের কথা বলে থাকি তবে এর জন্য আপনাকে ভিন্ন ভাবে ওয়েব সাইট সাবমিট করতে হবে না। আপনি যদি bing.com ই আপনার ওয়েব সাইট সাবমিট করে থাকেন তবে অটোমেটিক্যালি ইয়াহুতে সাবমিট হয়ে যাবে। 



একটি ওয়েবসাইট যখন সার্চ ইন্জিনে সাবমিট করা হয় তখন সেটি সার্চ ইঞ্জিন থেকে অটোমেটিকেলি কিছু ট্রাফিক পায়। এবং এই ট্রাফিক টি একটি ওয়েবসাইটের জন্য যথার্থ ট্রাফিক। কাজেই আপনি যদি কোন ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন তবে প্রথমে তাকে একটি সার্চ ইন্জিনে সাবমিট করতে হবে আর এইজন্য আপনি উপরের সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিট করতে পারেন।