গুগলের ৫ টি মজাদার গোপন গেম যা ডাউনলোড ও ইন্টারনেট ছাড়াই খেলা যাবে
আপনারা কি কখনো গুগলে গেম খেলেছেন? বিশ্বাস করেন গুগলে গেম লুকানো আছে ? বিশ্বাস করেন গুগলে ইন্টারনেট ছাড়াও গেম খেলা যায়? বিশ্বাস করবেন না জানি, তাই বিশ্বাস করতে হলে পড়ে ফেলুন আজকের সম্পূর্ণ পোস্ট আর জেনে নিন বিস্তারিত।

আমরা গুগল ব্যবহার করিনা এমন মানুষ নেই বললেই চলে। গুগল ব্যবহার করে আমরা ব্রাউজিং করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সার্চ করি, কত কিছু ডাউনলোড করি। এছাড়াও আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা গুগল ব্যবহার করে করে থাকি।
কিন্তু আপনারা কি কখনো শুনেছেন, গুগলেই কোনো গেমস ডাউনলোড করা ছাড়াই ব্রাউজিং পেজে বা অফলাইনেও গেম খেলা সম্ভব? আপনাদের হয়তো এটাকে মজা মনে হতে পারে, কিন্তু আসলে মোটেও এমন নয়।
গুগলে এমন কিছু গেম রয়েছে সত্যিই, যেগুলো ডাউনলোড করা ছাড়াই, আবার কোনোটা ইন্টারনেট কানেকশন ছাড়াও খেলা যায়। আপনারা যদি কখনও বোর ফিল করেন এবং করার মতো কোনো কাজ না পান, তাহলে এই গেমগুলো খেলে সময় পার করতে পারেন।
যদি এমনও হয় যে আপনার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গিয়েছে, তবুও কোনো চিন্তা নেই, অফলাইনে খেলার মতো গেমও রয়েছে গুগলে। আপনারা হয়তো প্রশ্ন করবেন, কোথায়? কখনো তো দেখিনি।
চিন্তা নেই আজ আমি দেখিয়ে দিচ্ছি। পড়ে ফেলুন আজকের পুরো পোস্ট এবং জেনে নিন এই হিডেন গেমগুলো সম্বন্ধে
আরও পড়ুনঃ spotify-লঞ্চ-হচ্ছে-নতুন-করে-৮০-টি-দেশে, দেখে নিন তালিকা
গুগলে থাকা লুকায়িত ৫ টি গেমের তালিকা (ডাউনলোড ও ইন্টারনেট ছাড়া খেলা যায়)
১. Paperplanes.world
Paper plane শব্দ দুইটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এই গেমটিতে আপনাকে পেপার দিয়ে প্লেন বানাতে হবে। হ্যা এটাই ঠিক, এই গেমটিতে আপনাকে ভার্চুয়াল নিয়মে ব্রাউজিং পেজে প্লেন বানাতে হবে।
এবং এরপর, নিজের লোকেশনের একটি সিল লাগিয়ে, সেই প্লেন ভার্চুয়াল আকাশে উড়িয়ে দিতে হবে। তবে এখানে প্লেন বানানো ও ওড়ানোর মধ্যে একটা অন্যরকম বিনোদন কাজ করে, যেটা না দেখলে বুঝতে পারবেন না।
প্লেন ওড়ানো ছাড়াও, একটি ভার্চুয়াল নেট থাকবে, যেটা দিয়ে আপনি অন্যদের প্লেনও ধরতে পারবেন, সেই প্লেনের মালিকের লোকেশন দেখতে পাবেন এবং নিজের লোকেশনের সিল লাগিয়ে আবার ওড়াতে পারবেন।
এভাবে আপনার প্লেনটিও অন্য কেউ ধরবে ও সিল লাগিয়ে ওড়াতে থাকবে। এভাবে গেমটি চলতে থাকে। টাইম পাস করার জন্য এই গেমটি খুব ভালো। আপনাকে গেমটি খেলার জন্য, শুধুমাত্র গুগলে paperplanes.world লিখে সার্চ করলেই হবে।
তারপর গেমটি ব্রাউজিং পেজেই লোড হয়ে যাবে আর আপনি খেলতে পারবেন।
২. T- Rex ডায়নোসর রান
T- Rex হচ্ছে ভার্চুয়াল ডায়নোসর এর নাম, যেটা এই গেমের ক্যারেক্টার। আমরা মূলত সবাই জানি যে গেম খেলতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক। কিন্তু যদি আমি বলি যে এই গেমটি খেলতে বাধ্যতামূলকভাবেই আপনার কোনো ইন্টারনেট কানেকশন থাকা যাবেনা।
খুবই অবাক লাগছে তাইনা? লাগারই কথা, কিন্তু আর আপনাদের অবাক না করে বলেই দেই।
আসলে, যখন আমরা ইন্টারনেট কানেকশন অন না করে গুগলে ঢুকি এবং পেজটি লোড না হয়ে, "There is no Internet connection" পেজ আসে, সেখানে ওই লেখাটির ঠিক ওপরেই হয়তো আপনারা একটি ছোট্ট ডায়নোসর এর ছবি দেখে থাকবেন।
কিন্তু কখনোই হয়তো সেখানে ক্লিক করেননি। আসলে, ওই ডায়নোসরটি হচ্ছে এই গেমের ক্যারেক্টার। ওখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে একটি গেম চালু হয়ে যাবে, যেখানে ডায়নোসর দৌড়াবে এবং আপনাকে জাম্প করে ক্যাকটাস থেকে তাকে বাচাতে হবে।
এভাবে গেমটি চলতে থাকবে। ইন্টারনেট না থাকলে এই গেমটি খেলে টাইম পাস করতে পারেন যেকোনো সময়ে। আমার এই গেমটিতে হাই স্কোর হলো ২২০, আর আপনার? খেলে অবশ্যই জানাবেন।
আরও পড়ুনঃ microsoft-launcher-অ্যান্ড্রয়েডের-এক-আশ্চর্য-এপ্লিকেশন
৩. Google Snake Game
নাম শুনেই বুঝেছেন নিশ্চয়ই, যে এটি সেই পুরনো আমলের সাপের গেম। এই গেমটি মূলত প্রথম আমলের বাটন ফোনের জন্য বানানো, কিন্তু পুরনো সেই গেমের স্বাদ বজায় রাখার জন্য এখনো গেমটিকে গুগলের মধ্যে রেখে দেয়া হয়েছে।
আমরা সাপের আপেল খাওয়ার সেই গেমটি, চাইলে এখন আবার গুগলের ব্রাউজিং পেজেই খেলতে পারবো। এই গেমটি সম্বন্ধে আসলে কাউকে কিছু বলার নেই, কারণ গেমটি এতই প্রাচীন ও জনপ্রিয় ছিলো যে, কাউকে একবার বললেই সে বুঝে নিতে পারবে যে আসলে কিভাবে খেলতে হয়।
তাই আর বেশি কিছু না বলে, শুধু বলবো "Google Snake Game" লিখে সার্চবারে সার্চ করলেই গেমটি চালু হবে এবং সেই পুরনো আমলের গেমটি খেলে আপনি আপনার সময় কাটাতে পারবেন।
৪. Basketball গেম
Basketball গেমটি খুব জনপ্রিয় একটি হিডেন গুগল গেম, যেটা চালু হয়েছিল প্রথম ২০১২ সালে। একজন ভার্চুয়াল বাস্কেটবল প্লেয়ার হয়ে যেতে পারবেন এই গেমটি খেলার মাধ্যমে।
এখানে আপনাকে ফ্রি থ্রো করতে দেয়া হবে। অর্থাৎ রিংয়ের দিকে আপনাকে বাস্কেটবল ছুড়তে হবে মাউস ব্যবহার করে, অথবা ফোন হলে ফোনের স্ক্রিন ব্যবহার করে।
সঠিক স্পীড এডজাস্ট করে আপনাকে বাস্কেটবলটি ছুড়ে দিতে হবে রিংয়ে। এভাবে গেমটি চলতে থাকবে। টাইম কিল করার জন্য একটি নিশ্চিন্ত মাধ্যম হলো এই বাস্কেটবল গেম।
এখানে ভালো পারফর্ম করে আপনি নিজের সময় কাটাতেও পারবেন এবং ভার্চুয়ালি একটি প্লেয়ার ফিলও আপনার ভিতর আসবে। তাহলে দেরি কিসের? এখনি Basketball 2012 লিখে গুগলে সার্চ করুন আর খেলা শুরু করে দিন মজাদার গেমটি।
৫. Pac Man গুগল গেম
Pac Man হচ্ছে একটি থ্রিলিং গুগল গেম, যেখানে আপনাকে কিছু ভার্চুয়াল শত্রুদের কাছ থেকে পালিয়ে, শুধু সামনের দিকে দৌড়াতে হবে। তাহলে এক কথায়ই নিশ্চয় বুঝতে পেরেছেন যে গেমটি কেমন মজাদার হতে চলেছে।
এখনি গেমটি সার্চ করে খেলা শুরু করুন এবং বাচুন Inky, Pinky এবং আরো শত্রুদের হাত থেকে। ২০১০ সাল থেকে প্রচলিত এই গেমটি খেলতে গুগলে শুধু সার্চ করুন "Pacman" আর শুরু হয়ে যান। টাইম পাসের খুব ভালো মাধ্যম হতে পারে এই গেমটি।
আরও পড়ুনঃ telegram-মেসেঞ্জার-এর-৪-টি-জনপ্রিয়-অনলাইন-বট-যা-আপনার-জীবনকে-করবে-সহজ
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো গুগলে লুকায়িত ৫ টি মজাদার গেম এর আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন।
এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!