গ্রীষ্মেকালে নারীদের জন্য আরো কিছু ফ্যাশানাবল জুতা সম্পর্কে জানুন

কম দামে টেকসই ও আরামদায়ক জুতা কিনতে চান? ফ্রিডা স্লিপ অন স্যান্ডেল জোড়াটি কিনতে পারবেন একদম রিজনাবল প্রাইজ এ। এটি ৮৯-৯৫ ডলারের মধ্যে আপনি ক্রয় করতে পারবেন। ভিনটেজ মহিলাদের পোশাক এর সাথে এই জুতা গুলো বেশি মানায়।

গ্রীষ্মেকালে নারীদের জন্য আরো কিছু ফ্যাশানাবল জুতা সম্পর্কে জানুন
গ্রীষ্মেকালে নারীদের জন্য আরো কিছু ফ্যাশানাবল জুতা সম্পর্কে জানুন

স্যান্ডেল, জুতা নিয়ে নারীদের ফ্যাশানাবল অনেক কিছু আলোচনা করেছি। আমাদের পুরো সিরিজ জুড়ে রয়েছে নারীদের জন্য নিত্যনতুন ফ্যাশন এর সব পন্য নিয়ে।


আজ আমরা আলোচনা করব নারীদের জন্য নতুন কিছু জুতার ফ্যাশন সম্পর্কে। জানতে হলে ও রুচিসম্মত ফ্যাশন এ নিজেকে জড়াতে হলে পড়তে থাকুন পুরোটা।


গ্রীষ্মের সময়  প্রত্যেক নারী তাদের জন্য আলাদা পোশাক,জুতা আলাদা রাখার চেষ্টা করে। তবে অভিজাত নারীরা সবসময় তাদের শীতের জন্য,গ্রীষ্মের জন্য পোশাক,জুতা ফ্যাশন ইত্যাদি আবশ্যিক ভাবে আলাদা করে রাখেন যাতে সহজেই খুজে পাওয়া যায় এবং কাঙ্ক্ষিত ফ্যাশনটি দ্রুত দিতে পারেন।


গ্রীষ্মেকালে নারীদের জন্য ফ্যাশানাবল জুতা -


অ্যাডিডাস

গ্রীষ্ম এর সময় এবং শীত সবসময় অ্যাডিডাস এর জুতা খুবই উপযোগী। ফ্যাশন + টেকসই এই জুতা জোড়া তা নিশ্চিত করে। যারা ফ্যাশনাবল না তারাও অ্যাডিডাস এর জুতা ব্যবহার করতে পারবেন। তবে এই জুতাগুলার একটু দাম বেশি।


আমরা সকলেই জানি ভাল জিনিস এর দাম একটু বেশি। এই জুতা গুলো আপনি ১০০ ডলারে কিনতে পারবেন।


ফ্রিডা স্লিপ অন স্যান্ডেল

কম দামে টেকসই ও আরামদায়ক জুতা কিনতে চান? ফ্রিডা স্লিপ অন স্যান্ডেল জোড়াটি কিনতে পারবেন একদম রিজনাবল প্রাইজ এ।


এটি ৮৯-৯৫ ডলারের মধ্যে আপনি ক্রয় করতে পারবেন। ভিনটেজ মহিলাদের পোশাক এর সাথে এই জুতা গুলো বেশি মানায়।


অ্যারিজোনা প্ল্যাটফর্ম স্যান্ডেল বা জুতা

বিবাহ মানেই অন্যরকম সাজসজ্জা। মেহেদী লাগানো,দামী পোশাক,জুতা ইত্যাদি। কষ্টের পাশাপাশি ফ্যাশন সাজ খানিকটা নারীদের কিছুটা ভাল লাগায়।


তবে বিয়ের জন্য কোন জুতা গুলো পারফেক্ট? হ্যাঁ আজ আমরা জানতে পারব বিয়ের জন্য কোন জুতা গুলো উপযুক্ত এবং আকর্ষণীয়।


অ্যারিজোনা প্ল্যাটফর্ম স্যান্ডেল বা জুতা বিবাহ এর জন্য একদম পারফেক্ট। এটি আপনি অনেক রিজনাবল মূল্যে ক্রয় করতে পারবেন। এই জুতা জোড়া আপনি ৭৫ ডলারে ক্রয় করতে পারবেন।


আরামদায়ক সান্ত্বনা এবং স্টাইলের সত্যিকার রুপ এই জুতা বহন করে। বিবাহ ক্ষেত্রে এর একজোড়া বিরকেনস্টক আপনাকে কখনই হতাশ করবে না।


রাফিয়া লোফার

এই জুতাটি অ্যাডিডাস এর চেয়েও বেশ একটু দামে বেশি। এই জুতা জোড়া আপনি প্রায় ৩৯৮-৪০০ ডলারে ক্রয় করতে পারবেন।


এটি চামড়া দিয়ে তৈরি এক ধরনের নরম জুতা।যা পরে অনেক আরামদায়ক অনুভব করা যায়।  এবং এই জুতা জোড়া  মূলত কর্মজীবী মহিলাদের জন্য অনেক উপযুক্ত।


কুশন বা গিঁট স্যান্ডেল

কুশন বা গিঁট স্যান্ডেল এক অন্য রকম স্যান্ডেল। এই চতুর গিঁট স্যান্ডেলগুলির একটি আকর্ষণীয় বোনাস আশা করি আপনি যখন তাদের মধ্যে থাকবেন তখন কেউ আপনার উপরে পা রাখবে না, কিন্তু যদি কেউ দুর্ঘটনাক্রমে পিছনে একটি পদক্ষেপ নেয় তবে কুশন স্ট্র্যাপগুলি আপনার পাগুলিকে কিছুটা সুরক্ষা দেবে।


স্লাইড-ইন স্যান্ডেল

স্লাইড ইন স্যান্ডেল বা জুতা খুবই দারুন। মেয়েদের জন্য আরামদায়ক এবং ফ্যাশানাবল। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মৌসুমে এই স্যান্ডেলটি দারুন উপযোগী। রুচিশীল নারীদের জন্য খুবই দারুন হবে এই স্যান্ডেলটি।


আলিসিয়া পাম্প স্যান্ডেল

পীচঢালা রাস্তা, বর্ষা, কাঁদা রাস্তা সব খানে এই জুতা খুবই উপযোগী। সব সময় এই জুতা ব্যবহার করা যায়।বেশ আরামদায়ক ও বটে। গরমে খুব উপযোগী জুতা নারীদের জন্য।


নাইকি এয়ার রিফট স্নিকার

নাইকির নাম শুনে নি এমন মানুষ হয়ত খুজে পাওয়া যাবে না। ঐতিহ্যবাহী জাপানি পাদুকা শৈলী, জিকা তাবি, নাইকির উপস্থাপনায় ভিন্ন ধরনের সব কিছু থাকেই।তেমনি স্যান্ডেলও রয়েছে নাইকির উপস্থাপনায়।যা অনেক আরামদায়ক ও ফ্যাশানাবল।


ফিওনা সাটিন স্যান্ডেল

আপনি কি পোশাকের সাথে মিলিয়ে স্যান্ডেল বা জুতা পেতে চাচ্ছেন? তাহলে আপনি ফিওনা সাটিন স্যান্ডেল এর কালেকশন থেকে দেখতে পারেন।


এখান থেকে আপনি আপনার পছন্দানুযায়ী ড্রেসের সাথে আপনার জুতা মিলিয়ে ক্রয় করতে পারেন। আপনার পছন্দের গ্রীষ্মের পোশাক বা ডেনিম শর্টস দিয়ে এই সাটিন নীল স্যান্ডেলগুলি দিয়ে স্টাইল করুন।


ক্যাজড স্যান্ডাল

খাঁচ কাটা স্যান্ডেল বা জুতা গুলো খুবই টেকসই। যেমন ফ্যাশানাবল তেমনি টেকসই। রুচিশীল নারীরা খুবই পছন্দ করেন এই জুতা জোড়া। যেকোনো ড্রেসের সাথে এই জুতাটি মানিয়ে যায়।


কাইনেটিক ইমপ্যাক্ট স্যান্ডেল

সোরেলের কাইনেটিক ইমপ্যাক্ট স্যান্ডেলটি এমন এক জোড়া স্যান্ডেল যা সারাদিন পায়ে দিয়ে হাটা চলা করলেও কোনো ক্ষতি নেই।


নারীদের দেখতেও অনেক সুন্দর লাগে এই জুতা জোড়া পায়ে দিলে। ড্রেসের সাথে মানিয়ে যায় খুব এই জুতাটি।


ঘূর্ণিত চাবুক হিল জুতা

এই স্যান্ডেল বা জুতা জোড়া নারীদের পায়ে ফোসকা উঠবে না এবং টেকসই হওয়া সহ স্কার্ট ড্রেসের সাথে খুব মানাবে জুতা জোড়া। শীত, বসন্তকালে এই জুতা জোড়া বেশিই আরামদায়ক ও পরলে অনেক রুচিসম্মত দেখায়।


জুতার নাম গুলো শুনতে একটু অদ্ভূত লাগলেও এই জুতা গুলো খুবই নামী দামী ব্রান্ডের। বিদেশী ব্রান্ডের এই জুতা গুলো আপনি চাইলে আমাজন থেকে ক্রয় করতে পারবেন।


সুপ্রিয় পাঠ এই ছিল নারীদের জন্য ফ্যাশানাবল কিছু জুতা সম্পর্কিত আমাদের আজকের পরামর্শ। আপনার আগ্রহ অনুযায়ী এই জুতা গুলো থেকে যেকোনো টা সংগ্রহ করতে পারেন। খুবই টেকসই ও আরামদায়ক হয় এই জুতাগুলো।


খুব শীগ্রই আসব পরবর্তী পোস্টে নতুন কিছু নিয়ে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন কমেন্ট সেকশনে। সাথেই থাকুন। শুভকামনা  জানিয়ে বিদায় নিচ্ছি সুপ্রিয় পাঠক। করোনা মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।


আরও পড়ুনঃ সেরা ছাতাগুলো দেখে নিন যা টেকসই ও ফ্যাশানাবল