ঘরোয়া জিনিসপত্র দিয়েই সাজিয়ে তুলুন ঘর, কিন্তু একটু অন্য স্টাইলে

ঘরের বাতিল জিনিসপত্র ফেলে না দিয়ে তা দিয়ে নতুন করে তৈরি করুন ঘর সাজানোর জিনিস। টাকা বাঁচানোর পাশাপাশি আপনার ঘরকে দিন এক আলাদা সৌন্দর্য।

ঘরোয়া জিনিসপত্র দিয়েই সাজিয়ে তুলুন ঘর, কিন্তু একটু অন্য স্টাইলে
ঘরোয়া জিনিসপত্র দিয়েই সাজিয়ে তুলুন ঘর, কিন্তু একটু অন্য স্টাইলে


বাইরের বারান্দা অথবা বসার ঘর, অনেক ক্ষেত্রে এতটাই সুন্দর হয় যে বাইরে থেকে আগত কোন মানুষ যদি ঘরে প্রবেশ করে চোখের সামনে সুন্দর গোছানো বসার ঘর দেখলে একেবারে থমকে যান। পরিপাটি সাজসজ্জা, পরিপাটি ঘর এমন কোনো মানুষ নেই যে, তার পছন্দ নয়। কোনো অতিথি এলে এখানেই বসানো হয়, তাই এই ঘরের প্রতি একটু বিশেষ খেয়াল রাখাটা জরুরি। এই ঘরটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারলেই বাকি ঘর বাড়িটা সাজিয়ে তুলতে অতটাও অসুবিধা হবে না।


ঘর সাজানোর অনেক রকম জিনিসপত্র বাজারে কিনতে পাওয়া যায়, বার্গেনিং করে সেগুলো আপনার বাজেট মত কিনে এনে সাজাতে পারেন আপনার ঘর। কিন্তু খরচ কমাতে চাইলে ঘরের টুকিটাকি জিনিস দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার সমস্ত ঘরটাকে। তার জন্য আপনার হাতে তৈরি কোন জিনিস ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে কিন্তু আপনার ঘরে একটা আলাদা সৌন্দর্য প্রকাশ পাবে।


১. ঘরের রং :

অনেকেই চারদেয়ালে চার রকমের রং করে থাকেন। কেননা অনেকেই রংচঙে দিয়াল পছন্দ করেন। আবার অনেকেই একেবারে অন্য ধরনের। পুরো বাড়িটাই সাদা রঙে সাজিয়ে তুলতে পছন্দ করেন।


তবে সাদা রঙ যেকোন আসবাবপত্র, সাজানোর জিনিসপত্র, সব কিছু কিন্তু বেশ মানিয়ে যায়। তবে সেটা আপনার রুচির ওপর নির্ভর করবে। একটা দেয়ালে ছাপা পেইন্টিং করতে পারেন, সেটা ঘরের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করবে।


২. বাতিল জিনিস দিয়ে ঘর সাজানো :

পুরনো মাদুর, কোন দড়ি, অথবা কাচের বোতল এমন অনেক অব্যবহৃত জিনিস আমরা স্টোররুমে স্টোর করে রাখি। আপনি একটু বুদ্ধি খাটিয়ে নিজের পছন্দমত সেগুলো দিয়ে একটু অন্যভাবে ইউনিক ঘর সাজানোর জিনিস তৈরি করে নিতে পারেন।

কাচের বোতলের ভিতর লাইট ডেকোরেট করতে পারেন, অথবা দড়িতে কাচের বোতল ঝুলিয়ে তাতে ফুল লাগিয়ে রাখতে পারেন এমনকি এমন এমন জিনিস আছে যেগুলো দিয়ে আপনি অন্য রকম জিনিস তৈরি করে নিতে পারবেন অনায়াসেই, তাই দিয়ে আপনি ঘর সাজালে ঘর কিন্তু অন্যরকম লুক পাবে।


৩. সবুজ গাছপালা :

ঘরে ছোট-খাটো টেবিল তো অনেকেরই থাকে। সেই টেবিলটাকে একেবারেই ফাঁকা না রেখে তার একদিকে আপনি সবুজ গাছ টবে লাগিয়ে রাখতে পারেন। সেটা যেমন ঘরের পক্ষে ভালো, তেমনি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে অনেকটাই। ঘরের কোন গুলো সাজিয়ে তুলতে পারেন এই সবুজ গাছপালা দিয়ে।


লতানো গাছ দিয়ে আপনি আপনার দেয়ালটাকেও সাজিয়ে তুলতে পারেন। তবে গাছ লাগালে তার যত্ন নেওয়া জরুরি। যদি না পারেন তাহলে আর্টিফিশিয়াল সবুজ গাছপালা ঘরে সাজিয়ে রাখতে পারেন। এতে কিন্তু আপনার ঘরে দারুন সৌন্দর্য বৃদ্ধি পাবে।


৪. আকর্ষণীয় আলো :

লাইটিং অথবা সুন্দর টেবিল ল্যাম্প অনেকেরই পছন্দ। তবে বাজারে কিনতে গেলে একটু দৃষ্টি নন্দন আলোর দিকে গেলে দামটা পড়ে যায় অনেক। তাই তেমনটা মাথা রেখে আপনি ফেলে দেওয়া অনেকরকম জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘরে বসেই নিজের হাতে এমন সুন্দর লাইট অথবা সুন্দর টেবিল ল্যাম্প।


নিজের হাতে বানানো এমন জিনিস দিয়ে যখন ঘর শোভা পাবে তখন আপনার আনন্দ অন্য মাত্রায় চলে যাবে। মৃদু আলোয় যখন ঘর ভরে যাবে তখন কিন্তু সেই ঘরে আপনার থাকতে কোনরকম বিরক্তি বোধ হবে না বরং উল্টে সেখানে সময় কাটাতে বেশ লাগবে।


৫. নিজের পছন্দ দিয়ে ঘর সাজানো :

আপনি যদি বই পড়তে পছন্দ করেন অথবা ছবি আঁকতে, নিজের হাতে আঁকা এমন কিছু ছবি টানিয়ে রাখতে পারেন ঘরের দেয়ালে।


আপনার কালেকশনে রাখা বইগুলো গুছিয়ে রাখতে পারেন বসার ঘরের কোন দেয়ালের গায়ে কোন বুক শেলফে।


৬. কারিগরি :

ঘরের বাতিল হওয়া জিনিস যেমন মলিন হয়ে যায় তেমনি তা অনেক ক্ষেত্রে কাজে আসে না। তাই তাদের অল্প কিছু খরচ করে তার চমক ফিরিয়ে আনা এবং তাকে আবার নতুন করে কাজে ব্যবহৃত করা কিন্তু টাকা বাঁচানোর পাশাপাশি ঘরকে করে তোলে সুন্দর।


৭. হাতে তৈরি :

ঘরের মেঝে কোনো কার্পেট আপনার যদি ভালো লেগে থাকে সেই সৌন্দর্য মাথায় রেখে নিজের হাতে তৈরি করে নিতে পারেন একটা বড় কার্পেট। যদি আপনি নাও পারেন অনলাইনে এমন অনেক প্রশিক্ষণ আপনি পেয়ে যাবেন।


৮. বাতিল কাপড় দিয়ে ঘর সাজানো :

অনেক সময় আমাদের আলমারিতে এমন অনেক সুন্দর দেখতে বাতিল কাপড় পড়ে থাকে যেগুলো দিয়ে কোন কাজ হয়না। সেগুলো দিয়ে ঘরে নিজের হাতে কুশন কভার, বালিশের কভার, অথবা বিছানা এবং সোফা টাকে সুন্দর করে সাজাতে অনায়াসেই ব্যবহার করতে পারেন। তারপর দেখবেন আপনার ঘরের ভোল পাল্টে গেছে।


এছাড়াও টুকিটাকি ঘরে নিজের হাতে ফুলদানি তৈরি, বাতিল জিনিসপত্র দিয়ে ফুল, পাতা, এগুলো তৈরি তো আছেই। তবে শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর জিনিস তৈরি করা যায় না। তার সাথে আপনাকে মেলাতে হবে কিছু নতুন উপাদান এবং একটুখানি বুদ্ধি।


ঘরের বাতিল জিনিসপত্র দিয়ে ঘর সাজালে আপনি কিন্তু অনেকটাই টাকা বাঁচাতে পারবেন। তার সাথে সাথে ঘরটিও রাখতে পারবেন সুন্দরভাবে সাজিয়ে। তাহলে আর দেরি কেন এখন থেকে খুঁজে বার করে ফেলুন আপনার এমন কোন বাতিল জিনিস কোথাও পড়ে আছে কিনা। যা দিয়ে আপনি আবার নতুন করে ঘর সাজাতে পারবেন।


সুন্দর ভাবে পরিপাটি করে সারা ঘরবাড়ি গুছিয়ে রাখলে আপনার ঝুলিতে প্রশংসা জামা হতেই থাকবে। তার উপরে বাড়ির বাতিল জিনিসপত্র দিয়ে ঘর সাজানো, যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় তেমনি আবার আগোছালো জমা আবর্জনাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখন আপনার উপর নির্ভর করছে, আপনি আপনার ঘরটাকে কেমন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন।