ঘরোয়া কাজ আরও দ্রুত ও সহজে করার কিছু দারুন টিপস
ঘরোয়া কাজ দ্রুত ও সহজে করার উপায় খুজছেন? চিন্তা নেই, দেখে নিন আমাদের এক্সক্লুসিভ পোস্ট আর পেয়ে যান সমাধান।

ঘরের কাজ করতে সবাইকেই জানতে হয়। বর্তমানে এটা শুধু গৃহিনীদের কাজ নয়, মেসে থাকতে বা বাড়িতে গৃহকত্রী না থাকলে অথবা গৃহিনীদেরই সহজে ঘরের কাজ সমাধা করতে কিছু কৌশল ও টিপস মেনে কাজ করা উচিত। তাতে করে সময় বাচবে, কষ্টও কম হবে। আর পাবেন জিনিসপত্র আরো ভালভাবে সংরক্ষন করার সুবিধা। বর্তমানে সবাই ব্যস্ত। অনেকেই চাকরি করেন, তাদের জন্য চটপট কাজ করা খুব জরুরী। আমাদের আজকের আয়োজনে থাকছে ঘরোয়া চমৎকার কিছু টিপস যা থেকে আপনি খুব দ্রুত ঘরের কাজ সম্পন্ন করতে পারবেন। এতে অন্য কাজের সময়ও পাবেন আর এককাজে বেশী সময়ও দিতে হবেনা। চলুন প্রিয় পাঠক দেরী না করে মূল আলোচনায় যাওয়া যাক।
ঘরোয়া কাজ আরও দ্রুত ও সহজে করার কিছু দারুন টিপস:
- দীর্ঘদিন যাবত ব্যবহার করলে সব জিনিসই পুরনো হতে থাকে, পড়তে পারে দাগ। এই দাগ দূর করা অনেকক্ষেত্রেই সম্ভব না বলে জিনিসগুলো একসময় বাতিল হয়ে যায়। কিন্তু দাগ দূর করার খুব সহজ উপায় রয়েছে। প্লেট,কাপ, গ্লাস, বাটি ইত্যাদিতে বাদামি ছোপ পড়লে তা দূর করতে বেকিং সোডা ও কুসুম গরম জল মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি দাগ পড়া অংশে লাগিয়ে কিছুক্ষন রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন সহজেই। দেখবেন বাসনগুলি নতুনের মতই ঝকঝকে হয়ে গেছে
অত্যন্ত বুদ্ধিমান ও জিনিয়াস মানুষ চেনার কিছু সহজ উপায়
৪ টি বাজে অভ্যাস যা আপনাকে ধনী হতে বাধা দেয়
- বেসিনে তো আমরা ময়লা হাত ধুয়ে থাকি, বাদ যায়না তেল চর্বি মাখা হাত ধোয়াও। এতে করে বেসিনে খুব দ্রুত হলদে দাগ পড়ে খুবই বাজে দেখায়। এই দাগ কোন কিছু দিয়েই পুরোটা তোলা যায়না। কিন্তু খুব সহজ উপায় রয়েছে দাগ তোলার। উপায় হচ্ছে পুরো বেসিনে ভিনেগার ছড়িয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। এবার স্পঞ্জ বা ব্রাশ দিয়ে ঘষুন, দেখবেন দাগ দূর হয়ে বেসিন নতুনের মতই ঝলমলে হয়ে উঠেছে।
- বাড়িতে কাচের জিনিস ভেঙ্গে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। এরপর সেই ভাংগা জিনিস পরিষ্কার করতে গিয়ে হাত কেটে যাওয়ার দূর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এটা এড়াতে প্রথমেই হাতে গ্লাভস বা মোটা পলিথিন জড়িয়ে নিন, পায়ে জুতা বা কেডস পরুন। তারপর মোটা রুটি বা ব্রেড নিয়ে কাচ পরিষ্কার করুন। কাগুলো ব্রেডে জড়িয়ে সহজেই উঠে আসবে। আর দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। খুব ঝুকিপূর্ন কাজের খুবই চমৎকার ও সহজ সমাধান এটা।
- কমোডে কালচে দাগ পড়ে যাওয়া খুবই বিরক্তিকর সমস্যা, এরজন্য কমোড নোংরা ও অস্বাস্থ্যকর দেখায়। এটা থেকে পরিত্রান পেতে একলিটার কোকাকোলা এনে কমোডে ঢেলে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন টয়লেট পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। দেখবেন কালচে সব দাগ একদম উধাও হয়ে যাবে।
আরও পড়ুন: ২০২১ সালের সেরা ৫ টি 5G ফোন সম্বন্ধে জেনে নিন
- বেসিনে প্রায়ই ময়লা আটকে যায়, ফলে পানি ও আটকে যায়৷ বেসিন ব্যবহার করা যায়না। এভাবে সবসময় মিস্ত্রি ঢাকা সম্ভব হয়না। এরজন্য রয়েছে ঘরোয়া টিপস। আপনি গরম জল করে সাথে ভিনেগার মিশিয়ে বেসিনে ঢালুন। তারপর সারারাত আর ব্যবহার করবেন না। সকালে দেখবেন সব ময়লা পরিষ্কার হয়ে গেছে।
- গৃহিনী নতুন হোক বা পুরাতন, অথবা হোক পুরুষ, মাছ ভাজার সময় তেলের ছিটা লেগে হাত পোড়েনি এমন মানুষ পাওয়া যাবেনা। কিন্তু সহজেই দূর্ঘটনা এড়াতে পারেন। কড়াইতে বা প্যানে তেল ভালভাবে গরম করে লম্বা খুন্তি বা চামচে করে বেশ কিছুটা দুরত্ব বজায় রেখে মাছ তেলে ছাড়ুন। এতে তেল ছিটে এসে গায়ে বা মুখে লাগার সম্ভাবনা কমে যাবে। মুখে তেল ছিটা লাগা এড়াতে রান্নার সময় মাস্ক ব্যবহার করতে পারেন।
- শুকনা খাবার যেমন বিস্কিট, টোস্ট, ডালমুট, মুড়ি ইত্যাদি সাধারনত বেশ কিছুদিন সংরক্ষন করে রাখা হয়। কিন্তু সমস্যা হয়, এগুলো দ্রুত নরম হয়ে যায়, মচমচে ভাবটা আর থাকেনা। ফলে অনেক সময় আর খাওয়াই যায়না। এ অসুবিধা এড়াতে যে পাত্রে বা বয়ামে এগুলো সংরক্ষন করবেন সে পাত্রে সামান্য চিনি ছড়িয়ে দিন অথবা কিছু কাগজের টুকরা ছড়িয়ে রাখুন। কাগজের টুকরাগুলো মোটা এবং শুকনা হতে হবে। তাহলেই দেখবেন বিস্কিট বা অন্যান্য খাবারগুলো সহজে নরম হবে না, মচমচে থাকবে।
- লবন গলে যাওয়া একটি খুব সাধারন ও বিরক্তিকর সমস্যা। এ সমস্যা এড়াতে লবনের পাত্রে চালের পুটলি রাখতে পারেন। অবশ্যই খুব ছোট চালের পুটলি, যেকোন পাতলা সুতির কাপড়ে অল্প কিছু চাল নিয়ে তার মুখটি বন্ধ করে লবনের পাত্রে রেখে দিন। দেখবেন আর লবন গলে যাবেনা। দীর্ঘদিন লবন ঝরঝরে থাকবে।
- অনেক সময় মাংস রান্না করতে গিয়ে তেলের পরিমান খুব বেশী হয়ে যায়। বেশী তেলযুক্ত খাবার শরীর ও ত্বকের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু ঝোলযুক্ত তেল কি করবেন তা বুঝে উঠতে পারেন না অনেকেই। আবার এত তেল নষ্টও করতে চাননা। এক্ষেত্রে খুব সহজ উপায় রয়েছে। পাত্রের উপর থেকে ঝোলযুক্ত তেল চামচে করে তুলে অন্য পাত্রে সংরক্ষন করুন৷ পরে এই তেল অন্য খাবার যেমন আলু বা বেগুন ভাজায় ব্যবহার করতে পারেন। তাতে খুব ভাল স্বাদ হবে। তেল।ও নষ্ট হল না, স্বাস্থ্যও ভাল থাকল, আর ভাজিরও টেস্ট বাড়ল। একের ভিতর তিন, তাই নয় কি পাঠক?
আরও পড়ুন: আপনার মোবাইল ফোন কেন এত দ্রুত নষ্ট হচ্ছে? দেখে নিন
উপসংহার
ঘরে কাজের কোন শেষ নেই। বাড়িতে ছুটির দিনটি চোখের পলকেই বিভিন্ন কাজ করতে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু কিছু টিপস জানা থাকলে কঠিন কাজ সহজ হয়ে যায়, সাথে ঝুঁকিও কমে যায় আর সময়ও বাচে। আশা করি আজকের পোস্টটি আপনাদের ঘরোয়া কাজ দ্রুত ও সহজে করতে অনেক উপকারী হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বা কোন মতামত দেওয়ার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে নিয়ে অবশ্যই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।