ডিজিটাল মার্কেটিং কোর্স করে নিন সম্পূর্ণ ফ্রী তে, দেখে নিন কিভাবে
আপনারা কি জানতে চান কিভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রিতে করা সম্ভব ? হয়তো খুব অবাক হচ্ছেন এটা জেনে তাইনা ? থাক , আর আপনাদের কষ্ট না দিয়ে আসুন বিস্তারিত জেনে নেয়া যাক ।

আমরা আমাদের আগের ডিজিটাল মার্কেটিং বিষয়ক পোস্টে জেনেছি, যে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কিভাবে এটা কাজ করে ও কোন মাধ্যমে কাজ করে।
আর এটাও জেনেছি যে, ডিজিটাল মার্কেটিং এর কাজ পেতে হলে ট্রেনিং বা প্রশিক্ষণ কোর্স করতে হয়। তবে আপনি হয়তো দেখে থাকবেন, অনলাইনে বা প্রাতিষ্ঠানিক ভাবে এসব কোর্সগুলো করতে ৭০০০-১০০০০ টাকা অব্দি খরচ হয়।
কিন্তু ভেবে দেখুন, একজন বেকার বাড়িতে বসে থাকা ছেলে বা মেয়ে কিভাবে এত টাকা দিয়ে এসব কোর্স করবে? এটা কি সম্ভব?
কখনোই না। হয়তো কোনো কোনো প্রতিষ্ঠান আংশিক, অর্থাৎ অর্ধেক, বা ২০/৩০% টাকা নিয়ে ট্রেনিং শুরু করায় ও পরে মাসের বেতন থেকে বাকি টাকা কেটে নেয়। কিন্তু তবুও এই ২০০০/৩০০০/ বা ৫০০০ টাকাও কি একটা বেকার ছেলে মেয়ে দিতে পারবে?
উত্তর হলো না, কারণ যদি তারা এভাবেই যখন তখন এত টাকার ব্যবস্থা করতে পারতো, তাহলে তারা কখনোই কোনো অনলাইন জব করতে চাইতো না।
তাই আমি বলতে চাচ্ছি, ফ্রিতে এই কোর্স করে যেনো আপনারা ইনকাম করতে পারেন, আমি সেই উপায়ই আপনাদের জানাবো। তো চলুন, ফ্রিতে ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণ কিভাবে করবেন, তা দেখে নেয়া যাক।
আরোও পড়ুনঃ ফেসবুক মার্কেটিং শিখে করুন মাসিক ৮০০০-৪০০০০ টাকা উপার্জন অনলাইন থেকে, দেখুন কিভাবে
ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রিতে করার উপায়:
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে কিভাবে পণ্য ও সেবার বিবরণ গ্রাহকদের কাছে তুলে ধরা যায়, কিভাবে তাদের আকৃষ্ট করা যায়, কিভাবে তাদের সাথে কথা বার্তা বলতে হয়, মার্কেটপ্লেসে কিভাবে বিজ্ঞপ্তি দিতে হয়, এই সবকিছুই শেখানো হয় এসব কোর্সে।
কিন্তু সাধারণ কোনো প্রতিষ্ঠান এসব কোর্স করাতে ১০০০০-৫০০০০ টাকা অব্দিও নেয়। কিন্তু এগুলো শুনে ভয় পাবেন না,
আমি আপনাদের কোনো টাকা দিয়ে কোর্স করতে বলবোনা, ফ্রিতেই কোর্স করার উপায় দেখাবো। তো মনে রাখবেন, অনলাইনে ফ্রিতে কোর্স করতে অবশ্যই আপনার হাতে দুইটি অপশন থাকবে।
১. Google Digital Unlocked এবং
২. Digital Training Hub (Facebook)
আসুন এবার এই দুইটি মাধ্যমে কিভাবে ফ্রি ট্রেনিং করবেন তা জেনে নেয়া যাক।
১. Google Digital Unlocked
Google Digital Unlocked এ সাধারণত গুগলেই ডিজিটাল মার্কেটিং কোর্স শেখানো হয়। এখানে এই সেবার অন্তর্ভুক্ত সকল সদস্য সম্পূর্ন বিনামূল্যে এই কোর্স করতে পারবেন।
অনলাইনে এই কোর্স সম্পূর্ণ করলে, গুগল আপনাকে যাবতীয় সকল সহায়তা করবে, ট্রেনিং দেবে এবং আপনাকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটও দেবে।
আমরা সবাই জানি গুগল একটি ভীষণ জনপ্রিয় ও বিশ্বব্যাপী প্রচলিত মিডিয়া। তাই তাদের দেয়া ট্রেনিং সম্বন্ধে আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয়।
এখানে অনেক দরকারী বিষয়াবলী, যেগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজে প্রয়োজন, সেগুলো সম্বন্ধে শেখানো হয় ও বিস্তারিত সহায়তা করা হয়। এই বিষয়গুলো হচ্ছে,
১. ডিজিটাল মার্কেটিং এর বেসিক শেখানো হয়।
২. কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ করতে হবে তা সম্বন্ধে জানানো হয়।
৩. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানো হয়।
৪. মার্কেটপ্লেস এর কাজ সম্বন্ধেও যাবতীয় সহায়তা করা হয়।
৫. অনলাইনে কিভাবে ক্রেতা আকৃষ্ট করতে হয় তা শেখানো হয়।
৬. বিজ্ঞপ্তি খোজা ও গবেষণা সহ আরও অনেক কিছু যা অবশ্যই কাজে আসবে।
এসব প্রশিক্ষণ সম্পূর্নভাবে অনলাইনে হবে বা কিছু অফলাইন কন্টেন্টও থাকতে পারে। এগুলো অবশ্যই আপনাকে খুব মনোযোগ সহকারে শিখতে হবে ও অনুশীলন করতে হবে।
আপনি ২/৩ মাসের মধ্যে এই কোর্স সম্পন্ন করতে পারবেন এবং তারপর আপনাকে গুগল থেকে সার্টিফিকেট প্রদান করা হবে যা দেখিয়ে আপনারা বিভিন্ন অনলাইন কোম্পানীগুলোতে কাজ করতে সক্ষম হবেন।
ট্রেনিং এবং সার্টিফিকেট ইস্যু করার জন্য, গুগল ভারতের বিভিন্ন কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এগুলো হচ্ছে, FICCI, ISB (Hyderabad) এর মত আরও অনেক প্রতিষ্ঠান যারা গুগলকে সহায়তা করে থাকে।
এখানে আপনি গুগলের কোর্সগুলোর অনেক ভিডিও দেখতে পাবেন, এগুলো আপনাকে ধাপে ধাপে দেখতে হবে ও সবকিছু শিখে নিতে হবে। কয়েকটি করে ভিডিও দেখার পর কুইজ থাকবে, সেই কুইজে উত্তীর্ণ হলে আপনি সামনের কোর্সে প্রবেশ করতে পারবেন।
এভাবে আপনি ঘরে বসেই Google Digital Unlocked এর মাধ্যমে ফ্রি কোর্স করতে পারবেন। তবে মনে রাখবেন, এখানে কোর্স করতে আপনাকে আপনার গুগল একাউন্ট বা ইমেইল এড্রেস দিয়ে লগইন করতে হবে।
আরোও পড়ুনঃ শিক্ষিত গৃহিণীরা কিভাবে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারেন জেনে নিন
২. Digital Training Hub
Digital Training Hub হচ্ছে ফেসবুকমুখী একটি ডিজিটাল মার্কেটিং কোর্স করার প্রতিষ্ঠান। ২০১৭ সালে এই ট্রেনিং প্রতিষ্ঠান চালু হয়েছিল। ছোটোখাটো ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর অনলাইন স্কিল উন্নয়নের জন্যই মূলত এই ট্রেনিং প্রতিষ্ঠান চালু করা হয়েছে।
এই প্রতিষ্ঠান ২০২১ সালের ভিতর ১০ লাখ মানুষকে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং দেবে বলে তাদের কার্যক্রম শুরু করেছিল। তারা তাদের সেই লক্ষ্যে অনেকটাই সফল হয়েছে।
এখন তারা, ফেসবুকের পাশাপাশি T- Hub, Startupindia এর মত বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। এখানে তাদের সাথে মিলিত হয়ে Digital Hub এখন সবজায়গায় তাদের ফ্রি সেবা তুলে ধরার চেষ্টা করছে।
এখানে ডিজিটাল মার্কেটিং এর যাবতীয় সকল কোর্স আপনারা করতে পারবেন, এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদানের ওয়াদাও তারা করেছে তাদের ফেসবুক বিজ্ঞাপনে। এখানে আপনারা সবটুকু সহায়তা ও শিক্ষা পাবেন ফ্রিতেই কোনো সমস্যা ছাড়াই।
এখানে কোর্স করতে আপনাকে কোনো ধরনের একাউন্ট খুলতে হবেনা বা কোনো তথ্যও দিতে হবেনা। শুধুমাত্র অনলাইনে সার্চ করুন "Facbook for bussinesses"। এরপর সাইট ওপেন হলে, এখান থেকে উপরের ট্যাব হতে "Courses" লিঙ্কে ক্লিক করুন।
এখানে আপনি Free online courses এর একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে একটি করে ট্রেনিং ভিডিও দেখুন এবং নিজের চর্চা বাড়িয়ে, অভিজ্ঞতা অর্জন করুন।
এখানে কোর্স একটির পর আরেকটি, এভাবে সাজানো রয়েছে। শেষ করার পর আপনাকে একটি পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তাহলে আপনি সার্টিফিকেট এর জন্য এপ্লাই করতে পারবেন।
বোনাস: ৩. ইউটিউব ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং কোর্স করুন
এখন বিভিন্ন প্রতিষ্ঠান, ইউটিউবে নিজেদের প্রতিষ্ঠানের নামে ডিজিটাল মার্কেটিং কোর্সের A-Z শেখাচ্ছে, যেখান থেকে আপনারা একটু চেষ্টা করলেই খুব সহজে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।
অনলাইন ভিডিওগুলো দেখে আপনাকে শিখতে হবে, এখানে আপনি কোনো লাইভ সাপোর্ট বা ডিরেক্ট সহায়তা পাবেন না, এবং কোর্স শেষ করলে আপনাকে হয়তো সার্টিফিকেটও দেয়া হবেনা।
কিন্তু আপনি আপনার ধারণার উন্নয়ন অবশ্যই বাড়াতে পারবেন। তাই অবশ্যই সার্টিফিকেট এর চিন্তা না করে, এখান থেকে কিছু ধারণা উন্নয়নের চেষ্টা করতে ভুলবেন না।
আরোও পড়ুনঃ Blogging এবং YouTubing কার মাধ্যমে অধিক উপার্জন করা যায়, জেনে নিন
সুপ্রিয় পাঠকগণ, এই ছিলো ডিজিটাল মার্কেটিং ফ্রিতে শেখার উপায়বলী নিয়ে আমাদের আজকের পোস্ট এর যাবতীয় আলোচনা। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই ব্যবহার করবেন।
চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন। এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!