তুমি কি জানো আমি একটা জেল এর ভিতর থাকি?

ভালো থাকুক পৃথিবীর সমস্ত পরিবার। স্রষ্টা আমাদের সবাইকে ভালো রাখুক। আমার জীবন অভিজ্ঞতা থেকে এই অনুচ্ছেদটি আশা করছি আপনাদের ভালোলাগবে।

তুমি কি জানো আমি একটা জেল এর ভিতর থাকি?
তুমি কি জানো আমি একটা জেল এর ভিতর থাকি?

"তুমি কি জানো আমি একটা জেল এর ভিতর থাকি? তুমি যদি আমার জায়গায় থাকতে মরে যেতে।" - এই কথাটা আমরা সবাই হয়তো একবার হলে ও বলি বা অন্য কাউকে বলতে শুনি।


আমরা কেন এই কথা বলি বা অন্যকে বলতে দেখি। জেল আসলে কি আমরা কেউই জানি না। জেল সম্পর্কে জানতে চাইলে যে জেল এ সাজা কেটে এসেছে তাকে প্রশ্ন করেন কিংবা একদিন জেলখানা থেকে ঘুরে আসেন। তবে বুঝবেন জেল কি?


এদের প্রত্যেক এর ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। কেউ চুরি কিংবা ডাকাতি আবার কেউ আছে রাজনীতি কিংবা নিজের বাবা – মা কে খুন করার দায়ে শাস্তি কাটছে।


এদের এই ভিন্ন গল্পে আপনি একটা গল্প মিল পাবেন। তারা সবাই জেল এ শাস্তি পাচ্ছে না এটা মিল না। এদের শত অন্যায় এর পর ও এদের পরিবার পাশে এসে দাঁড়িয়েছে এটাই জেল এর সব গল্পের মিল।


চুরিতে ধরা পরা ছেলেটাকে চড় মেরে ত্যাজ্য করার পর ও মা আড়ালে তার গলার স্বর্ণের চেইনটা বিক্রি করে তার জামানত এর টাকা জমায় আর মোনাজাতে ছেলের জন্য স্রষ্টার কাছে হেদায়াত চায় যেন তার ছেলে আর অন্যায় না করে।


রাজনীতি করা মেয়েটাকে বাবা মুখেতো বলে এই মেয়ে আমার কেউ না কিন্তু যখন তার কথাটা সত্য হয় মেয়েটা সব হারিয়ে একা তখন এই মানুষটাই মেয়েটার সবচেয়ে বড় খুটি হয়ে দাঁড়ায়।


বাবা-মা কে খুন করার শাস্তি দিতে বড় বোনটাতো মরিয়া কিন্তু ভাইয়ের জন্য ও যে সে ই উকিল পাঠিয়েছে। সংশোধানাগারে সে রোজ সে যায় ভাইকে দেখতে আর সৃষ্টিকর্তার কাছে এই বলে ভাই যেন সুধরে যায়।


এতক্ষণ এই প্রলাপ বকার একটা কারণ আছে। আমরা যারা বলি, "তুমি কি জান আমি একটা জেল এর ভিতর থাকি?"


আমাদের সাথে ও এই কয়েদীদের একটা মিল রয়েছে। আমরা সবাই পরিবারকে শক্র মনে করি। মনে করি পরিবার একটা জেল।


আমাদের অনেক বন্ধুকে ঘুরতে যেতে বললে তারা প্রায় বলে জীবনেও দিবে না। আমরা না বলে নিজেই মত দিয়ে দেই আর মত যদি মিলে যায় তাহলে বলি আমাকে বিশ্বাস করে না যেন।


আসলে ব্যাপারটা এমন না যে, বিশ্বাস করে না তারা আমাদের ভালোবাসে তাই আমাদের রক্ষা করতে চায়। এই জিনিস টা অনেক সময় বেশি হয়ে যায় তখন আপনি ঠান্ডা মাথায় বুঝান তাদের।


তাদের ভালোবাসাটাকে আমরা শাস্তি হিসেবে দেখি। আমরা ছোট ছোট বিষয়ে পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি। কখনো টাকার জন্য, কখনো দু দিনের প্রেম এর জন্য কখনোবা অন্য কোনো কারণে আমরা দূরে যাই এই জেল থেকে।


এখনকার সামাজিক বন্ধনগুলো নাম মাত্র। তাইতো বাবা – মা থাকে বৃদ্ধাশ্রমে আর সন্তানরা নাগালের বাহিরে। আমরা রোজ উপায় খুঁজতে থাকি কিভাবে তাদের থেকে দূরে যাওয়া যায়। যে আজ গালি দেয় সে কাল ব্যাথায় মলম দেয়


অন্য কেউ আসে না বরং আপনার দোষ খুজে কিংবা ক্ষতি উপায় খুজে। আমরা যারা পরিবারের শাসন, আদর, স্নেহ কে শিকলে বাঁধা জেল ভাবি আর পরিবার থেকে নিজে দূরে রাখি তারা সত্যি একদিন জেল এ যাব।


হয়তো কোন অন্যায় করে চার দেয়াল এর জেল এ কিংবা নিজের তৈরি নিঃঙ্গতার জেলে। একদিন আমরা ঠিকই বুঝি পরিবার জেল না।


স্রষ্টার দেয়া শ্রেষ্ঠ নেয়ামত এই পৃথিবীর। আমাদের শত অন্যায় ক্ষমা করে আমাদের পাশে দিনশেষে এসে দাঁড়ায় আমাদের পরিবার।


হারানোর পর কেঁদে কিছু হয় না। তাই সময় থাকতে নিজেদের রাগ, অভিমান ঝেড়ে ফেলে পরিবার যেমনেই হোক না কেন আমার পরিবার তো আছে এই বলে ভালো থাকার চেষ্টা করা উচিৎ সকলের।


"পরিবার জেল না, বরং পরিবার হল স্রষ্টা প্রস্তত পৃথীবির স্বর্গ। যেখানে দিনশেষে মাথা ঘুচলে আমরা শান্তি খুজে পাই। কিন্তু রাগ আর তথাকথিত আত্ম সম্মান এর কারণে তা আমরা সময় থাকতে বুঝি না"।