ধনী হতে হলে কৌশলী হন! কিভাবে? এখনি দেখে নিন
আপনি কি ধনী হতে চান কিন্তু আপনার মধ্যে কিছু অভ্যাস রয়েছে যা আপনাকে ধনী হতে সাহায্য করছে না বা আপনি নিজেও বুঝতে পারছেন না কি সেই অভ্যাসগুলো! আজকের পরামর্শ আপনার জন্যই পড়তে থাকুন আর পেয়ে যান পরিপূর্ণ গাইডলাইন।

ধনবান হতে সকলেই চায়।কেউ উপার্জন করে আবার কেউ উপার্জন না করেই ধনী হতে চায়।তবে উপার্জন না করে ধনী হওয়া যায় না। আবার শুধু উপার্জন করলেই ধনী হওয়া যায় না। ধনী হতে হলে আপনাকে হতে হবে অন্যদের চেয়ে কৌশলী।
আপনি কি ধনী হতে চান কিন্তু আপনার মধ্যে কিছু অভ্যাস রয়েছে যা আপনাকে ধনী হতে সাহায্য করছে না বা আপনি নিজেও বুঝতে পারছেন না কি সেই অভ্যাসগুলো! আজকের পরামর্শ আপনার জন্যই পড়তে থাকুন আর পেয়ে যান পরিপূর্ণ গাইডলাইন।
ধনী হতে হলে কৌশলী হন!
আপনি কত টাকা উপার্জন করেন বা আপনার বেতন কত এটা কাউকে বলবেন না
আপনারা না বুঝেই অনেকেই অনেক সময় আপনাদের বেতনের কথা অন্যদের বলে দেন। আবার অনেকে আছে নিজে থেকে জিজ্ঞেস করতেই থাকে আপনার বেতন কত বা আপনি কত টাকা উপার্জন করেন।
আমাদের সমাজে অনেকে আছেন যারা অন্যের ভাল সহ্য করতে পারে না।আপনি যদি কোনো চাকরি করেন বা আপনি বেশি উপার্জন করেন তাহলে আশেপাশের অনেকেই থাকে যারা আপনার নামে বাজে কথা বলে বেড়াবে শুধুমাত্র হিংসার কারনে। আপনাকে টেনে নিচে নামানোর জন্য।
আবার আপনার কাছে কেউ টাকা ধার চাইলে আপনি না করতে পারবেন না। ফলে টাকা ধার দিয়ে আপনি পরে চাইতে গেলে উলটা আপনাকে কথা শুনতে হবে অনেক সময়।
আবার টাকা ধার দিতে না চাইলেও আপনার কথা শোনার অন্ত নেই। আপনি কত টাকা উপার্জন করেন এটা জানলেও কিছু মানুষ আপনাকে খোচাবে আবার আপনি উপার্জন না করলেও আপনার পরিবার বা আপনার কাছে এসে কিছু মানুষ প্যাঁচ লাগানো শুরু করবে।
পরিবারকে বলতে থাকে আপনার সন্তান এভাবে বসে বসে আর কতদিন খাবে, কোনো কাজ করে না কেন! ইত্যাদি নানা কথা শুনিয়ে আপনার পরিবারের মধ্যে অশান্তি আরো জোরদার করে।
তাই আপনি কত টাকা উপার্জন করেন একথা কখনো কাউকে বলবেন না।
অপব্যয়ী হবেন না
মনে রাখবেন আজ যদি আপনি আপনার টাকা নষ্ট করেন একদিন টাকা আপনাকে নষ্ট করবে।
স্পষ্ট করে বলি- ধরুন আপনি এখন প্রচুর উপার্জন করেন কিন্তু ব্যয়ও করেন অনেক। কোনো টাকা আপনি সঞ্চয় করেন না। একসময় আপনার শরীরের শক্তি ফুরিয়ে যাবে তখন আপনি আর উপার্জন করতে পারবেন না। ফলে এই টাকার অভাব আপনাকে দুর্ভোগে ফেলবে।
তাই আপনার টাকা খরচে হিসাবী হতে হবে। আবার খুব বেশি কৃপনতাও করা যাবে না।
সবসময় ব্রান্ডের জিনিষের প্রতি আসক্ত থাকবেন না
আমরা সবাই চায় মানসম্মত ভাল পন্য ব্যবহার করতে। তাছাড়া আমাদের আশেপাশের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটা ভাল পোশাক বা ভালমানের ব্রান্ডের জুতার আফসোস সবারই থাকে।
তবে কেউ কেউ আছেন ব্যবহৃত সবকিছু সবসময় ব্রান্ডের জিনিষ ব্যবহার করতে চান।এটা করবেন না।
আবার কেউ কেউ আছেন অসহায় বা দরিদ্র ব্যক্তিদের নিকট থেকে দামাদামি করে পন্য ক্রয় করে ১০/৫ টাকা কম দেয়ার ধান্দায় থাকেন, এসব বিক্রেতাদের একটাকা বেশি দেয়া তো দূরের কথা কম দিতে চান সবসময়।
আবার ব্রান্ড এর পন্য কিনতে গিয়ে অনেক টাকা বেশি দিয়ে আসলেও কোনো আফসোস থাকে না তাদের।এমনটা না করে অসহায় লোকদের থেকে পন্য কিনে সাহায্য করার চেষ্টা করুন এবং সবসময় ব্রান্ডের পন্যের মোহ থেকে নিজেকে দূরে রাখুন।
বিজনেস আইডিয়া কারো সাথে শেয়ার করবেন না
আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার ব্যবসায়ের আইডিয়া কারো সাথে শেয়ার করবেন না।
আপনার থেকে আইডিয়া নিয়ে সেও আপনার শুরু করার আগেই কাজে নেমে পড়তে পারে বা সে শুরু না করলেও অন্য কাউকে আপনার আইডিয়া বলে দিলে আপনি প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাবেন।
তাই আপনি কি ধরনের ব্যবসা শুরু করতে চান, কেন শুরু করতে চান এগুলো কারো সাথে শেয়ার করবেন না।কাজ শুরু করে দিন সবাই দেখতে পারবে।
তবে হ্যাঁ, আপনি একান্ত বিশ্বস্ত কারো সাথে আলোচনা করতে পারেন আপনি কি ধরনের ব্যবসা করতে চান বা কেন করতে চান সে সম্পর্কে।
বিনিয়োগ করতে ভয় না পাওয়া
অনেকে প্রচুর টাকা উপার্জন করেন কিন্তু সঞ্চয়ও করতে পারেন না আবার বিনিয়োগ করতেও ভয় পান। আবার অনেকে প্রয়োজনের জন্য সঞ্চয় করতে পারেন।
যারা সঞ্চয় করতে পারেন না তাদের জন্য বলব বিনিয়োগ করুন। বিনিয়োগ করতে ভয় পাবেন না অর্থ অপচয় বা অর্থ অকার্যকর ভাবে ফেলে না রেখে বিনিয়োগ করে আপনার টাকাকে দ্বিগুন করুন।এক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে জমা রাখতে পারেন।
মিউচুয়াল অ্যাপস নামে একটি বিশ্বস্ত অ্যাপস আছে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে আপনার টাকা বিনিয়োগ করতে পারেন।
সুপ্রিয় পাঠকগণ, এই ছিল ধনী হতে হলে কৌশলী হওয়ার কিছু টিপস যা মেনে চললে আপনাকে ধনী হতে সাহায্য করবে ।তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই উপার্জন করতে হবে। উপার্জন না করে আপনি ধনী হওয়ার জন্য এই কৌশল অনুসরণ করলে ধনী হতে পারবেন না।
যদি পোস্টটি মন দিয়ে পড়ে থাকেন তাহলে আশাবাদী আপনি অবশ্যই বুঝতে পারছেন আপনি কিভাবে কৌশলী হবেন।
আশা করি পোস্টটি পড়ে আপনাদের উপকার হবে এবং আপনাকে একজন সফল মানুষ হতে সাহায্য করবে।
খুব শীগ্রই আসব পরবর্তী পোস্টে নতুন কিছু নিয়ে । কোনো কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন কমেন্ট সেকশনে। সাথেই থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি সুপ্রিয় পাঠকগণ।