নখের যত্নে দারুণ কিছু টিপস যা সকল মহিলাদের জানা দরকার
নখ ভেঙে যাওয়া বা দ্রুত লম্বা না হওয়া অনেকের-ই বিরক্তির কারণ। তাই আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে কি কি উপায়ে নখের ভাঙন রোধ করে দ্রুত লম্বা করা যায়।

নারীদের হাতের অন্যতম সৌন্দর্য তার একটি প্রতীক হচ্ছে নখ। নারীর হাতের নখ যত সুন্দর থাকে তত তাকে সৌখিন কিংবা সৌন্দর্যতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
প্রত্যেক নারীই কম বেশি হাত এর নখের প্রতি অনেক বেশি পরিমাণে যত্নশীল হয়ে থাকে। কিন্তু কোনো না কোনো কারণে যতই নখের যত্ন নেওয়া হোক না কেন মাঝে মাঝে সেটা ভেঙেই যায়।
অতিরিক্ত ভঙ্গুর হয়ে যাওয়া নখ কোন নারীই পছন্দ করতে পারেন না। নখের নির্দিষ্ট একটা আকার বজায় রেখে সব জায়গায় চলাফেরা করতে পাড়াতেই যেন নারীদের সফলতা লুকিয়ে।
স্বভাবতই ও অনেকটা প্রাকৃতিকগত কারণে নারীরা সুন্দর থাকতে অনেক বেশি পছন্দ করে। সুতরাং নিজেকে সুন্দর রাখার জন্য তারা এমন কোন কাজ করা বাদ রাখে না যেটা তাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে পারে এবং তাকে পূর্বের তুলনায় এক হাজার গুণ বেশি সুন্দর দেখায়।
নারীরা কিন্তু শুধু ত্বক কিংবা দেহের যত্ন নিয়ে নিজেকে সুন্দর বলে প্রকাশ করতে চায় না। তাদের সৌন্দর্য প্রকাশের অন্যতম একটি অঙ্গ হচ্ছে হাত। যদিও হাতের দ্বারা তাদের নানা রকমের কাজ করতে হয় এবং সর্বক্ষণিক কোন না কোন কাজে হাত ব্যস্ত থাকে। তবুও দিনশেষে হাত ও নখের যত্ন নেওয়াটাও কিন্তু তারা ভুলে যায় না।
অনেকক্ষেত্রে দেখা যায় যতই হাত কিংবা নখের যত্ন নেওয়া হোক না কেন কোনো না কোনো কারণে নখ ভঙ্গুর হয়ে ভেঙ্গে যায়। একজন নারীর নখ ভেঙে যাওয়া প্রকৃতপক্ষে অনেক কষ্টের ব্যাপার। কেউই তার নখ ভেঙে যাওয়া কিংবা অস্বাস্থ্যকর নখ সহ্য করতে পারে না।
তাই আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হবে কিভাবে হাতের নখ ভেঙে যাওয়া থেকে রক্ষা করা যায় এবং নখ দ্রুত বাড়াতে হলে কি কি করতে হবে। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা আর দেরি না করে আর্টিকেলটির মূল অংশে প্রবেশ করে ফেলি।
আরও পড়ুনঃ এই ৫টি অভ্যাস ত্বক ভালো রাখতে অনেক জরুরী
পদ্ধতি নং ১
নখের ভাঙ্গন রোধ করতে ও দ্রুত বাড়ানোর জন্য টুথপেস্ট অনেক বেশী কার্যকর। দিনের কিছুটা সময় হাতের নখে টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষতে পারেন।
কিছুক্ষণ টুথপেস্ট রেখে ঘষে অতঃপর ধুয়ে ফেলার পর নখের ভেঙে যাওয়ার ক্ষমতা হ্রাস পায় ও দ্রুত বেড়ে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়।
পদ্ধতি নং ২
কাঁচা রসুন নখ লম্বা করার জন্য অনেক বেশী কার্যকর। নখ লম্বা করার জন্য রসুনের ভূমিকা সত্যিই অপরিসীম। তাই আপনার নখ লম্বা করার জন্য এবং ভেঙে যাওয়া রোধ করার জন্য আপনি কাঁচা রসুন কোয়া করে কেটে নখে ঘষতে থাকুন।
এই রসুনে থাকা সেলেনিয়াম নামক একটি উপাদান থাকে যা নখকে শক্তিশালী ও লম্বা করতে সহায়তা করে।
পদ্ধতি নং ৩
নখ লম্বা ও ভাঙ্গন রোধ করতে লেবুর রসের ব্যবহার অপরিসীম। লেবুর রসে থাকে ভিটামিন সি যা হাতের নখ লম্বা করতে অনেক বেশি সহায়তা করে। আর এ কারণে নখ বড় করার জন্য আপনি বেশি বেশি লেবুর রস ব্যবহার করতে পারেন।
এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লেবুর রসে তুলো ভিজিয়ে নখের চারপাশের লাগাতে হবে। দেখবেন একটার সময় গিয়ে নখ আগের থেকে অনেক বেশি শক্ত হয়ে উঠেছে।
লেবুর রসের সঙ্গে অলিভ অয়েল ম্যাসাজ করলেও কিন্তু নখ খুব লম্বা হয়।
আরও পড়ুনঃ চুল পড়া রোধ করতে কলার ব্যবহার
পদ্ধতি নং ৪
যদি আপনার নখ বেড়ে যাওয়ার পরিবর্তে বারবার ভেঙে যেতে থাকে তখন নারকেল তেল বেশি করে লাগান।
সবথেকে ভালো হয় নারকেল তেলে যদি মধু মিশিয়ে 15 থেকে 20 মিনিট নখ ডুবিয়ে রাখা যায়। এতে করে নখের ভাঙ্গন রোধ হবে।
পদ্ধতি নং ৫
যখন কাপড় কাচা কিংবা থালা বাসন মাজার মতন কাজ করবেন চেষ্টা করবেন হাতে দস্তানা পরে কাজ করার। হাতে গ্লাভস পরে কাজ করলে সাধারণত নখে জল লাগে না।
নখে জল লাগলে নখ নরম হয়ে যায় এবং খুব সহজে ভেঙে যেতে পারে। তাই এরকম জলজাতীয় কাজ করার সময় চেষ্টা করবেন হাতে গ্লাভস পরে থাকার এতে করে নখ ভেঙে যাবে না।
পদ্ধতি নং ৬
নখের আকার ছোট রাখার চেষ্টা করুন। নখ যত ছোটো থাকবে তত এর যত্ন নিতে সুবিধা হবে। তাছাড়া সবসময় বড় নখও কিন্তু মানানসই না।
পদ্ধতি নং ৭
যখন কাজ শেষে বিশ্রাম নিতে বসবেন তখন চেষ্টা করুন হাত শুকনো তোয়ালে দিয়ে মুছে পছন্দের কোন তেল লাগিয়ে রাখতে।
আরও পড়ুনঃ গরমে ত্বকের যত্নের পরিপূর্ন টিপস জেনে নিন
পদ্ধতি নং ৮
নখে নেইলপলিশ ব্যবহার করা অবশ্যই নখের সৌন্দর্যও বৃদ্ধি করে দেয়। কিন্তু আপনারা জানেন কি অতিরিক্ত নেইলপলিশ ব্যবহার করা আপনার নখের স্বাস্থ্যের জন্য হানিকর।
শুধু তাই নয় বারবার নেইলপলিশ ব্যবহার করে বারবার রিমুভার দিয়ে নেইলপলিশ ওঠানোর মতো কাজে নখে প্রচুর পরিমাণে কেমিক্যাল এর প্রভাব পড়ে। আর এই কারণে নখের স্বাস্থ্য ধীরে ধীরে ক্ষতির মুখে চলে যেতে থাকে।
সুতরাং এই ভাবেও কিন্তু নখের স্বাস্থ্য ক্ষতি করে ফেলতে পারেন। সুতরাং চেষ্টা করবে সপ্তাহে একবার কি দুইবার নেইলপলিশ ব্যবহার করতে। এছাড়া নেইলপলিশ ব্যবহার করার খুব বেশি প্রয়োজন নেই।
তাছাড়া খাদ্যতালিকার প্রতি যত্নশীল হোন। খাদ্যতালিকায় বেশি বেশি জল রাখুন। প্রচুর পরিমাণে জল পান করলে নখের স্বাস্থ্য পূর্বের তুলনায় ভালো হবে। এভাবেই নখের যত্ন নিন। ধন্যবাদ।