নতুন ফিচার চালু করলো ফেসবুক - জেনে নিন এই ফিচার সম্পর্কে

সম্প্রতি নতুন একটি c4 চালু করেছে ফেসবুক। যার অধীনে একজন ব্যবহারকারী হিসেবে আপনিও পরিবর্তন করতে পারবেন আপনার পাবলিক পোষ্টের কমেন্ট। ফিচারটি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই।

নতুন ফিচার চালু করলো ফেসবুক - জেনে নিন এই ফিচার সম্পর্কে
নতুন ফিচার চালু করলো ফেসবুক - জেনে নিন এই ফিচার সম্পর্কে


এবার ফেসবুকের পাবলিক পোস্টের কমেন্টগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারীরা। হ্যাঁ, সম্প্রতি ফেসবুক নতুন একটি ফিচারস নিয়ে এসেছে। যার মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী হিসেবে আপনি আপনার পাবলিক পোষ্টের কমেন্ট কে নিয়ন্ত্রন করতে পারবেন।


কি এই ফিচার এবং কেন এ ধরনের পরিবর্তন করা হল ফেসবুকে সেই নিয়ে বিস্তারিত থাকছে আজকের আয়োজনে।



ফেসবুকের নতুন সংযোজন কি কি?

সম্প্রতি বিশ্ব বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পরিবর্তন এনেছে। যেখানে যুক্ত করা হয়েছে একটি বাড়তি ফিচার। এক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারী তার করা কোন পাবলিক পোষ্টের কমেন্ট সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে।


কমেন্ট সেকশনে কোন ব্যক্তিকে কমেন্ট প্রদানে বাধা দিতে পারবে ওই ব্যবহারকারী। এছাড়া কোন ব্যক্তির কমেন্ট কেউ সীমিত করতে পারবেন ব্যবহারকারী নিজেই।


এছাড়া কমেন্ট সীমিত করা ব্যক্তির লিষ্টের বাহিরেও অন্যান্য ব্যক্তিদের নাম মেনশন করার মাধ্যমে তাদের কমেন্টকে সীমিত করার অধিকার সংরক্ষণ করবে ব্যবহারকারী।


মনে করুন আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আপনি একজন ফেসবুক ব্যবহারকারী। এখন আপনার করা কোন পাবলিক পোস্টে অন্যান্য ব্যক্তিরা কমেন্ট করতে পারবে এটাই স্বাভাবিক।


কিন্তু আপনি যদি না চান যে কোন ব্যক্তি আপনার পোষ্টে কমেন্ট করুক সে ক্ষেত্রে আপনি তার নাম মেনশন করে তার কমেন্ট কে সীমিত করে দিতে পারবেন।


আরেকটি অন্যতম বিখ্যাত মাইক্রোব্লগিং সাইট টুইটার এ ধরনের সুবিধা ইতোমধ্যেই তাদের ব্যবহারকারীকে প্রদান করে আসছে। তাই যারা টুইটার ব্যবহার করেন তারা হয়তো এই ফিচারটি সাথে পরিচিত রয়েছেন।


কিন্তু এখন এই একই ধরনের সুবিধা আপনি পাবেন ফেসবুকে। 



নতুন ফিচারটির সুবিধা কি? 

একজন ব্যবহারকারীর কাছে এই নতুন ফিচারটি সুবিধা রয়েছে বলে আশাবাদী ফেসবুক কর্তৃপক্ষ। প্রায়শই আমরা হয়তো আমাদের পাবলিক পোস্টে এমন সব কমেন্ট পেয়ে থাকি যা আমাদের জন্য বিব্রতকর হয়।


অথবা কখনো না কখনো হয়তো আপনার মনে হয়েছে যে ওই ব্যক্তি যদি আমার পোস্টে কমেন্ট না করতো তাহলে ভাল হত। কিন্তু এতদিন পর্যন্ত এটি সম্ভব হয়নি কারণ পাবলিক পোস্ট সবাই কমেন্ট করতে পারবে এটাই ছিল স্বাভাবিক।


কিন্তু বর্তমানে এই কমেন্টকে সীমিত করেছে ফেসবুক। ফলে যেসকল কমেন্ট আপনি আপনার পোস্টে পেতে চান না সে গুলোকে আগে থেকেই সীমিত করে দিতে পারেন।


তাছাড়া নিয়ন্ত্রণ করতে পারেন ঐ সকল ব্যবহারকারীর কমেন্টও যা আপনি আপনার পোষ্টে দেখতে চান না। 


সম্প্রতি ফেসবুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বুলিং বা হয়রানি মূলক কর্মকান্ড ছড়িয়ে পড়ছে। এরমধ্যে পাবলিক পোস্টে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে ব্যবহারকারীকে বিব্রত করা একটি অন্যতম হয়রানি মূলক কর্মকান্ড।


এতে অনেক সময়ই ওই ব্যবহারকারীকে নানা ধরনের ঝামেলায় পড়তে হচ্ছে। আর এই জন্যই ধারণা করা হচ্ছে যে ফেসবুকে এ ধরনের পরিবর্তন আনা হয়েছে। 



আরো কি পরিবর্তন এনেছে ফেসবুক? 

পাবলিক পোস্টে কমেন্ট সীমিত করার সুবিধা ব্যতীত আরো একটি পরিবর্তন আনার কথা বলেছে ফেসবুক। যেখানে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন যে অতিসম্প্রতি ক্রনোলজিক্যাল মোড নামক একটি নতুন ফিচার যুক্ত করা হবে।


সাধারণভাবে একটি বলতে বোঝায় যে অতিসম্প্রতি যে পোস্টটি করা হবে সেটি সবার প্রথমে দেখানো হবে। অর্থাৎ একটি পোষ্ট পাবলিশ হওয়ার টাইম অনুসারে সেটি ক্রনোলজিক্যাল অর্ডারে সাজানো থাকবে।


এখানে 'ফির ফিল্টের বার' নামে একটি ফিচার যুক্ত করা হবে। যার আওতায় একজন ব্যবহারকারী প্রিয় ৩০ জন বন্ধু অথবা পেইজ এ সিলেক্ট করে নিতে পারে। এবং এই প্রিয় বন্ধু বা পেইজের করা পোস্টগুলো ব্যক্তির কাছে ক্রনোলজিক্যাল অর্ডারে দেখানো হবে। 




তবে এখানে বলে রাখা ভালো যে ফেসবুকের এই ফিচারটি নতুন নয়। পূর্বে ফেসবুকে ধরনের ফিচার ব্যবহার করত। তবে 2009 সালে এই ফিচারটি বন্ধ করে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।


এখন সম্প্রতি এই ফিচারটি পুনরায় চালু করার কথা ভাবছে ফেসবুক। এক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ বলছেন যে এই ফিচারটির মাধ্যমে ফেসবুক আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হবে বলে আশাবাদী।