নতুন ব্লগারদের জন্য সেরা ৩টি ওয়ার্ডপ্রেস থিমের তালিকা

নতুন ব্লগাররা অনেক সময়ই তাদের সাইটের জন্য বিনামূল্যের বা কম খরচের থিম খোঁজেন কিন্তু ব্যর্থ হোন। আজ আমি আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি । আজ আমি আপনাদের ফ্রি এবং কার্যকর ৩টি ওয়ার্ডপ্রেস থিম সম্বন্ধে জানাবো।

নতুন ব্লগারদের জন্য সেরা ৩টি ওয়ার্ডপ্রেস থিমের তালিকা
নতুন ব্লগারদের জন্য সেরা ৩টি ওয়ার্ডপ্রেস থিমের তালিকা


আমরা সবাই জানি, বর্তমান সময়ে ব্লগিং অনলাইনের একটি অন্যতম জনপ্রিয় পেশা। সবাই বর্তমানে বাসায় বসে, ব্লগ খোলার কথা ভাবছেন এবং পরিকল্পনা করছেন হয়তোবা।


কিন্তু অনেকেই আছেন, যারা হয়তো ব্লগ খুলে বসে আছেন কিন্তু কাস্টমাইজেশন এখনো শুরু করতে পারছেন না ভালো গাইডলাইনের অভাবে।


এরকম ভুল মূলত নতুন ব্লগারদের হয়েই থাকে। মূল যেই জিনিসটা নতুনেরা ভুল করেন, তা হলো থিম বাছাইকরণে।


একটি ব্লগ থিম যদি যথেষ্ট সিকিউর এবং ফাস্ট লোডেড হয়, তাহলে কন্টেন্ট ভালো থাকা সত্ত্বেও আপনি আপনার ব্লগে ট্র‍্যাফিক আনতে সক্ষম হবেন না।


তাই ব্লগ থিম সঠিকভাবে বাছাই করা অনেক দরকারী একটি বিষয়। আর তাই আজ আমি আপনাদের নতুন ব্লগারদের উদ্দ্যেশে কিছু ফ্রি এবং কার্যকর ব্লগ থিম সম্বন্ধে জানাবো।


তো চলুন আর কথা না বাড়িয়ে, মূল আলোচনা শুরু করা যাক।


উন্নতমানের ওয়ার্ডপ্রেস থিম কেনো ব্যবহার করতে হবে?

আপনারা নিশ্চয় সবাই জানেন যে, ওয়েবসাইট থিমই আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের পরিচয় বহন করে। এছাড়াও, একটি ব্লগ থিমের লোডিং স্পীডও অনেক দরকারী একটি বিষয়।


আপনার ব্লগ থিম যদি দ্রুত লোড না হয়, তাহলে আপনার কন্টেন্ট বা সাইট গুগল সার্চ র‍্যাঙ্কে শীর্ষ স্থানে পৌছানো অসম্ভব।


এছাড়াও, লোডিও স্পীড ৩ সেকেন্ডের বেশি হলে, আপনি আপনার সাইটের ৬০% ট্র‍্যাফিক হারাবেন, কারণ এতো দেরিতে লোড হলে মানুষ অন্য সাইটে চলে যায়।


এগুলো ছাড়াও আরও অনেক কারণ রয়েছে যার জন্য সঠিক ব্লগ থিম ব্যবহার করা অত্যন্ত জরুরী। তাই আসুন এবার ফ্রি ও স্পীড অপটিমাইজড, সুন্দর থিমগুলোর তালিকা দেখা যাক।


আরোও পড়ুনঃ
কম্পিউটার বা ল্যাপটপে স্লো ইন্টারনেট সমস্যার সমাধান করার ৫টি সেরা উপায়


ফ্রি ও কার্যকর ৩ টি ওয়ার্ডপ্রেস থিমের তালিকা :


১. Astra থিম 

Astra খুবই জনপ্রিয় এবং একটি স্পীড অপটিমাইজড ব্লগ থিম হিসেবে জনপ্রিয়। এই ব্লগ থিম ব্যবহার করে, ওয়েবসাইট সর্বনিম্ন, ১.১২৩ সেকেন্ডে লোড হয়েছে বলে জানা গেছে।


শুধু স্পীডই নয়, কাস্টমাইজেশন সুবিধার দিক থেকেও Astra অনেক এগিয়ে রয়েছে। আপনি এখানে পাবেন নিজের মতো সাইট ডিজাইনিং এর সুবিধা, অথবা যদি এই বিষয়ে বিশেষ অভিজ্ঞ না হয়ে থাকেন, তাহলে "pre made site demo" ব্যবহার করে ব্লগ থিম সাজিয়ে নিতে পারবেন।


কোনো প্রকার খরচ ছাড়াই আপনারা এখানে পাবেন, লে- আউট সেটিংস, হেডার সেটিংস অপশন, প্রি বিল্ড ওয়েবসাইট ডিজাইন, পরিচ্ছন্ন এবং নিরাপদ কোডিং ছাড়াও আরও অনেক রকম সুবিধা।


বিনামূল্যে এতসব সুবিধা প্রদানকারী ব্লগ থিম পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার, তবে এই থিমটি আপনাকে এসব সুবিধা ফ্রিতেই দেবে।


আমার মনে হয়, একজন প্রাথমিক ব্লগার হিসাবে এই থিমটি ব্যবহার করলে আপনার আর অন্য অপশন খোঁজা নাও লাগতে পারে।


চাইলে এখনি এই থিমটি ডাউনলোড করে ব্যবহার করা শুরু করতে পারেন। তবে মনে রাখবেন, এই থিমের একটি প্রিমিয়াম ভার্সন অবশ্যই রয়েছে।


যদি আপনাদের ফ্রি ভার্সন ভালো লাগে ও কার্যকর মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন।


আরোও পড়ুনঃ 
খারাপ বা পর্ণ সাইট অনুসন্ধান করা বন্ধ করার নিয়মাবলী


২. Generate Press থিম

Generate Press হচ্ছে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ব্লগ থিম, যেটার লোডিং স্পীড হচ্ছে মাত্র ১.৪৬৫ সেকেন্ড, অর্থাৎ অন্যতম সেরা গতির ব্লগ থিম হচ্ছে Generate Press।


এই থিমটিতে, মূলত সকল দরকারী ফিচারগুলোর দিকে সমানভাবে নজর দিয়ে কাস্টমাইজেশন প্ল্যান করা হয়েছে। এখানে খুবই পরিচ্ছন্ন এবং স্বল্প মাপের কোডিং ব্যবহার করা হয়েছে, যাতে থিমের লোডিং স্পীড যেনো সবচেয়ে সেরা থাকে।


খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনিং এই থিমে ব্যবহার করা হয়েছে, যাতে সব লেভেলের পাঠকরাই এটি পছন্দ করেন। এখানে আপনি পাবেন ৩০ কিলোবাইট সাইজের ভিতর মানসম্মত একটি ব্লগ থিম, যা আপনার পেজের স্পীডকে ১০০ ভাগ ফাস্ট করতে সহায়তা করবে।


আপনারা শুধু লোডিং গতি ছাড়াও এই থিমে পাবেন অসাধারণ পারফরম্যান্স, সুন্দর ইউজার ইন্টারফেস এবং SEO অপ্টিমাইজড একটি পরিচ্ছন্ন পরিবেশ, যা পারফেক্ট সাইট সাজাতে আপনাকে সহায়তা করবে।


আপনারা এই ব্লগ থিম সাজাতে পারবেন প্রি মেড অপশনগুলো ব্যবহার করেই, অথবা চাইলে আপনার জন্য কাস্টমাইজেশন অপশনও সম্পূর্ন খোলাই থাকছে।


এই ব্লগ থিম আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ন বিনামূল্যেই, তবে যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি পাবেন আরও কিছু অসাধারণ প্রি বিল্ট ইন করা ডেমো সাইট, এবং আরও সব আকর্ষণীয় কাস্টমাইজেশন সুবিধা।


৩. OceanWordPress থিম

OceanWP হচ্ছে আরেকটি জনপ্রিয় ব্লগ থিম, যেটা আপনারা নতুন ব্লগাররা ব্যবহার করতে পারেন। এই থিমটি লোডিং স্পীড, ডিজাইন ও ফিচারিং, সব দিক থেকেই স্ট্যাবল একটি ওয়ার্ডপ্রেস থিম।


আপনারা এই থিমটি ব্যবহার করে যেকোনো ধরনের ওয়েবসাইট নিমেষেই বানিয়ে ফেলতে পারবেন। এখানকার এসইও, লোডিং স্পীড ও বিল্ট কোয়ালিটি অনেক উন্নতমানের যেটা আপনারা এক দেখাতেই পছন্দ করে ফেলবেন।


যেকোনো ধরনের আলাদা ওয়েবসাইট, যেমন- ই- কমার্স, পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগ বা নিউজ সাইট প্রস্তুত করতে এই থিমটির কোনো জুড়ি নেই।


এখানে সকল উচ্চ মানের পেজ বিল্ডারগুলোও আপনারা ব্যবহার করতে পারবেন তাও সম্পূর্ন ফ্রিতে। ফ্রি ডেমো, এক্সটেনশন এবং সুন্দর টেক্সট হেডিং কালেকশনও আপনারা এখানে বিনামূল্যেই পেতে পারবেন।


তবে, প্রিমিয়াম ভার্সনে আরও কিছু বেশি সুবিধা পাবেন। যেমন- ১৩ টি প্রিমিয়াম এক্সটেনশন, ৬০ টি প্রো ডেমো এবং আরো অনেক কিছু।


আপনাদের সামনে আমি এই সেরা ৩ টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম তুলে ধরলাম। আপনারা আপনাদের পছন্দমতো থিম এখান থেকে বেছে নিয়ে ব্যবহার করতে পারবেন।


আমি খুব বেশি তালিকা বানাইনি, কারণ অতিরিক্ত তথ্যবহুল আর্টিকেল পাঠকদের বিরক্তির সৃষ্টি করে।


আরোও পড়ুনঃ 
মিথ্যা ভালোবাসা চেনার ৪টি সেরা উপায় সম্বন্ধে জেনে নিন


উপসংহার

সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো জনপ্রিয়, ফ্রি এবং কার্যকর ৩ টি ওয়ার্ডপ্রেস থিমের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।


আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও বন্ধু বান্ধব এবং আত্নীয়দের সাথে শেয়ার দিতে পারেন। 

এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।


খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অবধি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!