পার্টিতে অংশগ্রহণ করার কিছু শিষ্টাচার যা মেনে চলা জরুরি

মানুষ সামাজিক জীব। সমাজের বিভিন্ন সামাজিকতা রক্ষা করতেই অনেক ধরনের সংস্কৃতির জন্ম নিয়েছে বিভিন্ন অনুষ্ঠান পার্টি বিয়ে-শাদী জন্মদিন ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে সমাজে বসবাসরত লোকেরা একে অন্যের সাথে মিলিত হয়। কোন এক নির্দিষ্ট ব্যক্তিবর্গ বা পরিবার বিশাল বড় দাওয়াতের আয়োজন করে এবং আমন্ত্রণ করে বিভিন্ন অতিথিদেরকে।

পার্টিতে অংশগ্রহণ করার কিছু শিষ্টাচার যা মেনে চলা জরুরি
পার্টিতে অংশগ্রহণ করার কিছু শিষ্টাচার


পার্টির মূল উদ্দেশ্য হয়ে থাকে একে অন্যের সাথে সকলের দেখা হওয়া এবং ভালো মন্দ কিছু খাওয়া। এই পার্টির মাধ্যমেই শুধু যে সামাজিকতা রক্ষা করা হয় তা না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহু বছর ধরে দেখা হয় না এমন সব মানুষেরাও পার্টি তে এটেন্ড করে নিজেদের পরিচিত মুখগুলো সাথে দেখা করার সুযোগ পায়।


যাইহোক পার্টি নিয়ে বিস্তারিত পরে কথা বলা যাবে। আজকের আর্টিকেলটিতে মূলত আলোচনা করা হবে যদি পার্টিতে যান তবে আপনাকে কি কি ফরমালিটিস মেইনটেইন করতে হবে। পার্টিতে ফরমালিটি মেইনটেইন করা অতি আবশ্যক। একজন আপনাকে পার্টিতে দাওয়াত দিচ্ছে আপনি সে পার্টিতে অতিথি হয়ে যাচ্ছেন।


আপনার উদ্দেশ্য কিন্তু শুধু সেখানে অংশগ্রহণ করা এবং খাওয়া না, কিছু সামাজিক দায়বদ্ধতা কিংবা ফর্মালিটিস থেকে থাকে যা আপনাকে মেইনটেইন করলে ভদ্রতার পরিচয় দিবে। তো এ জন্য আজকের আর্টিকেলটি আলোচনা করা কিভাবে পার্টিতে নিজস্ব ভদ্রতার পরিচয় দেওয়া যায়। তো চলুন জেনে নেওয়া যাক পার্টিতে অংশগ্রহণ করার সময় আপনি কি কি করবেন।



উপহার দিন

প্রথমেই যিনি পার্টি দিচ্ছেন তার জন্য ভালো কিছু উপহার উপঢৌকন নিয়ে যান। বিভিন্ন ধরনের উপহার আপনি তাকে দিতে পারেন। তবে নিশ্চয়ই তাঁর পছন্দের কথা মাথায় রেখে সুন্দর কোন উপহার কিনে আপনি তাকে দিবেন আপনার পছন্দ হয়তো তার পছন্দ নাও হতে পারে। তাই আপনাকে জানা লাগবে যে কোন জিনিসটা তার ভাল লাগতে পারে। কিংবা তার দরকার পড়তে পারে এবং সেভাবে উপহার কিনে তাকে উপহার দিন।


কোন খাবার খাওয়া নিষেধ হলে আগেই জানিয়ে দেবেন

সাধারণত পার্টিতে সকলের খাবার একই রকম হয়ে থাকে। নির্দিষ্ট একটি ফুড মেনু সকলকেই খেতে হয়। উক্ত ফুড মেনুর অন্তর্ভুক্ত কোন খাবার যদি আপনার খাওয়া নিষিদ্ধ হয়ে থাকে তবে আপনি চেষ্টা করুন আগেই পার্টি দাতাকে জানিয়ে দেওয়ার। এতে করে আপনার নিষিদ্ধ হওয়া খাদ্য আপনার ভাগে পড়বে না এবং খাবারটা একই সাথে নষ্ট হবে না।


পার্টির থিম মেনে চলুন

সাধারণত পার্টিতে বিভিন্ন থিম রাখা হয় যে মেয়েরা অমুক পোশাক অমুক রঙের পড়বে এবং ছেলেরা তমুক পোশাক তমুক রংয়ের পরবে। তাই পার্টির সৌন্দর্য বজায় রাখতে আপনিও একই থিম মেনে চলুন। যদি আপনার সেই ধাঁচের পোশাক না থাকে কোন ভাবে সেটা ম্যানেজ করুন। চেষ্টা করবেন থিম মেনে পার্টিতে অংশগ্রহণ করার। অন্যথায় সকলে এক থিম মেনে চলবে কিন্তু আপনি আলাদা কিছু পড়ে যাবেম এটা অবশ্যই পার্টির সাথে মানানসই হবে না। তাই না?


আগেই খাবার টেবিলে যেয়ে বসবেন না

অনেক ধাঁচের মানুষ আছেন যারা পার্টি মানেই শুধু খাবার খাওয়াকেই বোঝেন। ফলে তারা পার্টিতে অংশ নিয়ে সবার আগে খাবার টেবিলের দিকে যায়। এটা মোটেও ভদ্রতার মধ্যে পড়ে না। যখন সকলে খেতে বসবে আপনার উচিত তখনই সবার সাথে খেতে বসা। প্রথমে পার্টি দাতা ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করে যখন তারা সকলে একসাথে খাবার খেতে বসবে তখনই ধীরেসুস্থে খাবার টেবিলের দিকে এগিয়ে যান এবং এটাই ভদ্রতার সবচেয়ে বড় কাজ।


খাবার টেবিলে টুকটাক কথা বলতে পারেন

খাবার টেবিলে বসে আবার খাবারের দিকে একেবারে মনোযোগ ঢেলে দিবেন না। আশেপাশে যারা বসবে তাদের সাথে টুকটাক কোন একটা বিষয় নিয়ে আলোচনা করুন। এতে করে সকলের সাথে সখ্যতা যেমন গড়ে উঠবে তেমনি খাবারের মজাটাও দ্বিগুণ ভাবে বেড়ে যাবে।


সকলের সাথে ব্যাবহার ভালো রাখবেন

একটা পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ একত্রিত হয়ে সকলের সাথে দেখা করা, সৌজন্যতা রক্ষা করা। এমতাবস্থায় আপনি যদি কোনো কারণে কারও সাথে বাজে ব্যবহার করেন তবে কিন্তু পার্টির আমেজ নষ্ট হয়ে যাবে এবং পার্টি দাতাও আপনার ওপর ক্ষেপে গিয়ে কষ্ট পাবে। সুতরাং আপনার ব্যবহার ভালো রাখবেন।


পার্টিতে অংশগ্রহণ করা সকল মানুষের সাথে যেরকম ব্যবহার ঠিক রাখবেন তেমনই ওয়েটার বা পার্টি সেন্টারের ম্যানেজারের সাথেও ব্যবহার ভালো রাখবেন। কারো সাথে কোনো রকমের ঝগড়া বাধবেন না, গালিগালাজ করবেন না।


অপ্রয়োজনীয় আলাপ করা থেকে দূরে থাকুন

পার্টি দাতা একজন কিংবা একটি নির্দিষ্ট পরিবার হতে পারে। আপনি তাদের সাথে অপ্রয়োজনীয় আলাপ করা শুরু করে দেবেন না। কেননা ভদ্রতার খাতিরে তাকে পার্টিতে অংশগ্রহণ করা সকল মানুষের সাথে কুশল বিনিময় করা লাগে। তাই সে শুধু আপনার পেছনে সময় দিবে এটা আবার আপনি ভেবে বসবেন না। আপনি যেমন তার কাছে গুরুত্বপূর্ণ তেমনি সকলেই তার কাছে গুরুত্বপূর্ণ।


ব্যস্ততার খাতিরে সে আপনাকে পুরো সময় নাও দিতে পারে, তাই আপনিও অপ্রয়োজনীয়' আলাপ করে তাকে নিজের প্রতি আটকে রাখবেন না। তাকে সকলের সাথে কুশল বিনিময় করতে দেওয়ার সুযোগ দিন। মনে রাখবেন অপ্রয়োজনীয় আলাপ করে তাকে আটকে রাখার জন্য আপনি যতোটুকু না তার সময় নষ্ট করছেন, তার থেকেও বেশি আপনার ওপর ব্যক্তি বিরক্তবোধ করছে।


এই ব্যাপারটি মাথায় রেখে সবকিছু করবেন। দরকারি কথাবার্তা সেরে ফেলতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় আলাপ করা থেকে ১০০ হাত দূরে থাকুন।

 


বের হওয়ার পূর্বে নিমন্ত্রণকারী কে ধন্যবাদ জানান

পার্টি শেষ হওয়ার পর যখন আপনার ফিরে আসার সময় হবে তখন নিমন্ত্রণকারী কে ধন্যবাদ জানাতে ভুলবেন না। তার পার্টিতে অংশগ্রহণ করে খাওয়া দাওয়া করে তাকে যদি ধন্যবাদ ই না জানান তখন কিন্তু বিষয়টা বেশ নিষ্ঠুর লাগে। তাই ভদ্র সমাজের অন্তর্ভুক্ত হয়ে এরকম নিষ্ঠুরতার ও অভদ্রতার পরিচয় দিবেন না।


বের হওয়ার পূর্বে নিমন্ত্রণকারী কে ধন্যবাদ জানিয়ে বের হবেন। একই সাথে চেষ্টা করবেন তাকে পার্টি সম্পর্কিত ছোটখাটো কোন কমপ্লিমেন্ট দেওয়া। যেমন পার্টিতে খাবারটা ভালো লেগেছে, কিংবা পার্টিতে তাকে আজ বেশ সুন্দর লেগেছে কিংবা পার্টির আয়োজন বেশ পছন্দ হয়েছে আপনার ইত্যাদি। এরকম ছোটখাটো কমপ্লিমেন্ট দিয়ে ব্যক্তির মন ভালো করে দিয়ে তবেই পার্টি থেকে বিদায় নেবেন।


এই ছিল পার্টিতে অংশগ্রহণ করার কিছু প্রাথমিক আদব-কায়দা। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনার উপকৃত হয়েছেন এবং উক্ত পদক্ষেপগুলো বাস্তব জীবনে অবলম্বন করবেন। আজ তাহলে এখানেই ইতি টানছি, ধন্যবাদ।