পার্লারে না গিয়েও ঘরে বসে হেয়ার স্পা করুন খুব সহজেই

হেয়ার স্পা করলে চুল অনেক উজ্জ্বল ও নরম ও সিল্কি হয়। যাদের চুল ড্যামেজ ও রুক্ষ তাদের চুলের জন্য হেয়ার স্পা করলে দারুন ফল পাওয়া যায়। আসুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে ঘরে বসেই পার্লারে না গিয়ে আপনার চুলের স্পা করবেন।

পার্লারে না গিয়েও ঘরে বসে হেয়ার স্পা করুন খুব সহজেই
পার্লারে না গিয়েও ঘরে বসে হেয়ার স্পা করুন খুব সহজেই

নারীর আসল সৌন্দর্য চুলে। চুল যত সুন্দর সে নারীকে দেখতেও তত সুন্দর লাগে। এই চুলকে উজ্জ্বল, ঘন ও মজবুত করতে নারীরা বিভিন্ন ঘরোয়া ট্রিটমেন্ট বা পার্লারে গিয়ে থাকেন।

আবার হেয়ার স্পা করতে নারীরা পার্লারে গিয়ে থাকেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি করোনার প্রকোপ বেড়ে চলেছে। লকডাউনে পার্লারে যাওয়ার উপায় নেই। এদিকে ঈদ, পূজা,বিয়ে,পালা-পার্বণ থেমে নেই। তাহলে আপনি কিভাবে আপনার চুলের সৌন্দর্য ধরে রাখবেন এটা নিয়ে মাঝে মাঝে চিন্তায় পড়েন তাই না?

আবার পার্লারে বেশ টাকা দিতে হত এই হেয়ার স্পা করার জন্য। তাই আপনি যদি নিজেই ঘরে বসে একদম ঘরোয়া উপায়ে যদি হেয়ার স্পা করতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না।

হেয়ার স্পা করলে চুল অনেক উজ্জ্বল ও নরম ও সিল্কি হয়। যাদের চুল ড্যামেজ ও রুক্ষ তাদের চুলের জন্য হেয়ার স্পা করলে দারুন ফল পাওয়া যায়। আসুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে ঘরে বসেই পার্লারে না গিয়ে আপনার চুলের স্পা করবেন।
পার্লারে না গিয়েও হেয়ার স্পা করুন খুব সহজেই


প্রথমে আপনার চুলকে কিভাবে ধুবেন

হেয়ার স্পা আপনার চুলে প্রয়োগ করার আগে আপনার চুলকে আগে ভালভাবে ধুয়ে নিতে হবে। কারন পরিষ্কার চুলে হেয়ার স্পা বেশি প্রযোজ্য এবং চুলে ভাল কাজ করবে। 

তাই আপনি আপনার পছন্দমত শ্যাম্পু দিয়ে হেয়ার স্পা করার আগে চুলকে ভাল ভাবে ধুয়ে নিন। 



হেয়ার স্পা করার জন্য কেমন চুল উপযুক্ত 

আপনি শ্যাম্পু করলেন এবার হেয়ার স্পা প্রয়োগ করার পালা কিন্তু কেমন চুল এই হেয়ার স্পার জন্য উপযুক্ত! ভেজা চুল নাকি শুকনো চুল।
আপনি চাইলে ভেজা চুলেও করতে পারেন তবে শুকনো চুলে হেয়ার স্পা করলে চুলে দ্রুত কাজে লাগে।



গরম তেলের ম্যাসাজ

হেয়ার স্পা করার আগে আপনাকে এবার গরম তেলের ম্যাসাজ করতে হবে আপনার মাথার স্ক্যাল্পে। এজন্য আপনার পছন্দমত তেল নিয়ে হালকা গরম করে আপনার মাথার তালুতে আলত করে ম্যাসাজ করুন।

গরম তেলের ম্যাসাজ আমাদের মাথার রক্ত সঞ্চালণ বৃদ্ধি করে। ফলে চুলের বৃদ্ধির জন্য খুবই কাজে লাগে।



হেয়ার স্পা ক্রিম কিভাবে তৈরি করবেন

গরম তেলের ম্যাসাজ এর পর এবার আপনার ব্যবহার করতে হবে হেয়ার স্পা ক্রিম। কিন্তু তার আগে তো আপনাকে হেয়ার স্পা ক্রিম যোগাড় করতে হবে বা নিজেই বানাতে হবে।

তো আমরা যেহেতু আজ আলোচনা করছি পার্লারে না গিয়ে হেয়ার স্পা কিভাবে করবেন সে সম্পর্কে তাই হেয়ার স্পা ক্রিম কিভাবে তৈরি করবেন সে পরামর্শও দিয়ে দিচ্ছি।

আপনি প্রথমে নারকেলের দুধ সংগ্রহ করুন। আপনার বাসায় যদি নারকেল থাকে তাহলে আপনি নারকেল কুরিয়ে তা থেকে দুধ সংগ্রহ করতে পারবেন অথবা কিনে নিতে পারবেন। এই নারকেলের দুধের সাথে আপনি এবার দুটি ডিম দিয়ে দিন। তারপর এর সাথে তেল দিয়ে দিন।

এটা যেকোনো তেল হতে পারে সেটা ক্যাস্টার অয়েল বা অলিভ অয়েল বা নারকেল তেল। এবার আপনি এই তিনটি উপাদান খুব ভালভাবে মিশিয়ে নিন। হুইস্কি দিয়ে আপনি উপাদানগুলো ভালভাবে মিশিয়ে নিতে পারেন।

এবার আপনি এটা আপনার সম্পূর্ণ চুলে ভাল করে লাগিয়ে দিন। চাইলে আপনার ছোট ছোট ভাগে ভাগ করে এই হেয়ার স্পা ক্রিম লাগাতে পারেন।তাহলে চুলে ভালভাবে লাগানো সম্ভব হবে।

তারপর আপনার চুল খোপা করে বেধে রাখুন। এবার একটা পাত্রে কিছুটা পরিষ্কার পানি গরম করুন।এই গরম পানির মধ্যে একটা পাতলা তোয়ালে বা গামছা ভিজিয়ে নিন। এরপর এই গামছা বা তোয়ালের গরম পানি নিংড়িয়ে আলত করে পেচিয়ে রাখুন। অবশ্যই আপনাকে চুলের খোপা খুলে গামছা বা তোয়ালে পেচাতে হবে। মনে রাখবেন খুব শক্ত করে চুলে তোয়ালে পেচানো যাবে না।

আপনি কিছুক্ষণ পর পর গরম পানিতে এই তোয়ালে বা গামছা ভিজিয়ে ভিজিয়ে চুলে পেচালে বেশি উপকার পাবেন একবারে অনেক সময় পেচিয়ে না রেখে।

কিছুক্ষণ পর তোয়ালে খুলে ফেলে আপনার চুল খুবই আলত করে ম্যাসাজ করতে হবে।



শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন

হেয়ার স্পা ক্রিম লাগানোর ধাপ শেষে এবার আপনাকে চুল ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করতে হবে। এজন্য আপনি একটি বাটিতে আপনার পছন্দ মত শ্যাম্পু নিয়ে নিন এবং এর সাথে কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে চুলে আলত করে শ্যাম্পু করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মনে রাখবেন শ্যাম্পু করার আগে এই স্পা ক্রিম আগে ঠান্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর শ্যাম্পু করতে হবে।

শ্যাম্পু করা শেষে আপনি চুলে কোনো জেল লাগাতে পারেন। আবার না লাগালেও ক্ষতি নেই। চুল শুকানোর পর দেখবেন আপনার চুল অনেক উজ্জ্বল ও রুক্ষ ভাব কেটে গিয়েছে এবং একদম পার্লারের মতই আপনার চুলে স্পা করা হয়েছে।



উপসংহার

সুপ্রিয় পাঠকগণ, এই ছিল পার্লারে না গিয়েও ঘরে বসে হেয়ার স্পা করার খুব দারুন এবং সহজ কিছু পরামর্শ। যদি পোস্টটি মন দিয়ে পড়ে থাকেন তাহলে আশাবাদী আপনি অবশ্যই বুঝতে পারছেন কিভাবে ঘরে বসেই আপনার চুলের স্পা করতে পারবেন। 
আশা করি পোস্টটি পড়ে আপনাদের উপকার হবে এবং রুক্ষ চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

খুব শীগ্রই আসব পরবর্তী পোস্টে নতুন কিছু নিয়ে । কোনো কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন কমেন্ট সেকশনে। সাথেই থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি সুপ্রিয় পাঠকগণ।