পূজার সাজে সেজে উঠতে Amazon এর কালেকশন, এক নজরে দেখে ফেলুন

কেনাকাটা করতে বাইরে বেরোনোর ভয়টা কাটিয়ে অনলাইন শপিং টা করে ফেলতে পারেন ঘরে বসেই।

পূজার সাজে সেজে উঠতে Amazon এর কালেকশন, এক নজরে দেখে ফেলুন
পূজার সাজে সেজে উঠতে Amazon এর কালেকশন, এক নজরে দেখে ফেলুন


বাঙ্গালীদের শ্রেষ্ঠ পুজো, দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে । আর পুজো মানেই মন খুলে সাজগোজ, খাওয়া-দাওয়া, দেদার আড্ডা। বাইরে ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, ও রাতভর হৈচৈ করা। পুজো কটাদিন একেবারে অন্যরকম মেজাজে কাটে বাঙ্গালীদের। সেই সাথে নিজের ফ্যাশনটা বজায় রাখতে কেনাকাটা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই।


তবে যাই হোক না কেন গত বছর থেকে করোনার কারনে তেমনভাবে পুজো কাটানো যায়নি। তবুও কেনাকাটা কিন্তু থেমে থাকেনি। পুজো মানেই তো নতুন পোশাক, নতুন স্টাইল, সবকিছু মিলিয়ে এক আনন্দের মেজাজ।


এ বছরও একই পরিস্থিতি, তার উপরে বর্ষা যেনো পিছু ছাড়ছে না। এই বৃষ্টিতে আর করোনা কে সাথে নিয়ে বাইরে অনেকেই কেনাকাটা করতে অসস্তি বোধ করছেন। সে ক্ষেত্রে তারা ভরসা করছেন অনলাইনে শপিং এর উপর। এখন এই লকডাউন ও করোনা পরিস্থিতিতে অনলাইন কেনাকাটা বিস্তর প্রসার লাভ করেছে।


পছন্দমত প্রডাক্ট ঘরে বসেই হাতে পেয়ে যাওয়া। এই পুজোতে সবদিক দিয়ে সেফ থাকতে ঘরে বসে অনলাইন কেনাকাটা করতেই পারেন। এই পুজোতে অনেক নতুন স্টাইল অনেক ডিসকাউন্ট অনলাইন কেনাকাটা তে মেলে।


এমন কিছু অ্যামাজন প্রোডাক্ট যা বাজেট ফ্রেন্ডলি এবং আপনার স্টাইলে যোগ করবে এক আলাদা মাত্রা। চলুন তাহলে জেনে নেওয়া যাক এবার পুজোয় ফ্যাশন প্রডাক্ট নিয়ে- 


১. শাড়ি : Sharee

কথায় আছে শাড়িতেই নারী সুন্দর। তার উপরে এই পুজোর কটা দিন অনেকেই নিত্য নতুন স্টাইলে শাড়ি পরতে ভীষন পছন্দ করেন। কেননা সারাবছর ব্যস্ততার কারণে শাড়ি পরা হয়ে ওঠে না। তাই নিজের পছন্দমত শাড়ি এই কটা দিনে অনেকেই পরতে পছন্দ করেন।


নতুন স্টাইলের শাড়ি আপনার পুজোর ফ্যাশনে চোখ ধাঁধিয়ে দেবে। বেশিরভাগ শাড়ির সাথে ব্লাউজ পিস্ অথবা রেডি ব্লাউজ আপনি পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার ম্যাচিংয়ের বিষয়টা নিয়ে আর ভাবতে হবে না। সম্পূর্ণ কালেকশন দেখুন→



২. ডিজাইনার ব্লাউজ : Designer Blouses

আজকাল রেডিমেট অনেক ডিজাইনার ব্লাউজ মার্কেটে আছে। তাছাড়া অনলাইনে অনেক রকম স্টাইলের নিজের পছন্দমত ডিজাইনার ব্লাউজ পেতে পারেন আপনি।

আপনার বাজেটের উপর নির্ভর করে বিভিন্ন রকম, বিভিন্ন স্টাইলের, ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবেন এই অনলাইন শপিংয়ের প্লাটফর্মে। তাহলে আর কি, ব্লাউজ কাটানোর অথবা তাতে কারিকুরি করার কোনো টেনশনই থাকল না। একেবারে মন মত পছন্দমত সব রকমের ডিজাইন পেয়ে যাবেন আপনি এখানে। সম্পূর্ণ কালেকশন দেখুন→



৩. টপ : Tops

অনেক মেয়েরাই আছেন পুজোর সময় দিনে তিন চারবার নিজের পছন্দের ড্রেস পরতে। অনেকেই জিন্স পরতে পছন্দ করেন, সেইসথে খেয়াল রাখেন সবচেয়ে সুন্দর টপ যেগুলো একেবারে আনকমন।


পরে বেরোলে সবার নজর আপনি আকর্ষণ করবেন। এমন টপ কে না চায় বলুন? বিভিন্ন স্টাইলিশ টপ পেয়ে যাবেন আপনার পছন্দমত। সম্পূর্ণ কালেকশন দেখুন→



৪. গাউন : Gown

গাউন ওয়েস্টার্ন ড্রেস এর মধ্যে পড়লেও বাঙালি কিন্তু এই গাউনটাকে ভীষণ পছন্দ করেন। কারণ এগুলো পরলে প্রত্যেক মেয়েকেই খুব সুন্দর দেখায়।

বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের গাউন এই পুজোতে আপনি নিঃসন্দেহে পরতেই পারেন। এতে কোন সন্দেহ নেই। বেশি ঘের যুক্ত গাউন এখনতো ট্রেন্ডিং এ। সম্পূর্ণ কালেকশন দেখুন→



৫. লেহেঙ্গা : Lehenga

অনেক মেয়েরা শাড়িতে এতটাই বিরক্ত বোধ করেন যে, অনেকে শাড়ি সামলাতে পারেন না। সে ক্ষেত্রে লেহেঙ্গা টাকেই বেশি কমফর্টেবল মনে করেন।

সেক্ষেত্রে দিনদিন লেহেঙ্গার কদর কিন্তু বেড়েই চলেছে। আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দমত বিভিন্ন রকমের হালকা, ভারী কাজ সব রকমের লেহেঙ্গা পেয়ে যাবেন আপনি। পুজোতে নিজেকে আরও বেশি সুন্দর করে তুলতে লেহেঙ্গা পরে পূজোয় ঘুরতে বেরোতেই পারেন। সম্পূর্ণ কালেকশন দেখুন→



৬. ব্যাগ : Women's Bag

বড় ব্যাগ এর চল আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন ট্রেন্ডিং এ আছে ছোট ব্যাগ। কারুকার্য করা ব্যাগ, যেগুলো আপনার সমস্ত সাজটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।

হাতে একটা ব্যাগ ছাড়া বাইরে বেরিয়ে পড়েন এমন মেয়ে খুবই কম। স্টাইল এর দিকটা খেয়াল রেখে নিত্য নতুন ব্যাগ অবশ্যই হাতে দরকার। তাতে দরকারি জিনিসপত্র থাকুক আর নাই থাকুক। সম্পূর্ণ কালেকশন দেখুন→



৭. জুতো : Women's Stylish Footwear

নতুন ডিজাইনের জুতো, অথবা হিল থেকে ফ্লাট সবকিছুই আপনার পছন্দমত সাজের সাথে মানিয়ে নিতে পারেন। সুন্দর জুতো না হলে কি আর ফ্যাশন হয়। না স্টাইলের কথা ভাবাও যায়! একদমই নয়।

তাই নিজের পছন্দমত ইউনিক স্টাইলের জুতো আপনি কিন্তু এখানে একেবারে বাজেটের মধ্যে পেয়ে যেতে পারেন। সম্পূর্ণ কালেকশন দেখুন→



৮. জুয়েলারি : Jewelry

পুজোর নতুন করে নিজেকে সাজানোর জন্য জুয়েলারি জায়গাটা আলাদা করে তোলা থাকে। বিশেষ করে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য নিজেকে ব্রাইডাল সাজে সাজাতে তো হবেই। সুন্দর শাড়ির সাথে সুন্দর জুয়েলারি আপনার সৌন্দর্যর আলাদা মাত্রা যোগ করবে।


জুয়েলারি ছাড়া পুজো ভাবাই যায় না। নিউ স্টাইল এর ফ্যাশনেবল বিভিন্ন রকমের জুয়েলারি পরতে অনেকেই পছন্দ করেন। তাই সুন্দর সাজের সাথে সাথে সুন্দর জুয়েলারি টাও বেশি জরুরি। সম্পূর্ণ কালেকশন দেখুন→



৯. বিউটি প্রোডাক্ট : Beauty Products

করোনা পরিস্থিতি, সাথে প্যাচপ্যাচে গরমের সঙ্গে বৃষ্টির যেন বিরাম নেই। তাতে কি হয়েছে পুজোর আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে রূপচর্চার দিকটা খেয়াল রাখবেন না এমনটা কখনো হতে পারে।

পূজার সময় নিজেকে অপরূপা করে তুলতে ঘরে বসেই অনলাইনে নিজের পছন্দমত বিউটি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। আর ঘরে বসেই নিজের সৌন্দর্য বৃদ্ধি করে ফেলুন। পুজোতে সবাই আপনাকে দেখে চমকে উঠবে। সম্পূর্ণ কালেকশন দেখুন→



১০. স্টাইলিশ জ্যাকেট : Stylish Jacket

ছোট ড্রেস অথবা জিন্স টপ, গাউন, সবার সাথেই অনেকেই স্টাইলিশ জ্যাকেট পরতে ভীষন পছন্দ করেন।

তার সাথে সাথে জ্যাকেট পরার পর নিজেকে আরও বেশি স্টাইলিশ লাগে। আপনার পছন্দমত বিভিন্ন রকমের জ্যাকেট আপনার কালেকশনে রাখতে পারেন। সম্পূর্ণ কালেকশন দেখুন→


এছাড়াও আরও অনেক টুকিটাকি কেনাকাটা আপনি ঘরে বসেই করতে পারেন অনলাইনের মাধ্যমে। তাতে আপনাকে বেশি কষ্ট করে বাইরে ঘোরাফেরা করতে হচ্ছে না। ঘরেতে আপনার হাতেই যখন দোকান রয়েছে তাহলে বাইরে বেরোনোর রিস্ক না নেওয়াটাই ভালো, তাই না। পরিস্থিতি যাই হোক না কেন নতুন করে এক আনন্দের আমেজে মেতে উঠতে সবাই কিন্তু অনেক আগে থেকেই তৎপর হয়ে উঠেছেন।


অনেকের কেনাকাটা প্রায় কমপ্লিট, আবার অনেকেই আছেন এখনও পর্যন্ত কেনাকাটা শুরু করতেই পারেন নি, তবে পুজোর আর বেশি বাকি নেই তাড়াতাড়ি শপিং শুরু করে দিন ঘরে বসেই। পছন্দমতো জিনিস হাতের কাছে পেয়ে যাবেন তার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর সেগুলো হোক ইউনিক এবং স্টাইলিশ।


নিজেকে সবার থেকে আলাদা করতে গেলে আলাদা রকমের ফ্যাশন অবশ্যই জরুরি। সবাই যা পরে, সেটা যদি আপনি পরেন তাহলে সেক্ষেত্রে আপনার স্টাইলটা কারো চোখে নাও পড়তে পারে। তাই এমন কিছু ইউনিক ড্রেস থেকে ফ্যাশন আইটেম আপনি আপনার কালেকশনে নিয়ে রাখতে পারেন, যেগুলো অনেকেই সচরাচর নাও পেতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার স্টাইলটা সবথেকে বেস্ট থাকবে।


সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে মানুষ কিন্তু এখন অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। কেননা এখানে ঘরে বসেই কাজের ফাঁকে আপনি আপনার পছন্দের জিনিস পত্র নিজে থেকেই দেখে নিতে পারবেন। আর তাছাড়া কোনো কিছু অসুবিধা হলে রিটার্ন পলিসি তো অবশ্যই আছে, সে ক্ষেত্রে কোনরকম অসুবিধা নেই।


এমনকি এমন প্রোডাক্ট এর খোঁজ পেতে পারেন আপনি যেগুলো আপনার আশেপাশের কেউ হয়তো নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার স্টাইলটা ট্রেন্ডিং এ থাকুক।