ফেসবুকে ভিডিও আপলোড করে কামিয়ে নিন প্রচুর টাকা

এখন আর কেবল ইউটিউব দিয়ে নয় ফেসবুক-এ ভিডিও দিয়েও কমাতে পারবেন দারুন অংকের টাকা। আজকে আমাদের আয়োজনে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুক থেকে ভিডিও তৈরি করে আয় করা যায়। তাহলে চলুন দেরী না করে জেনে আসি ফেসবুক থেকে ভিডিও তৈরি করে কিভাবে আয় করা করবেন।

ফেসবুকে ভিডিও আপলোড করে কামিয়ে নিন প্রচুর টাকা
Earn from Facebook Video - Know everything in Bangla

সৃজনশীল ভিডিও নির্মাতাদের জন্য ফেসবুক চালু করেছে মনিটাইজেশন। কিছু সময় পূর্বেও ভিডিও তৈরি করে সেখান থেকে আয় করার একমাত্র রাস্তা ছিল ইউটিউব। কিন্তু বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ভিডিও থেকে আয় করার সুযোগ তৈরি করে দিয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষদের জন্য। 



ফেসবুক থেকে আয় করুন 

বিশ্বের সর্ববৃহৎ এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক হচ্ছে ফেইসবুক। পাশ্চাত্য দেশগুলোর পাশাপাশি ফেইসবুকের জনপ্রিয়তা বাংলা ভাষাভাষী মানুষের কাছেও প্রচুর। সম্প্রতি ফেসবুক মনিটাইজেশন সেবা প্রদান করছে। এতে করে আপনি একটি ভিডিও তৈরি করে সেটি ফেইসবুকে আপলোড করে ঘরে বসে আয় করতে পারবেন প্রচুর টাকা। এক্ষেত্রে ফেইসবুক আপনাকে ইউটিউব এর মতই ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখানোর সুবিধা করে দিচ্ছে। যা নিঃসন্দেহে বিভিন্ন ফ্রিল্যান্সার এবং যারা অনলাইনের মাধ্যমে আয় করে থাকে তাদের জন্য একটি সুখবর।


ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আয় করার এই মাধ্যমটি কে বলা হচ্ছে Facebook video monetization and ad breaks। তবে ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য ফেসবুকের কিছু নিজস্ব নিয়ম-নীতি রয়েছে। এখানে প্রথমে আমরা ফেসবুকের এসব নিয়ম নীতি সম্পর্কে জানব তার পরে জানব কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করতে পারবেন। 



Facebook video monetization and Ad breaks এর নিয়ম নীতি 

আপনি যদি ইতিমধ্যে কোন ফ্রিল্যান্সিং কাজ করে থাকেন বা অন্য কোন অনলাইন মাধ্যমে কাজ করে থাকেন তবে আপনি অবশ্যই জানেন যে বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিছু স্বতন্ত্র নিয়ম-নীতি রয়েছে। যতক্ষণ পর্যন্ত না আপনি একটি প্রতিষ্ঠানের নিয়ম-নীতি পূরণ করে যোগ্যতা অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই প্লাটফর্ম থেকে অর্থ আয় করতে পারবেন না। একইভাবে ফেসবুকের নিজস্ব কিছু নিয়ম-নীতি রয়েছে যা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আলাদা। তাহলে চলুন দেখে নিই ফেসবুকের এসব নিয়ম-নীতিগুলো। 



ভিডিও আপলোড করবেন কোথায় 

ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আয় করার জন্য আপনাকে নির্দিষ্ট জায়গায় ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভিডিওটি একটি ফেসবুক পেজে আপলোড করতে হবে। আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে আপলোড করেন কেবল তখনই আপনি মনিটাইজেশনের সুবিধা পাবেন। কাজী ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আয় করার জন্য এখনই তৈরি করে ফেলুন আপনার ফেসবুক পেজ। আর আপনার যদি ইতিমধ্যে কোন ফেসবুক পেজ থেকে থাকে তবে সেখানে আপনি ভিডিও আপলোড করে মনিটাইজেশনের সুবিধা পেতে পারেন। 



ফলোয়ার্স 

ফেসবুকে মনিটাইজেশন এর জন্য আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনার পেইজে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার্স থাকতে হবে। যদি আপনার পেজের ১০০০০ ফলোয়ার্স থেকে থাকে কেবল তখনই আপনি মনিটাইজেশনের আবেদন করতে পারবেন এবং ভিডিও আপলোড করে আয় করতে পারবেন। 



ভিডিও ডিউরেশন 

আপনার প্রতিটি ভিডিও কমপক্ষে তিন মিনিটের  হতে হবে। আপনার ভিডিওর  দৈর্ঘ্য যদি এর থেকে কম হয়ে থাকে তবে সে ক্ষেত্রে ওইসব ভিডিওর জন্য আপনি মনিটাইজেশন করতে পারবেন না। 



প্রাথমিক শর্তাবলী 

উপরের তিনটি শর্ত ছাড়াই মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার একটি প্রাথমিক শর্ত পূরণ করতে হবে। আপনার পেজে অন্তত এমন একটি ভিডিও থাকতে হবে যার ৩০০০০ ভিউজ আছে। এবং সবাই এই ভিডিওটা কে কমপক্ষে এক মিনিটের জন্য দেখেছে। আপনার পেজে যদি এমন কোন ভিডিও থেকে থাকে তবে আপনি মনিটাইজেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনার মনিটাইজেশন এপ্রুভ হয়ে গেলে আপনি পরপর ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন। 



ফেসবুকের নীতিমালা 

ফেসবুকে আরেকটি নীতি যে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তা হচ্ছে ফেসবুকের নীতিবহির্ভূত কোন ভিডিও আপনি আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না। অর্থাৎ যৌন হয়রানি মূলক অথবা কোনো সাম্প্রদায়িক বিষয়কে উস্কে দেয় এমন ভিডিও বানানো থেকে দূরে থাকুন। এছাড়া যে ধরনের ভিডিও জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদির উপর ভিত্তি করে কোন ব্যক্তিকে আঘাত করে সে ধরনের ভিডিও কখনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হবে না। ফলে আপনি সামাজিক রুচিসম্পন্ন ভিডিও তৈরি করুন এবং সেখান থেকে আয় করুন। 



যেভাবে আয় করবেন ফেসবুক থেকে 

এতক্ষণ আমরা ফেসবুকের বিভিন্ন নিয়ম নীতি নিয়ে আলোচনা করেছি। যে নিয়ম-নীতি মেনে চলে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করতে পারবেন। আর ফেসবুক থেকে আয় করার প্রক্রিয়া খুব সহজ। এক্ষেত্রে ইউটিউব এর মতই আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আপনি আয় করতে পারবেন। আপনার পেজ মনিটাইজেশন এর জন্য সিলেক্ট হয়ে গেলে আপনি আপনার পছন্দমত বিজ্ঞাপনগুলো ভিডিওতে দেখাতে পারেন।


একই সাথে বিজ্ঞাপনগুলো আপনার ভিডিওর কোন কোন অংশে দেখানো হবে তাও সিলেক্ট করে দিতে পারেন। তবে ফেসবুক ভিডিওতে বিজ্ঞাপন ছাড়াও এর ভিউজ এর উপর ভিত্তি করে আপনাকে কিছু অর্থ দিয়ে থাকে। যদিও প্রতি ১০০০ ভিউজ এর জন্য অর্থ খুব সীমিত। কিন্তু ফেইসবুক একটি পেজ এ আপলোড করা ভিডিও নোটিফিকেশন ওই পেজের ফলোয়ার্স এর কাছে খুব সহজেই পৌঁছে দেয়। এর ফলে একটি ভিডিও ইউটিউব এর তুলনায় ফেসবুকে ভিউজ বেশি পায়। কাজেই ফেসবুক থেকে অ্যাড ব্রিকস ছাড়াও আপনি ভিউজ এর মাধ্যমে আয় করতে পারবেন অনায়াসেই। 

এখানে আমি ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করার পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করলাম। বর্তমান সময়ে অনেকেই ইউটিউব এর মত ফেসবুককে নিজেদের আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে। কাজেই আপনার মধ্যেও যদি এমন সৃজনশীল গুণ থেকে থাকে তবে আপনিও ভালো ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকে আপলোড করার মাধ্যমে আয় করতে পারবেন প্রচুর টাকা।  

ইনকাম করা ছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনি পাবেন জনপ্রিয়তা। কাজেই আপনার যদি কোন ভিন্নধর্মী ভিডিও তৈরীর পরিকল্পনা থেকে থাকে তবে তা ফেসবুকে আপলোড করার মাধ্যমে আপনি খুব সহজেই নিজের কথাগুলোকে মানুষের দ্বারেপৌঁছে দিতে পারবেন।