বর্তমানে সবচেয়ে লাভজনক ৫টি ব্যবসার আইডিয়া

৫ টি লাভজনক Business Idea সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নিন, আজকে আমাদের এই আর্টিকেল এর ভিতরে আমি আপনাদেরকে অফলাইন আর অনলাইন এর এই ৫ টি ব্যবসা এর আইডিয়া দিতে যাচ্ছি।

বর্তমানে সবচেয়ে লাভজনক ৫টি ব্যবসার আইডিয়া
বর্তমানে সবচেয়ে লাভজনক ৫টি ব্যবসার আইডিয়া


আপনাদের যদি শুধু খালি ব্যবসা করবার ইচ্ছা থাকে তা হলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবে না , কারন সবার আগে আপনাকে খুজে নেওয়া লাগবে বর্তমান সময়তে কোন ব্যবসাটাতে লাভ বেশি হয়ে থাকে আর সেই গুলো কিন্তু আপনাদেরকে জানা লাগবে। 


সময়ের সাথে সাথেই কিন্তু আপনাদের চোখ কান খোলা রেখেই তার পরে আপনাদেরকে আপনাকে ব্যবসায় করার জন্য মাঠে নামা লাগবে। আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পারবে যে অনেক মানুষেরাই আছে যারা আসলে বেশি পরিমানে টাকা টাকা খরচ করে ও কোন কিছুই না ভেবে এই তারা আসলে ব্যবসাতে মনোনিবেশ করে থাকেন। 


আর তার পরে , কিন্তু ব্যবসা এর যে ১ টা মূলধন সেটা কিন্তু তারা তার পরে তাদের ব্যবসা থেকে উঠাতেই পারেন না।


আর সেই জন্যই কিন্তু বর্তমান সময়তে সব থেকে লাভজনক ব্যবসা কোনটা সেটা আপনাকে আগে থেকেই সেই দিকে খেয়াল করা লাগবে নজর রাখা লাগবে। তা না হলে কিন্তু আপনারা যে কোন ব্যবসাই কর না কেনো আপনাদের সেই ব্যবসা হতে কিন্তু লস ক্ষতি হবার সম্ভাবনাটা থাকবেই থাকবে। ব্যবসা এর ধরন নানান রকমের হতে পারে কিন্তু।


বর্তমানে এখন কিন্তু আমাদের দেশে যুগ হল ডিজিটাল যুগ। তাই সকলেই কিন্তু ঘরে বসে এই ব্যবসা করবার চেষ্টা করে যাচ্ছে। আর তাই , আজকে আমাদের এই আর্টিকেল এর ভিতরে আমি আপনাদেরকে অফলাইন আর অনলাইন এর এই ৫ টি ব্যবসা এর আইডিয়া দিতে যাচ্ছি।


প্রথম এ আমরা আলোচনা অফলাইন ব্যবসা নিয়েই বিস্তারিত আলোচনা করব। যেই গুলো বর্তমান সময়তে সব থেকে লাভজনক ব্যবসা হিসাবে আমাদের দেশেতে চলছে। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি …


বর্তমানে
 সবথেকে লাভজনক ব্যবসা


মাস্ক বানিয়ে বিক্রি করতে পারেন :

করোনা ভাইরাস ( Corona Virus Covid 19 ) এই ভাইরাস এর প্রকোপ হতে নিজেদেরকে বাচানো এর জন্যই আর তার সাথে সকলে নিরাপদ থাকবার জন্যই কিন্তু এখণকার এই Covid 19 এর এই সময়তে এখন সবাই কিন্তু মাস্ক ব্যবহার করতেছেন। আর তাই কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে অসংখ্য মাস্ক ব্যবহার করার দরকার হচ্ছে।


তাই কিন্তু এই সুযোগ টাকে হাত ছাড়া কিন্তু আসলে অনেকেই করতেছেন না , অনেক এই এই Business টা করতেছেন। আর তাই আপনারা চাইলে ও কিন্তু মাস্ক বানিয়ে তার পরে বিক্রি করতে পারেন। বর্তমান সময়তে সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে কিন্তুএ ই মাস্ক বিক্রি করাটা। 


করোনা ভাইরাস Covid 19 যতদিনই না আমাদের দেশ হতে একেবারে চলে যাচ্ছে ঠিক তত দিনই কিন্তু আসলে চলতে থাকবে এই ব্যবসাটা। এখন কিন্তু সারা বাংলাদেশ বাংলাদেশ এর বাহিরে করনা ভাইরাস Covid 19 এর পরিমান কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমানেই বেড়েই যাচ্ছে। 


আপনাদের যদি মাস্ক তৈরী করবার মন মানসিকতা না থেকে থাকে তা হলে কিন্তু আপনারা যে কোন ১ টা ফ্যাক্টরি হতে মানে যে খানে এই মাস্ক বানায় সেই খান থেকে পাইকারী দামে কিনে নিয়ে তার পরে কিন্তু চাইলে এই ব্যবসা শুরু করে দিতে পারেন।


ঔষধের ব্যবসা শুরু করতে পারেন :

বর্তমানের এখন এই সময়তে সব থেকে লাভজনক ব্যবসা হচ্ছে কিন্তু এই ঔষধ এর ব্যবসা আর এটা কিন্তু অনেক জনপ্রিয় ১ টি ব্যবসা। কিন্তু এই খানে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে এই খানে স্থান, কাল এই সকল বিষয় বিবেচনা করেই আপনাদেরকে দোকান দেওয়া লাগবে।


মূলত এই সকল যে দোকান আছে সে গুলো কিন্তু আসলে আপনারা দেখ যে হসপিটাল এর সামনেতে এই কিন্তু আসলে বেশী বেচা কেনা হতে থাকে। আর এ ছাড়া ও প্রত্যেকটা এলাকাতে এই কিন্তু অনেক বড় বড় পাইকারী বাজার থাকে সেই খানে ও কিন্তু আপনারা যদি দোকান দিয়ে সেই খান এ ও কিন্তু ভালোই চলবে বেশ লাভবান হতে পারবে কিন্তু আপনারা। আর এই Business এ প্রচুর লাভ হয়ে থাকে। যা রেট লেখা থাকে সেই রেট এই বিক্রি করা যায়। এই Business এ ৫০% ই লাভ থাকে।


মনে করুন যে , আপনি ১০০০ টাকা এর ঔষধ কিনলে আপনি বিক্রি করবার পরে হবে আপনার ২০০০ টাকা। হে এটাই সত্যি কারন আমি না জেনে কোন তথ্য আমার এই ওয়েবসাইট এ শেয়ার করি না। আপনি ইচ্ছা করলে যারা ঔষধ বিক্রি করে তাদের কাছ থেকে জেনে নিতে পার , আমি একজন এর কাছে জিজ্ঞাস করেই আপনাদেরকে বললাম সে ও ঔষধ বিক্রি করে।


আর এই তথ্যটা আমি তার কাছ থেকেই পেয়েছি। আশা করি বুজতে পেরেছ যে এই কাজে কি পরিমানে লাভ হতে পারে। কিন্তু আপনাদেরকে এই ক্ষেত্রে অবশ্যেই প্রেসক্রিপশান এর ঔষধ এর বিসয়ে ভালো আইডিয়া থাকা লাগবে। আর যারা এই বিষয় নিয়েই লেখা পরা করেছো তাদের তো কোন সমস্যাই নেই কারন , তারা তো সবই জানো যে কোন রোগের জন্য কোন ঔষধ দিতে হবে রোগীকে।

 

টি শার্ট এর ব্যবসা করতে পারেন :

পাইকারি ব্যবসার আইডিয়া এটা কিন্তু অনেক আগে হতেই আসলে অনেকটাই জনপ্রিয় ১ টা ব্যবসা। কিন্তু এখন এই ব্যবসাটা অনলাইনেই বেশি পরিমানে হচ্ছে। আর সেই জন্য যে আপনারা এই ব্যবসা করলে লাভবান হতে পারবে না এই বিষয়টা কিন্তু আসলে ঠিক এমনটা ও না।


নিউমার্কেট, গাউসিয়া, পুরান ঢাকা এর ইসলামপুর আর গুলিস্তান হতে আপনারা পাইকারি দাম দিয়ে কিন্তু অনেক কম মূল্যের খুব ভাল মান এর যে সকল টি শার্ট আছে সেই গুলো পেয়ে যাবে। আপনারা চাইলেই কিন্তু এই ব্যবসাটি মাত্র ২০ হাজার টাকা দিয়েই শুরু করে দিতে পার।


জুয়েলারী ব্যবসা করতে পারেন :

লাভজনক ব্যবসা এর ভিতরেই কিন্তু এতা এটা ১টি ব্যবসা। হাত এর কাজ খুব ভাল জানা থেকে থাকলে কিন্তু আপনারা শুরু করে দিতে পার এই গয়না বিক্রি করবার ব্যবসা। 


অনেক উপাদান আর সামগ্রী সংগ্রহ করেই কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারেন অনেক অনেক আকর্ষনীয় মানের গয়না। এই ব্যবসাটা করতে খরচ খুব কম পড়বে আসলে আপনাদের জন্য। অল্প খরচেই কিন্তু আসলে অধিক লাভবান হতে পারবে এই জুয়েলারী ব্যবসা হতে।


দর্জির ব্যবসা শুরু করতে পারেন :

এই ব্যবসাটি আসলে অনেক পুরনো ১ টা ব্যবসা। সম্পুর্ণ ইউনিক ডিজাইন যদি আপনারা মেয়েদেরকে উপহার দিয়ে দিতে পারেন তা হলে কিন্তু দেখবে যে তারা আপনাদের দোকানেতে এসে এসে ভিড় করে ফেলবে। কাস্টমাদের অভাব হবেই না আপনার। 


আর যদি পুজো এসে যায় কিংবা ঈদ কোরবানি যায় তা হলে আর কোন কথাই নাই। অর্ডার পরে অর্ডার পেতেই থাকবেন।


তবে আপনারা ভালো ভালো ডিজাইন গ্রাহকদেরকে উপহার না দিতে পারেন তা হলে কিন্তু আপনাদেরকে কাস্টমার পাবার জন্য অনেক কস্ট হবে।


শহর এর অলি গলিতেই কিন্তু এখন অনেক এই এই ব্যবসাটা করতেছেন বেশ ভালো ই চলছে এই ব্যবসাটা। অনেক এ আছেন যারা আবার বাসায় প্রোডাক্ট রেখে তার পরে অনলাইনে বিক্রি করে থাকেন।