বিপদ এড়িয়ে চলতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হোন
আপনারা সবাই কমবেশি সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের সমস্যা সম্বন্ধে কমবেশি জানেন। কিন্তু আপনাদের আরও সতর্ক করার জন্য এবং বেশি করে জানানোর জন্য, আমি নিয়ে এসেছি এ সম্পর্কে আজ একটি বিস্তারিত পোস্ট।

আসক্তি শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আর আমাদের কাছে আসক্তি মানেই হচ্ছে কোন ধরনের ড্রাগস বা নেশাজাতীয় দ্রব্যগ্রহণ।
নেশা বা জুয়ার নেশা থাকলে আমরা নিজেরাই বুঝতে পারি এটা খারাপ, সবার কাছ থেকে সেটা আড়াল করার চেষ্টা করি।
কিন্তু যখন এমন কিছুর নেশায় আমরা আসক্ত হয়ে পড়ি, যা আমরা সেভাবে খারাপ বলে ভাবিনা, তখন সেটাই আমাদের সবচেয়ে বেশী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
যেমন, স্যোশাল মিডিয়া আসক্তি! স্যোশাল মিডিয়া বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া। সারাদিন আমরা আমাদের মূল্যবান সময়ের অধিকাংশ এখানেই ব্যয় করে থাকি।
কিন্তু সবসময় সেটা আমরা বুঝতেও পারিনা যে, এটা আমাদের কতটা ক্ষতি করছে। সময় নষ্ট ছাড়াও যে ক্ষতি আমাদের হয় বা হতে পারে, তা নিয়েই আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে।
চলুন প্রিয় পাঠক দেরী না করে মূল আলোচনায় যাওয়া যাক।
স্যোশাল মিডিয়া ব্যবহারে সতর্ক হোন -
১. না জেনে পেজ লাইক করা
এমন অনেক পেজ রয়েছে ফেসবুকে যার নামের সাথে তাদের ফেসবুক এক্টিভিটির কোন মিল নেই। অথবা এসব পেজ খোলা হয় কোন ব্যক্তি, জাতি, গোষ্ঠীর অপকারের জন্য, বিদ্বেষ ও হিংসা ছড়ানোর জন্য।
বিভিন্ন ইস্যু নিয়ে জনগণের মধ্যে বিশৃংখলা এবং অসন্তোষ সৃষ্টির জন্য। কিন্তু আমরা না জেনে বুঝেই তাদের সামান্য বিজ্ঞাপন অথবা কন্টেন্ট ভাল লাগলেই লাইক করে দেই।
তাদের কন্টেন্টে কমেন্ট এবং শেয়ার করে থাকি। আপাতদৃষ্টিতে এটা খুব সামান্য বিষয় হলেও তা আসলে অনেক বড় ভূমিকা রাখতে পারে। কারণ মহামারীতে আমাদের বেশিরভাগ কার্যক্রম, আবেগ প্রকাশের মাধ্যম হচ্ছে স্যোশাল মিডিয়া।
আর এখানে জনমত যেদিকে, যে পক্ষে সে পক্ষই বেশী লাভবান হবে। তাই যেকোন পেজ লাইক করার পূর্বে পেজের ডেসক্রিপশন পড়ুন, পেজের আগের পোস্টগুলো যাচাই করে নিন।
২. যেকোন কিছু শেয়ার করা
স্যোশাল মিডিয়া যেমন আমাদের দরকারী তথ্যগুলি খুব দ্রুত আমাদেরকে জানাতে পারে, তেমনি অনেক ভূয়া ও অসত্য খবরও খুব দ্রুত ছড়িয়ে দিতে পারে।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক্ষেত্রে কোন পক্ষ এককভাবে দায়ী নয়। আপনি হয়ত কোন অসুস্থ ব্যক্তির ছবি দেখে আবেগ-আপ্লুত হয়ে পোস্ট শেয়ার দিচ্ছেন।
কিন্তু ঘটনাটি হয়ত অনেক আগের, বা সমস্যাটির সমাধান হয়ে গেছে অথবা কেউ নিজের স্বার্থসিদ্ধির জন্য এভাবে পোস্ট করেছেন।
এটা বলা আমার উদ্দেশ্য নয় যে, কারো মানবিক আবেদনে সাড়া দেবেন না, কিন্তু অবশ্যই সাড়া দেওয়ার আগে যাচাই করে নিতে হবে। না হলে আপনার সাহায্য কোন সত্যিকার বিপদাপন্ন মানুষের কাজে না এসে তা কোন খারাপ মানুষের কাজে আসবে।
এছাড়াও অনেক জিনিস শেয়ার করলে তা অনেক ভুল তথ্য, নগ্নতা, চক্রান্ত এবং অন্যান্য ক্ষতিকর বিষয় জনগনের মধ্যে ছড়িয়ে দেয়। তাই শেয়ার করার পূর্বে সাবধান।
আরও পড়ুনঃ বাঁচতে চাইলে ফেসবুকে যে ৬টি তথ্য কখনোই শেয়ার করবেন না
৩. পণ্যের প্রচারনায় বিশ্বাস করা
মহামারী করোনার কারণে এখন সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালু রাখতে স্যোশাল মিডিয়ার সাহায্য নিচ্ছে। অনেক পরিচিত এবং অপরিচিত সব পণ্যের বিজ্ঞাপনই এখন স্যোশাল মিডিয়াতে পাওয়া যাবে।
কিন্তু যেহেতু আমরা পণ্যগুলো সামনা-সামনি দেখতে পাই না, তাই এখানে এক পণ্য দেখিয়ে অন্য নিম্নমানের পণ্য পাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ভালভাবে যাচাই-বাছাই না করে যেকোন পেজ থেকে পণ্য অর্ডার করা উচিত নয়।
অনেকেই এভাবে প্রতারণার স্বীকার হয়ে থাকেন, এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন গ্রাহকরা আর অন্যান্য সেলাররা সম্মানহানীর স্বীকার হন।
তাই অনলাইন কেনাকাটায় বিশ্বাসযোগ্য রিভিউ, অন্যান্যদের কমেন্ট, পেজের বয়স, এবং অন্যান্য বিষয় যাচাই করে পণ্য কেনাকাটা করুন। তাতে আর্থিক এবং মানসিক শান্তি পাবেন।
৪. অনলাইন জব
শিক্ষিত জনগোষ্ঠীর তুলনায় চাকরির সুযোগ কম থাকায়, এবং করোনা মহামারীতে অনেকেই কর্মহীন হয়ে পড়ায় চাকুরির সুযোগ এবং সার্কুলার মানেই আমাদের কাছে সোনার হরিণ।
এখন সবার টিউশনিও নেই। তাই হাত খরচ এবং অন্যান্য চাহিদা পূরণে চাকরির সবারই দরকার। আর স্যোশাল মিডিয়াতে প্রতিদিনই অনলাইন জবের চটকদার সব বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়।
যার মধ্যে ৮০% হচ্ছে প্রতারণা। আশ্চর্যের বিষয় হচ্ছে যেসব কাজের কথা বলে এড ফি নিয়ে জবের কথা বলে প্রতারণা করা হয়, বাস্তবে এ ধরনের কাজ করে আয় করা সম্ভব।
কিন্তু এসব ছাতার মত করে গজিয়ে ওঠা অনলাইন পেজগুলো লিগ্যালভাবে কাজ করিয়ে টাকা দিতে ইচ্ছুক নয়। তারা মানুষকে কাজের কথা বলে এড ফি নিয়ে প্রতারণা করে অনেকগুলো টাকা নিয়ে একসময় পেজ, গ্রুপ সবকিছু বন্ধ করে দিয়ে একসময় হাওয়া হয়ে যায়।
এতে করে আর্থিক ক্ষতিসহ মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। আবার অনেক জবেই কাজ করিয়ে নেওয়া হয় ঠিকই কিন্তু বিভিন্ন অদ্ভুত শর্ত ও বাহানায় স্যালারি দেওয়ার আগেই জব ডিসমিস করে দেওয়া হয় অথবা অনেক কম পেমেন্ট করা হয়।
এজন্য এ জাতীয় বিড়ম্বনা এড়াতে খুব বুঝেশুনে অনলাইন জবের জন্য এপ্লাই করা উচিত৷ কারণ বিশ্বাসযোগ্য কাজের ক্ষেত্রও এখানে রয়েছে।
রিভিউ, পেমেন্ট সিস্টেম, পেজ, পেজের চ্যানেল ইত্যাদি ভালভাবে দেখে যাচাই করে অনলাইন জবের জন্য চেষ্টা করা উচিত।
আরও পড়ুনঃ গান ও মুভি ডাউনলোড করুন কয়েকটি সেরা এপ্লিকেশন ও সাইট থেকে
৫. খবরের সত্যতা না জেনে মন্তব্য
এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে, যে কারো বিষয়ে যে কেউ যেকোন মন্তব্য করতে পারেন স্যোশাল মিডিয়ার মাধ্যমে। সবই এখন সাধারণ মানুষের নাগালে।
আর এগুলো করতে গিয়ে অনেক সময় সাইবার ক্রাইম, বুলিং পর্যায়ে চলে যায়। অনেকে দেশদ্রোহিতা বা অন্যদেশের সম্মানীয় কাউকে কটূক্তি করার মত অপরাধও করে ফেলেন।
যার ফল ভুগতে হয় সাইবার ক্রাইম মামলায় জড়িয়ে। এছাড়া বুলিং একটি সামাজিক অপরাধ, যা সামাজিক অপরাধ বৃদ্ধি করে। এ থেকে বাঁচতে নিজেদেরই সচেতন হতে হবে।
সুযোগ থাকলেও সবখানে অশোভন এবং অযৌক্তিক মন্তব্য করা যাবেনা। এছাড়া আজকাল খবরের লিংক দেখেই মন্তব্য করার মত একটি অসুস্থ মানসিকতার জন্ম হয়েছে, যা মূল খবর না জেনেই পরিবেশ উত্তপ্ত করে ফেলে।
এসব থেকে অবশ্যই নিজেদের বিরত রাখতে হবে। এছাড়া যেকোন মন্তব্যের জন্য আইডি হারানো, সাইবার ক্রাইমের অপরাধে জেল জরিমানা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারেন।
আরও পড়ুনঃ ইন্সট্রাগ্রাম বাজারে এনেছে ইন্সট্রাগ্রাম লাইট ভার্সন
শেষ কথা
স্যোশাল মিডিয়া আমাদেরকে পৃথিবীর যেকোন স্থানে থেকে পণ্য, খবর, মতামত, যোগাযোগ, ইত্যাদির সুবিধা প্রদান করেছে।
কিন্তু এটা হল আমাদের স্বাধীনতা, স্বাধীনতা পেয়ে যদি আমরা তা সঠিকভাবে নিজেদের কাজে না লাগাই তাহলে অনেকভাবে নিজেদের ক্ষতি হতে পারে।
তাই নিজেদের বুদ্ধি ও বিবেক প্রয়োগ করে স্যোশাল মিডিয়া ব্যবহার করতে হবে। এখানে প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার হিসাব করে করা উচিত।
যা খুশি করা হলে এখানে আপনি প্রতারিত ও হাসির খোরাক হবেন। পড়তে পারেন আইনি জটিলতায়। তাই স্যোশাল মিডিয়া ব্যবহারে সতর্ক হোন।
সুবিধাপ্রাপ্ত হোন, অসুবিধা এড়িয়ে চলুন। আপনি কতটা স্মার্ট তা আপনার স্যোশাল মিডিয়া একাউন্ট এক্টিভিটিও অনেকটাই প্রমাণ করে।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। পোস্টটির বিষয়ে কোন তথ্য জানানোর হলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।
আমরা অবশ্যই তথ্য জানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।