বোকা মানুষ চেনার ৫ টি সহজ উপায় ও তাদের লক্ষণ
আপনি কি মানুষ চিনতে পারছেন না? বোকা ও চালাক মানুষের তফাত বুঝতে পারছেন না? চিন্তা নেই, আমরা আপনাদের জানাবো কিভাবে মানুষ চিনবেন। আজ বোকা মানুষ চেনার উপায় সম্বন্ধে আপনাদের জানাবো।

আমরা সমাজে হাজারো রকম মানুষের সাথে ওঠা বসা করি। অনেকে হয়তো আমাদের পরিবার পরিজন, অনেকে বন্ধু বান্ধব, আবার অনেকে হয়তোবা এসব সম্পর্কের বাইরে। তো যেটাই হোক না কেনো, সকল মানুষের সাথে আমরা না বুঝে মিশলেও, বোকা ও বুদ্ধিমান মানুষদের চিহ্নিত করা ও সেটা বুঝে মেলামেশা করা আমাদের জন্য অত্যন্ত দরকারী।
তবে বুদ্ধিমান ও বোকা মানুষ কিভাবে চিনবেন? কিভাবে সহজেই মানুষ চেনা যায়? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বুদ্ধিমান মানুষ চেনার উপায়গুলো সম্বন্ধে আমাদের অন্য কোনো পোস্টে আলোচনা করবো।
আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বোকা মানুষদের আচার আচরণ নিয়ে। কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ বোকা, সেটাই আপনাদের আজ জানানোর চেষ্টা করবো। তো চলুন আর কথা বাড়িয়ে, মূল আলোচনায় চলে যাওয়া যাক।
বোকা মানুষ চেনার উপায় ও তাদের লক্ষণ:
১. বদমেজাজি
আপনারা হয়তো খেয়াল করলেই আপনাদের আশপাশে এমন অনেক মানুষজন দেখতে পাবেন, যারা অনেক অল্পতেই রেগে যান, যেকোনো কাজ কর্মে হুড়োতাড়া করেন এবং কোনো কাজে ধৈর্য্য ধারণ না করে সবসময় বেশি বেশি লাফালাফি করেন। এ ধরনের মানুষদের বলা হয় বদমেজাজি। এ ধরনের মানুষরা সবসময় অল্পতে রেগে যান, সবার সাথে দুর্ব্যবহার করেন।
এছাড়াও যেকোন কাজ তারা ধৈর্য্য সহকারে করেন না বা ধীরতা অবলম্বন করেন না। আপনারা যদি এমন মানুষ কখনো দেখতে পান, তাহলে বুঝে নেবেন সে একজন বোকা মানুষ। কারণ একজন চালাক মানুষ কখনোই বদমেজাজি বা অধৈর্য্যশীল হয়না।
আরও পড়ুন: পরীক্ষায় দ্রুত লেখার জন্য সেরা ৫ টি উপায় সম্বন্ধে জেনে নিন
২. কথোপকথন না শোনা ও রিঅ্যাক্ট করা
সমাজে এমন অনেক মানুষজন আছেন যারা সবসময় অন্যের কথা শুনতে পছন্দ করেন না। অর্থাৎ কেউ কোনো কথা বললে, সেটা সম্পূর্ণ না শুনেই, সে সম্বন্ধে কোনো একটা মন্তব্য করে বসেন বা খারাপ কথা বলে ফেলেন। অর্থাৎ পুরো কথা না শুনেই কোনো একটি বিষয় বা মানুষ সম্বন্ধে কমেন্ট করেন এবং নিজের মতামত দিয়ে দেন।
কিন্তু যারা বুদ্ধিমান মানুষ, তারা সবসময় অন্যের কথা মন দিয়ে শোনেন এবং কথা শেষ হলে তারপর ভেবে চিন্তে যেকোনো বিষয়ে মতামত দেন বা সিদ্ধান্ত দেন। কিন্তু যারা এর ব্যতিক্রম, তাদের কেউই পছন্দ করে না এবং সবার কাছে এরা বোকা বলে বিবেচিত হন।
৩. অহংকার করা
আমরা নিশ্চয়ই সমাজে অনেক ধরনের মানুষ দেখে থাকি, যারা তাদের যেকোনো ভালো বা উন্নত দিক সমূহ নিয়ে গর্ব করে বেড়ান বা সেগুলো সবার কাছে তুলে ধরেন ও অন্যদের ছোট করেন। এ ধরনের ব্যক্তিদের বলা হয় অহংকারী। আর যারা অহংকারী, তারা সবার কাছেই অপছন্দের পাত্র।
কেননা যেসব মানুষ নিজের বাড়ি, গাড়ি, টাকা বা ক্ষমতার বড়াই করে বেড়ায় এবং অন্যদের গুরুত্ব দেয়না বা ছোট করে দেখে, তারা সমাজে সবার কাছেই অপছন্দের পাত্র হিসাবে বিবেচিত হয় এবং কেউই তাদের ভালো চোখে দেখেনা। তাই নিঃসন্দেহে এ ধরনের মানুষরা বোকা।
আরও পড়ুন: স্মার্টফোনের মাধ্যমে টাকা আয়ের জন্য যে বিষয়গুলো জানা আবশ্যক
৪. বেহিসাবি টাকা খরচ করা
সমাজে এমন অনেক মানুষ হয়তো আপনারা দেখে থাকবেন, যারা টাকা পয়সা অপ্রয়োজনে এবং অধিক পরিমাণে ব্যয় করেন। অর্থাৎ ধরুন অপ্রয়োজনে বাড়ি গাড়ি কেনা, রেস্টুরেন্টে যাওয়া, হাতে টাকা পেলেই কোনো কিছু সঞ্চয় না করে সব খরচ করে ফেলা, প্রয়োজনের অধিক অর্থ ব্যয় করা হলো বোকামির লক্ষণ।
যারা বুদ্ধিমান, তারা সবসময় সঠিকভাবে অর্থের ব্যবহার করে থাকেন। অর্থাৎ কৃপনও নন আবার অপচয়কারীও নন। অর্থাৎ প্রয়োজনমতো অর্থ ব্যয় করেন। আর যারা অপচয় করেন, তারা হলেন বোকা। কারণ অর্থ হিসাব অনুযায়ী ব্যবহার না করলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে, এটা না বুঝে বেহিসাবি টাকা নষ্ট করা অবশ্যই বোকামি।
৫. আগের ভুল থেকে শিক্ষা না নেয়া
সমাজে এমন অনেক মানুষ হয়তো দেখে থাকবেন, যারা আগে কোনো একটা ভুল করে, তার জন্য অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা নেয়না এবং বারংবার একই ভুল করে যায়।
যেমন ধরুন, একজন মানুষ যদি একবার খুন করে জেল খাটে, এবং সাজা খেটে এসে পুনরায় আবার খুন করে, তাহলে তাকে আপনি বোকা ছাড়া আর কি বলবেন? এরকম ব্যক্তিদের যতই বোঝান না কেনো, এরা কখনোই সতর্ক হয়না এবং বারংবার ভুল কাজ বা অপরাধ করতে থাকে।
তাই এধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এ ধরনের মানুষরা সাধারণত অপরাধী ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে থাকে। এদের কেউই পছন্দ করেনা এবং সবাই তাদের ঘৃণা করে। আর অবশ্যই তারা এককথায় বোকা মানুষ, এটা বলাই বাহুল্য। সবার উচিত, কখনো কোনো একটি ভুল হয়ে গেলে, সেটা থেকে শিক্ষা নিয়ে শুধরে যাওয়া, পুনরায় সেই ভুল আর কখনোই করা উচিত নয়।
আরও পড়ুন: ফেসবুক পোস্টে বেশী লাইক কমেন্ট পাওয়ার কৌশলসমূহ
উপসংহার
তো সুপ্রিয় পাঠকগণ, এই ছিল বোকা মানুষ চেনার কিছু উপায় ও তাদের কিছু লক্ষণ নিয়ে আমাদের আজকের পোস্ট। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং বোকা মানুষ চেনার জন্য কাজে আসবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন।
এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!