ব্যাংক লোন নিচ্ছেন ? তাহলে জেনে নিন এর বিস্তারিত তথ্য

আমাদের আজকের আয়োজন ব্যাংক ঋণ বা লোন, আসুন জেনে নেই কিভাবে পাওয়া যাবে এই ব্যাংক ঋণ বা  লোন এবং  ঋণ বা লোন গ্রহণ করার আগে আমাদের কি কি বিষয় জানা জরুরি তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আপনাদের সামনে ।

ব্যাংক লোন নিচ্ছেন ? তাহলে জেনে নিন এর বিস্তারিত তথ্য
ব্যাংক লোন নিচ্ছেন ? তাহলে জেনে নিন

আমরা সাধারণত যে কোনো জরুরি আর্থিক প্রয়োজন পূরণ করার জন্য ঋণ বা লোন আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি । এই লোন বা ঋণ গ্রহণ করার জন্য আমাদের উচিত আগে এর শর্ত গুলির ভালো করে যাচাই বাছাই করে দেখা এবং লোন গ্রহণ করতে হলে এটি খুবই জরুরি । আর্থিকভাবে একটু অনিরাপদবোধ বা হঠাৎ প্রয়োজনে আমরা সাধারণত ব্যাংক থেকে ঋণ বা লোন নেয়ার কথা চিন্তা ভাবনা করি । ঋণ বা লোন আমাদের আর্থিক অস্বচ্ছলতার নিরাময় করার জন্য খুবই সহজ ও সুন্দর সমাধান।



মনে করেন আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারছেন না খুব সমস্যা হচ্ছে , বিয়ের খরচ মেটাতে গিয়ে হিম সিম খেতে হচ্ছে , ব্যবসা করছেন হঠাৎ করেই অর্থ প্রয়োজন হল , বাড়ি করবেন কিন্তু অর্থ সংকটের কারণে পারছেন না ,
এক্ষেত্রে আপনার কাছে একটি উপায় আছে সেটা হলো ঋণ বা লোন। সরকারী এবং বেসরকারী প্রায় সব ধরনের ব্যাংকই আপনাকে ঋণ বা লোন সুবিধা দিবে। সেক্ষেত্রে ব্যাংক প্রথমেই যাচাই করবে আপনার ক্রেডিটের পরিমাণ এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধের হিস্টরি।


আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো ভালো জিনিসের যেমন পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তেমনি ঋণ বা লোনের ও কিছু খারাপ দিক আছে। লোন আপনাকে খুব খারাপ সময়ে আর্থিক সহায়তা প্রদান করবে ঠিক তেমন আপনার কাছ থেকে অতিমাত্রার সুদ বা মুনাফা ও নিবে।

আর তাই আমাদের জানা উচিত ঋণের খরচ কি, ঋণ কি কি মেয়াদে হয়, লেট পেমেন্ট ফাইন , বিভিন্ন ধরনের চার্জ ইত্যাদি।

ঋণ বা লোন এর আবেদন করার আগে অবশ্যই আপনার ক্রেডিট স্কোর জেনে নেয়া প্রয়োজন , প্রায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান ঋণ বা লোন সেবা প্রদান করার আগে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর যাচাই করে, এই ক্রেডিট স্কোর ঋণ গ্রহীতার ঋণ গ্রহন করার যোগ্যতা এবং পরিশোধ করার পরিমাণ নির্ধারণ করে । ঋণ বা লোনের আবেদনের ক্ষেত্রে ব্যাংক শুধুমাত্র একটি নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের চিহ্নিত করে যারা আয়কৃত অর্থের মাধ্যমে খুব সহজে সময় অনুযায়ী ঋণ বা লোন পরিশোধ করতে পারবে ।


ক্রেডিট স্কোর যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল করে দেওয়া হতে পারে। যেহেতু ক্রেডিট স্কোর প্রতি মাসেই পরিবর্তিত হয়ে থাকে তাই ঋণ বা লোন এর জন্য আবেদন করার আগে সেটা আপনারা অবশ্যই জেনে নিন কারণ জেনে নেওয়াটা আপনার জন্যই দরকার। যেকোনো ওয়েবসাইট থেকে শুধু মাত্র ইন্টারনেট ব্যবহার করে আপনি সেটি জেনে নিতে পারেন ।

আর্থিক অনটনের জন্য ঋণ বা লোনই আমাদের সবচেয়ে উপকারি এবং সহায়তা প্রদান করে থাকে । মনে রাখবেন ব্যাংক বিচার বিবেচনা যাচাই বাছাই না করে আপনাকে আর্থিক সহায়তা দিবে না । ঋণ বা লোন দেওয়ার আগে ব্যাংক দেখবে আপনাকে আর্থিক সহায়তা প্রদান করে ব্যাংকের কতটা লাভ হবে। এজন্য ঋণ বা লোন গ্রহণ করার আগে কয়েকটা ব্যাংকে ভালোভাবে খোঁজ নিন এবং বিবেচনা করে দেখুন কোনটি আপনার কাছে অধিক সুবিধা জনক এরপর ঋণ বা লোন গ্রহণ করতে পারেন । যাচাই বাছাই না করে কখনো ঋণ গ্রহণ করা ঠিক হবে না কারণ বিভিন্ন ব্যাংক বিভিন্ন পরিমাণে সুদ বা মুনাফা নিয়ে থাকে । 

দেখা যায় অনেক সময় গ্রাহকের চাকরীর উপর ভিত্তি করে ব্যাংক ঋণ প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। লোনের ফর্মটা পূরণ করার আগে এমন ভাবে পড়ে দেখতে হবে যাতে কোন একটা অপশনও বাদ না যায়।



সুদের হার ও ঋণের মেয়াদ :

ঋণ বা লোন গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে এর সুদের হার অন্যান্য সব ধরনের মুনাফার তুলনায় অনেকটাই বেশি এজন্য অধিকাংশ ক্ষেত্রে জামানত প্রদান কারী ছাড়াই প্রথম বার ঋণ দেওয়া হয়।

ব্যাংক সর্বদাই গরে ১১ শতাংশ এবং ১৬ শতাংশের মধ্যে সুদ বা মুনাফা নিয়ে থাকে। এজন্য কোনভাবেই সুদের হারের ব্যাপারে নিশ্চিত না হয়ে আবেদন করা যাবে না আগে নিশ্চিত হয়ে তবেই আবেদন করতে পারেন ।

ব্যাংক ঋণ বা লোন গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই জানা প্রয়োজন সুদের হার এবং ঋণের মেয়াদ ই এম আই এর উপর প্রভাব ফেলতে পারে। দীর্ঘ মেয়াদী ঋণ মানেই সহজ ই এম আই. অন্যদিকে স্বল্পমেয়াদি ঋণে সুদের হার ও অনেক টাই  কম। ক্রেডিট স্কোর ভালো থাকলে সুদের হারের ওপরে আকর্ষণীয় ছাড় পেতে পারেন।



প্রসেসিং চার্জ :

এই ধরনের চার্জগুলিকে অনেক সময়ই এরিয়ে চলি বা গুরত্ব দেই না কিন্তু এই চার্জ এর পরিমাণ ঋণের সমানও হতে পারে। কাজেই ঋণের সাথে যুক্ত চার্জ সম্পর্কে ভালো ভাবে ধারণা রাখুন।



লেট পেমেন্ট চার্জ :

লেট পেমেন্ট করার ক্ষেত্রে বেশ ভালো পরিমাণ জরিমানা ব্যাংক কে প্রদান করতে হয় কখনও কখনও তা প্রায় ই এম আই এর ৫% থেকে ১০% পর্যন্ত হতে পারে ।



প্রি পেমেন্ট এবং ফোরক্লোসার চার্জ :

অনেক কেই হঠাৎ জরুরী টাকার প্রয়োজনীয়তার কারণে ঋণের পথ বেছে নেয় যার মানে তারা সময় মতো ঋণের অংশ অনেকটাই পরিশোধ করতে সক্ষম হয়ে থাকে । এমতাবস্থায় আপনার গৃহীত ঋণটি প্রি পেমেন্ট বা প্রি ক্লোজ করতে চান তবে সেই অপশন সেই ব্যাংক এর কাছে আছে কিনা তা যাচাই করে নিন কারণ অনেক ঋণদাতারা এর জন্য একটি বড় এমাউন্টের ফী চার্জ করে। ব্যাংক কর্মকর্তা এর ক্ষেত্রে অবশ্য বিনামূল্যে এই সুযোগ পাওয়া যায় ।


আপনার সুবিধা এর জন্যই আমাদের এই লোন সম্পর্কে আলোচনা । আমাদের দেয়া তথ্য অনুযায়ী আপনাদের সামান্য উপকার হলেও আমাদের কষ্ট সার্থক হবে ।