ব্লগিং শুরু করার জন্য ৩ টি সেরা প্ল্যাটফর্মের সম্বন্ধে জেনে নিন
আপনারা কি ব্লগিং শুরু করতে চাচ্ছেন? কিন্তু সঠিক প্ল্যাটফর্ম খুজে পাচ্ছেন না? বিনিয়োগের অভাব কিংবা গাইডলাইন পাচ্ছেন না? চিন্তা নেই, আমি আজ আপনাদের দেখাবো সবচেয়ে ভালো ও বিনামূল্যের ৩ টি ব্লগিং প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য।

আপনারা অনলাইন জগতে যারা ওঠাবসা করেন, তারা অনেকেই হয়তো ব্লগিং এর সাথে যুক্ত আছেন। কেউ প্রত্যক্ষভাবে আবার কেউবা পরোক্ষভাবে। আপনারা প্রতিনিয়ত হয়তো বিভিন্ন জনপ্রিয় ব্লগ সাইটের নিউজ, অনলাইন বিজ্ঞপ্তি দেখে থাকেন।
আর হয়তো মনে মনে ভাবেন যে, ব্লগিং যদি নিজেই শুরু করা যেতো, কতই না ভালো হতো। এরকম হওয়াটা খুব স্বাভাবিক, কারণ ভালো কোনো জিনিস দেখলে আমাদের আগ্রহ সেদিকে যাবে, এটাই চিরন্তন সত্য।
তাই আমরা অনলাইনে হয়তো ব্লগিং সম্বন্ধে ভালো তথ্য শুনে, কারও সফলতা দেখে, বা নিজের আগ্রহ থেকেই হয়তো ব্লগিং শুরু করতে চাই, কিন্তু কথা হচ্ছে কিভাবে শুরু করবো? কোথা থেকে শুরু করবো? আমাকে গাইড কে করবে? আমার কাছে তো বিনিয়োগ করার মতো টাকা নেই, তাহলে কিভাবে করবো? অথবা কোন প্র্যাটফর্ম থেকে শুরু করবো? এরকম হাজারো প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে।
তাই এসব প্রশ্নের সমাধান করতেই আজ আপনাদের মাঝে আমি চলে এসেছি।
আজ আমি আপনাদের এমন কিছু বিনামূল্যের প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনাদের জানাবো, যেখানে আপনারা ব্লগিং শুরু করতে পারবেন কোনো বিনিয়োগ এবং কোনো ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা বা জ্ঞান ছাড়াই। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।
আরও পড়ুন: Google Trends আসলে কি? কিভাবে Google Trends ব্যবহার করবেন?
ব্লগিং শুরু করার জন্য কিছু সেরা প্ল্যাটফর্ম:
১. Wordpress
আমার মতে, ব্লগিং এর কার্যক্রম শুরু করার জন্য সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হলো Wordpress। এই প্ল্যাটফর্মে আপনি সবচেয়ে ভালো সব ফিচার ও ইউজার ইন্টারফেসগুলো ব্যবহারের সুযোগ পাবেন, তাও ফ্রিতে। হ্যা, ঠিকই শুনছেন, কোনো ফ্রি ট্রায়াল নয়, Wordpress সম্পূর্নই একটি ফ্রি প্ল্যাটফর্ম যেখানে কোনো টাকা ছাড়াই আপনি সকল সুবিধা ব্যবহার করতে পারবেন।
ব্লগিংয়ের জন্য যদি ১০ টি সেরা শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে থাকে, তার মধ্যে একটা হলো এই Wordpress প্ল্যাটফর্ম। আপনি লাইফটাইম এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্পূর্ন বিনামূল্যে ব্লগিং করতে পারবেন।
আপনি ভাবতে পারেন হয়তো তাহলে সেবার মান ভালো হবেনা, কিন্তু মোটেও তা নয়। আপনি সম্পূর্ন ভালো সার্ভিসই এখান থেকে পাবেন আর ট্র্যাফিক ও স্পীড নিয়ে চিন্তার কোনো কারণই নেই।
এখানকার সকল সুবিধাই খুব মানসম্মত, আপনাকে শুধু একটি নতুন একাউন্ট খুলে, সব কিছু নিজের মতো সাজিয়ে, ব্লগিং শুরু করতে হবে। অনেক রকম সার্ভিস এখানে পাওয়া যায়, যেগুলো অন্য সাইটে মূলত পে করে ব্যবহার করতে হয়।
এখানে ফ্রি প্ল্যানের পাশাপাশি ৪$-৫০$ মূল্যের পেইড প্ল্যান রয়েছে, তবে সেগুলো কিনবেন নাকি সেটা সম্পূর্ন আপনার ব্যক্তিগত বিষয়। এখানে সকল ফিচার ও ডিজাইনিং অপশনগুলো খুব ভালো, ব্লগ কাস্টমাইজিং ফিচারগুলোও খুব চমৎকার।
এসব সুবিধাগুলো আপনার জন্য অপেক্ষা করছে, যদি ব্লগিং শুরু করতে চান, তাহলে যোগ দিন এখনি
২. Medium প্ল্যাটফর্ম
Medium হচ্ছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ব্লগিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম মূলত প্রাথমিক লেভেলের ব্লগারদের জন্য, যারা এই পেশায় সম্পূর্ন নতুন। এখানে আপনাকে সফলতা পেতে হলে অবশ্যই পোর্টফোলিও প্রস্তুত করতে হবে, অর্থাৎ অনেকগুলো কাজের সমন্বয় বা অনেক দিকে আপনাকে নজর রাখতে হবে।
এখানে ব্লগিং শুরু করা খুবই সহজ, আপনি শুধুমাত্র ফেসবুক বা গুগল একাউন্ট দ্বারা লগইন করেই এখানে ব্লগিং শুরু করতে পারবেন। এখানে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি ট্রায়াল পাবেন, তারপর থেকে মাসে ৫$ করে আপনাকে পেমেন্ট করতে হবে।
এখানে আপনি খুব সহজ নিয়মেই আপনার ব্লগে লেখা প্রকাশ করে উপার্জন করতে পারবেন।
এখানে পোস্ট প্রস্তুত করা ও প্রকাশ করা খুবই সহজ, আপনি আপনার মতো পোস্ট প্রস্তুত করে এখানে প্রকাশ করে আয় করা শুরু করতে পারবেন। আর যদি নিয়মিত সাবস্ক্রাইবাররা আপনার লেখা পছন্দ করেন, তাহলে তারা নিয়মিত আপনার ব্লগ ভিজিট করবে এবং আপনার আয়ও বাড়তে থাকবে।
আপনাকে এখানে, ব্লগের পোস্ট ভিউ, বিজ্ঞাপন থেকে আয়, ট্র্যাফিক ড্রাইভ করা, ওসব কিছু নিয়েই মাথা ঘামাতে হবেনা। শুধুমাত্র আপনার কন্টেন্ট কোয়ালিটিই এখানে আপনাকে গড়ে দিতে পারবে।
এখানে সাইট হোস্ট করাও যথেষ্ট সহজ, সাথে পোস্ট এডিট করার ফিচারগুলোও অনেক চমৎকার। আপনি খুব সহজেই আপনার লেখা প্রস্তুত করে পাবলিশ করতে পারবেন।
আরও পড়ুন: কেন Telegram মেসেঞ্জার অন্যদের থেকে আলাদা? জানুন এর দারুণ কিছু ফিচার
৩. Blogger প্ল্যাটফর্ম
Blogger.com হচ্ছে একটি মারাত্নক সুবিধাজনক ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আজীবন কোনো বিল ছাড়া ব্লগিং করার সুবিধা পাবেন। এখানে আপনাকে ব্লগিং এর সূচনা করতে শুধুমাত্র একটি গুগল একাউন্ট এর প্রয়োজন পড়বে।
আপনি এখানে কোনো ধরনের পেমেন্ট বা অতিরিক্ত সময় নষ্ট না করেই, কয়েক মিনিটের মধ্যে আপনার হোস্ট করা ব্যক্তিগত ব্লগ বানিয়ে ফেলতে পারবেন।
আর মনে রাখবেন, এই সেবা সম্পূর্ন গুগল এর প্রস্তুতকৃত, তাই সেবার মান কেমন হবে সেটা বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা হবেনা।
Blogger.com এর ইউজার ইন্টারফেস খুব সুন্দর, এখানে ব্যবহৃত থিম, ডিজাইনিং এবং কাস্টমাইজেশন সুবিধাগুলো মোটামুটি মানসম্মত, তবে খুব আপডেটেডও নয়, মোটামুটি চলে যাওয়ার মতো।
এখানে আপনি পাবেন বিনামূল্যে ডোমেইন সেট করার সুবিধা, যেটা হয়তো খুব রেয়ার একটি ব্যবস্থা সকল প্ল্যাটফর্ম এর তুলনায়।
আপনি এখানে মোটামুটি নতুন ব্লগার হিসাবে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবেন, এবং আপনার আত্নবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট হবে এটা নিশ্চিতভাবে বলা যায়।
আরও পড়ুন: মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সেরা ৫ টি এক্সটেনশন এর তালিকা
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো ব্লগিং শুরু করার জন্য সেরা ৩ টি প্ল্যাটফর্ম এর বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে।
ব্লগিং শুরু করতে চাইলে অবশ্যই এই প্ল্যাটফর্মগুলোর সহযোগিতা নিতে পারেন। আপনারা চাইলে পোস্টটি ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন।
এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!