ভারতের সেরা ক্রেডিট কার্ড সম্বন্ধে জেনে নিন

আপনি কি একজন আন্তর্জাতিক ব্যাংকিং গ্রাহক? আন্তর্জাতিক সব কার্ডগুলো সম্বন্ধে জানতে চান? চিন্তা নেই আমরা আছি আপনার সাথে। একে একে জানাবো অনেক দেশের কার্ডগুলো সম্বন্ধে। আজ জেনে নিন ভারতীয় সবচেয়ে জনপ্রিয় ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে।

ভারতের সেরা ক্রেডিট কার্ড সম্বন্ধে জেনে নিন
ভারতের সেরা ক্রেডিট কার্ড সম্বন্ধে জেনে নিন

ক্রেডিট কার্ড নিয়ে আমাদের জানার শেষ নেই। ক্রেডিট কার্ডের আবেদন, ব্যবহারের নিয়ম, চার্জ, বিভিন্ন অন্যান্য বিষয়াবলী জানার পর এখন আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সম্বন্ধে জানা।


আর আমরা এই ধারা অব্যাহত রাখারই চেষ্টা করে যাচ্ছি। ক্রেডিট কার্ডের আন্তর্জাতিক বিষয়াবলীতে আমরা আমাদের গত পোস্টে আমেরিকা এবং বাংলাদেশের সবচেয়ে সেরা ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে জেনেছি।


সেই ধারা বজায় রেখে আজ আমরা জানবো ভারতীয় ক্রেডিট কার্ড সম্বন্ধে। যেহেতু ভারত আমাদের হোম কান্ট্রি, সেহেতু এখানকার ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে জানা আমাদের অবশ্যই উচিত।


তাই আজ আমি আপনাদের ভারতের সেরা ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে আজ জানাতে চলেছি। তো চলুন আর দেরি না করে সোজা মূল আলোচনা শুরু করা যাক।


ভারতের ক্রেডিট কার্ড সম্বন্ধে কিছু কথা :

ভারতে ক্রেডিট কার্ড ব্যাপকভাবে প্রচলিত। নগদবিহীন লেনদেন গড়ে তোলার লক্ষ্যে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।


তাদের ব্যাপক পরিমাণ প্রচলিত কার্ডের থেকে আমরা আজ সেরা কিছু ক্রেডিট কার্ডের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো।


আমরা জনপ্রিয়তার ভিত্তিতে, ব্যবহারের ভিত্তিতে এবং সেবা ও অন্যান্য সুবিধার ভিত্তিতে আমাদের তালিকা প্রস্তুত করেছি।


আপনারা আপনাদের সুবিধামতো এগুলো কাজে লাগাতে পারেন অথবা চাইলে এখান থেকে তথ্য নিয়ে আবেদন করে দরকারী কার্ড ব্যবহারও শুরু করতে পারেন।

ক্রেডিট স্কোর কি? কীভাবে আপনার ক্রেডিট স্কোর বাড়াবেন? জানুন

ক্রেডিট কার্ড ব্যবহারের ৬টি বড় ভুল ও তার সমাধান

ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য কি?

ক্রেডিট কার্ড আসলে কি? কিভাবে আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন?

ভার্চুয়াল ক্রেডিট কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন?


তাহলে চলুন এখন জেনে নেয়া যাক ভারতের বর্তমান সবচেয়ে জনপ্রিয় ক্রেডিট কার্ডের তালিকা সম্বন্ধে:


ভারতের ৮ টি সেরা ক্রেডিট কার্ড :

১. HSBC Visa Platinum Credit Card

২. Citi Cashback Card

৩. IndianOil Citi Credit Card

৪. HDFC Freedom Credit Card

৫. Yatra SBI Credit Card

৬. HDFC Bank Diners Club Black Card

৭. Induslnd Bank Platinum Card

৮. Axis Bank Neo Credit Card


এই ক্রেডিট কার্ডগুলো এখন ভারতীয় আর্থিক বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই কার্ডগুলোর জয়েনিং ফি ০-৫০০ রুপির মতো আর বার্ষিক ফি হচ্ছে ০-১০০০০ রুপি অব্দি।


মূলত কার্ডের মান এবং সুযোগ সুবিধা অনুযায়ী এই হার বা অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।


ভারতের ক্যাটাগরি ভিত্তিক সেরা ক্রেডিট কার্ড :

১. Yatra SBI Credit Card: এই কার্ড মূলত ভ্রমণ, ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে সেরা সেবা দিয়ে থাকে।


২. YES Prosperity Edge Credit Card: এই ক্রেডিট কার্ড মূলত জাহাজ ভ্রমণ অর্থাৎ লাউঞ্জ এক্সেস এবং রিওয়ার্ড এর দিক থেকে সেরা।


৩. HSBC Visa Platinum Credit Card: এই ক্রেডিট কার্ড হচ্ছে ভ্রমণ, ডাইনিং বা হোটেল এবং মুভির জন্য সেরা সেবা প্রদানকারী।


৪. Induslnd Bank Platinum Credit Card: এই কার্ডটি একটি অবিশ্বাস্য রকম কার্ড। কারণ এই কার্ড আজীবন ব্যাপী চার্জ ফ্রি সেবাদান করে থাকে।


. Citi Cashback Card: এই ক্রেডিট কার্ড মূলত উচ্চ হারের ক্যাশব্যাক রিওয়ার্ডের জন্য জনপ্রিয়।


৬. IndianOil Citi Credit Card: এই কার্ডটি গাড়ি বা মোটরের ফুয়েল সার্ভিসের জন্য বিশেষ উপযোগী।


৭. Axis Bank Neo Credit Card: এই কার্ডটি ক্যাশব্যাক, হোটেল এবং মুভি টিকিটের কেনাকাটায় বিশেষ সুবিধা দিয়ে থাকে।


৮. HDFC Bank Diners ClubMiles Card: এই ক্রেডিট কার্ড শুধুমাত্র লাউঞ্জ অর্থাৎ জাহাজ ভ্রমণ সুবিধার জন্য সেরা।


৯. Citi Rewards Credit Card: রিওয়ার্ড পয়েন্টস প্রদানের ক্ষেত্রে সেরা।


১০. Induslnd Bank Platinum Aura Edge Credit Card: এই কার্ডটি মূলত বহুমুখী সেবা প্রদানকারী। ভ্রমণ, ডাইনিং হোটেল অফারের পাশাপাশি রয়েছে লাইফস্টাইল মার্কেটে কেনাকাটার ক্ষেত্রেও বিশেষ সুবিধা।


ভারতীয় ক্রেডিট কার্ডগুলোর সুবিধাবলী (সংক্ষেপে) :


১. Indian Oil Citi Credit Card

i) বার্ষিক ৩০০০০ রুপির নিচে ব্যয় করলে থাকছে বার্ষিক ফি মওকুফের ব্যবস্থা।

ii) প্রতি ১৫০ রুপির ফুয়েল ক্রয় করলে পাওয়া যাবে ৪ টারবু পয়েন্টস যা পরে রিডিম করা সম্ভব।

iii) যেকোনো সুপারমার্কেট বা মুদি দোকানে প্রতি ১৫০ রুপি ব্যয়ে থাকছে ২ টারবু পয়েন্ট এবং অন্যান্য সকল কেনাকাটায় প্রতি ১৫০ রুপিতে ১ টারবু পয়েন্ট।


২. HDFC Freedom Credit Card

I) গ্রোসারি, হোটেল, মুভি টিকিট, রেলওয়ে এবং ট্যাক্সি বুকিংয়ে পাচ্ছেন ৫ গুণ বেশি রিওয়ার্ড পয়েন্টের সুবিধা।

ii) নিজের জন্মদিনে গ্রাহক পাবেন সকল খরচে ২৫ গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট

iii) নির্দিষ্ট জায়গা থেকে শপিংয়ে পাচ্ছেন ১০ গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট

iv) বছরে ৫০০০০+ রুপি ব্যয়ে পাচ্ছেন নবায়ন ফি মওকুফের সুযোগ

v) প্রারম্ভিক বোনাস হিসাবে গ্রাহক পাবেন ৫০০ রিওয়ার্ড পয়েন্ট


৩. Yatra SBI Credit Card

i) প্রারম্ভিক বোনাস হিসাবে গ্রাহক এখানে পাবেন ৮২৫০ রুপির ভাউচার বোনাস।

ii) বছরে ১ লাখ রুপি ব্যয়ে থাকছে বার্ষিক ফি মওকুফের সুযোগ

iii) Yatra তে প্রতি ৩০০০০ রুপি ব্যয়ে থাকছে ৫০০ রুপির ডিস্কাউন্ট ভাউচার

iv) অন্যান্য খুচরা দোকানে প্রতি ১০০ রুপি ব্যয়ে থাকছে ১ রিওয়ার্ড পয়েন্ট


৪. HSBC Visa Platinum Card

i) প্রারম্ভিক ৯০ দিনে কার্ড ব্যবহারে থাকছে সকল খরচের উপর ১০% ক্যাশব্যাক(শর্ত প্রযোজ্য)

ii) প্রতি ১৫০ রুপি ব্যয়ে থাকছে ২ রিওয়ার্ড পয়েন্ট

iii) মাসে ৫০০০০ রুপি ব্যয়ে থাকছে ৫০০ রুপির মুভি ভাউচার

iv) এক বছরে যদি গ্রাহক ৪০০০০০ রুপি ব্যয় করেন, তাহলে সকল লেনদেনে পাবেন ৫ গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট


৫. Citi Cashback Card

i) সর্বোচ্চ ২০০০ রুপি অব্দি Contactless পেমেন্ট করার সুবিধা থাকছে (পিন ছাড়াই লেনদেন)

ii) মুভি টিকিট এবং ফোন বিল করলে থাকছে ৫% ক্যাশব্যাক সুবিধা

iii) অন্য সকল খরচে থাকছে ০.৫% ক্যাশব্যাক সুবিধা

iv) নির্দিষ্ট সকল রেস্টুরেন্টে থাকছে ২০% সঞ্চয়ের সুবিধা


শীর্ষ ৫ টি কার্ডের সংক্ষিপ্ত তথ্য আমাদের লিস্টে প্রকাশিত হলো। আশা করি এগুলো থেকে আপনারা ভারতের শীর্ষ ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে ভালো ধারণা পাবেন।


শেষ কথা

সুপ্রিয় পাঠকগণ, এই ছিল ভারতের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান কিছু সেরা ক্রেডিট কার্ড এর বিবরণ নিয়ে আমাদের আজকের পোস্ট।


আশা করি পোস্টটি আপনাদের সবার ভাল লাগবে এবং কাজে আসবে। আপনাদের আজকের পোস্ট সম্বন্ধীয় যেকোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে।


আমি যত দ্রুত সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি!


আরও পড়ুনঃ এই মাসের আমেরিকার সবচেয়ে সেরা ক্রেডিট কার্ডগুলো সম্বন্ধে জেনে নিন