যে ৫টি অ্যাকশন ফ্যান্টাসি মুভি না দেখলে জীবন বৃথা

সবথেকে জনপ্রিয় জনরা হচ্ছে ফ্যান্টাসি থ্রিলার। তাই আজকের আর্টিকেলটিতে তুলে ধরলাম তেমনি কিছু ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলার মুভি যা দেখে আপনি ভাববেন, এটা কি দেখলাম!

যে ৫টি অ্যাকশন ফ্যান্টাসি মুভি না দেখলে জীবন বৃথা
ফটো গ্রহণ করা হয়েছে Universal Pictures থেকে

যদি প্রশ্ন করা হয় বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কি তাহলে সেটার উত্তর হবে "সিনেমা"কিন্তু এটাও ঠিক যে, এমন কিছু দর্শক সব জায়গায় থেকে থাকেন যারা রুপকথায় বেশি ঘুরতে পছন্দ করেন।


কোনো রকমের যুক্তি নির্ভর সিনেমা আপনার ভালো নাও লাগতে পারে। ঠিক এই একই কারণেই বিশ্বজুড়ে কোটি-কোটি দর্শকের বিশেষ পছন্দের জনরা হয়ে থাকে অ্যাকশন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ইত্যাদি।


এমন কেউ বাদ নেই যে ফ্যান্টাসি জনরার সিনেমা পছন্দ করেন না। আজকের এই আর্টিকেলটিতে এমন কয়েকটি ফ্যান্টাসি সিনেমার তালিকা তুলে ধরবো যেই সিনেমাগুলো দেখলে আপনার চোখে শুধু জুড়িয়ে যাবে না বরং মনটাও ভালো হয়ে যাবে।


তাহলে চলুন আর দেরি না করে আর্টিকেলের মূল অংশে প্রবেশ করা যাক।


1. মর্টাল ইঞ্জিন্স - Mortal Engines (2018)


আপনার কি লর্ড অফ দ্য রিংস এই সিনেমার কথা মনে আছে? এই সিরিজের film-maker -ই কিন্তু এবার বানিয়ে ফেলেছে মর্টাল ইঞ্জিন নামের এই চোখ জুড়ানো সিনেমাটা।


এই কথাটাই চোখ বুজে বলা যায় যে ভিজুয়ালাইজেশনের দিক থেকে কোন কমতি হবে না। তাছাড়া ফ্যান্টাসি মুভির ভেতর যেটা সবচেয়ে বড় আকর্ষণ কিংবা ফ্যান্টাসি জনরা থেকে দর্শকের যে সবচেয়ে বড় চাহিদা থাকে সেটা হচ্ছে অন্য এক জিনিস কিংবা বস্তুর সন্ধান পাওয়া।


প্রথম সিনেমার গল্পটা অনেক বেড়ে গেছে। সেখানেই দেখানো হয় যে অনেক আগেই ইঞ্জিন চালিত শহরে পরিণত হয়েছে সবকটা শহর। লন্ডন আর ভ্যালেন্টাইনের কাহিনিটা এখনো না দেখে থাকলে শীঘ্রই দেখতে বসে যান।


2. ওয়ার ক্রাফট - Warcraft (2016)


এই নামের ভিডিয়ো গেম যে বা যারা খেলে থাকে তাদের কাছে এই নামটা বেশ পরিচিত। ঠিক না? কিন্তু অনেকেই হয়তো জানেন না একই নামে একটি মুভি পর্যন্ত বের হয়ে গিয়েছে।


এখানে দেখানো হয়েছে সেই আদিম যুগের লোকদের জীবন। এটি দেখার পর বলতে বাধ্য হবেন যে এটি সকল ফ্যান্টাসি প্রেমিকদের জন্যই এটা মাস্ট ওয়াচ পর্যায়ের মুভি।


এই মুভির কাহিনী পৃথিবীর বাইরে এক গ্রহের। সেই গ্রহে আবার কালো জাদু ব্যবহারের কারণে তা প্রায় ধ্বংসের মুখে। এখন সকলকেই সেই গ্রহ ত্যাগ ক্ক্রে অন্য গ্রহে স্থানান্তর হতে হবে।


বলে রাখা ভালো যে, পৃথিবী হলো সেই আরেক গ্রহ। সুতরাং তারা একে একে পৃথিবীতে আসা শুরু করে। কিন্তু মানুষরাই বা এই ব্যাপার জানার পর হাত-পা গুটিয়ে বসে থাকবে কেন?


শুরু হয়ে গেল এই দুই জাতির নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। অবাক করার মতো কথা হচ্ছে, এই দূর্দান্ত সিনেমাটা সাধারণ মানুষ খুব কমই দেখেছে। এখনো যারা এই মুভি দেখেননি তারা দ্রুততার সাথে দেখে ফেলুন।


3. জন কার্টার - John Carter (2012)


এই মুভির নাম জন কার্টার। মুভিটির প্রেক্ষাপট হচ্ছে মঙ্গল গ্রহ। এই মুভির জনরা হলো অ্যাকশন থ্রিলার ফ্যান্টাসি এবং সাইফাই।


অনেক মুভি সিনেমার ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গোলিয়ার উপর ভিত্তি করে কোন গল্প বানানো হলে সেটা মঙ্গল থেকে অমঙ্গলই হয়ে যায়।


এই মঙ্গল গ্রহটাকে কেন্দ্র করে আজ পর্যন্ত যে কত রকমের গল্প সিনেমা এখন পর্যন্ত মানুষ বানিয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু এদের মধ্য থেকে সবচেয়ে বেশি এনজয়েবল লেগেছে এই মুভিটি।


এই সিনেমাটি শুরু করলে দেখতে পাবেন মূল চরিত্রের আংকেলের মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে সে একটি ডাইরি পায় এবং সেখানে লেখা থাকে মঙ্গল অভিযানের গল্প।


ব্যাস। এটুকু দেখে আর বাকিটুকু পড়া মূল চরিত্র থামাতেই পারবে না। তবে শেষ পর্যন্ত এই সিনেমাতে কি হয় তার জন্য পাঠক আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে।


আর শেষের দিকে আপনাদের জন্য যে একটা বড়সড় চমক থাকছে সেটা না বললেই নয়।


4. দা ক্ল্যাশ অফ দা টাইটানস্ - The Clash of the Titans (2010)


ফ্যান্টাসি জনরা লাভারদের একটা বিশেষ ব্যাপারে অনেক বেশি আগ্রহ থাকে। আর সেটা হল মিথলজি। যেই সিনেমাটি নিয়ে এখন কথা বলতে যাচ্ছি সেটা গ্রীক মিথলজি নিয়েই। নাম দা ক্লাস অফ দ্য টাইটানস।


গ্রীক মিথলজির দেবরাজ জিউসের পুত্র কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই মুভিটি। তবে জিউসের পুত্র বলার সাথে সাথেই অনেক আবার হারকিউলিসের কথা ভেবে বসে থাকতে পারেন।


তবে এই মুভির নায়ক কিন্তু হারকিউলিস নয় বরং পার্সিউস। এবারের গল্পটির বেস পৃথিবী ও স্বর্গ কে রক্ষা করার লড়াই নিয়ে। বলে রাখা ভালো যে, এই মুভিটি প্রকাশের দু'বছর পরেই এর দ্বিতীয় পর্ব মুক্তি পায়।


5. ড্রাকুলা দা আনটোল্ড - Dracula the Untold (2014)


অনেকের মতে সেরা ড্রাকুলা মুভি হচ্ছে ড্রাকুলা আনটোল্ড। এই মুভির অভিনয় যেমন অসাধারণ প্লটটাও তেমনি যেমনি অসাধারণ।


মুভি স্পেশাল ইফেক্ট কীভাবে ব্যবহার করা হয়েছে সেটা না হয় মুভিটি দেখার সময় নিজেরাই উপভোগ করে নিলেন? ট্রানসিলভেনিয়া রাজপুত্র ভ্লাড তার রাজত্বের শান্তির জন্য নিজের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত থাকে।


কিন্তু? কিন্তু হঠাৎই তার রাজত্বে আক্রমণ করে বসে বিদেশীরা। তুর্কি। তাদের পালটা আক্রমণ করা ভ্লাডের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়।


উপায় না দেখে ভ্লাড পরবর্তীতে অন্ধকার জগতের বাসিন্দা ড্রাকুলার কাছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি প্রার্থনা করে।


এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। মুভিটি না দেখে থাকলে দয়া করে জলদি দেখে ফেলবেন। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না একেবারেই। শেষে যেয়ে যেই শকটা খাবেন তার জন্য তৈরি থাকবেন তো?

বোনাস:


6.
দা লিজেন্ড অফ টারজান - The Legend of Tarzan (2016)


টারজানকে চেনে না এমন মানুষ বোধ হয় পৃথিবীতেই নেই। পশুপাখির সাথে বড়ো হওয়া এই বিখ্যাত চরিত্র আজও রাজ করছে শিশু বৃদ্ধ সকলের হৃদয়ে। এর কাহিনী কে না জানে।


অনেকে আবার টারজানের এই মুভিটি শুধু শুধু আবারো দেখতে চান না বলে অনেকেই এই সিনেমাটি দেখেননি। তাদেরকে বলব আপনারা অনেক বড় ক্ষতি করছেন নিজেদের।


টারজানের আগের মুভি এখানে দেখানোই  হয়নি। উলটো এখানে দেখানো হয়েছে টারজানের সাথে জেনের বিয়ে হবার এক বছর পরের কাহিনী।


আফ্রিকার জঙ্গলে নিয়ে চলে এসেছে ফিরে আসার পর তাকে বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়।


কিন্তু এই কাজে বেলজিয়ান মাস্টারমাইন্ড প্রতিশোধ হিসেবে ব্যবহৃত হয়। টারজান লাভাররা দেরি না করে প্লিজ এই মুভিটি দেখে ফেলুন।


আরও পড়ুনঃ হলিউডের বাইরে এই ৫টি সিনেমা সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে


আজ এখানেই ইতি টানছি পাঠক। ভালো থাকবেন।