রিভিউ লেখার কাজ করে মাসে উপার্জন করুন ১০০০০ থেকে ১৫০০০ টাকা

আপনি কি রিভিউ লিখে উপার্জন করতে চান? তাহলে আর দেরি না করে পড়ে ফেলুন আমাদের পুরো পোস্ট।

রিভিউ লেখার কাজ করে মাসে উপার্জন করুন ১০০০০ থেকে ১৫০০০ টাকা
রিভিউ লেখার কাজ করে মাসে উপার্জন করুন ১০,০০০ থেকে ১৫০০০ টাকা


ব্যবসায়িক জগতে সেবা এবং পন্যের পরিমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। সবারই উদ্দেশ্য গ্রাহকদের পন্য বা সেবা প্রদান করে অর্থ আয় করা, নিজেদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা। কিন্তু সবাই ই তো নিজের পন্য আর সেবার গুনগান করে।


আসলেই কোন পন্যগুলো ভাল সেটা কিভাবে বোঝা যাবে? আমরা সাধারণত কোন পন্য বা সেবা গ্রহনের আগে অনলাইনে পন্য বা সেবার ওয়েবসাইটটি ভিজিট করি, তারপর কমেন্ট সেকশন থেকে কমেন্ট দেখি। সেখানে পজেটিভ কমেন্ট বেশী থাকলে পন্যটি কিনতে আগ্রহী হই। তবে সবার এত ধৈর্য নেই। তারা অনলাইনে রিভিউ সার্চ দিয়ে থাকেন।


যে পন্যের রিভিউ সবচেয়ে ভাল সেই পন্য বা সেবা ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়ে থাকেন। এই রিভিউ কারা লেখে? এ প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে জেগেছে? হ্যা এগুলো কোম্পানি অন্যদের দিয়ে লিখিয়ে থাকে, এরজন্য অবশ্যই তাদেরকে অর্থ প্রদান করা হয়। আপনি যদি লেখালিখিতে ভাল হয়ে থাকেন তাহলে আপনিও রিভিউ লিখে অর্থ আয় করতে পারেন।


এরজন্য কোন বিশেষ বিষয়ে জ্ঞান প্রয়োজন হবেনা। আপনি রিভিউ লেখার কৌশল না জানলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে শিখে নিতে পারবেন। এখন জেনে নেয়া যাক কোন কোন বিষয়ে কিভাবে রিভিউ লিখে আয় করতে পারবেন। আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে রিভিউ লিখে আয় করা প্রসঙ্গে। চলুন দেরী না করে মূল আলোচনায় যাওয়া যাক।


রিভিউ লিখে আয় করুন মাসে ১০০০০-১৫০০০ টাকা: 


১. রিভিউ লেখার জন্য পন্য সম্পর্কে জানুন

প্রথমেই আপনি যে বই, মুভি, পন্য বা অন্য কিছুর রিভিউ দিতে চাইছেন সে সম্পর্কে জানুন। কারন একটি বিষয়ে আপনি তখনই ভাল লিখতে পারবেন যখন আপনি বিষয়টি সম্পর্কে জানবেন। আপনি অনুবাদ অথবা অন্যভাবেও রিভিউ লিখতে পারেন কিন্তু সেটা হবে মেশিন ল্যাংগুয়েজ টাইপ।


পাঠক বা গ্রাহকদের বোঝানোর জন্য সহজ প্রাঞ্জল করে রিভিউ লেখার প্রয়োজন হবে। তাই আগে কিছুটা অনুসন্ধান করে বিষয়টি সম্পর্কে ভাল ধারনা নিয়ে নিন। এরপর সে বিষয়ে রিভিউ লেখার জন্য চেষ্টা করুন।


আরও পড়ুন:
২০২১ সালের সেরা ৫ টি 5G ফোন সম্বন্ধে জেনে নিন


২. রিভিউ লেখার কৌশল শিখুন

রিভিউ লেখার কোন নির্দিষ্ট কৌশল নেই। তবে বিভিন্ন পন্য বা সেবাভেদে লেখার ধরনে পার্থক্য রয়েছে। আপনি যখন পন্য বা সেবা সম্পর্কে অনুসন্ধান করবেন তখন রিভিউ লেখার কৌশল সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন।


মনে করুন আপনি বুক রিভিউ লিখবেন, সেক্ষেত্রে আগে বইটি পড়তে হবে, তারপর বইয়ের লেখক যে বিষয়টি নিয়ে লিখেছেন সেটা কতটুকু ভাল হয়েছে, প্রাসঙ্গিক হয়েছে তা লিখুন। পড়তে গিয়ে কেমন লেগেছে সেটা লিখুন। বইয়ের ভাল দিক এবং খারাপ দিক তুলে ধরুন। বইটি কেন পাঠকদের পড়া উচিত তা উল্লেখ করুন। বইয়ের কোন একটি ঘটনাকে বিশেষ আকর্ষন হিসেবে উল্লেখ করুন। কোন লাইন বা কোটেশন ব্যবহার করতে পারেন।


কোন ভাবেই লেখকের প্রতি বিদ্বেষ বা অতি প্রীতি প্রকাশ করবেন না৷ এরপর শেষে রেটিং দিয়ে রিভিউ শেষ করুন। ২০০-২৫০ শব্দের মধ্যে রিভিউ লিখুন। এটা তো গেল বই রিভিউ এর নিয়ম।  এভাবে পন্য বা সেবার ওয়েবসাইট থেকে পন্য বা সেবা সংক্রান্ত রিভিউ লেখার কৌশল জানতে পারবেন।


৩. রিভিউ সাইট খুজুন

রিভিউ সাইট লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন। সেটা হতে পারে কোন গানের ওয়েবসাইট, কোন মুভির ওয়েবসাইট, মোবাইল কোম্পানির ওয়েবসাইট,  বই বা শপিং ওয়েবসাইট। এইসব সাইটে আগে আপনাকে একাউন্ট খুলতে হবে, তারপর খোজ নিতে হবে রিভিউ লেখার প্রয়োজন আছে কিনা, বা তারা কিভাবে পেমেন্ট করবে রিভিউ লিখলে।


Google my.Business, Amazon, Facebook, ইত্যাদি ট্রাস্টেড ওয়েবসাইটে লিখতে পারেন। অথবা দেশীয় বিভিন্ন সাইটের জন্যও লিখতে পারেন। মূলকথা আপনার লেখনশৈলী ভাল হলে খুব সহজেই রিভিউ লেখার কাজটি করতে পারবেন। প্রতিটি প্রতিষ্ঠানেরই তাদের সেবা বা পন্যের রিভিউ দেওয়ার প্রয়োজন হয়।


যেসব সাইটের হয়ে লিখবেন তারা আপনার রিভিউ সিলেক্ট করলে আপনার রিভিউতে তাদের সিলেক্টেড অ্যাড প্রচার করবে এবং সেখান থেকে অর্থ আয় করতে পারবেন। 


আরও পড়ুন: 
ছোট কিন্তু শক্তিশালী ও কাজের কিছু পিসি এপ্লিকেশন


৪. নিজের ওয়েবসাইটে রিভিউ

আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে,এবং সেটা খুবই জনপ্রিয় হয়, তাহলে আপনি ওয়েবসাইটেই রিভিউ লিখতে পারেন। প্রথমে যে পন্যের রিভিউ লিখতে চান, সে কোম্পানির অনুমতি প্রয়োজন হবে। এখানে গুগল এডসেন্স থেকে বিজ্ঞাপন নিয়ে প্রচার করলে প্রচুর টাকা আয় করতে পারবেন। তবে ওয়েবসাইটে প্রতিদিনের ভিউ নূন্যতম ১০০০ হতে হবে। তাহলেই আপনি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন।


৫. ফ্রিল্যান্সার হিসেবে রিভিউ লিখুন

আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, ওডেস্ক এ ও চাইলে রিভিউ লেখার কাজ করতে পারবেন। এখানে রিভিউ লেখার জন্য প্রতি রিভিউ এর ৫ ভাগের চারভাগ আপনাকে দেয়া হবে। বাকিটা সাইট কেটে রাখবে। মনে করুন আপনি আয় করলেন ৫ ডলার, কিন্তু আপনাকে দেয়া হবে ৪ ডলার। বাকি ১ ডলার সাইট কেটে রাখবে। এখানে আপনি খুব এক্সপার্ট বা হলেও রিভিউ লিখতে পারবেন। এবং ভাল  টাকা রোজগার করতে পারবেন।


৬. রিভিউ এর মান ভালো করুন

আপনি রিভিউ লিখে ভিউ অথবা অর্থ আয়ের ব্যাপারে যে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেবেন তা হচ্ছে লেখার উদ্দেশ্য। রিভিউ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে পন্য বা সেবা কিনতে গ্রাহককে আগ্রহী করে তোলা। আর সেটা স্বাভাবিক ভাবে।


অর্থাৎ অতিরিক্ত তোষামোদ বা প্রশংসা করে রিভিউ লিখলেও গ্রাহকের সন্দেহ হবে। তাই লেখার ব্যাপারে সঠিক কৌশল অবলম্বন করুন। আপনার লেখন কৌশল ভাল হলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়মিত অফার পাবেন রিভিউ লেখার জন্য। আর এক্সপার্ট হয়ে গেলে প্রচুর আয় করতে পারবেন।


আরও পড়ুন: 
পুঁজি ছাড়াই হয়ে যান উদ্যোক্তা, দেখে নিন কিভাবে


উপসংহার

যারা বাড়িতে বসে না থেকে নিজেদের সময় কাজে লাগিয়ে অর্থ আয় করতে চান তারা সহজেই রিভিউ লেখার কাজটি করতে পারেন। এতে তেমন কোন বাড়তি অভিজ্ঞতা বা যোগ্যতার প্রয়োজন হবেনা। লেখার কৌশল ও বিষয়গুলো জানলেই আপনি রিভিউ লিখে ভাল টাকা আয় করতে পারবেন।


আর যেহেতু সব প্রতিষ্ঠানেরই প্রচুর রিভিউ লেখানোর প্রয়োজন হয় তাই, কখনোই কাজের অভাব হবেনা। বাড়তি আয় হোক বা নিজের খরচ চালানো হোক, আপনি রিভিউ লিখে ভাল পরিমান অর্থ আয়ে সফল হবেন। তো দেরী না করে পছন্দমত ওয়েবসাইট বেছে নিয়ে আজ থেকেই রিভিউ লেখার কাজ শুরু করে দিতে পারেন।


এরজন্য কয়েক ঘন্টা বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারনা নিলেই আপনি লিখতে পারবেন। আশা করি রিভিউ লিখে আয় করতে পোস্টটি আপনার উপকারে আসবে। এ বিষয়ে বিস্তারিত জানতে  বা কোন মতামত দেওয়ার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে নিয়ে অবশ্যই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। 

ধন্যবাদ সবাইকে।