রুপচর্চায় বেসনের ৫ টি জাদুকরী ব্যবহার জেনে নিন!

যারা ঘরে থাকা উপাদান দিয়েই সবরকম রূপচর্চা করতে চান তাদের জন্য বেসন আশীর্বাদস্বরুপ। কারণ বেসন দিয়ে সবরকম ত্বক চর্চা করাই সম্ভব, কোন ঝামেলা ছাড়াই।

রুপচর্চায় বেসনের ৫ টি জাদুকরী ব্যবহার জেনে নিন!
রুপচর্চায় বেসনের ৫ টি জাদুকরী ব্যবহার জেনে নিন!

সৌন্দর্য সচেতনতা আমাদের জীবনের একটি অংশ। সৃষ্টিকর্তা আমাদের যে সৌন্দর্য দিয়েছেন তা দৈনন্দিন জীবন-যাপন, ব্যস্ততা, অনিয়ম ইত্যাদি নানা কারণে ম্লান হয়ে যেতে পারে আমাদের সৌন্দর্য।


আর সৌন্দর্য বজায় রাখতে বা পুনরুদ্ধার করতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। কিন্তু কাজের এত ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করাও খুবই কষ্টের। সময়ের অভাবে ইচ্ছা থাকলে নিজের পরিপূর্ণ যত্ন নেওয়া সম্ভব হয়না।


এজন্য এমন কিছু উপায়ের প্রয়োজন হয়, যা সহজেই ত্বকের পরিচর্যায় কার্যকর হবে। এমন একটি উপাদানের জাদুকরী ব্যবহার নিয়েই আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে। বেসন আমাদের সকলের রান্নাঘরেই রয়েছে।


এটা প্রাকৃতিক উপাদানে তৈরি এবং এটা ব্যবহারে ত্বকের কোন ক্ষতি হয়না। যারা ঘরে থাকা উপাদান দিয়েই সবরকম রূপচর্চা করতে চান তাদের জন্য বেসন আশীর্বাদস্বরুপ। কারণ বেসন দিয়ে সবরকম ত্বকচর্চা করাই সম্ভব, কোন ঝামেলা ছাড়াই।


প্রিয় পাঠক আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে বেসনের ৫ টি জাদুকরী ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে।


চলুন দেরী না করে জেনে নেয়া যাক, রুপচর্চায় বেসনের ৫ টি জাদুকরী ব্যবহার সম্পর্কে।


রুপচর্চায় বেসনের ৫ টি জাদুকরী ব্যবহার


১. বেসন ও টকদই

ত্বকের ফর্সাভাব ধরে রাখতে ও ত্বক টানটান রাখতে বেসনের কোন জুড়ি নেই। আর ত্বকের কালচেভাব ও রোদেপোড়া দাগ দূর করতে টকদই অব্যর্থ। আর এই দুইটি উপাদানের মিশ্রণে ঘরেই তৈরি করে নিতে পারেন প্যাক।


একটি বাটিতে তিন চা চামচ বেসন নিন, এর মধ্যে দুই টেবিল চামচ টকদই ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটা মুখসহ শরীরের যেকোন স্থানে ব্যবহার করতে পারেন।


এটা মুখের ত্বক টানটান ও ফর্সা করবে, কালচেভাব দূর করবে আর শরীরের রং ফর্সা করবে, রোদেপোড়া ট্যানড ত্বক ও স্বাভাবিক করে তুলবে।


২. বেসন ও মধু

আমাদের সকলের ত্বকের ধরণ এক নয়। কেউ বাইরের রেডিমেড প্রোডাক্ট ব্যবহারে ভাল ফল পান, আর কেউ বাসার হোমমেড প্রোডাক্ট ব্যবহারে বেশি উপকার পেয়ে থাকেন।


বাইরে যাওয়ার আগে আমরা ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী, মেকআপ, সানস্ক্রিন ব্যবহার করে থাকি। বাসায় এসে এগুলো তুলতে গেলে অনেক সময় লাগে, আর এই ধৈর্য্যও সবার থাকেনা। আবার মেকআপ বা ক্রিম ত্বক থেকে পরিষ্কার না করা হলেও তা ত্বকের প্রচুর ক্ষতি করে।


এই সমস্যার সমাধান করতে পারেন বেসন ও মধুর সাহায্যে। যদি তেমন ভারী মেকআপ না করে থাকেন, তাহলে এটা তুলতে দুই চা-চামচ বেসনের সাথে তিন টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রন তৈরি করুন। এরপর এটা মুখে ম্যাসাজ করুন ২-৩ মিনিট।


তারপর ধুয়ে ফেলুন। এরপর চাইলে নরমাল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেন আইসকিউব রাব করে নিতে পারেন। এতে ত্বকে কোন মেকআপ থাকবে না, ত্বক সুস্থ ও সুন্দর থাকবে।


৩. বেসন ও মসুর ডাল

ত্বকের পরিচর্যায় বেসনকে নানাভাবে কাজে লাগানো যায়। এটা খুবই সহজলভ্য এবং এর কোন প্বার্শপ্রতিক্রিয়া নেই। ত্বক উজ্জ্বল, ফর্সা ও ভাজহীন করতে আমরা কত চেষ্টা করে থাকি, অথচ আমাদের ঘরেই রয়েছে এর সমাধান।


আপনি যদি মুখসহ শরীরের যেকোনো অংশ দুই শেড ফর্সা করতে চান, তাহলে বেসনের একটি প্যাক ব্যবহার করতে পারেন। মসুর ডাল বাটা তিন চা চামচ, বেসন দুই চা চামচ, টকদই তিন চা চামচ, মধু তিন চা-চামচ নিয়ে ভালভাবে মিশিয়ে নিন।


এরপর মুখসহ শরীরে এপ্লাই করুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে ৪ দিন ব্যবহার করতে পারবেন। ত্বক আগের চেয়ে অনেক বেশী ফর্সা ও উজ্জ্বল হবে। অন্য কোনো উপদান ব্যবহারের প্রয়োজন হবেনা।


৪. বেসন ও হলুদ

মুখের দাগের সমস্যা রয়েছে আমাদের অনেকেরই সুন্দর মুখে দাগ পড়ে যাওয়া মানে ত্বকের সৌন্দর্য পুরোটাই নষ্ট হয়ে যাওয়া। এই সমস্যা দূর করতে আমরা অধৈর্য হয়ে নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু তেমন কোন ফল পাই না।


উল্টো দাগ দূর না হয়ে আরও দাগ বসে যায়, বা র‍্যাশ দেখা দেয়। এ সমস্যাগুলো থেকে বাঁচতে বেসন ও হলুদের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটা তৈরি করতে একটি বাটিতে তিন চা চামচ বেসন, এক চা চামচ হলুদ ও দুই চা চামচ দুধের সর ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন।


এরপর দাগসহ পুরো মুখে ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিনদিন নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ যেমন দূর হবে, তেমনি ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা।


৫. বেসন ও মুলতানি মাটি

রুপচর্চায় প্রাচীনকাল থেকেই মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে। বেসন ও মুলতানি মাটির প্যাক ব্যবহারে পাবেন টানটান মসৃণ ত্বক। এটা তৈরি করতে একটি বাটিতে দুই চা-চামচ বেসন, দুই চা-চামচ মুলতানি মাটি, তিন চা-চামচ গোলাপজল ও দুই চা-চামচ দুধ মিশিয়ে ভালভাবে প্যাক তৈরি করুন।


এরপর এটা মুখের ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ, সেই সাথে ত্বকের বাড়তি তেল, ময়লা ও ওপেন পোরসের সমস্যাও দূর হবে। এই প্যাকটি সপ্তাহে নিয়মিত তিনদিন ব্যবহার করতে পারবেন।


উপসংহার

রুপচর্চা মানেই অনেক টাকার দেশী-বিদেশী প্রোডাক্ট বা পার্লারের নামীদামী ট্রিটমেন্ট তা নয়, আপনি চাইলে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসে সঠিক নিয়মে রুপচর্চা করলেই পার্লারের ট্রিটমেন্টের চেয়েও সুন্দর মসৃণ ত্বক পেতে পারেন।


এর জন্য দরকার একটু সময় এবং সঠিক উপাদানের ব্যবহার জানা। এক্ষেত্রে বেসন আপনাকে সবদিক দিয়েই চিন্তামুক্ত করবে, কারণ বেসন দিয়ে ফেসওয়াশ, স্ক্রাব, বাথিং সল্ট, ফেসপ্যাক, সবকিছুই তৈরি করা সম্ভব।


এটা আপনার ত্বক সুন্দর করে তুলবে প্বার্শপ্রতিক্রিয়া ছাড়াই। আশা করি বেসনের উপরিউক্ত ৫ টি ব্যবহার আপনাদের দৈনন্দিন রুপচর্চাকে আরো সহজ ও কার্যকর করে তুলবে।


পোস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পোস্টটির বিষয়ে কোন তথ্য জানানোর হলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমরা অবশ্যই তথ্য জানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব।


আজকের মত এখানেই শেষ করছি।


ধন্যবাদ সবাইকে।


আরও পড়ুনঃ ফেস-প্যাক স্কিন টোনার এবং হেয়ার প্যাক বানান এখন ঘরে বসেই