শুরুতেই অনলাইনে অর্থ উপার্জনের ইচ্ছে আপনার স্বপ্নকে ম্লান করে দিতে পারে
অনেকেই অনলাইনে Freelance করে অর্থ উপার্জনের ইচ্ছে লালন করে থাকেন। ইচ্ছে থাকাটা স্বাভাবিক। কিন্তু শুরুতেই নয়। মনে রাখতে হবে যে, বীজ বপন করলে সেই বীজ থেকে আগে চারা গজায়, তার পর একটু একটু করে তা বেড়ে উঠে। একদিন সেই গাছ পরিনিত বয়সের হয়। আসে মুকুল, ফোটে ফুল। তারপর ফল ধরে। আবার সব ফুলেও ফল হয় না। অনেক ফুলে মৌমাছিই বসে না। সুতরাং সেই ফুলে পরাগায়ন হয় না। তাই ফলও ধরে না। যাক সেসব কাব্যকথা! আসি এবার মুল প্রসঙ্গে।

অনলাইনে Freelance করে অর্থ উপার্জনের ইচ্ছে রয়েছে অনেকের মাঝেই। কিন্তু মানুষের জীবন সময়ের সাথে বাঁধা! সবকিছুই সময় দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিছু পেতে গেলে কষ্ট আর সাধনার প্রয়োজন। সাথে সাথে সময়েরও প্রয়োজন হয়। মানুষের জীবনের একটি বড় অংশ চলে যায় লেখাপড়ার কাজে। এক একটি ডিগ্রী অর্জিত হয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তারপর আসে সাফল্য-অসাফল্যের পালা।
আজ আমার আলোচনার বিষয় শুরুতেই অনলাইনে অর্থ উপার্জনের ইচ্ছে থাকলে, আপনার সফলতার সম্ভাবনা খুবই কম হবে। আপনি অনলাইনে অর্থ উপার্জন তো দূরের কথা, হয়তো চিরতরে আপনার মন থেকে Freelance এর চিন্তা হারিয়েও যেতে পারে। Freelance সম্পর্কে আপনার মনে একটা খারাপ চিন্তাও চলে আসতে পারে। মনে হতে পারে যে, এত চেষ্টার পরেও যখন Freelance করে অর্থ উপার্জন করতে সক্ষম হননি, তাহলে আর কোন দিনও আর সক্ষমতা আসবে না আপনার। কিন্তু আমি সেটা মোটেও বিশ্বাস করি না।
আমার কয়েকজন বন্ধুবর প্রায়ই বলে থাকেন যে, তারা অনলাইনে তাদের ব্লগে অনেক দিন ধরেই বাংলায় কন্টেন্ট লিখে যাচ্ছেন, কিন্তু কোন ভাবেই তাদের অর্থ উপার্জনের পথ উম্মুক্ত হচ্ছে না। আমার কাছে জানতে চায়, কি করা হলে দ্রুত তাদের অনলাইনে অর্থ উপার্জনের পথ উম্মুক্ত হতে পারে তাড়াতাড়ি?
আমি তাদের বলি যে, আপনাদের চিন্তা যদি বীজ না লাগিয়েই ফল প্রাপ্তির ইচ্ছে হয়ে থাকে, তবে তা বাদ দিন। গাছ ছাড়া ফল প্রাপ্তির আশা, আপনার কোন দিনই বাস্তবায়িত হবে না। আপনার গাছে ফল ধরবে না কোন দিন।
একটি কথা মনে রাখতে হবে যে, কন্টেন্ট রাইটিং এর কাজটি বাংলার চেয়ে ইংরেজি ভাষায় লিখতে পারলে ভালো একটা সুফল বয়ে আনবে। কারণ পৃথিবীর অনেক দেশই নিজস্ব ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা বুঝে থাকে। তাই যে কোন কিছু ইংরেজি ভাষায় সুন্দর ভাবে গুছিয়ে লিখতে পারলে, তা খুব সহজেই পৃথিবীর যে কোন পাঠকের বোধ গম্য হয়। তার পাঠক থাকে অনেক আর ভিউ বাড়ে তাড়াতাড়ি। আর যত তাড়াতাড়ি আর বেশী ভিউ, তত তাড়াতাড়ি ইনকাম!
আমার কন্টেন্ট অনেক মানসম্মত কিন্তু কোন ভিউ হচ্ছেনা
প্রত্যেকের কাছেই তার যে কোন সৃস্টি মানসম্মত মনে হয়। কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার লেখা কিংবা সৃস্টি অন্যের কাছে কতটা গ্রহনযোগ্য সেটাই বিবেচ্য বষয়। আপনি কন্টেন্ট লিখছেন আর ভাবছেন যে, কেন আপনার লেখা যথাযথ ভিউ পাচ্ছে না? এর উত্তর হলো আপনি এমন কিছু আর্টিকেল লিখেছেন, যা পড়ে অন্যেরা মুখ ফিরিয়ে নিচ্ছে। কিংবা হয়তো আপনার কন্টেন্ট এর শিরোনামই ঠিক নেই। শিরোনাম পড়েই অনেকে আপনার কন্টেন্ট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভাবা দরকার এখনই।
আপনি যদি সামান্য কিছু লিখেই ইনকামের জন্য মরিয়া হয়ে যান, তবে আপনার পক্ষে অনলাইনে আয় করা প্রায় অসম্ভব হয়ে পড়বে একসময়। কারণ জোর করে সবসময় সবকিছু হয় না।
অনলাইনে আপনার ইনকামের জন্য মরিয়া হয়ে না উঠে, আপনার আর্টিকেলের কিংবা আপনার লেখার গুনগত মান বাড়াতে তৎপর হোন। আপনার লেখায় যাতে এমন কিছু উপাদান থাকে, যা পড়ে মানুষ কিছু না কিছু শিখতে পারে। আর দৈনন্দিন জীবনে যা কাজে লাগে, অথচ অনেকেই তা জানে না - এমন কিছু হতে পারে আপনার লেখার আইটেম। অনলাইনে লিখে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার এমন সব আইটেমের উপর চোঁখ রাখতে হবে, যা অন্যের থেকে একটু আলাদা বিষয়।
তবে অনলাইনে লিখে সাথে সাথে আপনার ইনকামের চিন্তা, আপনার প্রতিভা ম্লান করে দিতে পারে। তাই অনুরূপ চিন্তা ভাবনা বাদ দিতে হবে। যদি না দেন, তাহলে একসময় সৃষ্টি হতে পারে হতাশা। আর সেই হতাশা আপনাকে অনলাইন থেকেও বহিষ্কার করে দিতে পারে। আপনার মাঝে যে ঘুমন্ত প্রতিভা রয়েছে বিকশিত হওয়ার পথে, সেটা অংকুরেই বিনাশ হতে পারে। তাই চিন্তা করুন, ভাবুন আর সমসাময়িক প্রসংগ নিয়ে লিখতে থাকুন।
লিখা বন্ধ করবেন না। একবার না পারিলে দেখ শতবার, এই নীতি অনুসরণ করুন। সবাই পারলে আপনি কেন নয়? পারতে আপনাকে হবেই। তবে প্রথমেই আমি বলেছি যে, গাছের আগায় এক লাফে উঠা যায় না। আবার বীজ লাগানোর সাথে সাথে ফল আশা করা যায় না। সময় দিতে হয়। পরিশ্রম করে যেতে হয়।
যদি আপনি সময়ের আগেই অধৈর্য হয়ে যান, তবে আপনার দ্বারা অনলাইনে Freelance করে অর্থ উপার্জন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই Freelance করুন, নিত্যনতুন আইডিয়া নিন। আপনার নবতর আইডিয়া থেকে নতুন নতুন কিছু লেখনীর মাধ্যমে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যান। আপনার ইনকামের চিন্তা ভুলে যান। আপনার সৃষ্টি কর্মকে উন্নত করুন। আজ না হোক সফলতা আসবেই কাল।