সহজে ব্লগ খোলা আর অর্থ উপার্জনের উপায় - ১
ব্লগ নিয়ে আমার অনেক কন্টেন্ট রয়েছে। অনলাইনে ব্লগ খুলে সেখানে আর্টিকেল লিখে অতিরিক্ত কিছু ইনকাম করা আজকাল খুব একটা কঠিন কিছু নয়। আপনি সহজেই এই ব্লগিং জগতে পা রাখতে পারেন। যদি আপনার লেখালেখির অভ্যাস আগে থেকেই থেকে থাকে, তাহলে আপনার কাছে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করা খুব একটা কঠিন কিছু হবে না। এখন কথা হলো ব্লগিং সম্পর্কে যদি আপনার পুর্ব অভিজ্ঞতা না থাকে তবে আপনি কেমন করে শুরু করবেন? কি দিয়ে শুরু করবেন আর কিভাবে শুরু করবেন? চলুন জেনে নেই একে একে সব।

অনেকেই শুধু বলে যে ব্লগে লিখে অর্থ উপার্জন করার ইচ্ছে আছে কিন্তু কিভাবে রাতারাতি বড়লোক হওয়া যায়? সেই চিন্তা সারাক্ষণ তাদের তাড়া করে বেড়ায়। কিন্তু চাইলেই তো আর সব হয়না? আপনি বাস্তববাদি হন, অবাস্তব ধ্যান ধারণা বাদ দিন। আপনি যদি ক্লাস ওয়ানে ভর্তি হয়েই মেট্রিক পাশের সার্টিফিকেট পাবার ইচ্ছে পোষন করে থাকেন তবে তার মত অলীক চাওয়া হয়তো জগতে আর কিছুই থাকবে না। আর চাওয়া পুরন হওয়া তো অসম্ভব।
এবার আসি মুল প্রসংগে। আপনি যদি অনলাইন লেখক হিসেবে ব্লগ খুলে সেখান থেকে অর্থ উপার্জনে ব্রতি হয়ে থাকেন তবে কি কি করতে হবে?
প্রথমেই আপনি একটি ব্লগ খুলে নিন। যদি সেই কাজটি আপনি আপনার মোবাইল দিয়ে শুরু করতে চান, তবে তাও সম্ভব। আপনার জন্য ভালো হবে যে কোন বিনামূল্যের ব্লগসাইট। সম্পুর্ন বিনামূল্যের ব্লগসাইট হিসেবে আপনি গুগলের ব্লগসাইট bloggers.com বা blogspot. com কে বেছে নিতে পারেন। গুগলের ব্লগসাইট শতভাগ আকর্ষণীয় আর উত্তম। আপনি ব্লগ খুলে সেখানে যে কোন বিষয়ে আপনার কন্টেন্ট লিখে অর্থ উপার্জনে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে আপনার থাকতে হবে সীমাহীন ধৈর্য আর ত্যাগের মানসিকতা!
আপনি ইন্টারনেটে সার্চ করে bloggers. com এ ঢুকুন। তারপর ধাপগুলি অনুসরণ করে একটি ব্লগ খুলে ফেলুন। ব্লগে আপনি যাই লিখুন না কেন, তা যেন অবশ্যই সময়োপযোগী আর শিক্ষনীয় বিষয় হয়ে থাকে, তা বিশেষ ভাবে খেয়াল রাখুন। আপনার কন্টেন্ট পড়ে যাতে সবাই কিছু না কিছু শিখতে পারে, সেই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখুন।
যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনি কিছু লিখতে না পারেন, তবে আপনার কন্টেন্ট থেকে পাঠকের দৃষ্টি অন্য দিকে চলে যাবে। আপনি পাঠক আকৃষ্ট করতে অসমর্থ হবেন।
আরও পড়ুনঃ শুরুতেই অনলাইনে অর্থ উপার্জনের ইচ্ছে আপনার স্বপ্নকে ম্লান করে দিতে পারে
অনলাইন ব্লগে কন্টেন্ট এর বিষয়বস্তু নির্বাচন
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আপনি কি বিষয়ের উপর আপনার কন্টেন্ট লিখতে যাচ্ছেন সেটা যথাযথ কিনা? অর্থাৎ আপনি যা লিখতে যাচ্ছেন তা কতটা বাস্তবসম্মত আর তার গ্রহনযোগ্যতাই কতটুকু? আপনার কন্টেন্ট পড়ে অন্যেরা কতটুকু উপকৃত হবে? কিছু শিখতে পারবে কিনা পাঠকেরা? দৈনন্দিন জীবনে আপনার কন্টেন্ট কোন সুফল বয়ে আনবে কি না? আপনাকে কন্টেন্ট অন্যের থেকে একটু আলাদা কিংবা ব্যাতিক্রমধর্মী কিনা? গতানুগতিক কন্টেন্ট অনেক সময় পাঠক আকৃষ্ট করতে অসমর্থ হয়। তাই কন্টেন্ট এর বিষয়বস্তু নির্বাচন করাটা অনলাইনে অর্থ উপার্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আপনার কন্টেন্ট এর ভাষা নির্বাচন
আপনার কন্টেন্ট এর ভাষা কি হবে? মানে আপনি কোন ভাষায় কন্টেন্ট লিখতে চান? যদি আপনি আপনার কন্টেন্ট ইংরেজি ভাষায় লিখতে ইচ্ছে পোষন করেন তবে ভালো, আর যদি বাংলায় লিখে অর্থ উপার্জনের ইচ্ছে করে থাকেন তাও সম্ভব হবে।
বাংলা ভাষায় কন্টেন্ট লিখতে আপনি যথেষ্ট ব্যাকরণ বিধি মেনে চলুন। ভাষা গত শুদ্ধতা আর যথাযথ বিরাম চিহ্ন মেনে চলুন। দ্বিরুক্তি শব্দ পরিহার করে চলুন। একই কন্টেন্টে সাধু আর চলিত ভাষার মিশ্রণ এড়িয়ে চলুন।
যথাযথ তথ্য-উপাত্ত সমৃদ্ধ কন্টেন্ট লিখুন। অন্যের কন্টেন্ট থেকে কিছু কপি বা পেস্ট করা থেকে বিরত থাকুন। ব্যক্তিগত ধর্মীয় কিংবা রাজনৈতিক অনুভুতিতে আঘাত হানে, এমন কিছু লিখা থেকে বিরত থাকুন।
আপনার কন্টেন্ট এর সাথে সামজ্ঞস্য রেখে এর একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আর ইমেজ নির্বাচন করুন।
দৈনন্দিন জীবনে কাজে লাগে, এমন কিছু নিয়ে আপনার কন্টেন্ট লিখুন।
প্রথমেই অর্থ উপার্জনের চিন্তা মাথায় না রেখে সৃস্টিশিল নিবন্ধ লিখে চলুন। আপনার কন্টেন্ট ১২০০-১৫০০ শব্দের মধ্যে লিখার চেষ্টা করুন। আর আপনার ব্লগে কমপক্ষে ৩০-৫০ টি আর্টিকেল রাখুন।
যে বিষয়ে আপনার অফুরন্ত জ্ঞান রয়েছে সেই বিষয়ে কন্টেন্ট লিখুন। আর সবসময়ই একই জাতীয় বিষয়ে কন্টেন্ট লিখুন। কন্টেন্ট এর বিষয় ঘন ঘন পরিবর্তন করতে যাবেন না। মানে আপনি যদি প্রযুক্তি বিষয়ক নিবন্ধ লিখে থাকেন প্রথমে, তবে সবসময়ই সেই বিষয়েই লিখুন। একবার রান্না-বান্না, একবার গল্প-উপন্যাস আবার প্রযুক্তি বিষয়ক নিবন্ধ লিখে আপনি পাঠক আকৃষ্ট করতে সমর্থ হবেন না। তাই সমজাতীয় বিষয়েই বারবার লিখতে থাকুন।
আপনার লেখা কন্টেন্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট অথবা শেয়ার করতে পারেন। মাঝে মাঝে আপনার আগের কন্টেন্টগুলো আপডেট করুন।
সমজাতীয় কন্টেন্ট এর উপর জোড় দিন। ঝাপসা ধারণা নিয়ে কোন কন্টেন্ট লিখতে যাবেন না।
আরও পড়ুনঃ ঘরে বসে স্মার্টফোন দিয়েই উপার্জন করুন মাসিক ১৫০০০-২০০০০ টাকা: দেখুন কিভাবে
উপসংহার
আপনি কন্টেন্ট লিখে অর্থ উপার্জনের ইচ্ছে করলে, আপনার কন্টেন্ট এর মান হতে হবে অত্যন্ত আকর্ষণীয়। যে কোন অনাকর্ষনীয় কন্টেন্ট পাঠকরা পড়তে বাধ্য নয়। কন্টেন্ট, আপনার বিবেচনায় উন্নত হলেই সবকিছু হয়ে যাবে না, পাঠকের কাছে তা আকর্ষণীয় আর উন্নত হলে সেটাই আপনার সার্থকতা।