সেরা কয়েকটি ফ্যাশন, এবছর একেবারে ট্রেন্ড করছে
ফ্যাশনে নতুনের ছোঁয়া, এগুলি আগামী কয়েক বছর ট্রেন্ডিং এ থাকবে বলেই মনে করছেন ফ্যাশন প্রেমীরা। অনেকেই এইসব ফ্যাশন ট্রেন্ডে নিজেদের সাজিয়ে তুলেছেন।

ফ্যাশন কথাটায় কিছু নতুনত্বর ছোঁয়া থাকা এক সকলের পরিচিত কথা। আগাগোড়াই যারা ফ্যাশনে বুঁদ হয়ে থাকতে পছন্দ করেন, তারা প্রায় সময় ফ্যাশন নিয়ে একটু বেশি খোঁজ খবর রাখেন। তাছাড়া চিরকালই সেলিব্রিটিদের ফ্যাশন নিয়ে সকলের মধ্যে তুমুল চর্চা শুরু হয়।
তাদের পোশাকের ডিজাইন, কিভাবে পডরছেন, কিভাবে ক্যারি করছেন, তার সাথে কেমন এক্সসেরিজ ব্যবহার করেছেন, সবটাই নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করেন ফ্যাশন প্রেমীরা। অনেক সময় দেখা যায় যে পছন্দের সেলিব্রিটিদের ফ্যাশন ফলো করে নিজেদের কেও সেই ফ্যাশনে সাজিয়ে তোলেন। এটা তাদের কাছে একটা ভালোলাগা।
যারা ফ্যাশন নিয়ে অনেকটাই চর্চা করেন তারা তো এই সব দিকটাই খেয়াল রাখেন, এমন কি শাড়ি থেকে ব্যাগ, জিন্স থেকে ড্রেস, এমনকি কোন রং কে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের পছন্দের সেলিব্রিটিরা, সেটাও কিন্তু অনেকেই ফলো করেন। ২০২০ সালটা সকলেই হয়তো ঘরে বসেই কাটিয়েছেন, কিন্তু তবুও এর মধ্যে অনেক ফ্যাশন নতুন প্রকাশ পেয়েছে ফ্যাশন, ডিজাইনাররা কিন্তু চুপ করে বসে ছিলেন না। নতুন ট্রেন্ড তৈরি করার জন্য তারা কঠোর পরিশ্রম করেছেন এই অতি মারির সময়ও।
তবে এখন দেখে নেওয়া যাক এ বছরের সেরা ট্রেন্ড গুলো কি কি-
১. সিকুইন শাড়ি : Sequin Saree
শাড়িতেই নারীদের সৌন্দর্য বৃদ্ধি পায়, এমন কথা তো অনেকেই বলে থাকেন, তবে নিত্য নতুন শাড়ির ডিজাইন মার্কেটে দিন দিন বেড়েই চলেছে। এখন যেসব নারীরা শাড়ি পরতে চান না তারাও এই ধরনের নতুন ট্রেন্ডিং শাড়ি দেখলে একটু হলেও ইচ্ছা করবে শাড়ি পড়তে।
এবছর দীপাবলিতে প্রথম মালাইকা আরোরা কে এই সিকুইন শাড়ি পরতে দেখা গিয়েছিল। এই শাড়িটির ডিজাইনার ছিলেন মনীশ মালহোত্রা।
ওম্বরে রংয়ের শিফনের শাড়ি জুড়ে ছোট ছোট সিকুইন এর কাজ। তবে এই শাড়ি মালাইকা আরোরার পর দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া কেও পরতে দেখা গিয়েছে। কোন অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য একেবারে উপযুক্ত শাড়ি। এবার এই শাড়িটি ট্রেন্ডিং এ চলছে তার বলার অপেক্ষা রাখে না।
২. মিনি ব্যাগ : Mini Bag
মেয়েদের সাইড ব্যাগ শুধু ফ্যাশন দেওয়ার জন্য নয়, অনেক কাজে ব্যবহৃত হয়, প্রয়োজনীয় জিনিসপত্র, সবকিছুই করা যায় এই ব্যাগে।
কিছুদিন আগ পর্যন্ত বড় ব্যাগ এর চলত ছিল, কিন্তু ইদানিং ব্যাগগুলি এতটাই ছোট করা হয়েছে যে একেবারে ছোট পুতুলের হাতের ব্যাগের মতো মনে হবে।
আর সেই ব্যাগই এখন ট্রেন্ডিংয়ে। ছোট্ট, হাতের মধ্যে থাকবে এমনই ব্যাগ এখন ফ্যাশন জগতে জায়গা করে নিয়েছে। ইদানিং সোনম কাপুর আহুজাকে এই ব্যাগ হাতে ফটোশুট করতে দেখা গিয়েছে। সেই থেকে অনেক ফ্যাশনপ্রেমীদের ধারণা যে আগের বছর থেকে এই ব্যাগ এরই ফ্যাশনই চলবে।
৩. নিওন রঙের ছোঁয়া : Neon Dress
এমন উজ্জ্বল রঙ অনেক সেলিব্রিটিরা পছন্দ করে থাকেন। এই বছর ফ্যাকাশে হলেও, রং বিহীন হলেও, অভিনেতা অভিনেত্রীরা কিন্তু সে মন খারাপের ধূসর রং পেরিয়ে নিওন রঙের ছোঁয়ায় মেতে উঠেছেন, যেমন ইদানিং নোরা ফাতেহি কে সম্পূর্ণ নিওন রঙের পোশাকে সেজে উঠতে দেখা গিয়েছে।
সেই পোশাকে তিনি ফটোশুট ও করেন। পোশাকের সাথে সাথে নিজের চুলেও দিয়েছেন নিয়ন রঙের ছোঁয়া। তবে যারা এমন উজ্জ্বল রং কে খুব পছন্দ করেন, তারা কিন্তু এই নোরা ফাতেহির মত নিজেকে নিওন রঙে সাজিয়ে তুলে তাক লাগাতে পারেন।
৪. টাই-ডাই প্রিন্টেড পোশাক : Tie-dye printed clothing
বহু পুরনো টাইডাই প্রিন্ট আবার ফিরে ফিরে আসছে বর্তমান যুগে, সম্প্রতি বলিউডের নবাগতা, অনন্যা পান্ডে কে এই পোশাকে দেখতে পাওয়া গেছে। ক্রপ টপ থেকে টি-শার্ট সবেতেই টাই ডাই প্রিন্টের ছোঁয়া।
এখন অনেকেই ঘুরতে বেরিয়েছেন লকডাউন শিথিল হওয়ার পর থেকে। তাই আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য এমন পোষাক সবার কিন্তু নজর কাড়তে পারে তাই এই পোশাক ও ভালই ট্রেন্ডিং এ আছে।
৫. স্কার্ফ ফেস মাস্ক : Scarf face mask
করোনা আবহে মাক্স পরা টা বাধ্যতামূলক হলেও অনেকেই এটাকে ফ্যাশন হিসেবে আপন করে নিয়েছেন। বিভিন্ন রংবেরঙের মাস্ক এবং অনেকে হয়তো হাতে তৈরি নানা রকমের ডিজাইনার মাস্ক ব্যবহার করেছেন বা করছেন এখনও।
তবে এখন ফ্যাশনের ট্রেন্ড এ রয়েছে স্কার্ফ মাস্ক। করোণা পরিস্থিতিতে মাস্ক কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।
আর এর মধ্যেই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মাক্স ব্যবহার করতে দেখা গিয়েছে। দামি হীরার মাস্ক থেকে তিন লেয়ারের সিল্ক কাপড়ের মাস্কও বাজারে এসেছিল।
তবে সবথেকে ট্রেন্ডিং এবং ফ্যাশনেবল এই স্কার্ফ ফেস মাস্ক। ব্লেজার, স্যুট এর সাথে এই মাস্ক অনেকে ফ্যাশনের সাথে ব্যবহার করছেন। জিন্স জ্যাকেট এর সাথেও মানাবে অনায়াসেই।
৬. বডি স্যুট : Bodysuit
শরীরের সাথে একেবারে মিশে থাকা বডি স্যুট এখন জিন্সের সাথে ফ্যাশনের চরমসীমায় পৌঁছেছে। এ বছরে ডায়না পেন্টি কে দেখা গিয়েছে বডি শুটের সাথে জিন্স পরতে।
প্লাজো, স্কার্ট, জিন্স, এর সাথেও মানাবে এই টপ। সামার সিজেন এ একেবারে তাক লাগিয়ে দেবে এই টপ তা অনেকেই আন্দাজ করতে পারছেন ডায়না পেন্টিকে জিন্স এর সাথে এই টপ পরা দেখে।
৭. মম জিন্স : Mom jeans
আগের দিকে জিন্সের প্যান্ট ছিল পায়ের দিকে যতটা সম্ভব ঢিলা করা যায় আর উপরদিকে ছিল অনেকটাই টাইট। কিন্তু যত দিন যায় তত জিন্সের প্যান্টের ভোল বদলাতে থাকে।
একের পর এক ডিজাইন আসে মার্কেটে। এমনকি দু-তিন বছর অন্তর অন্তর জিন্সের প্যান্টের ফ্যাশনই বদলে যায়। আর এই প্যানডেমিক সময়ের মধ্যেই পাল্টে গেল জিন্সের প্যান্টের লুক ও ফ্যাশন।
টাইট প্যান্ট এর দিন শেষ এখন আর টাইট জিন্স প্যান্ট নয় ডিলেডালা জিন্স প্যান্টই এখন সবচেয়ে ট্রেন্ডি। আর এই জিন্স প্যান্টের নাম রাখা হয়েছে মম জিন্স। এমন ফ্যাশনে দেখা গিয়েছে সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে। আর বলাই বাহুল্য যে আগামী কয়েক বছর এটাই ফ্যাশন ট্রেন্ডে বজায় থাকবে।
অনেকেই নিজের পছন্দ অপছন্দ ভুলে গিয়ে সেলিব্রিটিদের পছন্দ অপছন্দ কে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন ফ্যাশনের সাথে সাথে সেগুলো মেন্টেন করাটাও অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কম্ফোর্টেবল ফিল না হলে অনেক সময় হয়তো ফ্যাশনের বারোটা বেজে যায়।