সৌখিন এবং বৈচিত্র্যময় ৪টি এপ্লিকেশন সম্বন্ধে জেনে নিন
আপনারা কি কিছু নতুন ও কার্যকর কিছু এপ্লিকেশন সম্বন্ধে জানতে চান? তাহলে আর দেরি না করে আমাদের আজকের সম্পূর্ণ পোস্ট পড়ে নিন।

আমরা প্রতিনিয়ত আমাদের ফোন থেকে প্রচুর পরিমাণ এপ্লিকেশন ব্যবহার করে থাকি। ব্রাউজিং এর জন্য, ছবি এডিট করার জন্য, গেম খেলার জন্য, কাজের জন্য বা বিনোদনের জন্য।
এসব এপ্লিকেশনগুলোর মধ্যে প্রায় সকল এপ্লিকেশনগুলোই হয়তো কমন। যেমন, আমরা হয়তো ব্রাউজিং এর জন্য সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করি।
আবার ফাইল ম্যানেজার হিসাবে ES ফাইল এক্সপ্লোরার ব্যবহার করি। কিন্তু এমন কতজন আছেন যারা ভিন্ন? সৌখিন বা বৈচিত্র্যময় এপ্লিকেশন ব্যবহার করেন কয়জন?
হয়তো অনেকেই বলবেন, সৌখিন বা বিচিত্র এপ্লিকেশনগুলো মোটেই কাজের নয়, তাই ব্যবহার করি না। আসলেও তাই, এতো লাখো এপ্লিকেশন এর ভীড়ে, ভালো ও কার্যকর এপ্লিকেশন খুঁজে পাওয়া আসলেও অনেক কঠিন।
আর তাই আমি আজ আপনাদের কিছু সৌখিন ও বিচিত্র কিছু এপ্লিকেশন সম্বন্ধে জানাতে চলেছি, যেগুলো দৈনন্দিন জীবনে আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।
আরোও পড়ুনঃ ক্লাউড গেমিং কি? ক্লাউড গেমিংয়ের সুবিধা ও অসুবিধা জানুন সবকিছু
সৌখিন ও বৈচিত্র্যময়, কিন্তু কার্যকর কিছু এপ্লিকেশনের তালিকা
সৌখিন বলতে আমরা বুঝি, যে জিনিসটির খুব বেশি প্রয়োজন না হলেও মানুষ মনের ইচ্ছায় বা শখের বশে ব্যবহার করে। এপ্লিকেশনের বেলায়ও ঠিক একই, আর বৈচিত্র্যময় বলতে আমি সাধারণ কাজের এপ্লিকেশনের থেকে একটু আলাদা রকম এপ্লিকেশনের কথা বুঝিয়েছি।
এই দুইরকমের এপ্লিকেশনগুলোই বেশ ভালো এবং কাজের। আসুন এবার এগুলো সম্বন্ধে জানা যাক।
১. Cornerfly ডিসপ্লে সেটার এপ্লিকেশন
Cornerfly হলো এমন একটি এপ্লিকেশন, যা আপনার ফোনের ডিসপ্লে এর শেপ অনেকটা বদলে দিতে পারে। মূলত এটা শুধুমাত্র ডিসপ্লে এর স্ক্রিন শেপ বদলাতে পারে, স্ক্রিনকে কোনো প্রকার ফিজিক্যালি হ্যান্ডেল করেনা।
এখনকার নতুন সব ফোনগুলোর ডিসপ্লে শেপ হচ্ছে ১৮:৯ এবং রাউন্ড কর্ণার। তবে যদি পুরনো হওয়ায়, বা মডেল অন্য হওয়ার কারণে আপনি এই ট্রেন্ডের বাইরে থাকেন, আর মনে করেন যে এই রকম স্ক্রিন শেপই আপনার দরকার, তাহলে আপনি অবশ্যই এই এপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
Cornerfly এপ্লিকেশন ব্যবহার করে আপনি কিছুটা হলেও মডার্ণ স্ক্রিনের স্বাদ উপভোগ করতে পারবেন। আপনাকে এর জন্য, জাস্ট প্লে স্টোর থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করে, চালু করতে হবে।
এরপর কিছু পারমিশন এপ্লিকেশন থেকে চাইবে, সেগুলোর অনুমতি দিয়ে, এখানকার মূল টগল চালু করলেই আপনার কাজ হয়ে যাবে। আপনি শুধুমাত্র, আপনার ফোনের স্ক্রিন এর কোনাগুলো রাউন্ড শেপে দেখতে পাবেন।
এছাড়া আর কিছু নয়। যেহেতু এটা হলেও চলে আবার না হলেও বিশেষ কোনো সমস্যা হয়না, তাই এটা একটা শৌখিন এপ্লিকেশন।
২. Google Tasks এপ্লিকেশন
Google Tasks হচ্ছে, দৈনন্দিন কার্যাবলী নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করার জন্য একটি এপ্লিকেশন। তবে আপনি ভাবতে পারেন, এটা আপনার ফোনের কার্যাবলি নিয়ন্ত্রণের জন্য।
কিন্তু আসলে মোটেই তা নয়, এটি মূলত আপনার নিজের কার্যাবলির রিমাইন্ডার দেয়ার জন্য ও আপনাকে রুটিনের আওতায় আনার জন্য একটি এপ্লিকেশন। এই এপ্লিকেশনের ভিতরে আপনি আপনার দরকারী কার্যক্রমগুলো সময় অনুযায়ী লিস্ট করে রাখতে পারবেন।
নির্দিষ্ট কাজের সময় আপনাকে এপ্লিকেশন থেকে রিমাইন্ডার দেয়া হবে, এরপর আপনি কাজ শেষ করে, এই টাস্কে টিক দিয়ে "Completed" মার্ক করে দিতে পারেন। নিজের নিয়মিত জীবন নিয়মের অধীনে রাখার জন্য এপ্লিকেশনটি বেশ সহায়ক।
যদিও আমরা এসব কাজ করার জন্য নিজেরাই প্রস্তুত থাকি, এলার্ম ব্যবহার করে থাকি বা বাসার কারও সহায়তা নিয়ে থাকি, তবুও শখের বশে এই কার্যকর এপ্লিকেশনটি একবার ব্যবহার করে দেখতে পারেন।
আরোও পড়ুনঃ আধুনিক বাংলা গান ডাউনলোড করার সেরা ৫টি ওয়েবসাইট ও এপ্লিকেশন
৩. Screener স্ক্রিনশট এডিটিং এপ্লিকেশন
Screener হচ্ছে একটি স্ক্রিনশট এডিটর এপ্লিকেশন, যেখানে খুব সুন্দর নিয়মানুযায়ী, নিজের ফোনের সকল স্ক্রিনশট আপনি এডিট করতে পারবেন। হয়তো যেকোনো কাজে স্ক্রিনশট এডিট করার বিশেষ দরকার পড়েনা, আর পড়লেও ফোনের এডিটর থেকেই হয়তো এডিট করা যায়।
তবুও এই এপ্লিকেশন ব্যবহার করে আপনি খুব সহজেই, সুন্দর সুন্দর প্রি স্টোরড ফিচার দিয়ে আপনার স্ক্রিনশটগুলোকে এডিট করে ব্যবহার করতে পারবেন।
আপনি যদি কোনো কন্টেন্ট রাইটার, কোনো নিউজপেপার এডিটর বা ব্লগ সাইট মালিক হয়ে থাকেন, তাহলে নিজের কাজের জন্য হয়তো স্ক্রিনশট খুব সুন্দর করে এডিট করার দরকার পড়ে।
সেক্ষেত্রে অবশ্যই এই এপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন। এখানে শুধু প্রি মেড ফিচার নেই, কাস্টমাইজ করারও অনেক অপশন আপনারা এখানে খুজে পাবেন।
যারা অনেক বেশি স্ক্রিনশট চালাচালি করেন বা Meme বানান, তারাও এই এপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এই এপ্লিকেশন সম্পূর্ন ফ্রিতে ব্যবহারযোগ্য এবং বিজ্ঞাপনমুক্ত।
৪. Clipboard Manager
Clipboard Manager হচ্ছে, ফোন থেকে কপি করা বিভিন্ন লেখনীর তত্ত্বাবধান করার উদ্দেশ্যে একটি এপ্লিকেশন। আমরা জানি, আমাদের ফোনে আমরা যখন কোনো এপ্লিকেশন বা সাইট থেকে কোনো লেখা কপি করি, তখন সেই লেখাটি বা লিংক, যাই হোক না কেনো, একটি নির্দিষ্ট সময় পর ক্লিপবোর্ড থেকে মুছে যায়।
বা আমরা আমাদের কাজের জিনিস রেখে, অনেক সময় অন্য কোনো কিছু কপি করে ফেলি। এ সময় আমাদের দরকারী জিনিসগুলো কপি লিস্ট থেকে হারিয়ে যায় এবং আবার সেগুলো কষ্ট করে খুজতে হয় বা কপি করতে হয়।
কিন্তু ক্লিপবোর্ড ম্যানেজার এপ্লিকেশনে, আপনি যদি অন্য কোনো লেখা বা লিংক কপি করেনও, তাও আপনার আগের কপি করা কন্টেন্ট, লিস্ট আকারে এই এপ্লিকেশনের ভিতর জমা থাকবে।
ফলে আপনি ক্লিপবোর্ড ম্যানেজিং নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। এপ্লিকেশনটি না থাকলেও হয়তো বিশেষ কোনো অসুবিধা হবেনা, তবে বিচিত্র ও সৌখিন এপ্লিকেশন হিসাবে এটি ব্যবহার করতেই পারেন।
আরোও পড়ুনঃ Windows Safe Mode কি? কখন এবং কিভাবে Safe Mode ব্যবহার করবেন
শেষ কথা
সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো সৌখিন, বিচিত্র এবং কার্যকর কিছু এপ্লিকেশনের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন।
এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!