স্বর্গের মতো সুন্দর ৮ টি স্থান  - যেখানে গেলে আর ফিরতে মন চাইবে না

পুরো পৃথিবী প্রাকৃতিক বিস্ময়ে ভরপুর। পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে আপনি দেখতে পাবেন অসাধারণ সুন্দর নদী কিংবা অসম্ভব সুন্দর পাহাড়। দেখতে পাবেন বিস্ময়কর গুহা বা অবাক করার মতো মরুভূমি। যেখানে গেলে আপনার মনে হবে এতো পৃথিবীর ভিতরেই স্বর্গ। যেখানে গেলে আর ফিরতে মন চাইবে না কোনদিনই এমনি অসাধারণ ৮ জায়গা সম্পর্কে আজকে আমি আপনাদের জানাতে চলেছি।

স্বর্গের মতো সুন্দর ৮ টি স্থান  - যেখানে গেলে আর ফিরতে মন চাইবে না
স্বর্গের মতো সুন্দর ৮ টি স্থান


1. Cappadocia 

তুরস্কের কেন্দ্রস্থল কেনপাদোকিয়ায় এই অসাধারণ স্থানটি অবস্থিত। কাপাডোসিয়ার অনন্য ভূতাত্ত্বিক পরিবেশ আপনাকে মোহিত করবে ক্ষনে ক্ষনে। এর গৌরব পূর্ণ ইতিহাস জেনে এবং অসাধারণ সংস্কৃতি দেখে মুগ্ধ হবেন আপনিও। প্রতিদিন এখানে উড়ানো হয় অসংখ্য হট এয়ার বেলুন। পাহাড়ের উপর বসে এগুলো দেখতে দেখতে কখন যে রাত নেমে আসবে তা ভেবে কূল পবেন না। এই অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন তুরস্কের কাপাডোসিয়া থেকে।



2. The fairy pools

Fairy pools নামের অসাধারণ প্রাকৃতিক জলপ্রপাতটি Scotland এ অবস্থিত। এর স্বচ্ছ নীল জল দেখে বিস্ময়ের শেষ সীমায় পৌঁছাতে বেশি সময় লাগবে না। আশেপাশে প্রচুর পাখি,লাল হরিণ, খরগোশ ইত্যাদি বিভিন্ন প্রাণী দেখে এবং অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় ডুবে যাবেন। সাঁতারুদের জন্য এর মতো অসাধারণ স্থান পৃথিবীতে খুব কমই আছে।



3. Huacachina

Hucachina পেরুতে অবস্থিত। বিশাল মরুভূমির মঝে ১০০ জন বাসিন্দার একটি ছোট গ্রাম Huacachina. ছোট্ট গ্রামটি দেখতে প্রতিবছরই এখানে ভিড় করেন হাজার হাজার পর্যটক। গ্রামের সৌন্দর্য এবং অধিবাসীদের আন্তরিকতা দেখে বিমুগ্ধ হবেন নিশ্চিত। সেই সাথে মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে পারবেন নিবিড়ভাবে। 



4. White haven beach

নামের মতোই সুন্দর অস্ট্রেলিয়ার এই সমুদ্র সৈকত টি। সমুদ্রের সাদা বালি এবং স্বচ্ছ নীল জল আপনাকে দিবে অসাধারণ সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা। এখনে গেলে আপনার মনে হতে পারে আপনি হয়তো স্বপ্ন দেখছেন কিংবা কল্পনা করছেন। আপনি যদি সমুদ্র প্রিয় হন তাহলে ঘুরে আসতে পারেন অস্ট্রেলিয়ার White haven beach থেকে।



5. Salar de uyuni

দক্ষিণ আমেরিকার বলেভিয়ায় বিশ্বের বৃহত্তম লবনাক্ত ভূমি Salar de uyuni অবস্থিত। বিস্তৃত ভূমি জুড়ে লবণ লবণ দেখে আপনার মনে হতে পারে এ হয়তো কোন সাদা বালির মরুভূমি। এই স্থানটি আপনাকে নতুন ধরনের মরুভূমির স্বাদ দিবে। অসাধারণ সব ছবি তোলার জন্য এ বিখ্যাত। 



6. Milford sound

নিউজিল্যান্ডের দক্ষিণ - পশ্চিম ফায়ার ল্যান্ডে Milford Sound অবস্থিত। অসাধারণ পাহাড় এবং জলপ্রপাত দেখে মোহিত হবেন নিশ্চিত। নৌকায় চড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া উপভোগ করবেন ভিষণভাবে। সেইসঙ্গে হেলিকপ্টারে চড়ে দেখতে পারবেন পাহাড় ও জলপ্রপাতের অতুলনীয় দৃশ্য। এখানে প্রতি বছর ৫ লক্ষ থেকে ১ মিলিয়ন পর্যটক ঘুরতে যায়। বুজতেই পারছেন কতটা সুন্দর ও বিখ্যাত Milford Sound. 



7. Grand canyon park

উত্তর আমেরিকার অরিজোনায় Grand canyon park অবস্থিত। কমলা রঙের পাহাড় সেইসঙ্গে সুগভীর খাদ দেখে প্রকৃতির বৈচিত্র্যতা আন্দাজ করতে পারবেন। পাহাড়ের চূড়া থেকে সূর্যস্ত দেখার সময়টা সারা জীবন মনে রাখতে চাইবেন। হাইকিং এর জন্য এরকম স্থান খুব কমই আছে। 



8. Machu picchu

দক্ষিণ পেরুর কউিলিরায় Machu picchu অবস্থিত। সমুদ্র পৃস্ট থেকে ২৪০০ মিটার উপরে এই অসাধারণ শহরটি অবস্থিত। Machu picchu বলা হয় ইনকা সভ্যতার হারানো শহর। প্রাচীন সব স্থাপনা দেখে মনে হতে পারে আপনি হয়তো টাইম ট্রাবেল করছেন। সেই সঙ্গে শহরের সৌন্দর্য আপনার ভ্রমণ কে করে তুলবে অসাধারণ।