স্মার্টফোনে একই সাথে দুটি অ্যাপ্লিকেশন চালানো সম্ভব! জেনে নিন
শিরোনাম দেখে অবাক হয়েছেন নিশ্চয়ই? বা ভাবছেন আমি আপনাদের বোকা বানাচ্ছি , কিন্তু না আসলে এমন মোটেই না। একই অ্যাপ্লিকেশন ফোনে দুইবার ইনস্টল করে দুটি আলাদা অ্যাকাউন্ট দ্বারা ব্যবহার করা সম্ভব। কীভাবে ? তা জানতে আমাদের আজকের পোস্ট এখনি পড়ুন আর জেনে নিন বিস্তারিত।

আপনারা হয়তো আমার লেখার শিরোনাম পড়ে অনেকেই হতভম্ব হয়ে গিয়েছেন যে, কীভাবে একই ফোনে একটি অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করা যায়। নিশ্চয়ই লোকটি পাগল হয়ে গেছে।
এটা ভাবাই স্বাভাবিক, কারণ সবাই জানেন যে, একটি ফোনে একটি অ্যাপ্লিকেশন কেবল একবারই ইনস্টল করা যায় ও একটি অ্যাকাউন্ট দিয়েই ব্যবহার করা সম্ভব
কিন্তু আমি যদি বলি আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনার একই ফোনে একই অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করে ব্যবহার করা সম্ভব? আপনি কি বিশ্বাস করবেন?
যদি করেন তাহলে শুনুন, আপনি হয়তো আপনার স্মার্টফোনে ফেসবুক চালান। কিন্তু কয়টি অ্যাকাউন্ট একবারে ব্রাউজ করতে পারেন?
নিশ্চয়ই একটি, তাইনা? অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে নিশ্চয়ই আপনাকে লগ আউট করে অন্য অ্যাকাউন্ট লগইন করতে হবে, তাইতো?
কিন্তু আমি যদি বলি যে, আপনি একইসাথে দুইটি অ্যাকাউন্ট ব্রাউজ করতে পারবেন, তাহলে কেমন হবে? নিশ্চয় ভালো লাগবে।
কেননা, অনেকেরই হয়তো যেকোনো ধরনের কাজে কর্মে বা উদ্দ্যেশ্যে দুইটি অ্যাকাউন্ট একইসাথে চালানোর দরকার পড়ে।
সেটা হতে পারে গেম খেলা, ফেসবুক, হোয়াটস অ্যাপ চালানো, অথবা কোনো কাজের অ্যাপ্লিকেশন। আর এই জন্যই আমি চাই যে আপনারা আজ জেনে রাখুন যে কীভাবে একইসাথে আপনার ফোনে একই অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করে ব্যবহার করবেন।
তো চলুন আর কথা না বাড়িয়ে, আপনাদের জানানো যাক যে কীভাবে এই কাজটি করবেন।
আরো পড়ুনঃ শিক্ষিত গৃহিণীরা কীভাবে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারেন জেনে নিন
স্মার্টফোনে একই অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করে ব্যবহারের নিয়ম -
আপনারা সবাই হয়তো ভাবছিলেন, আমি কোনো জাদুমন্ত্র দিয়ে আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করিয়ে দেবো। কিন্তু আসলে এমন নয়।
আমি আপনাদের এমন একটি বা দুইটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যেগুলো আপনাদের এই সুবিধা দিতে পারবে। আর এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে, Parallel Space কিংবা Dual Space।
আপনারা কেউ কেউ এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে আগে শুনলেও শুনতে পারেন। তবে যারা শোনেননি, তারা আজ বিস্তারিত শুনে নিন।
Parallel Space এবং Dual Space এর কার্যাবলি
আপনাদের শুরুতেই জানিয়েছি যে, আপনাদের ফোনে, একই অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করে, দুইটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করার ট্রিক্স দেখাবো।
তো সেজন্যই Parallel space এবং Dual space এর কথায় চলে আসা। এই দুইটি অ্যাপ্লিকেশনই মূলত একই কাজের, এগুলোর কাজ হলো, আপনার ফোনে যেকোনো ইনস্টলকৃত অ্যাপ্লিকেশনের একটি কপি প্রস্তুত করা, যেটা আপনাদের ফোনে পুনরায় ইনস্টল হয়ে যাবে।
অর্থাৎ, আপনার সিলেক্টকৃত অ্যাপ্লিকেশন এখানে একটি কপি হিসাবে প্রস্তুত হবে এবং তারপর এটাকে Parallel Space বা Dual space এর ভিতরেই ইনস্টল হবে।
এরপর আপনি এই নতুন অ্যাপ্লিকেশনে প্রবেশ করে, আপনার দ্বিতীয় অ্যাকাউন্ট লগইন করে ব্যবহার করতে পারবেন।
যেমন - ধরে নিন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দুইটি থাকে এবং দুইটিই কাজে লাগে, (একটি ব্যবসায়িক, আরেকটি ব্যক্তিগত) তাহলে দুইটি অ্যাপ্লিকেশনের ভিতর দুইটি অ্যাকাউন্ট লগইন করে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
হতে পারে সেটা ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস এপ, বা যেকোনো গেমস। যেকোনো অ্যাপ্লিকেশনই এখানে আপনি কপি করে দুইবার ব্যবহার করতে পারবেন।
ধরে নিন আপনি Clash Of Clans গেম খেলছেন। আপনার ক্ল্যান ডোনেশন প্রয়োজন কিন্তু বারবার অ্যাকাউন্ট বদল করতে বিরক্ত লাগছে। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনে আপনার দ্বিতীয় অ্যাকাউন্ট লগইন করে আপনার কাজ সেরে নিতে পারবেন।
Parallel Space বা Dual Space এর সুবিধা:
১. আপনি আপনার স্মার্টফোনে আপনার সোশ্যাল মিডিয়ার দুইটি অ্যাকাউন্ট একইসাথে লগইন করে ব্যবহার করতে পারবেন।
২. আপনার ফোনে আপনি একই গেমের আলাদা অ্যাকাউন্ট লগইন করে খেলতে পারবেন বা আপনার কাজে লাগাতে পারবেন।
৩. এই দ্বিতীয় অ্যাপ্লিকেশন আপনার ফোনে কোনো প্রকার ডাবল ডাটা কনজিউম করবেনা। অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশনটির কোনো ডাটা বা ক্যাচ আপনার ফোনের মেমোরিতে জমা হবেনা।
এটা সম্পূর্ন Parallel space বা Dual space অ্যাপ্লিকেশন এর অভ্যন্তরীণ ডাটায় জমা হবে।
৪. আপনি আপনার দুইটি অ্যাকাউন্টের নোটিফিকেশনই পেতে থাকবেন, এমন হবেনা যে দ্বিতীয় অ্যাকাউন্টের নোটিফিকেশন আপনাকে অ্যাপ্লিকেশনে প্রবেশ করেই দেখতে হবে।
আরোও পড়ুনঃ Blogging এবং YouTubing কার মাধ্যমে অধিক উপার্জন করা যায়
Parallel Space বা Dual Space এর অসুবিধা:
১. একই ফোনে দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করলে, গ্রাহকের অতিরিক্ত সময় ব্যয় হবে এবং অনেকটা নেশাও লেগে যেতে পারে।
২. দুইটি অ্যাকাউন্ট ফোনে একইসাথে ফোনে লগইন করার ফলে, স্টোরেজ সমস্যা না হলেও, আপনার ফোনে অনেক বেশি চাপ পড়বে। ফোন গরম হওয়া বা হ্যাং হওয়ার মতো সমস্যায় পড়তে পারেন।
৩. আপনার ফোনে দ্বিতীয় অ্যাপ্লিকেশনগুলো জায়গা নষ্ট না করলেও, Parallel space অ্যাপ্লিকেশনের ডাটা ও ক্যাচ বাড়তেই থাকবে।
যা আপনার ফোনে অস্বাভাবিক চাপ তৈরি করতে পারে এবং ফোনের কার্যক্ষমতা স্লো করে দিতে পারে।
৪. Parallel space এবং Dual space অ্যাপ্লিকেশনে বিজ্ঞপ্তি আসার পরিমাণ অনেকটাই বেশি যা হয়তো ব্যবহারের সময়ে আপনাকে বিরক্তিতে ফেলতে পারে।
আমার কাজ ছিলো আপনাদের ফোনে একই অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করে ব্যবহার করার নিয়ম দেখানো। কিন্তু আমি চাই যে এর ভাল ও খারাপ, দুইটি দিকই আপনাদের জানানো। তাই সবটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আরো পড়ুনঃ শুভ প্রভাত পোর্টালে কীভাবে স্মার্টফোন দিয়ে কাজ করবেন
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো স্মার্টফোনে একই অ্যাপ্লিকেশন দুইবার ইনস্টল করে ব্যবহারের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন।
এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অবধি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!