হিল জুতো প্রেমী নারীরা বিভিন্ন ধরনের হিল সম্পর্কে জানুন

পায়ে পায়ে থাক আনন্দ পছন্দের জুতোর সাথে।পা দুটো কে সুন্দর দেখাতে সুন্দর রাখতে বেছে নিন আপনার পায়ের মাপমতো মানানসই জুতো সেটা হাই হিল হতে পারে অথবা লো হিল।

হিল জুতো প্রেমী নারীরা বিভিন্ন ধরনের হিল সম্পর্কে জানুন
হিল জুতো প্রেমী নারীরা বিভিন্ন ধরনের হিল সম্পর্কে জানুন

সুন্দর ড্রেসের সাথে থাকে যদি সুন্দর জুতো তো আর কথাই নেই, যে কোনো জায়গায় আকর্ষণীয় দেখানোর জন্য সুন্দর ড্রেসের সাথে সুন্দর জুতোর ভূমিকা কম নয়।


হিল পরতে ভালোবাসে না এমন মেয়েদের  পাওয়াই যায় না। তবে সবার আর হিল পরা হয়ে ওঠে না। কারো পায়ে সমস্যা, তো কেউ লম্বা, তো কেউ পরে হাঁটতে পারে না।


হিল এক রকমের হয় না তার অনেক রকম ভাগ আছে। সব রকম হিল সবাই পরতে পারে না, আবার অনেকেই আছে সবরকমের হিল পরে ছোটাছুটি ও করতে পারে।


যে কারনেই হোক হিল পরার স্বপ্ন টা পূরণ করতে বেছে নিতে হবে আপনার সুবিধা মতো হিল। যেকোনো জায়গায় অনায়াসেই পরা যেতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক -


1 . ফ্লাটফরম হিল

এগুলি ফ্লাট জুতোর মতোই দেখতে হয় তবে হিলটা গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত পুরোটাই এক সমান উঁচু হয়। ব্যালেন্স রাখার পক্ষে খুবই উপযোগী।


যারা একে বারেই হিল পরতে পারেন না তাঁরা এই হিল ট্রাই করে দেখতে পারেন। সবরকম ড্রেসের সাথে মানিয়ে যায়।


বেশি হাঁটাহাঁটি তে ভীষণ ভালো, যাঁদের পায়ে প্রবলেম আছে তাঁরা এই জুতো পরতে পারেন সাথে ফ্যাশন টাও বজায় থাকলো।


2 . পিপ টো ওয়েজ

এই  জুতো গুলো ফ্লাটফরম হিল এর মতোই তবে গোড়ালির দিকটাই বেশি হিল সামনের দিকে নিচু। পায়ের সামনের অংশে ভরটা বেশিই পড়ে।


এটাও অনেক সহজেই পরে চলাফেরা করা যায়, এই হিল সবাই পরতে পারে, তবে হিলের উচ্চতার মাপটা অবশ্যই দেখে নেবেন। কোনটা আপনার পক্ষে স্বচ্ছন্দ বোধ হবে।


শাড়ি, জিন্স, সালোয়ার, এর সাথে বেশ মানায়, পা দুটোকে হেভি লুক দেয়।


3 . হাই ব্লক হিল

অনেকটাই হিল, আর হিল টা চারকোণা তাই নামটা ব্লক হিল। ব্যালেন্স খুব সহজেই রাখা যায়।


সবসময় হিল পরতে অভ্যস্ত যারা তারা অনায়াসে এই হিল পরতে পারবেন, যাঁদের উচ্চতা একটু কম তাঁরা এটা ট্রাই করতে পারেন। দেখতেও খুব সুন্দর লাগে, সুন্দর এবং ফ্যাশনেবল।


ওয়েস্টার্ন ড্রেস, জিন্স, শাড়ি তেও বেশ মানিয়ে যায়, কোনো অনুষ্ঠানে, বেড়াতে যেতে পরতে পারেন। তবে হাঁটার পরিমাণ টা যেন কম হয়।


বেশিরভাগ সময় গাড়িতেই থাকলে পরা যেতে পারে এই হিল। নাহলে পায়ে প্রেসার পড়তে পারে, পা ব্যাথাও করতে পারে।


4. কাট আউট হিল

হিলটা অনেক হাই আর সরু, সামনের ডিজাইন পাওয়া যায় মনমতো। ব্যালেন্স এর দরকার হয় এই হিলের ক্ষেত্রে।


এই হিলেরও অনেক রকম উচ্চতার হিল হয়, আপনার সুবিধা মতো উচ্চতা দেখে নিতে পারেন। বিশেষ অনুষ্ঠানে পরতে পারেন এই হিল।


5. ব্লক হিল

সবার জন্য সুন্দর কম্ফর্টেবল জুতো। এর উচ্চতা আপনার পছন্দ সই পেয়ে যাবেন। হিলটা চারকোণা ও সামনের দিকে নিচু। এই হিলটি দেখতো সুন্দর লাগে। সবজায়গায় মানিয়ে যায়, সবরকম ড্রেস এর সাথেও।


6. পাম্প হিল

পা ঘেরা জুতো, অনেকটা পাম্প সুর মতো দেখতে তবে সরু হিল। এরও উচ্চতা কম বেশি আছে। অফিসিয়াল নারীরা এগুলি প্রায়ই পরে থাকেন।


7. Ankle  বুট

হিল ব্লক হিল এর মতোই তবে হিলের নিচের দিক উপর এর তুলনায় সরু। বুটের স্টাইল, ফিটিংস এর জন্য সাইটে চেন সিস্টেম আছে। পরতেও বেশ ভালো ঠান্ডা তেও পরা যায় আর অন্য সময়েও। দেখতেও স্টাইলিশ।


8. লেস আপ হাই হিল

লেস আপ হিল গুলি পেন্সিল হিল হতে পারে অথবা হাই ব্লক হিল হতে পারে। তবে এই জুতোর বিশেষ বিশেষত্ব হলো  এর লম্বা লেস বা দড়ি, যা দিয়ে পায়ের সাথে পছন্দ মতো ফিট করা যায়।


পায়ের উপরের দিকে পেঁচিয়ে বাঁধার জন্য লেস দেওয়া থাকে। অনেকে গোড়ালিতেই জড়িয়ে রাখে। সেটা নিজের উপর।


কোনো ওয়েস্টার্ন ড্রেস এর সাথে ভীষণ ভালো মানায় এই জুতো। ভীষণ কিউট লাগে দেখতে। লেসের জন্য ফিটিংস খুবই সুন্দর।


9. স্টিলেটো

হাই পেন্সিল হিল, আঙুলের কাছে চওড়া অথবা সরু বর্ডার আর গোড়ালি ঘেরা তার সাথে সরু অথবা চওড়া বেল্ট। ফিটিংসের জন্য বেল্ট ছোট বড়ো করা যায় বা পিছনে চেন থাকে।


দেখতে খুবই সুন্দর তবে সবার পক্ষে ব্যালেন্স রাখা টা একটু আলাদাই হবে। যাঁরা হিল পরতে অভ্যস্ত তাঁদের পক্ষে সহজ হবে। তবে বেশি হাঁটাহাঁটি তে না পরাই ভালো।


আরো অনেক রকম হিল আছে এখানে সচরাচর চলা হিল গুলি সম্পর্কে জানা গেলো। সাজগোছের পর সুন্দর জুতো আপনার সাজকে পরিপূর্ণতা দেবে। কিছু ইউনিক পরার চেষ্টা করুন, তবে তা যেন হয় সাধ্যের মধ্যে।


হিল পরলে পায়ের সৌন্দর্যের পাশাপাশি ফ্যাশন এর উপরও  প্রভাব পড়ে। প্রতিটি নারীকে হিলে বেশ মানায়। তবে আপনার উচ্চতার দিকটা বিশেষ খেয়াল রাখবেন।


আপনি যদি খুব লম্বা হন তাহলে হাই হিল পরতে যাবেন না, তাতে আপনাকে অতিরিক্ত লম্বা লাগবে এবং সুন্দর নাও দেখাতে পারে। তবে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা।


শাড়ির সাথে ব্লক হিল অনায়াসে পরা যায়। কম উচ্চতার নারীরা শাড়ির সাথে হিল পরলে অনেকটাই লম্বা লাগে। যা তাকে আকর্ষণীয় করে তোলে।


ফ্লাট জুতো সবসময় পরা যায় না অনুষ্ঠান ও ঘুরতে বের হলে হিল সবাই কে টানে। হিলযুক্ত বুট গুলো পা কে ঠান্ডা থেকে বাঁচানোর পাশাপাশি প্রখর রোদ থেকেও পা কে রক্ষা করে।


সাথে আপনাকে সুন্দর দেখাতেও সাহায্য  করে। অনেকে শুধু মুখের দিকে তাকিয়ে থাকে না পায়ের দিকটাও খেয়াল রাখে। তাই পা দুটোকে সুন্দর দেখাতে কম বা বেশি উচ্চতার সুন্দর হিল পরতেই পারেন।


তবে তা যেন হয় রুচিশীল, সুন্দর ও স্বচ্ছন্দ বোধ অনুভব করেন। অনেক ফ্লাটফরম ফ্লিপফ্লপ ও পাবেন যা পরতে অনেকটাই আরামদায়ক ও সুন্দর। সাথে ফ্লাটফরম হিল।


জলে ভেজানো থেকে ক্যজুয়াল ভাবে পরা যায় এইসব জুতো।


পায়ে পায়ে থাক আনন্দ পছন্দের জুতোর সাথে।পা দুটো কে সুন্দর দেখাতে সুন্দর রাখতে বেছে নিন আপনার পায়ের মাপমতো মানানসই জুতো সেটা হাই হিল হতে পারে অথবা লো হিল।


আজে বাজে জুতো পরে পায়ের ও ফ্যাশন এর বারোটা বাজাতে যাবেন না। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।


আরও পড়ুনঃ গ্রীষ্মেকালে নারীদের জন্য আরো কিছু ফ্যাশানাবল জুতা সম্পর্কে জানুন