৪ টি এমন প্রশ্ন যেগুলো করলে মেয়েদের সহজেই ইম্প্রেস করতে পারবেন
আপনি কি নতুন কোনো মেয়ের সাথে কথা বললে প্রশ্ন খুজে পাননা? নার্ভাস হয়ে পড়েন আর মাথায় আইডিয়া আসেনা? চিন্তা নেই, আজ আপনাদের জানাবো এমন কিছু প্রশ্ন সম্বন্ধে যেগুলো করলে আপনারা খুব সহজেই যেকোনো মেয়েকে ইম্প্রেস করতে পারবেন।

আমরা সবাই জানি, মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ চিরন্তন। সুন্দর মেয়ে দেখলে ছেলেদের ভালো লাগবে, ছেলেদের মনে আবেগ আসবে, তারা মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করবে, প্রশ্ন করবে, ইম্প্রেস করার চেষ্টা করবে, এগুলো খুবই স্বাভাবিক বিষয় এখনকার জামানায়।
ছেলেরা সুন্দর মেয়ে দেখলে তাদের বন্ধু বানাতে চায়, কথা বলতে চায়, বা অনেকে প্রেম করতেও ইচ্ছুক হয়ে পড়ে। এমতাবস্থায় হয়তো ছেলেটি মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, ফেসবুক আইডি খুজে বের করে, ফোন নাম্বার বের করে ফোন দেয় বা টেক্সট করে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা কথা বলার ক্ষেত্রে কিছু ভুল কৌশল প্রয়োগ করে। তারা মেয়েদের কাছে এমনভাবে প্রশ্ন করতে থাকে, যেনো তারা মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে। যেমন ধরুন, কি করছো, কেন করছো, কেমন আছো, কোথায় আছো, ইত্যাদি। এক্ষেত্রে ইন্টারভিউ যেমন সবার কাছে বোরিং ও অস্বস্তিকর লাগে, তেমনি মেয়েটিও আপনার উপর বিরক্ত হয়।
তাই এমন অবস্থা যেনো আর ছেলেদের সাথে না হয়, সেজন্য আমরা নিয়ে এসেছি এমন কিছু প্রশ্ন যা মেয়েদের করলে অবশ্যই তারা আপনার সাথে কথা বলতে আগ্রহ বোধ করবে ও খুশি হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা মেয়েদের সাথে কথা বলার ক্ষেত্রে প্রশ্ন খুজে পায়না।
তাই আজ আমরা চলে এসেছি আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনায়।
মেয়েদের আকর্ষণ করার মতো ৪ টি সেরা প্রশ্নের তালিকা:
১. বর্তমান দিনের সেরা মূহুর্ত সম্বন্ধে জানতে চান
হ্যা, আপনি প্রথম একটি মেয়েকে যে আকর্ষণীয় প্রশ্নটি করতে পারেন, তা হলো আজকের দিনের সবচেয়ে ভালো মূহুর্ত তার কোনটি কেটেছে, এ সম্বন্ধে জানতে চান। এতে হয়তো তার উত্তর হবে, আমি সকালে এখানে ঘুরতে গিয়েছিলাম, খুব মজা হয়েছে, বা হয়তো বলবে, আমি দুপুরে এটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছে বা ইত্যাদি।
এক্ষেত্রে আপনার এই প্রশ্নটি করতে যেমন মেয়েটিকে কোনো বেগ পেতে হবে না, তেমনি এই উত্তর দিতে গিয়ে তার মনও ভালো হয়ে যাবে। এখানে মেয়েটি বুঝবে যে, আপনি তার উপর আগ্রহ দেখাচ্ছেন এবং আপনি তার কথা শুনতে পছন্দ করেন। এতে সেও আপনার সাথে মন খুলে কথা বলতে চাইবে ও সম্পর্ক গভীর হবে।
আরও পড়ুন: হতাশা থেকে মুক্তির ৫ টি অব্যর্থ টিপস জেনে নিন
২. "ড্রিম ভ্যাকেশন" সম্বন্ধে জানতে চান
ড্রিম ভ্যাকেশন হচ্ছে এমন জায়গার সম্বন্ধে জানতে চাওয়া, যেখানে মেয়েটি সুযোগ পেলেই যেতে চাইবে ঘোরার জন্য। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, তোমার ড্রিম ভ্যাকেশন কি? বা তুমি কোন জায়গাতে গেলে সবচেয়ে বেশি উপভোগ করবে?
এভাবে আপনি তার পছন্দের জায়গা সম্বন্ধে সরাসরি না জানতে চাইলেও, পরোক্ষভাবে সবই জেনে নিতে পারবেন। এখানে মেয়েটি হয়তো উত্তর দেবে, কক্সবাজার, সাজেক, বান্দরবান। এবং তার কি কি ভালো লাগে, সে কি করতে চাইবে সেখানে গিয়ে, এ সম্বন্ধেও আপনার জানা হয়ে যাবে।
এভাবে মেয়েটির মনও ভালো হয়ে যাবে এবং আপনার সাথে মেয়েটি কথা বলতেও আগ্রহ বোধ করবে। সুতরাং এই প্রশ্নটিও আপনি করতে পারেন যেকোনো মেয়েকে।
আরও পড়ুন: জীবনের কঠিনতম পরিস্থিতি পার হওয়ার কৌশলসমূহ
৩. নিজের জীবনে কতটুকু সুখী তা জানতে চান
তৃতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, তা হলো, তুমি তোমার জীবনে কতটা খুশি? বা তুমি তোমার জীবনে কি কি পেতে চাও? এই প্রশ্নের উত্তরে মেয়েটি হয়তো বলবে, আমি আমার জীবনে অনেক সুখী, আমার বাবা মা অনেক ভালো, আমার জীবনে সুন্দর স্মার্ট একটা বয়ফ্রেন্ড চাই, এরকম ইত্যাদি।
বা বলতে পারে, আমার জীবন খুব বেদনার, আমাকে কেউ ভালোবাসে না, মা বাবা সারাদিন বকে, আমার এটা নেই ওটা নেই এরকম। এখান থেকে, একটি মেয়ে পজিটিভ নাকি নেগেটিভ, তা আপনার জানা হয়ে যাবে। আর কথায় কথায় আপনি মেয়েটির লাইফস্টাইল আর মাইন্ড সেট আপ সম্বন্ধেও জেনে নিতে পারবেন।
আর মেয়েটিও এভাবেই আপনার কাছে আসতে থাকবে। তবে মনে রাখবেন, এখান থেকে যদি ভাল ফিডব্যাক পান, তবে আরও আগানোর পরিকল্পনা করুন, আর যদি দেখেন মেয়েটি সুবিধার নয়, তাহলে এখনি পিছিয়ে আসুন, নইলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে।
৪. ছোটবেলার কোন জিনিসগুলো মিস করে তা জানতে চান
আমরা জানি, ছেলে হোক বা মেয়ে, ছোট বেলার অনেক স্মৃতি সবারই থাকে। আর বিশেষ করে মেয়েদের তো এসব বিষয় আরো ভালো মনে থাকে। তাই আপনার প্রশ্নটি এক্ষেত্রে থাকবে, ছোটবেলার এমন কি কি জিনিস আছে যা তুমি এখন মিস করো? বা ছোটবেলার কোন কাজগুলোর কথা এখনো মনে পড়ে ও আবার করতে চাও? এই প্রশ্নটি শুনে স্বাভাবিকভাবেই মেয়েটির ছোটবেলার দুষ্টু মিষ্টি অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাবে।
কিছুটা হয়তো মনে করতে পারবে, আর কিছুটা বাড়ির গুরুজনদের কাছ থেকে শুনে এসে আপনাকে জানাবে। এভাবে আপনি মেয়েটির সম্বন্ধে অনেক তথ্য ও পছন্দ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে অবশ্যই মেয়েটির মুখে একটা হাসি চলে আসবে, মন খুশি হয়ে যাবে।
আর ভেবে দেখুন, নিশ্চয়ই মেয়েটির খুশির ক্রেডিট কার? অবশ্যই আপনার। তাই এভাবেই আপনি মেয়েটির আরও ক্লোজ হতে থাকবেন আর সম্পর্ক গভীর হবে। ফলে আপনাদের আরও বেশি কথা হবে এবং ফলে আপনার কাঙখিত লক্ষ্যে পৌছানো খুব সহজ হয়ে যাবে।
আরও পড়ুন: প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে যে কাজগুলি অবশ্যই করা উচিত
উপসংহার
তো সুপ্রিয় পাঠকগণ, এই ছিল মেয়েদের আকর্ষণ করার জন্য সেরা কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের পোস্ট। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন।
যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!