৫ টি সেরা YouTube কীওয়ার্ড রিসার্চ টুল (ফ্রী এবং অর্থযুক্ত)

আজকের আয়োজনে থাকছে পাঁচটি সেরা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুলস সম্পর্কে। যেগুলো আপনি বিনামূল্যে অথবা অর্থের বিনিময়ে ব্যবহার করতে পারবেন এবং খুঁজে নিতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য উপযুক্ত কিওয়ার্ড।

৫ টি সেরা YouTube কীওয়ার্ড রিসার্চ টুল (ফ্রী এবং অর্থযুক্ত)
৫ টি সেরা YouTube কীওয়ার্ড রিসার্চ টুল


ইউটিউব ভিডিও তৈরি করে সেখান থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য শুধুমাত্র একটি চ্যানেল থাকলেই হয় না বরং প্রয়োজন পড়ে চমৎকার কনটেন্টের যেখান থেকে আপনার ভিউয়ারস  আপনার চ্যানেলের প্রতি আকর্ষণ অনুভব করে। আর এখন কথা হচ্ছে যে কিভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয় কনটেন্ট খুঁজে পাওয়া যায়। এই কাজটি সহজেই করা যায় কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে।

আজকের আয়োজনে আমরা জানবো ইউটিউব কিওয়ার্ড রিসার্চ বলতে কী বোঝায় এবং ইউটিউব এর জন্য কিওয়ার্ড রিসার্চ করার সেরা 5 টি টুলস যা আপনি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে আবার অর্থ দিয়ে। তাহলে চলুন জেনে আসি ইউটিউব এর জন্য সেরা পাঁচটি কিওয়ার্ড রিসার্চ টুলস সম্পর্কে।




ইউটিউব কিওয়ার্ড রিসার্চ

আমরা হয়তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে শুনে থাকবো। কিওয়ার্ড হচ্ছে এমন কতগুলি শব্দ বা বাক্যাংশ যা ব্যবহার করে সার্চ ইঞ্জিনের ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে থাকে। আরেকটি ওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এসব ব্যবহারকারীদের সার্চ কিত কি ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। যখন এই কাজটি ইউটিউবের জন্য হয়ে থাকে তখন সেটিকে ইউটিউব কি ওয়ার্ড রিসার্চ বলে। 



কেন ইউটিউব এর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন 

একটি ভিডিওকে ইউটিউব এর রেংক করানোর জন্য উন্নত টাইটেল থামনেল মেটা ডেসক্রিপশন ইত্যাদির সাথে যে বিষয়টি প্রয়োজন তা হচ্ছে চমৎকার কনটেন্টের। অর্থাৎ যে কনটেন্ট সম্পর্কে একজন ইউটিউব ব্যবহারকারীর তথ্য জানতে আগ্রহী। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে ব্যবহারকারী এসব তথ্য জানার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়। অর্থাৎ ব্যবহারকারীরা ঠিক কী কী-ওয়ার্ড ইউটিউবে সার্চ করে সে সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পাওয়া যায়।


যার মাধ্যমে ইউটিউব এর জন্য নতুন কনটেন্ট তৈরি সহজতর হয়। এবং এই ধরনের কনটেন্ট নির্মাণের মাধ্যমে এর ব্যবহারকারীরা সহজেই ভিডিওটি দেখেন যাতে করে ভিডিওটিতে আসে সেই সাথে চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি পায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি ইউটিউব চ্যানেলের জন্য ভিউজ আনার ক্ষেত্রে এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে এসইওর পাশাপাশি প্রয়োজন হয় যথার্থ কি ওয়ার্ড রিসার্চের।


আজকের আয়োজনে আমি এমন পাঁচটি কি ওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে আলোচনা করবো যা ব্যবহার করে আপনি আপনার ইউটিউব এর জন্য উপযুক্ত কি ওয়ার্ড খুঁজে নিতে পারেন। তাহলে চলুন দেরী না করে জেনে আসি এসকল দুর্দান্ত কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। t

 

১. Ubarsuggest

আজকের প্রথম ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুলস সেবে যে টুলসটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তার নাম উবারসাজেস্ট। এর মাধ্যমে আপনি ইউটিউব এর জন্য কি ওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে এটি শুধু ইউটিউব এর জন্য নয় বরং শপিং ব্লগ এ জাতীয় সাইটগুলো কি ওয়ার্ড রিসার্চ এর জন্য উপযুক্ত। ইউটিউব এর জন্য এই টুলসটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। 



২. Tube buddy

ইউটিউব কি ওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো আর টিউব বাডডির কথা বলবো না তা কি হয়? যারা ইউটিউবের কি ওয়ার্ড রিসার্চের সাথে অল্পবিস্তর পরিচিত তারা সকলেই টিউব বাডির নাম শুনেছেন। ইউটিউব এর জন্য এটি বেশ জনপ্রিয় একটি টুলস। এখানে একটি কিওয়ার্ড লিখে সার্চ করলে এর সাথে সম্পর্কযুক্ত সকল কিওয়ার্ডের লিস্ট আপনি পেয়ে যাবেন। এটি ব্যবহার খুব সহজ এবং সাধারন হওয়ায় সকল ইউটিউবারদের জন্য এটি বেশ কার্যকরী। 


৩. Soovle.com

অনেকেই হয়তো ভাবছেন সোভেল কিওয়ার্ড রিসার্চ টুলটিপ গুগলের জন্য বেশ জনপ্রিয় তাইনা। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে গুগল ঊইকিপিডিয়া ইয়াহু বিং ইত্যাদিসহ এই টুলস টি ইউটিউব এর জন্য সক্ষম ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারে। এই টুলসটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ব্রাউজারের এক্সটেনশনে যোগ করে নিতে হবে। 



৪. Keyword Everywhere 

ইউটিউব এর জন্য আরেকটি বেস্ট কিওয়ার্ড সার্চ টুল হচ্ছে কীওয়র্ড এভেরিওয়্যার। এটি ব্যবহার করার জন্য আপনার ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অপশনে কিওয়ার্ডে এভরিও্য়্যার যুক্ত করে নিতে হবে। একবার যুক্ত করে নেওয়ার পরে আপনি যখনই কোন কীওয়ার্ড লিখে সার্চ করবেন তখন সেই সম্পর্কিত সকল কিওয়ার্ড লিস্ট আকারে গুগল ক্রোম আপনাকে প্রদর্শিত করবে। এই কী-ওয়ার্ড রিসার্চ টুলটি একদম বিনামূল্যে ব্যবহার যোগ্য। 



৫. LSI graph tools

আজকের তালিকার শেষ টুলসটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তার নাম হচ্ছে lsi graph। এটিও ইউটিউব এর জন্য কি ওয়ার্ড রিসার্চে একটি দুর্দান্ত টুল। এখানে আপনি কোন একটি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এর সাথে রিলেটেড সকল কিওয়ার্ড পেয়ে যাবেন। যা পরবর্তীতে আপনার ভিডিওর ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। 



আজকের আয়োজনে আমি পাঁচটি ইউটিউব কিওয়ার্ড টুলস নিয়ে আলোচনা করেছি। এর প্রতিটি টুলস দুর্দান্ত এবং দারুণ সেবা প্রদান করে থাকে। তবে আপনার উদ্দেশ্য যখন একটি ভিডিও ল রেঙ্ক করানোর মাধ্যমে অর্থ উপার্জন করা হয়ে থাকে তখন আমি সাজেস্ট করবো যে যে ধরনের কি ওয়ার্ড এর কম্পিটিশন বেশি সেগুলো দিয়ে ভিডিও নির্মাণ না করতে। এতে অনেক সময় দেখা যায় যে ভালো মানের কনটেন্ট হওয়া সত্ত্বেও ভিডিওটি ভাল ভিউজ পাচ্ছে না। তাই সব সময় এমন কিওয়ার্ড নির্বাচন করুন  যা নিয়ে খুব কম ভিডিও তৈরি হয়েছে এবং নতুন নতুন কনটেন্ট খুঁজে বের করুন।