৭ টি দুর্দান্ত অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নতুনদের জন্য - এখনি দেখে নেওয়া দরকার

সাতটি দুর্দান্ত অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এছাড়া আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নতুন হয়ে থাকেন তবে এখান থেকে পাবেন একটি সম্পূর্ণ ধারণা।

৭ টি দুর্দান্ত অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নতুনদের জন্য - এখনি দেখে নেওয়া দরকার
7 Great Affiliate Marketing Programs For Beginners

ঘরে বসে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এফিলিয়েট মার্কেটিং। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এফিলিয়েট মার্কেটিং অত্যন্ত পছন্দনীয় একটি ইনকাম সোর্স। শিক্ষার্থীসহ অন্যান্য পেশাজীবীদের কাছে অ্যাফিলিয়েট মার্কেটিং একটি বাড়তি আয়ের এর উৎস। কিছুটা সময় ব্যয় এর মাধ্যমে এখান থেকে তারা সহজেই ৫০০ থেকে হাজার ডলার পর্যন্ত আয় করতে পারে। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে একটি ক্যারিয়ার গড়তে উৎসাহী তাদের জন্য আজ এখানে 


অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এখন আর আমাদের কিছু কেনার জন্য দোকানে যেতে হয় না। আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কিনে ফেলতে পারি আমাদের পছন্দনীয় সামগ্রীগুলো। আর এসব পণ্য বিক্রয় করে থাকে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান যেমন আমাজন ফ্লিপকার্ড ইত্যাদি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এসব পণ্য ক্রেতাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা এবং পণ্যের বিক্রি বাড়ানো।


আমরা নিশ্চয়ই দেখেছি যে যখন আমরা কোন একটি পণ্য কেনার জন্য ইন্টারনেটে সার্চ করি তখন বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ সাইট ওই পণ্যের সুন্দরভাবে বর্ণনা করে থাকে। সবশেষে পণ্যটির একটি লিংক দিয়ে থাকে। যেখানে ক্লিক করলে আমরা এই পণ্যটি ক্রয় করতে পারব অর্থাৎ চলে যাব মূল ওয়েবসাইটে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ কোন একটি ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে তাদের পণ্যকে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তাদের বিক্রয় বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।


এখানে একজন ওয়েবসাইট তৈরি করে অথবা ব্লগিং সাইট তৈরি করে ইউটিউব ভিডিও অথবা ফেসবুক পেজ বিভিন্ন মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তবে যদি একটি নির্দিষ্ট পণ্যের জন্য ওয়েবসাইট তৈরি করা হয় তাকে বলা হয় নিশ সাইট। কোন ক্রেতা যখন নিশ সাইট থেকে কোনো পণ্য ক্রয় করে তখন তার কমিশন হিসেবে মূল ই-কমার্স প্রতিষ্ঠানটি অ্যাফিলিয়েট মার্কেটারকে অর্থ প্রদান করে। 



অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আয় হয? 

অ্যাফিলিয়েট মার্কেটিং করে যে আয় হয় তাকে সাধারণত প্যাসিভ ইনকাম বলে। আমরা যখন কোন একটি প্রতিষ্ঠানে কর্মরত থেকে মাস শেষে স্যালারি পাই অথবা কয়েক ঘণ্টা কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে তা মূলত এক্টিভ ইনকাম। অর্থাৎ আপনি যখন আপনার শ্রম দিচ্ছেন তখন আপনি অর্থটি পাচ্ছেন। কিন্তু প্যাসিভ ইনকাম কিছুটা ব্যতিক্রম।


ধরুন আপনি একটি বাড়ি তৈরি করেছেন এবং সেই বাড়িতে কয়েকজন ভাড়াটে রেখেছেন। মাস শেষে সেই ভাড়াটেগণ আপনাকে টাকা দিয়ে থাকেন। এর জন্য কিন্তু আপনাকে তেমন কোন কাজ করতে হয় না। বস্তুত এক্ষেত্রে আপনি প্রথমে আপনার ইনকাম সোর্স তৈরি করে রেখেছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। এ ধরনের ইনকাম পদ্ধতিকে বলা হয় প্যাসিভ ইনকাম পদ্ধতি।


এর জন্য প্রথমে আপনি একটি সাইট তৈরি করে সেখানে একটি পণ্য সম্পর্কে উপস্থাপন করবেন এবং সেটি ক্রয় করার জন্য একটি লিঙ্ক দিয়ে থাকবেন। অতঃপর যখনই কোনো ক্রেতা সেখান থেকে পণ্যটি ক্রয় করবে আপনি তার কমিশন পাবেন। মূলত তিনটি প্রক্রিয়ায় অ্যাফিলিয়েট মার্কেটারগণ অর্থ আয় করে থাকেন। 



১. কস্ট পার্ সেল

এই প্রক্রিয়ার মাধ্যমে যখন কোনো ক্রেতা আপনার প্রদত্ত লিঙ্ক থেকে কোন পণ্য ক্রয় করবে তার কমিশন হিসেবে আপনি অর্থ পাবেন। এ ক্ষেত্রে প্রতিটি পণ্যের জন্য ভিন্ন ভিন্ন কমিশন থাকে। কমিশনের হিসাব শতকরা হিসেবে হয়ে থাকে। কাজেই আপনি যত বেশি মূল্যের পণ্য বিক্রয় করাতে পারবেন তত বেশি অর্থ আয় করতে পারবেন। 

২. কস্ট পার লিংক

আপনি যদি এই প্রক্রিয়ায় অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন তবে এক্ষেত্রে আপনার লিংকে যদি কেউ ক্লিক করে তাহলে আপনি অর্থ পাবেন। অর্থাৎ লিংকে ক্লিক করে কেউ পণ্য কিনুক আর না কিনুক আপনি কিন্তু আপনার অর্থ পেয়ে যাবেন। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী প্রতিবার লিংকে ক্লিক করার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। 

৩. কস্ট পার লিড

এ প্রক্রিয়ায় যদি কোন ব্যক্তি আপনার প্রদত্ত লিঙ্ক থেকে মূল ওয়েবসাইটে গিয়ে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে তবে আপনি অর্থ পাবেন। এর জন্য কোন ক্রেতা যদি পণ্য না কিনে তবে কোন সমস্যা নেই। মূলত সাইন আপ বা রেজিস্ট্রেশনের জন্য আপনি আপনার কমিশন পেয়ে যাবেন। 



অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম 

এখানে আমি সাতটি জনপ্রিয় অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আপনি যদি এফিলিয়েট  মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন হয়ে থাকেন তবে এই ধারণাটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। 



১. Clickbank

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ক্লিকব্যাংক অন্যতম বৃহত্তম একটি প্রতিষ্ঠান। সারা বিশ্বব্যাপী এর রয়েছে বিশাল জনপ্রিয়তা। মূলত এই প্রতিষ্ঠানটি ভার্চুয়াল পণ্যের ওপর গুরুত্ব আরোপ করে থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বর্তমানে ফিজিক্যাল পণ্য থেকে ভার্চুয়াল পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে তাই আপনি সহজেই এফিলিয়েট মার্কেটিং করে মোটা অঙ্কের অর্থ আয় করতে পারবেন। 



২. Linkshare

২০১২ সালে এই প্লাটফরমটি সারাবিশ্বের প্রথম স্থান দখল করে নিয়েছে। ১০ মিলিয়ন অ্যাফিলিয়েট মার্কেটার পার্টনারশিপ নিয়ে এটি বর্তমানে অন্যতম সেরা একটি অ্যাফিলিয়েট মার্কেটার নেটওয়ার্ক। এই প্রতিষ্ঠানটি আপনাকে হাজার হাজার পণ্যের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুবিধা প্রদান করে থাকে। এছাড়া আপনি এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আফিলিয়েট মারকেটিং প্রোগ্রাম সাজিয়ে নিতে পারবেন। 



৩. Commission Junction

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে এটি অন্যতম বৃহত্তম একটি নেটওয়ার্ক। যদিও সারা বিশ্বব্যাপী এটি পরিচালিত হয়ে থাকে তথাপি  উত্তর আমেরিকায় এটি সব থেকে বৃহৎ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। ২০১২  সালে সেরা বিশটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের মধ্যে  এটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। 



৪. Rakuten

৯০০০০ পণ্য এবং প্রায় ১৮ মিলিয়ন ক্রেতা নিয়ে রাকুটেন অন্যতম বৃহত্তম একটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নেটওয়ার্ক। বিশ্বব্যাপী সেরা তিনটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের মধ্যে এর অবস্থান তৃতীয়। 



৫. ShareaSale

অ্যাফিলিয়েট মার্কেটিং এর দুনিয়ায় এর পদচারণা প্রায় ১৫ বছরের। আমাদের আয়োজন এর পঞ্চম স্থানে একটিকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এটি অন্যতম জনপ্রিয় একটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম নেটওয়ার্ক। টেকনোলজির দিক থেকে দক্ষতা এবং কাস্টমারদের প্রয়োজনীয় সুবিধা প্রদানের জন্য এটি জনপ্রিয় হয়ে উঠেছে। 



৬. eBay

অনেকের কাছেই হয়তো এই নামটি নতুন মনে হচ্ছে। কিন্তু বস্তুত তা নয়। প্রায় বিশ বছর ধরে এটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের সাথে সম্পর্কযুক্ত। এই প্রতিষ্ঠানটি কাস্টমারদের যথাযথ সুবিধা দিয়ে থাকে। কাজেই এফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে এটি হতে পারে আপনার অন্যতম একটি প্রতিষ্ঠান। 



৭. Amazon

আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দুনিয়ায় আমাজনকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অ্যামাজন সর্ববৃহৎ এবং সবথেকে জনপ্রিয় একটি ই-কমার্স প্রতিষ্ঠান। সারা বিশ্বব্যাপী যার  রয়েছে লক্ষ লক্ষ অ্যাফিলিয়েট মার্কেটার পার্টনারশিপ। 

এখানে আমরা সাথী আফিলিয়েট মারকেটিং প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি। এখান থেকে আপনি যেকোন আপনার পছন্দমত একটি বা একাধিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে গড়ে তুলতে পারেন আপনার সফল ক্যারিয়ার।