2022 Jamai Sasthi Date and Time | 2022 জামাই ষষ্ঠী তারিখ ও সময়

2022 Jamai Sasthi, 2022 Jamai Sasthi Date and Time, জামাই ষষ্ঠী 2022 বা বাংলা জামাই ষষ্ঠী 2022 কবে? বাঙালির উৎসব জামাই ষষ্ঠী এই বছর কোন তারিখে? জানুন এই বছরের জামাই ষষ্ঠী সম্পর্কে সবকিছু।

2022 Jamai Sasthi Date and Time | 2022 জামাই ষষ্ঠী তারিখ ও সময়
2022 Jamai Sasthi Date and Time | 2022 জামাই ষষ্ঠী তারিখ ও সময়


জামাই ষষ্ঠী, জামাইদের সবচেয়ে খুশির দিন: জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী বাঙালি পরিবারে এক আলাদা খুশির জোয়ার নিয়ে আসে। কেননা যে বাড়িতে নতুন জামাই আছে সেই বাড়িতে তো আরো বেশি আনন্দ। শুধু নতুন জামাই নয়, প্রত্যেকটি জামাই এই দিন বেশ আনন্দে আর আপ্যায়নে কাটিয়ে থাকেন।


এই দিনে জামাইরা একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হন। কেননা সেখানে যে শাশুড়ি মা বিভিন্ন রকমের পদ রান্না করে বসে আছেন। বিভিন্ন রকমের তরিতরকারি, দই, মিষ্টি, আরো কত কি দিয়ে সাজানো।


নতুন জামা-কাপড়, বিভিন্ন রকমের মিষ্টি, আর বিভিন্ন রকমের তরি-তরকারি তে প্রায় প্রতিটি বাঙালির ঘর একেবারে মেতে ওঠে। ধুতি-পাঞ্জাবি তে জামাই দের কে একেবারে "জামাই আদর" করা হয়।

Jamai Sasthi 2022

5 June 2022

Sunday

জামাই ষষ্ঠী ১৪২৯

২১ জ্যৈষ্ঠ ১৪২৯

রবিবার


এই দিনে আমার ডোমকল থানার অন্তর্গত ভাগীরাথপুর গ্রামের মহিলারা "দইমেলা" উৎসব পালন করে থাকেন। যে মেলাতে সবাই ভীষণ আনন্দ করেন এবং এই মেলা খুব বড় আকারে হয়ে থাকে।


এদিনে পূজা-অর্চনার পরে জামাইদের কে আসনে বসিয়ে তার মঙ্গল কামনায় ব্যস্ত থাকেন শাশুড়ি মা। সামনে সাজানো থাকে ভাত, লুচি, বিভিন্ন ধরনের তরকারি, মিষ্টি, দই। এই দিনে   জামাইরা ও কিন্তু তাদের শাশুড়ি মায়েদের নতুন শাড়ি উপহার দিয়ে থাকেন। 


আর এই দিনটির জন্য প্রতিটি জামাই কিন্তু অপেক্ষা করে থাকেন সারাবছর। প্রতি বছর এই ভাবেই জামাইষষ্ঠীর মধ্যে দিয়ে জামাইদের আপ্যায়নের উৎসব  বাঙালির ঘরে ঘরে আভিজাত্যের প্রকাশ ঘটায়। যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।