CPA মার্কেটিং করে কিভাবে অর্থ উপার্জন করবেন জেনে নিন
CPA মার্কেটিং নিয়ে সবাই শুনে থাকলেও কারোরই এটা সম্বন্ধে ক্লিয়ার কন্সেপ্ট নেই। আর এখানে কাজ করতে গেলে যে আসলে কি কি করতে হয়, কোন সাইটে করতে হয়, তাও সবাই জানেন না। তাই আজ আপনাদের সামনে CPA মার্কেটিং এর বিস্তারিত ধারণা ও উপার্জন এর নিয়ম দেখাবো।

সিপিএ মার্কেটিং আসলে কি?
ইন্টারনেট এর সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে বর্তমানে অন্যতম হচ্ছে অনলাইনে আয়ের সুযোগ তৈরি হওয়া। অনলাইন এ যেকোন জায়গা থেকে কাজ করে অর্থ আয় করতে পারবেন। এক্ষেত্রে বেশীরভাগ গ্রাহকই বিদেশী। আপনি তাদের বিভিন্ন ধরনের কাজ করে দিয়ে অর্থ আয় করতে পারবেন। যেমন ফটো এডিটিং, ব্লগ রাইটিং, বিজনেস কার্ড তৈরি, সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
এগুলোর মধ্যে সিপিএ মার্কেটিং বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। সিপিএ মার্কেটিং এ মার্কেটপ্লেস এ বিভিন্ন সাইটের ভিজিটর বৃদ্ধি এবং লিংক প্রোমোট এর কাজই মুখ্য। এছাড়াও অনেক ধরনের কাজ রয়েছে। এফিলিয়েট মার্কেটিং এর মত সিপিএ মার্কেটিং এ বিক্রয় করার কোন বিষয় নেই।
তাই এফিলিয়েট মার্কেটিং এর চেয়ে সিপিএ মার্কেটিং এর প্রতি মানুষ বেশী ঝুকে পড়ছে। সুপ্রিয় পাঠক আজ আমরা জানব সিপিএ মার্কেটিং কি এবং কিভাবে সিপিএ মার্কেটিং করে অর্থ আয় করতে পারবেন।চলুন দেরী না করে মূল আলোচনায় যাওয়া যাক।
সিপিএ মার্কেটিং
সিপিএ মার্কেটিং (CPA) শব্দের অর্থ Cost per action। এটা অনেকটাই এফিলিয়েট মার্কেটিং এর মত। তবে এফিলিয়েট মার্কেটিং এর মত কোন প্রোডাক্ট সেল করতে হয়না। সিপিএ মার্কেটিং এর মূল বিষয় হল বিভিন্ন ওয়েবসাইট এর বিভিন্ন অফার থাকে, তা যদি গ্রাহক নিতে চান তাহলে তাকে রেজিষ্ট্রেশন করে অফার নিতে হবে। এক্ষেত্রে ভিজিটর ওয়েবসাইট ভিজিট করে রেজিষ্ট্রেশন করলেই সিপিএ মার্কেটার টাকা পাবেন।
যদি সিপিএ মার্কেটার অফার নাও নেন তবুও মিনিমাম একটি কমিশন পাবেন। সিপিএ মার্কেটিং এর কাজ পাওয়ার জন্য আপনাকে সিপিএ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। মনে করুন আপনি সিপিএ মার্কেটিং থেকে একটি অ্যাপ এর ইন্সটল বৃদ্ধি করার কাজ নিলেন। আপনি এফিলিয়েট লিংক এর মাধ্যমে অ্যাপ এ ভিজিটরদের রেজিষ্ট্রেশন করাতে পারলেই আপনি কমিশন পাবেন।
গ্রাহক যদি অ্যাপ ব্যবহার করে কোন প্রোডাক্ট বা সুবিধা নাও নেন তাও আপনি কমিশন পাবেন। এটাই সিপিএ মার্কেটিং এর সবচেয়ে ভাল দিক৷ এজন্য বর্তমানে সবাই সিপিএ মার্কেটিং এর দিকে ঝুকছে।
সিপিএ মার্কেটিং করার কারন
অনলাইনে অর্থ আয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং এর মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং। অনলাইন মার্কেটিং এ সফল হতে গেলে অনেক বেশী দক্ষ হতে হয়। তাই প্রথমদিকে অনলাইন মার্কেটিং এ সফল হওয়া বেশ কঠিন। ইউটিউব মার্কেটিং এ কন্টেন্ট তৈরি করা, আকর্ষনীয় ভাবে উপস্থাপন যথেষ্ট কঠিন।
কিন্তু সিপিএ মার্কেটিং করতে আপনার তেমন কোন অভিজ্ঞতা প্রয়োজন হবেনা। প্রয়োজন হবে ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারনা এবং আপনার কাজটি কিভাবে করবেন। নিয়ম মেনে কাজ করলেই টাকা উপার্জন করতে পারবেন। তাই অনলাইন এ অর্থ আয়ের জন্য প্রাথমিক অবস্থায় সিপিএ মার্কেটিং সবচেয়ে ভাল উপায়।
সিপিএ মার্কেটিং করে অর্থ উপার্জন
আপনি যে কাজই করেন না কেন কত টাকা আয় করতে পারবেন তা আপনার কাজের পরিমান ও মানের উপর নির্ভর করবে। আপনি যদি নিয়ম মেনে সময় নিয়ে সিপিএ মার্কেটিং করেন তাহলে মাসে হাজার ডলার পর্যন্ত আয় করা খুবই সহজ হবে।
মনে করুন একটি অ্যাপ ডাউনলোড এ আপনি পাবেন ১ ডলার, যদি প্রতিদিন আপনার শেয়ার করা লিংক থেকে ৫০ জন অ্যাপ ডাউনলোড করেন আপনার আয় হবে ৫০ ডলার। এভাবে প্রতিদিন হলে মাসে আয় হবে ১৫০০ ডলার। কিন্তু এত বেশী আয় করার জন্য অবশ্যই কাজে দক্ষতা থাকতে হবে, কোথায় কিভাবে লিংক শেয়ার করলে বেশী ভিজিটর পাবেন সেটা জানতে হবে।
সিপিএ মার্কেটিং এ কি কি অফার পাওয়া যায়
বিশ্বে প্রায় ৫৫০ টির সিপিএ মার্কেটপ্লেস রয়েছে। সিপিএ মার্কেটিং করতে হলে আপনার মোটামুটি ভাল মানের একটি ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল থাকতে হবে। থাকতে হবে ইন্টারনেট এবং সিপিএ মার্কেটিং এর বিষয়ে প্রাথমিক এবং পরিষ্কার ধারনা।
যে সকল সাইটগুলো বেশী জনপ্রিয় এবং বিখ্যাত সে সকল সাইটগুলোতে প্রথমে কাজ পাওয়া নতুন সিপিএ মার্কেটার জন্য খুবই কঠিন। তাই শুরুতে এ সকল সাইটে কাজ না করাই ভাল। আপনি প্রতিটি অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করানোর জন্য অফার পেতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি অ্যাপ ডাউনলোড হলে আপনি কমিশন পাবেন। পে পার লিড এ প্রতিটি ওয়েবসাইটে সাইন ইন করার জন্য অথবা ইমেইল সাবমিট এর জন্য কমিশন পাবেন। পে পার সেল অফারে বিভিন্ন কোম্পানি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য অফার দিয়ে থাকে।
যেমন ট্রাভেল, ই-কমার্স, মোবাইল অ্যাপ, বিউটি সাইট,পার্লার, হেলথ, ফিনান্সিয়াল ইত্যাদি বিভিন্ন অফার নিতে গ্রাহকদের ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হয়। রেজিষ্ট্রেশন করার পর যদি ওনাদের অফার পছন্দ না হয়, না কেনেন সেক্ষেত্রে ও আপনি একটি নির্দিষ্ট পরিমান কমিশন পাবেন। সবচেয়ে বড় মার্কেটপ্লেস গুলো হচ্ছে Maxbounty, Peerfly, Neverblue, affiliaxe, A4D, Clickbooth, ইত্যাদি।
এ সকল সাইট কাজের জন্য রেট অনেক বেশী দিয়ে থাকে। কিন্তু এখানে দক্ষ এবং এক্সপার্ট ছাড়া কাজ পাওয়া কঠিন। তাই শুরুতে অন্যান্য সাইট যেমন Adworkmedia, Cpalead ইত্যাদি সাইটে কাজ করা ভাল।
উপসংহার
ইন্টারনেট এর মাধ্যমে আয়ের ক্ষেত্রে নতুনদের জন্য সিপিএ মার্কেটিং সবচেয়ে ভাল। এখানে শিক্ষাগত যোগ্যতা,অধিক দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয়না। আপনাকে কোন প্রতিষ্ঠান এর হয়ে অফিসে গিয়ে কাজ করার দরকার পড়বে না। আপনি বাড়িতে বসে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল থেকেই কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করুন বা ব্রডব্যান্ড ডেটার স্পিড ফাস্ট হওয়া চাই। আপনি ন্যুনতম ৩-৪ ঘন্টা বাসায় বসে নিয়মমত কাজ করলেই ভাল এমাউন্ট আয় করতে পারবেন।
আর যখন কাজে দক্ষ হয়ে যাবেন তখন কোথায়, কোন মিডিয়াতে, কোন লিংক, অ্যাপ এর প্রোমোশন করা উচিত তা জানতে পারলে আপনি মাসে হাজার ডলার খুব সহজেই আয় করতে পারবেন। আপনি দক্ষতা ছাড়াই এত অর্থ আয়ের সুযোগ অন্য কোন মার্কেটিং এ পাবেন না। তাই যেকোন জায়গা থেকে কাজ করে দ্রুত সফল হতে চাইলে সিপিএ মার্কেটার হতে পারেন। চাইলে আপনি নিজে বড় পরিসরে ওয়েবসাইট খুলে মানুষকে চাকরি দিয়ে নিজে কাজ করাতে পারেন। শুধু নিজে নয় এর মাধ্যমে অন্যদের সাবলম্বী করে তুলতে পারেন।
আশা করি সিপিএ মার্কেটিং কি এবং কিভাবে এর মাধ্যমে অর্থ আয় করবেন তা জানতে পোস্টটি আপনাদের উপকারে এসেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করতে পারেন।আমরা আপনার মতামতকে গুরুত্বসহকারে নিয়ে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।আজকের মত এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।